এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৩:৫৩459636
  • অভিজিৎ বাবু সায়েনস রিপোর্টারের নামটাও পয়েন্ট অনুযায়ী রাখতে পারতেন | আমার মতে সি এস আই আরের ভারতে ছাত্রদের মধ্যে বিজ্ঞানকে ভালবাসা জাগাতে এই ম্যাগাজিনটির অবদান আছে। যত বছর ধরে এটি প্রকাশনায় রয়েছে, তার সামগ্রিক মূল্যায়ন করলে দেখা যাবে এর বিজ্ঞান জগতে এর পরোক্ষ অবদান সামান্য নয় মোটেই । 

    অন্তত আমার ছাত্রজীবনে আমি তো পড়েইছি। আমার বহু বন্ধু বান্ধবও পড়তো। আমার বিশ্বাস আমাদের অনেকেরই স্কুল কলেজে বিজ্ঞান পড়ায় আগ্রহ জন্মানোয় এই অতি সুলভ ম্যাগাজিনটির অবদান রয়েছে। এখনো সেখানে বেশ ভাল ভাল লেখা বেরোয় | ভারত থেকে বহু বড় বিজ্ঞানী যাঁরা বিদেশে প্রতিষ্ঠিত এবং অনবদ্য কাজ করেছেন, তাঁদের অনেককে জিজ্ঞাসা করলেই ভারতে বিজ্ঞান শিক্ষায় এই ধরণের বহুল প্রচারিত সাময়িকপত্রটির তাঁদের বিজ্ঞানে আগ্রহ জাগানোয় কি অবদান, সে সম্বন্ধে জানা  যাবে। সি এস আর এর বহু বিজ্ঞানী এখানে নিয়মিত লিখতেন। 

    সব বিজ্ঞান প্রতিষ্ঠানের অবদান কি সহজে মাপা যায়?

    https://sciencereporter.niscair.res.in/

  • এলেবেলে | 202.142.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১৩:২৯459635
  • অজস্র ধন্যবাদ দ-দি। একেই বলে পোয়েটিক জাস্টিস। আমিও টি-এর কাছে হাঁটু মুড়েই বইটা চেয়েছিলাম এবং সে বই আমার হাতে তুলে দেওয়ার জন্য ফের আপনাকে হাঁটু মুড়েই (বিলিত কায়দায়) অভিবাদন জানালাম। দেখা হলে দিশি কায়দায় টুক করে একটা প্রণাম করে নেব।

    আশা করি, এতে কারও 'নি জার্ক' প্রতিক্রিয়া হবে না।  

  • এলেবেলে | 202.142.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১২:৫৫459633
  • টি, এখানে গুগল বুকসের লিঙ্কটা দেবেন প্লিজ? বড্ড উবগার হয়, নিজে নামাতে পারছি না।

  • Abhijit | 103.2.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৬459632
  • Since yesterday, I saw multiple posts from my friends questioning the contribution of CSIR labs. As some of those posts came from my friends in academia, I felt giving a long post.
    ***
    1. Have you heard of Amulspray? The milk powder that we all had in our childhood? That was a CSIR product. It was the first ever Technology in the world to make milk powder from buffalo milk. This invention not only changed the milk economy of the country, also provided nourishment to many. 

    2. The Swaraj tractor made by CSIR changed the food landscape of India. Thousands of acres of lands are cultivated using this indigenous product. 

    3. Probably the most important outcome from CSIR scientists so far is HIV drug that saved tens of millions of lives worldwide. It changed HIV from a deadly disease to a manageable one. Search for Padmabhushan Dr. Rama Rao to know more. 

    4. There are at least 10 drugs in the market that came from CSIR labs. 

    5. CSIR labs have contributions ranging from biotech to agri, corrosion resistant paint to pest resistant grains. The mint that you are chewing might have come from CSIR lab. There are 100s of commercialised products/solutions that came from CSIR lab. 

    ***

    We don’t know that doesn’t mean it doesn’t exist.

  • T | 146.196.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৫459631
  • গুগুল বুকসে আছে। ডাউনলোডিয়ে নিন।

  • এলেবেলে | 202.142.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১২:২৯459630
  • এই বইটা

  • এলেবেলে | 202.142.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১২:২৫459629
  • https://dspace.gipe.ac.in/xmlui/handle/10973/22959

    কোনও সহৃদয় ব্যক্তি এই লিঙ্কে থাকা বইটা এখানে দিলে কৃতজ্ঞ থাকব। আমি নামাতে পারছি না সাইটটি সম্ভবত ডাউন আছে বলে। অ্যামাজনে ১৮৯৯ দেখাচ্ছে।

  • এলেবেলে | 202.142.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১২:১২459628
  • এটা এসেম সাহেবের জন্য। স্যারের জন্যও। ভারতবর্ষের উচ্চশিক্ষার হাল কী হবে বা হতে পারে সে বিষয়ে এই প্রাজ্ঞদর্শী ব্যক্তিটি বহু আগে এই কথাটা লিখেছিলেন। একেই বলে বড়েস কথিত ব্রেভিটি এবং ক্ল্যারিটির চরমতম নিদর্শন --- ক্রমে ক্রমে দেখা গেল য়ুরোপের বাইরে অনাত্মীয়মণ্ডলে য়ুরোপীয় সভ্যতার মশালটি আলো দেখাবার জন্যে নয়, আগুন লাগাবার জন্যে।

  • জাতক১ ঈশানচন্দ্র ঘোষ পৃ ৭ | 51.79.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১১:৫৫459627
  • https://ibb.co/wNhTxTg

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১০:৫৮459626
  • পিনাকি র সঙ্গে আর ঝগড়া করব না। আমার এত বাতেলার মেন কারণ আই হ্যাভ বিন প্যাম্পার্ড বাই , সৈকত, ঈপ্সিতা আ্যনড আদারস ইনক্লুডিং ইউ। যেকটা কাগচে লিখি সেখানে প্যাম্পারড হয়েছি বলেই লিখি। নবারুন এর মরে যাওয়া টা সেই জন্যই আমার কাছে সত্যিই অগ্রজ প্রতিমকে হারানো। পাকিস্তানের যে কাগজে আমার লেখা কিছু দিন আগেও প্রায় ই বেরোত, সেখানে সম্পাদনা তারা করেন তারা অকারণ বিনয়ের সঙ্গে ইজ্জত করে লেখা নিয়ে ইমেল করতেন। এটার সঙ্গে যোগ্যতার কোন সম্পর্ক নেই, এটা কনভিকশন শেয়ারিং এবং মানবিক আফেকশন। এবং সে কারণেই ব্যক্তিগত এবং সোশাল ইন্সটিউশনাল বায়াসে পরিপূর্ণ। আকাদেমিক জার্নাল গুলো এটা কিছুটা ব্যালান্স করে প্রতি পাবলিকেশন রিভিউ দিয়ে। ক্রিয়েটিভ জার্নাল ম্যানেজ করে সবাই কে সুযোগ দিয়ে, কিন্তু সেটা তাদের জাজমেন্ট করতে হয় তে কতদূর অব্দি বিবাদী স্বর আমি লিখতে দেব, কোন পরিস্থিতিতে। আমার ছেলেমেয়ে দিল্লি তে পড়তে গেলে হিন্দু গুন্ডার কাছে মার খাবে আর আমি আর এস এস কে বলব আপনি আমার স্পেসেও বলুন যদিও আমার স্পেস থেকে আমাকে সরানোই আপনার উদ্দেশ্য এটা সবসময় সম্ভব নাও হতে পারে, তবে লিবেরাল দের ঝাড় হল আকোমোডেশন অন্তত টোকেনিজম তাকে করতে হয়। অশোক মিত্র এবং অসংখ্য লিবেরাল নকু শুধু প্লাটফরমের লোভে আবাপ তে লিখে তার দক্ষিণ পনথী অতীত ও ভবিষ্যৎ সত্ত্বেও তাকে জেনেরাল ক্রেডিবিলিটি দিয়েছেন , মজাটা হল তাদের জন্য কেউ আবাপকে মনে রাখেনা, তার হার্ডলাইন নিউজের জন্য মনে রাখবে। এই সচেতন চয়েস গুলো নিয়েই বাঙালি ছেলে মেয়েরা লিখেছেন, আমরা ও তাই করছি। আই ফিল গ্রেট, ডেসপাইট দ্য টন্টস প্রথম ওয়ান ওর টু ফাকারস, আ্যজ লং আ্যজ আই ফিল কমফরটেবল আই উইল কিপ অন কন্ট্রি্বিউটিং ফর ফ্রি। ইনস্টিউশনাল এবং পার্সোনাল কিছু ইউনিটি অফ পারপাস দেখতে পাচ্ছি তাই লিখছি, সম্পাদনা তাতে বাধা হলে লিখবনা।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c82b:bd79:c94d:b9fc:***:*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১০:১৭459625
  • আকা, ঠিক বুঝলাম না মিঠুন না আর হুতোকে আবার আমি কি শেখাব?সেরকম কিছু ক্লেম করেছি কি?
  • sm | 42.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ১০:০৭459624
  • দুন্দুভি বেজে ওঠে

    ​​ ডিম্‌-ডিম্‌ রবে,

    সাঁওতাল-পল্লীতে

    ​​ উৎসব হবে।

    পূর্ণিমাচন্দ্রের

    ​​ জ্যোৎস্নাধারায়

    সান্ধ্য বসুন্ধরা

    ​​ তন্দ্রা হারায়।

    ​​ তাল-গাছে তাল-গাছে

    ​​ পল্লবচয়

    ​​ চঞ্চল হিল্লোলে

    ​​ কল্লোলময়।

    ​​ আম্রের মঞ্জরী

    ​​ গন্ধ বিলায়,

    ​​ চম্পার সৌরভ

    ​​ শূন্যে মিলায়।

    দান করে কুসুমিত

    ​​ কিংশুকবন

    সাঁওতাল-কন্যার

    ​​ কর্ণভূষণ।

    অতিদূর প্রান্তরে

    ​​ শৈলচূড়ায়

    মেঘেরা চীনাংশুক-

    ​​ পতাকা উড়ায়।

    ​​ ওই শুনি পথে পথে

    ​​ হৈ হৈ ডাক,

    ​​ বংশীর সুরে তালে

    ​​ বাজে ঢোল ঢাক।

    ​​ নন্দিত কণ্ঠের

    ​​ হাস্যের রোল

    ​​ অম্বরতলে দিল

    ​​ উল্লাসদোল।
    ধীরে ধীরে শর্বরী

    ​​ হয় অবসান,

    ​​ উঠিল বিহঙ্গের

    ​​ প্রত্যুষগান।

    ​​ বনচূড়া রঞ্জিল

    ​​ স্বর্ণলেখায়

    ​​ পূর্বদিগন্তের

    ​​ প্রান্তরেখায়।
  • sm | 42.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ০৯:৩৮459623
  • পিটি,ইন্ডিয়ান কল্টিভেশন অফ সায়েন্স এর কি অবস্থা,গত পঞ্চাশ বছরের হিসাবে??

    চারটে এলিট আই আই টির কি দশা?

  • S | 2405:8100:8000:5ca1::9:***:*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ০৮:২৪459621
  • একজন ট্রু আমেরিকান প্যাট্রিয়টের খোঁজ পেয়েছি। ইউটিউবে "ব্যু অব দ্য ফিফথ কলাম" খুঁজে তার কথা শুনুন।
  • | 2601:247:4280:d10:38cc:ffc4:87b9:***:*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ০৪:২৩459620
  • একি কান্ড!! এমনকি এনারাই রা পর্যন্ত একটা লাইনও লেখেনি!!! আজ এই ভাবগম্ভীর দিনে কোনও একটা ইসে নেই। সকালে বাড়ি থেকে বেরিয়ে রেডিওতে জাতীয় সঙ্গীতের গুঁতো,বিকেলে ফিরে টিভি  নিউজচ্যানেলের বদলে ন্যাটজিও তে বসে আছে দেখে ভয় পেয়ে গেলাম! 

    ট্র্যাম্পিদা কেমন পাপ দেবে দেখবেন! 

  • Atoz | 151.14.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ০১:৫৯459619
  • উফ্ফ্ফ, কী সম্পাদনা কী সম্পাদনা!!!! পাতার পর পাতা জুড়ে শুধু সম্পাদনা! একেই মনে হয় ওঁরা বলেন প্রণোদনা। অনুপ্রেরণাও হতে পারে। ঃ-)
  • ।। - ।। | 182.76.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ০১:১৬459618
  • https://kalpataruboi.org/

    বুদ্ধধর্মের বই পড়বেন বলছিলেন। বাংলায় দিলাম। পড়ুন বসে বসে, যতক্ষণ না বোর হয়ে যান।

  • ঐশ্বরিক ক্ষমতা | 165.225.***.*** | ১২ সেপ্টেম্বর ২০২০ ০০:২৭459616
  • ব্যাপার্টা আসলে একটু অন্যরকম।

    ঈশ্বর গুরুতে আসেন!
  • anandaB | 50.125.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩২459615
  • গুরুর জনগণ নিঘ্যাৎ ঐশ্বরিক ক্ষমতার অধিকারী :)

    আজ সকালেই নিকোলা নিয়ে একটা নিউস ফিড চোখে পড়েছিল, কি মনে হওয়াতে ভাবলাম পরে দেখবো

    তারপর ভাটি খুলে দেখি এখানে অলরেডি কথা শুরু হয়ে গেছে
  • lcm | 2600:1700:4540:5210:7822:98b8:1997:***:*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ২৩:১৩459614
  • যা বলেছ, সেই ডট কম টাইমের মতন, দু পাতার ওয়েব সাইট দেখিয়ে আইপিও করে ১০ মিলিয়ন ডলারের স্টক বিক্রি। এখন হয়ত অতটা এক্সট্রিম নয় এখন, কিন্তু তাও হাওয়া আছে।
  • S | 2405:8100:8000:5ca1::b83:***:*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ২৩:০৯459613
  • গতবছর টেসলার স্টক প্রাইসও এরকম অসিলেট করেছিল। নিকোলা হল টেসলার নেমেসিস। "নিকোলা টেসলা"র নামে দুটো কোম্পানি। টেসলার ফ্যানরা নাকি শর্ট সেলিং করে নিকোলার স্টককে ডোবাচ্ছে। নইলে টেসলার কম্পিটিটার এসে যাবে।

    আর আজকাল টেক ইন্ডাস্ট্রিতে সবাই ফাঁকা মাঠ দেখিয়েই টাকা তোলে। সবই নাকি কনসেপ্ট আর প্রোটোটাইপের ভ্যালুয়েশান। দেখা যাক। এই একই ফিল্ডে আরেকটা কোম্পানি আছে নিও - চায়নার। খুব নাম করেছে।
  • Ekak | 103.124.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ২৩:০৩459612
  • হ্যা , "এই " রেটিং সিস্টেম টা মিনিংলেস | ক্রিয়েটিভ কন্টেন্টে গ্রেডিং অবশই সম্ভব কিন্তু সেটা এরকম না |
  • b | 14.139.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৮459611
  • লেখার রেটিংও এসে গ্যালো, স্টার ফার দিয়ে? এ তো মাইরি আমাজন।
  • এলেবেলে | 202.142.***.*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৬459610
  • এই মাইরি ক্যালাবেন ক্যালান, কিন্তু তাই বলে বারবার উইলিয়াম অ্যাডামকে 'অ্যাডামস' বলবেন্নাকো। খ-এর বানাম্ভুল আমার চোখেই পড়ে না, কিন্তু সিএস কেন একটা সায়েবকে হাজার হাজার হাজরা বানাচ্ছেন মাইরি সেটা বোধগম্য হচ্ছে না। মানে দল ভারী করছেন নাকি?

  • lcm | 2600:1700:4540:5210:7822:98b8:1997:***:*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ২২:৪৩459609
  • এটার একটু অন্য গপ্পো। এখানে একজন বাঙালি ভদ্রলোক বলছিলেন বেশ কিছুদিন আগে, ওর একটা বায়ো-ফুয়েল প্রসেসিং কোম্পানি আছে, তো, বলেছিলেন যে এই নিকোলার মালিক ফাঁকা মাঠ দেখিয়ে টাকা তুলছে, ফ্রড, আমেরিকায় সব সম্ভব... ইত্যাদি। এসব গত বছরের ঘটনা। কাল হঠাৎ নিউজে নিকোলা দেখে ভাবলাম দেখি কি ব্যাপার, দেখলাম এক ইনভেস্টমেন্ট কোম্পানি তো ফ্রড বলেই দিয়েছে।
  • S | 2405:8100:8000:5ca1::377:***:*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ২২:২১459608
  • লসাগুদা, নতুন টেক স্টক সবসময়ই খুব রিস্কি। কারণ ভ্যালুয়েশনের কোনও ঠিক নেই। অ্যানালিস্ট টু অ্যানালিস্ট অনেক ভ্যারি করে। ফলে খুবই ভোলাটাইল।
  • lcm | 2600:1700:4540:5210:7822:98b8:1997:***:*** | ১১ সেপ্টেম্বর ২০২০ ২২:১৫459607
  • হ্যাঁ, গিজগিজ করছে এত প্লাটফর্ম - অথচ পরিষ্কার পরিচ্ছন্ন টাইম মেনে চলা ট্রেন নেই -- প্লাটফর্ম ভর্তি শুধু ফুচকা আর পাপড়ি-চাট ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত