এই মুহূর্তে তাতিনের একটা টই-এর হেডিং দেখলাম গাঁজা বিষয়ক। খুলিনি তাই আতজের কাজে লাগবে কিনা বলতে পাল্লুম না।
গাঁজা নিয়ে কী হয়েছে? জানেন কেউ? ফেবু টেবুর এগ্রুপ সেগ্রুপ ঘুরে এলাম, কিছু তো দেখলাম না!
:|:,
:-)
(* ইমোজি স্টাইলের নামের সঙ্গে ম্যাচ করে রেসপন্স দিলাম)
অরিন,
ওটা টেস্ট লেখা ছিল। আনপাবলিশ/উড়িয়ে দিয়েছি, কিন্তু নোটিফিকেশনে রয়ে গেছে। নোটিফিকেশন লিস্টে শুধু কারেন্টলি ভ্যালিড লেখাগুলোর লিংক দেওয়া - এটা পরে দেখতে হবে। পয়েন্ট আউট করার জন্য থ্যাংকু।
ওমা! ফি বছর শারদিয়ায় রবীন্দ্রনাথের চিঠির মতো এলসিএমবাবুও অপ্রকাশিত লিখছেন নাকি?
ডিডি, ভাটিয়ালিতে আসবেন না? :-)
স্পীডের প্রব্লেম আর পাচ্ছি না , থ্যাংক ইউ ঈশান
ম্যাও ম্যাও হুলো দাদা
ম্যাও ম্যাও ম্যাও
হুলো দাদা মুলো দাদা
হিযাব কিতাব নিতাব সিতাব
পুঁটু পুতু পুটু পুঁটু
-- এগুলো Thikace.ঠিকাচে এইযে আবার স্পেস দিতেই ইন্জিরি এলো।
১৯৮৬'র ম্যাড্রাস টেস্ট, ভাবল সেঞ্চুরি।
কাল ডিন জোনস মারা গেলেন।
দুজন আইকনের পতন। পরপর।
স্পিডের প্রবলেম চলে যাওয়া উচিত এবার। দেখে নিন। এখনও এক আধটা পিছলে যাচ্ছেনা এমন নয়, কিন্তু মোটের উপর ভালই চলছে।
কিম্যাপ ক্রমে আসিতেছে।
ছপি
টেক টিম, সাইটে আমার 'টেস্ট' বলে একটা লেখা ফালতু লাট খাচ্ছে। আসল লেখা প্রকাশের পরে অনুরোধ জানাচ্ছি, ওটাকে উধাও করে দেওয়ার জন্য।
ওপরে প্লাস সাইন ক্লিক করলে সংক্ষিপ্ত বিবরণ আসার কথা - এই যেমন -
প্রত্যেকটার এক্সক্লুসিভনেস পাঠক ও গ্রাহকের কাছে ক্লিয়ার থাকা জরুরি। নইলে ঘুরে ঘুরে দেখার উতসাহ তইরি হপে না।
ওয়েবিনার জরুরি, তবে ডিজাইন যত সেল্ফ এক্সপ্লানেটরি হয় তত দুপক্ষের ই খাটনি বাঁচে।
একদমই। এটা আমারও মনে হয়। হরিদাস পাল বুবুভা আর খেরো - এই তিনটেকে পুরো আলাদা করে হ্যান্ডল করা বেটার।
'হরিদাস' ওভারিউজড হচ্ছে - বুলবুলভাজা হপা খেরো সবেতেই হরিদাস - এতে কনফিউশন হয়। ওটা ব্লগের জন্যে এক্সক্লুসিভ হওয়া উচিত। বুলবুলভাজা শুধু বুলবুলভাজা, আসল ব্যাপারটা হরিদাসের বুলবুলভাজা হলেও গুরুতে একা বুলবুলভাজা-র আলাদা আইডেন্টিটি হয়ে গেছে।
ঠিক ঠিক। খেরোর ডেসক্রিপশন বদলাতে হবে।
খেড়তে লাইক - হার্ট এসব দেওয়ার ব্যবস্থা থাকুক। বেশি লাইক পাওয়া খেড় খেরোখাতার ওপরে উঠে আসুক। জমে যাবে।
কোথাও ত আলেদা হতে হবে নাকি! নইলে খেড় খুলব কেন!
রাদার, হরিদাস-পাল-গরিমা।
ব্লগগরিমা!
লেখকের সুবিধার জায়গাটা ক্লিয়ার না. ব্লগ হোক বা খেড়, দুটোই অসম্পাদিত এবং যত খুশি খোলা যাবে. সিদ্ধ না আধসিদ্ধ তাতে কিস্যুই যায় আসেনা এস লং পাঠকের কাছে পৌচচ্ছে.
'গুরুতে নতুন' এ একটু ক্ল্যারিফিকেসান থাকলে বোধয় সবার সুবিধে!
ব্লগের ব্যাপারটা এখন তো এরকম আসছেঃ
যা বুঝছি হরিদাস পাল তো এখন আর ঠিক সব হরিদাস পালের জন্য নয়। তাই রি-ওয়ার্ডিং হলে সুবিধা।
যেরকম কিনাঃ খেরোর খাতা হল আমজনতার ব্লগ আর হরিদাস পাল সিদ্ধলেখকদের খেরোর খাতা (বা ব্লগ !
মানে, ঐরকম কিছু আর কি!
এখন আসলে গ্রাহক হওয়ার কনসেপ্টটা সবাই জানেনা, তাই টইতে এলে একটা ভিজিবিলিটা পায়। পরে যদি সত্যিই প্রচুর লোক খেরোতে লিখতে আর কমেন্ট করতে থাকে তখন ভাবতে হবে।
কমেন্ট না করলে টইতে আসে না মনে হয়।
খেড়োটাকে টুইটারের মতো এক লাইনে বেঁধে একটাই কমন পাতা রাখলে ভালো হতো . এক নজরে দশটা ওয়ান লাইনার পড়তে মন্দ লাগেনা . সেই দশটা ওয়ান লাইনার দশটা খেড়ো হয়ে ভেসে উঠলে মহা জ্বালা :(
কিন্তূ খেড়ো এসে টই লিস্টি তে জায়গা নিলেও তো চাপ ।স্টাটাসের ঠেলায় টই দেখতে পাবো না :/
টেস্ট
ওহ সরি , অলরেডি কাজ চলছে , তাহলে কিছু বলার নেই
এডিটরে স্পিডের সমস্যার ফিক্স আসছে। একটু সময় লাগবে। এত কিছু একসঙ্গে চলছে, পারা যাচ্ছেনা।