S | 2405:8100:8000:5ca1::253:***:*** | ১৭ অক্টোবর ২০২০ ১২:৪২463083এনজি ফার্সট একটাও সীট পেলোনা?
S | 2405:8100:8000:5ca1::106:***:*** | ১৭ অক্টোবর ২০২০ ১২:৩৯463082ন্যাশনাল পার্টির কিছু ভোট এসিটি পেতে পারে কি?
তাই তো মনে হচ্ছে। সাধারণত লেবার শহরাঞ্চলে লেবার বরাবর ভাল করে, গ্রামের দিকে ন্যাশনাল ভাল করে | তবে এবারে গ্রামেও ন্যাশনাল বহু জায়গায় পারছে না। মাওরি পার্টি ফিরে আসছে,এটা একটা ভাল দিক | ACT খুব ভাল করেছে দেখা যাচ্ছে, গত দু তিনটে ইলেকশনে এদের একটা করে সিট পেত, এবারে দশটা জায়গায় এগিয়ে আছে | খুব ইন্টারেসটিং |
S | 2405:8100:8000:5ca1::477:***:*** | ১৭ অক্টোবর ২০২০ ১২:২৫463079লেবার পার্টি তো একাই সরকার গড়বে মনে হচ্ছে। অকল্যান্ড সেন্ট্রালে গ্রীন পার্টি এগিয়ে আছে। ন্যাশনাল পার্টির সীট তো অনেকটাই কমেছে। এসিটির ভালই বেড়েছে।
anandaB | 50.125.***.*** | ১৭ অক্টোবর ২০২০ ১১:৪৬463078অভ্যু কে ধন্যবাদ ।..পঙ্কজ মল্লিকের এই রেন্ডারিং একটু হলেও অন্যরকম যেটা এতদিন শুনে এসেছি তার থেকে
হয়তো সিনেমার প্রয়োজনে
S | 2a0b:f4c2:2::***:*** | ১৭ অক্টোবর ২০২০ ১১:০২463077ইংল্যন্ডের রাজনীতি নিয়ে আমার তেমন উৎসাহ নেই। তেমন কিছু জানিও না। তার থেকে কানাডা বা নিউ জিল্যন্ড নিয়ে একটু হলেও বেশি খবর রাখি।
বোধিসত্ত্ব : " আরে অরিন মাইরি নিউজিল্যান্ড নিয়ে খুবই সেনসিটিভ ... নিউজিল্যান্ড সম্পর্কে মার্কিন ক্রো ছাড়া কোন ধারনা নেই, আপনি লিখলে ভালো ই লাগে। "
সেনসিটিভ নই, তবে আপনাদের ইং/মার্কিন বাদে আর কোন দেশকে ধর্তব্যের মধ্যে আনেন না তো, সেটাই বলছিলাম। আরেকটু ক্যানভাসটা বাড়িয়ে নিতে পারেন, দেখবেন, অন্য রকম পারস্পেকটিভ দেখতে পাবেন | সব দেশ একরকম নয়।
আর নিউ জিল্যাণ্ড নিয়ে নিয়ম করে লিখছি তো বুলবুলভাজায়, পড়ছেন না তো, :-), জানি |
"এনজি ফার্স্ট কি এবারেও সাপোর্ট দেবে? অবশ্যি গ্রীনকে নিয়েই হয়ত সরকার হয়ে যাবে।
... এসিটি বোধয় এবারে ন্যাশনালের অনেকটা ভোট খাবে। "
NZ First বিশেষ করে উইনস্টন পিটারস রীতিমতন ঝানু দুঁদে রাজনৈতিক নেতা, অনেকটা ভারতের নেতাদের দর কষাকষিকে মনে পড়িয়ে দেন, পাক্কা কিংমেকার।
যখন লিখছি তার ঘন্টাখানেক পর থেকে রেজাল্ট আসছে। লিখব |
তবে এ বছর ভদ্রলোকের ভূমিকা থাকবে বলে এখনো মনে হচ্ছে না, অন্তত যতটুকু খবর থেকে দেখে মনে হচ্ছে ।
ACT হয়ত ততটা প্রভাব ফেলবে না, তবে National Party'র দলছুট New Conservative Party বেশ কিছু ভোট কাটবে | তবে যেহেতু আমাদের এখানে First past the post হয় না, বরং মিক্সড মেমবার প্রোপোরশনাল, মানে প্রতি ভোটারের দুটো ভোট, একটা পার্টির ভোট, একটা ক্যানডিডেটের ভোট, যার জন্য প্রায় সব সময়ই এখনো অবধি কোয়ালিশন সরকারই হয়ে এসেছে। যার জন্য ভোট কাটাকাটির শেষ এফেক্ট খুব বিশাল একটা ম্যাটার করে বলে মনে হয় না।
তবে এ বছরটা একটু অন্য রকম তো, :-)
S | 2405:8100:8000:5ca1::102:***:*** | ১৭ অক্টোবর ২০২০ ০৯:১৫463072মার্টিণ ক্রো।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ১৭ অক্টোবর ২০২০ ০৯:১২463070আরে অরিন মাইরি নিউজিল্যান্ড নিয়ে খুবই সেনসিটিভ, প্রায় আমার সিউড়ির মত :--)))) জাস্ট কিডিং। নিউজিল্যান্ড সম্পর্কে মার্কিন ক্রো ছাড়া কোন ধারনা নেই, আপনি লিখলে ভালো ই লাগে। অসি পলিটিক্স নিয়ে ধারণা না থাকলেও কিছু অজি ট্রট্সকিস্ট বা লেখকের লেখা পড়েছি।
আপনাদের পিএম খুবই সেনসিবল খুবই ভালো, আমি সেই স্টিভেন কোলবের এর শোতে উনি গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেখে খুব ই ভালো লেগেছিল। তবে এটা আমার একটু বিচিত্র লাগে আন্তর্জাতিক মেডিয়া সবসময়ই একজন প্রিয় লিবেরাল খুজ পায় ওয়েস্টার্ন দেশ থেকে, একসময় ছিল ব্লেয়ার, পরে হল ওবামা, তারপর ট্রুডো না কি যেন কানাডার ছেলেটি, এখন হয়েছে আপনাদের জেসিকা, মাঝে কিছু দিন ছিল ইমানুয়েল মাকরো , তারপরে তার বৌ এর বয়স বেশি বলে তার বাজার পড়ে গেল। ইত্যাদি।
নিউজিল্যান্ড এর কোন লেখক কে নিয়ে , পলিটিশিয়ান কে নিয়ে লিখুন না। আমি আগ্রহী। বাঙালি ঐতিহাসিক শেখর বন্দ্যোপাধ্যায় তো আপনাদের দেশে চলে গেছেন, এখানেই অধ্যাপনা করেন, তবে নিউজিল্যান্ড নিয়ে বুঝতেই পারছেন কিছু ই জানিনা।
S | 2405:8100:8000:5ca1::20c:***:*** | ১৭ অক্টোবর ২০২০ ০৮:৩০463069হ্যাঁ দেখলাম। বলেছে যে রুডির তো মত পরিবর্তন করতে পারবেনা। কিন্তু বাকীরা যেন বাইডেণকেই ভোট দেয়।
কাল টিওয়াইটিতে বার্ণী একটা লম্বা ইন্টারভিউ দিয়েছেন। অসাধারণ। ববি কেনেডীর পর সবথেকে যোগ্য লোক যিনি আমেরিকার প্রেসিডেন্ট হলেন না।
s | 100.36.***.*** | ১৭ অক্টোবর ২০২০ ০৮:২৭463068রুডি জুলিয়ানির মেয়ের ভ্যানিটি ফেয়ারে কলাম লিখে বাইডেনকে ভোট দিতে বলছে।
S | 2405:8100:8000:5ca1::121:***:*** | ১৭ অক্টোবর ২০২০ ০৮:২৬463067এসিটি বোধয় এবারে ন্যাশনালের অনেকটা ভোট খাবে।
a | 220.245.***.*** | ১৭ অক্টোবর ২০২০ ০৮:২৩463066না না আমি খুবই প্রো জেসিন্ডা। কিন্তু দূর থেকে সব খবর তো পাওয়া যায় না আর ঐ যে বল্অলাম ডিচের এধারে থেকে তো আরো মুশকিল।
S | 2405:8100:8000:5ca1::ec:***:*** | ১৭ অক্টোবর ২০২০ ০৮:২২463065এনজি ফার্স্ট কি এবারেও সাপোর্ট দেবে? অবশ্যি গ্রীনকে নিয়েই হয়ত সরকার হয়ে যাবে।
S | 2405:8100:8000:5ca1::11b:***:*** | ১৭ অক্টোবর ২০২০ ০৮:১৭463063"হান্টার বাইডেনের ল্যাপটপ নিয়ে জনতার কী বক্তব্য?"
রুডি জুলিয়ানি জোগাড় করেছে সেই ল্যাপটপ। অতেব বোঝাই যাচ্ছে।
ফেব্রুয়ারির গোড়ায় ন্যাশনালের বন্ধু নিউজ চ্যানেলের পোলে দেখা গেছিল অবশ্য ৪৩.৩% ন্যাশনাল আর ৪২% লেবার, তাকে যদি আপনি অনেকটা এগিয়ে থাকা বলেন তো জানি না। দেখা যাক।
সে নির্ভর করে কে পোল করছে তার ওপর। তবে ন্যাশনাল এখন লেজে গোবরে। দেখা যাক। আর কয়েক ঘন্টার অপেক্ষা।
a | 220.245.***.*** | ১৭ অক্টোবর ২০২০ ০৬:৫৭463060কিন্তু জানুয়ারিতে ন্যস্শনাল ভালো ভাবে এগিয়ে ছিল।
সৈকত বন্দ্যোপাধ্যায় | ১৭ অক্টোবর ২০২০ ০৬:০৩463059হান্টার বাইডেনের ল্যাপটপ নিয়ে জনতার কী বক্তব্য?
"জেসিন্ডা আর্ডন এর তো বলছে বড় বড় পলিসি এক্ষেকুশন সমস্যা আছে? করোনা না এলে ভোটে জিততে পারত না বলে পড়লাম। "
না না, এটা ঠিক ইনটারপ্রিটেশন নয় ।
আর্ডেন সরকারের আমলে এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রায় যুগান্তিক পলিসি এক্সিকিউশন হয়েছে যেটা নিউ জিল্যাণ্ডে এই সেদিন পর্যন্ত ভাবা যেত না - সেমি অটোমেটিক বন্দুক ব্যান শুধু নয় রীতিমতন বাই ব্যাক পলিসি। আমেরিকার NRA র মতন শক্তিশালী এখানকার ফার্মিং লবি। তাদের ব্যাকফুটে ঠেলে এন আইন পাস করিয়ে ইমপ্লিমেন্ট করা সহজ ছিল না। তাছাড়া দুটো পরপর ক্রাইসিস জেসিন্ডা সরকার দক্ষতার সঙ্গে সামলেছেন। করোনা না হলেও জিততই, তবে দেখার যে এরা ল্যান্ডস্লাইড মেজরিটি প্রায় কিনা।
a | 220.245.***.*** | ১৭ অক্টোবর ২০২০ ০৪:৪৮463057জেসিন্ডা আর্ডন এর তো বলছে বড় বড় পলিসি এক্ষেকুশন সমস্যা আছে? করোনা না এলে ভোটে জিততে পারত না বলে পড়লাম। অবশ্য এদিকে লোকে বেসিকালি কিউইদের সাকসেস গিলতে অসুবিধা বোধ করে।
সম্বিৎ | ১৭ অক্টোবর ২০২০ ০৪:৩৬463056
lcm | 2600:1700:4540:5210:3ce6:1489:8d15:8887 | ১৭ অক্টোবর ২০২০ ০০:২৯463054লেখার মাঝে অনেক ব্ল্যাংক লাইন থাকলে সেটা ব্যাকএন্ডে যাচ্ছে ঠিকঠাক, কিন্তু ডিসপ্লে করার সময় এই পেজে চেক আছে যে কনটেন্টে খুব বেশি ব্ল্যাংক লাইন থাকলে মার্জ করিয়ে দেওয়ার।
কিন্তু ইসমে রিডেবিলিটি কম যাতা হ্যায়।
গুরুচণ্ডালীর যারা (মানে প্রায় সবাই) যারা মনে করে পৃথিবীতে ইংল্যাণ্ড আর আমেরিকা, এই দুটোই একমাত্র ইংরিজি কইয়ে লোকেদের দেশ আর কোন দেশ নেই , আমেরিকা বাদে আরো অনেক দেশেই ভোট হয়। তেমনি একটি দেশ আওতেয়ারোয়া!
lcm | 2600:1700:4540:5210:3ce6:1489:8d15:***:*** | ১৭ অক্টোবর ২০২০ ০০:২৯463054লেখার মাঝে অনেক ব্ল্যাংক লাইন থাকলে সেটা ব্যাকএন্ডে যাচ্ছে ঠিকঠাক, কিন্তু ডিসপ্লে করার সময় এই পেজে চেক আছে যে কনটেন্টে খুব বেশি ব্ল্যাংক লাইন থাকলে মার্জ করিয়ে দেওয়ার।
"ডাঃজ্যাকব জন খুবই ভাল পয়েন্ট আনলেন ,টেস্টিংএখন কীভাবে হওয়া উচিত। শুরুতে যেমন টেস্ট টেস্ট টেস্ট দরকার ছিল ,যা সেভাবে হয়নি, তাই এধরণের লকডাউনেও সেরকম কিছু লাভ হয়নি, ইকনমির ক্ষতি হয়েছে প্রচুর,এখন এই কমুইনিটি ট্রান্সমিশন লেভেলে এসে সেই স্ট্রাটেজির মানে নেই। টার্গেটেড টেস্টিং দরকার, কারা বেশি ছড়াতে পারে,সেই নিয়ে স্টাডি করে,তাদের ধরে ধরে করা। কারণ ইম্যুনিটি বাড়তে থাকলে এটা কীভাবে বদলাচ্ছে ,দেখা দরকার। "
একেবারে ঠিক ধরেছেন। লক গাউনের সুযোগে লোকাল স।পট গুলোতে টেস্টিং এবং কনট্যাকট ট্রেসিং বাড়াতে হয়। না হলে ও করে লাভ নেই।
আচ্ছা লেখার মাঝে ব্ল্যাঙ্ক লাইন দিলে এডিটরে ব্ল্যাঙ্ক লাইন গিলে ফেলছে কেন?
কতরকমভাবে দিচ্ছি তাও গিলে ফেলছে।