ছোটোবেলা মনে করতাম, সবকিছুতে শুধু কলকাতা কলকাতা কেন? সময়ের সঙ্গে সঙ্গে অন্য জায়্গার নানাকিছুও গুরুত্ব পাবে, শিক্ষাদীক্ষাসাহিত্যসংস্কৃতি সবকিছুই গুরুত্ব পাবে, কলকাতানির্ভরতা কলকাতাকেন্দ্রিকতা হ্রাস পাবে। ইত্যাদি ইত্যাদি। সেই ইনোসেন্ট ছোটোবেলা কেটে গেলে বোঝা গেল তা হবার নয়। শুধুই কলকাতাই থাকবে, বাকী সব ওই খেলায় যাকে বলে "দুধুভাতু", সেইরকমই থাকবে। ঃ-)
@অরিন-দা, অনেকগুলো বই কেনা হয়ে গেল। কদিন আগে এখানে ছবি দিয়েছিলাম। তারপরেও তিনটে কিনলাম। দুটো এখনো পাইনি। পথে আছে। এছাড়া কয়েকটা পুজো সংখ্যা তো কিনবই।
বায়োগ্রাফির ব্যাপারে আমি এখন অনেকটাই ডিসাপয়েন্টেড। ভাল জীবনী গ্রন্থ পাওয়া দুষ্কর । রাজমোহন গান্ধীর 'গফর খান' পড়ছি ।
:-), এক"দম" । এও তাই ।
মাঝে মাঝে ফেবুতে ভারতের একটা ম্যাপ আসে, সেখানে বিভিন্ন জায়গার উপরে নানারকম বিরিয়ানির নাম লেখা। অনেকে ওসব বিরিয়ানির দ্বারা ভারত চেনেন। ঃ-)
বিভিন্নজনের বাস্তবতাও অনেকটাইই দৃষ্টিভঙ্গীর ব্যাপার আরকি। ঃ-)
একেবারে।
অবিশ্যি আপেক্ষিক অর্থে, অনেকের কাছে ঐটেই বাস্তব, আর সেটাকে তাঁরা নানারকম ভাবে জাস্টিফাই করেন, ;-), আমি যা বুঝলাম। খিড়কি থেকে সিংহদুয়ার, ইত্যাদি।
চিন্তা করুন অরিন, পশ্চিমবঙ্গে কলকাতা ছাড়া প্রায় বাকী সবটাই চৌকো দাগ। ঃ-)
আমি হলে অবশ্য কিনেই ফেলতাম অর্জুন। বইই তো? সবসময় একবার পড়ে বা অন্যর রিভিউ দিয়ে সবটা বোঝা যায় না।
কালকে ফ্লোরেন্স ফস্টার জেনকিনসের জীবনী পড়ছিলাম। শুধুই সালতামামী, আর কিছু নেই, প্রথমবার পড়ে বেজায় বোর লাগছিল, বার দুয়েক পড়ার পর ছবিটা ঝাপসা থেকে কিছুটা স্পষ্ট হল ।
রজনী কোঠারির ' Politics in India' বইটি কিনব কিনা ভাবছি! বড্ড বেশী বই কেনা হয়ে যাচ্ছে।
রঞ্জন-দা, বোধিসত্ত্ব দাশগুপ্ত, এলেবেলে, অরিন-দা পড়ে থাকলে জানাবেন বইটি সম্পর্কে ।
"সবই সেই আগেকার দিনে ম্যাপে যেমন আফ্রিকার উপরে মস্ত মস্ত চৌকো চৌকো দাগ টেনে দিয়ে 'অজানা দেশ' বলে লেখা থাকতো, সেরকম"
ভাল বললেন। সেই চৌকো দাগের খেলা আজও চলিতেছে!
" ডিসেগ্রী করলে" - ডিসেগ্রি করার মতো জায়গায় পৌঁছুইনি এখনো :) পিলগার আর আপনার অবস্থানের খুব একটা তফাৎ নেই বলেই মনে হয়েছিল, তাই আগের কমেন্টটা পড়ে একটু অবাক হয়েছিলাম , আর তফাৎটা কোথায় বোঝার চেষ্টা করছিলাম | ধন্যবাদ গুছিয়ে লেখার জন্য |
আজ হঠাৎ জানলাম বিজয়া রামস্বামী মারা গেছেন। নামকরা ইতিহাসবিদ। জে এন ইউ'তে পড়াতেন। দুর্দান্ত স্কলার। ভারতবর্ষের বস্ত্রশিল্পের ইতিহাস,শ্রমিকআন্দোলন এবং উইমেন্স হিস্ট্রি নিয়ে ইন্টারেস্টিং গবেষণা করেছেন। ওঁর লেকচর শোনার সৌভাগ্য হয়েছে কয়েকবার। মৃত্যু খবর অনেকদিন বাদে জানতেন পারলাম। জুনে মারা গেছেন।
দুজন হিস্টরিয়ান চলে গেলেন কাছাকাছি বয়েসের। হরি বাসুদেবন মারা গেলেন জুলাইয়ে।
ভারতের স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশ শাসনের শেষপর্ব, দেশবিভাগ এইসব নিয়ে একটা খুব ভালো টই লিখছিলেন বড়াই, সেই টইটা কি খুঁজে পাওয়া সম্ভব?
বিদ্যাসাগরের টইটা তো খুঁজে পাই না! গেল কই?
বেচারা টপচন্দ্রবাবুকে একা দোষ দিয়ে কোনো লাভ নেই, এসব ফল্গুধারার মতন ভেতরে ভেতরে চলছে। উনি তো তবু ঘোষিতভাবে কাছের্ঠাকুর এর শিষ্য, সেইসব প্রতিপাদ্যই প্রমাণ করেন প্রতি লেখায়, কিন্তু অন্যেরাও অনেকে আড়ালে আবডালে হরেদরে একই জিনিস করে যান দেখা যায়। জিনিসটা আমাদের সমাজে এমন ডীপ রুটেড, যে হয়তো অনেকসময় অজান্তেই করে যান।
বি,
পুণেতে এয়ারটেল ফাইবার ব্রডব্যান্ডের কানেক্শান খুব ভাল। আন ইন্টারপ্টেড ইন্টারনেট, মোটামুটি ৮০০ আর ১০০০ এর প্ল্যান দুটৈ ভাল। শুনেছি টাটাস্কাই ব্রডব্যান্ডও নাকি ভাল। তবে নিজে ব্যবহার করি নি। হ্যাথোয়ে আর hi5 এই দুটোর আমাদের এলাকায় ভীষণ বাজে কানেকশান।
আপনি যে এল্কায়ার জন্য চাইছেন সেখানে একটু খোঁজ নিন। এই এয়ারটেল ফাইবার ব্রডব্যান্ড যেমন পশ্চিমবঙ্গে ওনেক জায়গাতেই পাওয়া যায় না।
আর জাতিভেদের বিরূদ্ধে কত বড় বড় প্রবন্ধ বলিয়ে নেবেন বলে 'গোরা' লিখলেন রবিবাবু, আগে তেমন করে পড়া ছিল না, সম্প্রতি এক সিনেমা দেখে উৎসাহের চোটে আবার পড়তে গেলাম। পড়তে গিয়ে তো থ! বড় বড় নায়ক টায়ক রা সব চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায়, ভট্টাচার্য ইত্যাদি। আর ভিলেন ব্যাটা পানুবাবু, তার নাম হল হারাণচন্দ্র নাগ। ঃ-)
এলেবেলে, আপনি কি আছেন? শুনছেন? ঃ-)
তবু যে বলে নি, সাত জন্মের বন্ধন। এক জন্মে রেহাই নেই, একবার অগ্নিসাক্ষী করে বিয়ে করে ফেলেছেন কি পরবর্তী ছয় জন্মেও তাই করতে হবে। তারপরে খালাস। (আমার এক বন্ধুনি প্রেম করে তারপরে মন্ত্র টন্ত্র পড়ে অগ্নিসাক্ষী বিয়ে করেছে। সে তো রীতিমতন বলল ওরা সাত জন্মের কসম খেয়েছে, কোনো ছাড়াছাড়ি নেই। পরবর্তী ছয় জন্ম বুকড হয়ে আছে। ঃ-) )
কাল ফেসবুকে একটা পোস্ট শেয়ার হতে দেখলাম হিন্দুবিবাহের স্বরূপ নিয়ে। প্রতিপাদ্য হল অগ্নিসাক্ষী করা হিন্দু বিবাহ এক পবিত্র অটুট বন্ধন। হিন্দু ধর্মে বিবাহবিচ্ছেদ হতে পারে না। যেসব হিন্দুনারী দ্বিতীয় বিয়ে করেছে তা অসিদ্ধ।
কলকাতা নিয়ে রাদ্দিন হাউহাউ চলে, কিন্তু গোটা রাজ্যে আরো যে চাট্টি কিছু শহর গাঁ গঞ্জ মফস্বল আছে, সেসব নিয়ে কতটুকু বলা কওয়া হয়? সবই সেই আগেকার দিনে ম্যাপে যেমন আফ্রিকার উপরে মস্ত মস্ত চৌকো চৌকো দাগ টেনে দিয়ে 'অজানা দেশ' বলে লেখা থাকতো, সেরকম।
আরে দুনিয়ার নানা দেশ তো অনেক বড় ব্যাপার, কলকাতা নিয়ে এত কথা হয়, কিন্তু বর্ধমান, নদীয়া, বাঁকুড়া ইত্যাদি নিয়ে কতটুকু কথা হয়? মাঝে মাঝে নানা ঝামেলা খুনখারাপি এসব হলে রাজনৈতিক তর্জা টর্জা শুরু হয়, কিন্তু এমনিতে কতটুকু কথা হয়?
আমি ব্যবহার করি ইন্ডিয়া গেলে। রিচার্জ করিয়ে নিই।
পুজো নিয়ে এমন ক্রেজ দেখে ভয় পেলাম।
ধন্যবাদ এস। এ তো মোবাইলের প্ল্যান। হটস্পট যদিও করা যায়, তবে ব্রডব্যান্ড স্পেসিফিকালি চাইছি । যিনি রেকো দিচ্ছেন তিনি ব্যবহার করে থাকলে আরো ভালো।
আচ্ছ,মাসে ৫০-৬০ জিবি ডাটা , যথেষ্ট ফাস্ট স্পীড ঃ এরকম ব্রডব্র্যাণ্ডের খরচ মাসে ভারতে কেমন?
থিম পুজো নিয়ে, দেব দেবীদের বিভিন্ন রুপে দেখানো নিয়ে একটা গুপ্ত অসন্তোষ বহুদিন থেকে বাঙালীদের মধ্যে ছিল। কিন্তু সেটা ছিল ঐ হিন্দি সিনেমায় নাচের ধরন নিয়ে অসন্তোষের মতন। সেটাকে চাড্ডীরা একস্ট্রিম লেভেলে অ্যাক্টিভেট করেছে। এর মধ্যে অবশ্যই অনেকের স্বার্থ জড়িত আছে। ঐ যেভাবে মীম নির্মাতারা হঠাত মোদিভক্ত দেশপ্রেমিক হয়ে উঠেছে, সেরকম। আইটি সেল মোটা টাকা অফার করছে পশ্চিমবঙ্গকে ধরতে।
আমার আবার ভোট কোথায়? কিন্তু এই সব ষঢ়যন্ত্রের শেষেই হিলারীকে নিয়ে গল্পটা পোষায় না।
কোন জন্ম থেকে থিম পুজো হচ্ছে, দুর্গাকে কতরকম ভাবেই তো দেখানো হল। জিন্স পরা সরস্বতীও কিছুদিন আগেই দিব্বি পপুলার হয়েছে। এসব এই স্কেলে তো হয়নি ! ঐ অরণ্য মিত্রের কথাটাই কিছুটা মনে হচ্ছে।
কিন্তু পাই এতো আশ্চর্য্য হচ্ছে কেন? এতো এখনকার নর্মাল। বহুদিন ধরেই। হুসেনকে দেশ ছাড়তে হয়েছিলো।
আমার যতদূর মনে হয় , অনেক বাঙালীর মননে এই সংরক্ষনশীলতা আর মৌলবাদ পুরোপুরি দূর হয় নি , কেন্দ্রীয় সরকারের এই সব মধ্যযুগীয় মানসিকতাই সেই অন্ধকার মনের মানুষ গুলোকে এখন এগিয়ে আসতে ভরসা দিচ্ছে , না হলে মুক্তমনা মেজরিটি বাঙালী কখনই এমন করতো না । এই সব মানুষ থেকেই গিয়েছিল কুপমণ্ডূক হয়ে তারা শুধু কুয়োটা তে মেম্বার বাড়াতে চায় এখন , তাই এত ব্যতিব্যস্ত আর আস্ফালন দেখাচ্ছে !