pi | 42.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২২:৩৪459846আচ্ছা, স্মার্টফোনের দাম কি কমছে ? লোকের ব্যবহার বাড়ছে ? এনিয়ে কোন ঠিকঠাক তথ্য পাওউয়া যাবে ?
কেলোদার চত্বরে কোভিড আর নন কোভিড রোগভোগে লোকজনের অভিজ্ঞতা কেমন ?
সিএস | 49.37.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২২:৩১459845
dc | 103.195.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২২:২৬459842
dc | 103.195.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২২:২৬459843
সিংগল k | 117.226.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২২:১৬459841লসাগুদা পথদিশা চেনেন না!! কি কান্ড, ওটি মেট্রো রেলের অ্যাপ নয়কো। ওটি দিদির একটি রাষ্ট্রপুঞ্জ-পুরস্কারপ্রাপ্ত অ্যাপ, যাতে পোচ্চিমবঙ্গের সমস্ত যা্ত্রীবাহী সরকারী ও বেসরকারী বাস কোথায় আছে, কোনদিকে যাচ্ছে, ড্রাইভার বিড়ি ফুঁকচে কিনা, কন্ডাকটর খৈনি ডলছে কিনা, এ সবাই দেখা যায়।
বললে হবে, খরচা আছে, খোদ বিশ্ব ব্যাঙ্কের বানানো অ্যাপ, বিশেস না হলে গুগুল প্লেস্টোরে নির্মাতার ছবি ও সই মিলিয়ে নিন।
মেট্রো চাপায় পাসের আইডিয়াটি ও সেটিকে পথদিশার মাধ্যমে প্রদানের আইডিয়াটি কার অণুপ্রেরনায়... হুঁ হুঁ বাবা, রাষ্ট্রপুঞ্জ এবারে পেসিডেনই না করে দেয়...
k | 117.226.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২২:০৫459839হ্যাভ নটদের জন্য, মানে যাঁদের ইন্টারনেট নেই তাঁদের জন্য নানা লোকে চ্যারিটি করে বুকিং করে দেবে বলে খবরের কাগজে এয়েছে।
k | 117.226.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২২:০১459837যাদের পয়সা নেই তারা কোনোকালেই মেট্রো চাপতে পারত না, এখন য়াদের স্মার্টফোন নেই, এবং সেই ফোনে পথদিশা অ্যাপ নেই, এবং আরোগ্যসেতু অ্যাপ নেই তারাও চাপতে পারবে না।
k | 117.226.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২১:৫৯459836আমি ছিলাম না কিছুদিন।
ফুচকাওলারা বসছে না বটে কিন্তু এই এক্ট অব গডের মহিমায় আপনার কটা ফুচকা কি আর তামাদি হয়ে যায় নি!!
ম | 2601:247:4280:d10:192c:b86b:a4aa:***:*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২১:৫৩459835সিঙ্গল কে, আপনাকে বহুকাল বাদে দেখতে পেলাম। কেমন আছেন?কোলকাতার আঁখো দেখি হালচাল সম্পর্কে জানতে চাই, কেমন কাটছে দিনকাল?
ফুচকাওলারা কি বসছে? এদিকে আমার সেই ফুচকা সুদেআসলে বাড়তে বাড়তে কোথায় পৌঁছোবে কে জানে:-)
lcm | 2600:1700:4540:5210:2522:76b5:e7df:***:*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২১:৫৩459833
k | 117.226.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২১:৪৬459832কিছু বলাও যাবে না, বিশ্ব ব্যাঙ্কের ডিজাইন।।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 42.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২১:৪৫459831
সিংগল k | 117.226.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২১:৩৮459830পথদিশা আবার ছড়িয়েছে। মেট্রোর বুকিং করতে গেলে হেল্পের নাচন্ত বোতামে ক্লিক করতে হচ্ছে। নয়তে ভিডিও দেখতে রয়ে য়াবেন, বুকিং আর করা হবে না। অথচ ঐ হেল্প বোতামে ভিডিওটি আর মূল স্ক্রীনে বুকিং এর অপশন থাকা উচিত ছিল না কি ?
লোকজানকে সাবধান করে দিন, না হলে ল্যালা জনগনের আর মেট্রোয় চাপা হবে না ভিডিও দেখতে রয়ে যাবে। নিচে সবুজ করে দাগিয়ে অ্যাপ আর ডেস্কটপ সাইটের ছবি দিয়ে দিলাম বোতাম চেনার জন্য।
কেউ না কেউ আমার মত পাঁঠা নিশ্চয়ই আছে। তার কাজে লাগবে--
lcm | 2600:1700:4540:5210:2522:76b5:e7df:***:*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২১:৩৮459829
:|: | 174.254.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২১:২১459827
aka | 143.59.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২১:১৫459826
রঞ্জন | 182.69.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২১:১৫459825"ক্রোধে পাপ, ক্রোধে তাপ, ক্রোধে কুলক্ষয়।
ক্রোধে সর্বনাশ হয় ক্রোধে অপচয়।।
ক্রোধ সম পাপ দেবী নাহিক সংসারে,
অবক্তব্য কথা লোকে ক্রোধ হইলে বলে"।। ( দ্রৌপদীর প্রতি যুধিষ্ঠির, বনপর্ব, কাশীরামঠেকে)।দুর্বল স্মৃতি থেকে)।
'কিৎকিৎ খেলা মাঝে কেনারাম কুন্ডু,
খচ করি খসাইল ক্যাবলার মুন্ডূ'।। (নারায়ণ গাঙ্গুলির ছোটদের জন্যে লেখা)
লেট আস মুভ অন! জয় হিন্দ!
T | 146.196.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২০:৫৬459823ওকে, সুকি তাহলে পাটালি পাচ্চে এটা আমরা আশা কত্তে পারি।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 42.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২০:৫৪459822
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 42.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২০:৫০459821
এলেবেলে | 202.142.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২০:৪০459820উফ স্যার, এবারে তো ছেড়ে দিন। ভুল করেছি ক্ষমা চেয়েছি। আরও একবার আমার এই আপত্তিকর মন্তব্যটার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। কোনও ইফস অ্যান্ড বাটস নেই। প্লিজ।
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২০:২০459819
এলেবেলে | 202.142.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ২০:০৬459818টু বি অনেস্ট, আমি আমার ক্ষমা চাওয়ার কোনও অজুহাত দিচ্ছিই না। ক্ষমা চেয়েছি, লিখিতভাবে চেয়েছি। একটা ভুল বোঝাবুঝি হচ্ছিল, আশা করি সেটা মিটবে। পিরিয়ড। কাজে বসি।
আর আমার সীমাবদ্ধতা সম্পর্কে আমি অতি মাত্রায় সচেতন। কাজেই উচ্চশিক্ষিত-ফিক্ষিত বাদ দিন, নিজেকে শিক্ষিত বলেই মনে করি না। যেদিন মনে হওয়া শুরু হবে সেদিনই মানসিক মৃত্যু ঘটবে। মেরে ফেলতে চান নাকি মশাই!
বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ১৩ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫৬459817