হানুদা, সাহানাকে সরে যেতে বলে বইয়ের তাকটার একটা ছবি রিকোয়েস্ট করা যায়?
ব্রিটিশ আমলের রাজারানি ধরে ধরে এবং স্বাধীন ভারতের গুচ্ছের তামার পয়সা আমার কাছেই সযত্নে রক্ষিত আছে। কোন আমলের দেখতে চাইছেন বলবেন, বান্দা হাজির হয়ে যাবে।
হ্যাঁ, এলেবেলে-বোধিকে নিয়ে টিপ্পুনিটা কাটার আগে ওই দৃশ্যটায় বাকিরা সেটা কেমন উপভোগ করছেন সেটা দেখে নিলেও হবে!
এককের জানাটার সোর্স দেওয়া যাবে? নেট ভর্তি উলটো জানার মেটেরিয়াল ঘুরছে। খুবি চাপে আছি।
কেসি সাহেব, রবীন্দ্রনাথের প্যাঁচে বিদ্যাসাগরের ঘুড়ি ভো কাট্টা করার মজাই আলাদা! পাবলিকে ওই মানুষটার বিদ্যাসাগর-চরিত পড়েই বড্ড নাপায় কি না!! কিন্তু ওই দাড়িদাদুর লাটাইটার যেমন বাহার, তেমন সুতোয় মাঞ্জার জেল্লা। 'ব্যবহার করেছি, তাই বলছি' মার্কা বিজ্ঞাপনের খাসা ক্যাচলাইন।
শুনেছি নয়, পড়েছি বলেন। তামার পয়সা আমাদের জন্মের আগেই তামাদি হয়ে গেসে।
আর সাহানা বাজপেয়ির রিভিউটা পাতি টেমপ্লেট রিভিউ, ওনার নামের জন্যই ছাপা হয়েছে।
চুপিচুপি বলে যাই, বইটাও খাজা। দেখেশুনে কিনবেন।
এই তামার জল নিয়ে রামদেবের অনেক আগে কয়ে গেছেন অনুকূল ঠাকুর, তার আগে ....
আর এলেবেলে বাবু, কি/কী ব্যাপারটা রাবীন্দ্রিক, বিদ্যাসাগরীয় নয়, ...
আরো কিছু বলতাম, তবে সবাইকে এক ধাক্কায় আঘাত দিতে মঞ্চায়না এখন, বয়স হচ্ছে কিনা!!
এই কপার ওয়াটার জিনিসটা নিয়ে তো মাথা খারাপ হওয়ার যোগাড় হল। RO ওয়াটার পিউরিফায়ার কিনতে হবে। এখন কপার ওয়ালাটা কেনা দরকার? মানে এত কপার ওয়াটারের অ্যাড দেখে কেমন মনে হচ্ছে রামদেব কোনোকালে কপার ওয়াটার আর তামার ঘটিতে জল খাওয়ার কথা বলেছিল তারপর থেকে গোটা অনলাইন আর্মি নেমে পড়েছে কপার ওয়াটারের গুণপনা জাস্টিফাই করতে। আর চাপে অড়ে ওয়াটার পিউরিফায়ার কোম্পানিগুলোও কপার RO বানানো শুরু করেছে। এখানে কেউ জানে ওটা কেনা উচিত কিনা?
'হাঁটু মুড়ে'-র প্রকৃত ব্যাখ্যা
আমরা যাইনি ম’রে আজো— তবু কেবলি দৃশ্যের জন্ম হয়:
এই দ-দি এত পাষাণহৃদয় হলে চলে! হাঁটু মুড়ে লোকে প্রপোজ করে ফাটিয়ে দিচ্ছে এখনও!! মানে বিলিতি কায়দাটা আমরাও রপ্ত করে নিয়েছি বলে। আর আপনি নাকি ভালো প্রয়োগ মনেই করতে পারছেন না। মানে এর থেকে ভালো প্রয়োগ আর কিছু হয়?
সে আম্মো নিই না নিজেকে প্রণম্য মনে করি না বলে। কিন্তু যাঁকে দিদি বলছি তেমন একটা অপোদাত্থো বেরাদার যতি পেন্নাম করতে চায় আপনাকে, দেখব মুখোমুখি দেখা হলে কেমন করে ঠ্যাকান!!!