এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ২১:২০459426
  • উরিস্সালা একেবারে প্রত্যাহার? যে এখন এই বিভাগের সম্পাদক, তাঁর একটা স্টেটমেন্ট পাওয়া যাবে? আমি হলে প্রত্যাহার করে নিতাম, দমু কি করবে তার ব্যাপার।

    লেখা কাটাকাটি নিয়ে লেখকের মতামত কে গুরুত্ত্ব দেবা যাবে না?
    এটা যদি পলিসি হয়ে থাকে, নতুন পলিসি, একটা নোটিশ টাঙালে ভালো হয়।

    পলিসি স্টেটমেন্ট দেখে লেখা পাঠানো যাবে। পলিসি স্টেটমেন্ট যদি না দেবা যায়, তাইলে বলতে হবে, খুব প্রফেসনাল হয়ে গেছে গুরুচন্ডালি। এই রকম ক্ল্যারিটির অভাবে আমি তো লেখা দেব ই না বিকজ ইট উইল লিড টু আনরিজনেবল কম্প্রোমাইজ।

    সেটা বড় কথা ই না, যারা দেবে তারা বুঝে দেবে, যে এটা হবে। হুইচ ইজ ফেয়ার।

    পিনাকি, ভাই পড়তায় পোসালো না, আনলেস আই গেট ক্ল্যারিটি, আই উইল নট পার্টিসিপেট ইন দিস কমিউনিটি, এগেইন দমু বা অন্য রা কে কি করবেন তাঁদের ব্যাপারঃ-)))

    বোধিসত্ত্ব দাশগুপ্ত।
  • r2h | 73.106.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ২১:১৪459425
  • সম্পাদিত বিভাগে লেখা সম্পাদনা করাকে কি 'আনএথিক্যাল' বলা যায়?

    এই ছেঁটে দেওয়াটা আমি সমর্থন করছি না, আমি মনে করি কোন লেখকের লেখা একটা অক্ষরও পরিবর্তন করতে হলে সেটা লেখককে জানিয়ে করা উচিত। ওটা আমার মতে প্রাথমিক সৌজন্য, এবং পেশাদারী অব্লিগেশনও, লেখকের তা নিয়ে অভিযোগ থাকলে তাও খুব সঙ্গত। ছেঁটে দেওয়া অংশ পড়লাম আমি, আমারও মনে হয়েছে ওটা দরকারী অংশ।

    কিন্তু এটা আনএথিক্যাল কি?
  • r2h | 73.106.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ২১:০৮459424
  • হুম, যাগ্গে।

    ঐ প্লেটে তোলা, বা ট্রেন্ড, বা খুব ইউজার-্সেন্ট্রিক ইন্টুইটিভ ইন্টারঅ্যাক্শন প্যাটার্ন -কে লক্ষ্য ধরা - এই জিনিসগুলো ভাবলে আরেকটা জিনিস নিয়ে হতাশা আসে। খদ্দের কত সহজে মাল খুঁজে কেনাকাটা সেরে নিতে পারে সেটা বাণিজ্যিক সংগঠনের লক্ষ্য হ্বে, তা ঠিক আছে, কিন্তু যেসব ফোরাম বা প্ল্যাটফর্ম মানুষের বুদ্ধিবৃত্তি ভাবনা ইত্যাদিতে ধুয়ো দিতে চায়, তারাও নিজেদের জার্নিটাকে যথাসম্ভব সরল করবে, এইটা সর্বত্র নাও হতে পারতো, কিন্তু না করে উপায় নেই, তাহলে গুপ্তসমিতি হয়ে থাকতে হবে।

    ঐ আরেকটা জিনিস যেটা বলছিলাম, এই কোভিড পরিস্থিতিতে বাজার নিয়ে হাহাকার। সব বন্ধ থাকলে বাজার এবং খদ্দের মার খাবে তাতে অর্থনীতি বিপর্যস্ত হবে ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় এটা খুব ভালো সুযোগ ছিল, কল কারখানায় কাজ না করতে পারলে লোকেদের না খেয়ে মরতে হবে - এই অমানবিক বাজারসর্বস্ব ব্যবস্থা থেকে বেরুনোর। কিন্তু বাজার না খুললে অনাহারে মরতে হবে, এটাকেই ধ্রুব বলে ধরে সব তর্ক বিতর্ক চলছে।
  • | ১০ সেপ্টেম্বর ২০২০ ২১:০৪459423
  • পুরো লেখা তোলা সম্ভব না হলে আমার লেখা নামিয়ে দাও পিনাকী।
    আমাকে না জানিয়ে যথেচ্ছ বদল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    সৈকত কোনদিন এ জিনিষ করে নি, পাই করে নি। খামোখা অন্য তৃতীয়ব্যক্তির আনএথিকাল আচরণ মানার প্রশ্নই নেই।
  • S | 69.146.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ২০:৫৯459422
  • এই ১ থেকে ৫ এর রেশিও কত? আর বিগত ৫ বছরে সেটা কেরকম চেন্জ হয়েছে? এই দুটো তথ্য কেউ আমাকে দিলেই সলিউশান বাতলে দেবো। কনসালটেন্সি ফী হিসাবে কাসুন্দি দিয়ে দুটো রসগোল্লা, চারটে নকুলদানা, আর আড়াইশ গ্রাম সোনার বিস্কুট চাই।
  • পিনাকী | ১০ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৬459421
  • সে আর আমি কী করে আটকাবো? সবার ম্যাচুরিটির ওপর আস্থা রাখা ছাড়া কীই বা করতে পারি? 

  • r2h | 73.106.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৩459420
  • পিনাকীদা, ইতি হলে তো ভালোই হতো, কিন্তু এই অসন্তোষটা গুরুর পাত্র ছাপিয়ে উছলে পড়েছে, তাই একটু বিচলিত লাগছে।
  • r2h | 73.106.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৭459419
  • অডিয়েন্সকে সব কিছু প্লেটে তুলে চামচ দিয়ে খাইয়ে দিতে হবে, কন্ট্রিবিউটর বা কন্টেন্ট ক্রিয়েটরকে উঠোন সোজা করে দিতে হবে, কেউ কিছু খুঁটে এবং খেটে খাবে না, এটা বিচ্ছিরি ব্যাপার।

    ফেসবুক বা হোয়াতে রেডিমেড লিঙ্কের বাইরে যদি নামকরা হেভিওয়েটের বাইরে আর কিছু খোঁজার জন্যে আমি সময় না দিই, তাহলে এমনিতেও বিরাট বড় পয়সাকরি নিয়ে বাজারে না নামলে কিছুই টিঁকবে না। এবার না টিঁকলে না টিঁকবে - এমন ভাবলে কোন সমস্যা নেই।

    যদিও এমন ভাবলে চলে না। গুরু কর্তৃপক্ষ এই মতে চললে কর্মযজ্ঞ লাটে তুলে দিতে হবে।
  • পিনাকী | ১০ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৭459418
  • দময়ন্তীদির লেখা নিয়ে যে সমস্যাটা হয়েছে সেটা ভুল বোঝাবুঝিই বলব, কারণ লেখা যে প্রয়োজনে এডিট করা হবে, সে ব্যাপারে গোড়াতেই লেখক/সম্পাদক বোঝাপড়া থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে তা হয়নি৷ এটা না হলেই ভাল হত। ভবিষ্যতে গুরুতর অদলবদলের প্রয়োজন দেখা দিলে, তা লেখককে যাতে জানানো হয়, সেই প্রসেসটা এনসিওর করার চেষ্টা করব (আমি তো সম্পাদনা করি না, প্রসেসটা খানিকটা স্মুদ করার চেষ্টা করি, সেটুকুরই দায়িত্ব নিতে পারব)। তেমন ক্ষেত্রে, লেখক মনে করলে যাতে লেখা প্রত্যাহার করে নিতে পারেন। 
    এবার প্রসঙ্গটির এখানেই ইতি টানলে মনে হয় ভাল হয়। :-)

  • π | ১০ সেপ্টেম্বর ২০২০ ২০:৩১459417
  • দীপাঞ্জনবাবুর এই পোস্টটা অনেকটাই অল এনকম্পাসিং মত হয়েছে। সত্যিই বোধহয় একেকজনের/সেটের একেকরকম প্রত্যাশা।   এক সেটের চাহিদার সংংংগে অন্য সেট ক্ল্যাশ করবে, এমনও নেই, তাও না।

    এখানেও সেই মজঝিম পন্থা চাই। অরিনদার শরণং...  :-)

  • π | ১০ সেপ্টেম্বর ২০২০ ২০:২৮459416
  • এলেবেলেবাবু, অনেক লেখাই কিস্তিতে কিস্তিতে বেরিয়েছে। এখনো প্রকাশিত হয়। 

  • দীপাঞ্জন | ১০ সেপ্টেম্বর ২০২০ ২০:০৮459415
  • আগে বিভিন্ন পারসোনা আর তারা কি চায় দেখতে হবে, সেই চাওয়া-পাওয়া মাপার কেপিআই, কেপিআই ট্র্যাক করার ডাটা, তারপর তো সেই কে পি আই বাড়াবার জন্য ডিসাইন, ইউ এক্স, টেক |

    স্টেপ জাম্প করলে হবে না | বিভিন্ন পারসোনার মধ্যে কনফ্লিক্ট থাকলে রিসলভ করতে হবে প্রি-ডিসাইন |

    আমি পাঁচটা পারসোনা দেখি - 1) প্রকাশক 2) লেখক 3) ভাটুরে পাঠক 4) রোজ নীপা 5) মাসিক নীপা |

    1) চায় টোটাল ইউনিক ইউসার, টাইম স্পেন্ট, পেজ ভিউ আর 5->4->3->2 ফানেল প্রোগ্রেশন | 3->2 সবাই না | কিন্তু 5->4->3 প্রায় সবার জন্যই |

    2) চায় নিজের কনটেন্ট স্পেসিফিক এনগেজমেন্ট |

    3) চায় ইন্টারঅ্যাকশন | কমেন্ট করা যায় এমন কনটেন্ট, না পেলে ভাট | যত নিয়ার রিয়েল টাইম তত ভালো | আড্ডাঘর |

    4) চায় পছন্দের কনটেন্ট আরও বেশি, সহজ ডিসকভারি

    5) ইররেগুলারলি আসে (কেন? হয়তো শেয়ার্ড লিংক ক্লিক করে ) স্পেসিফিক কনটেন্ট কনসুম করেই পালায়

    5->4 এ ইরেগুলার নীপা দের ইউসেজ প্যাটার্ন দেখতে হবে | ফেসবুক আর্টিকল শেয়ার্ড লিংক ক্লিক করে সাইটে এসে যারা রেগুলার নীপা হচ্ছে, আর যারা হচ্ছে না, তাদের পাথ কোথায় ডাইভারজ করছে?

    3 নিয়ে টেনশনটা পুরোপুরি কাটবে না | স্পেসিফিক কনটেন্ট এর সাথে হাই-এফোর্ট হাই কস্ট -- ইমোজি / বাটন / ওয়ান-লাইনার না -- এনগেজমেন্ট সবসময়ই খুব কঠিন | একটা সুইট স্পট লাগে, আনইন্টারেস্টিং না, কিন্তু আবার এতটাও এক্সপার্টিস ডিমান্ডিং অ-ইন্সপায়ারিং না যে মিনিংফুল কিছু লেখা মুশকিল | এটা শুধু গুরুর সমস্যা না, এটা সল্ভ করতে গিয়েই সোশ্যাল মিডিয়া সোসাইটি আর মিডিয়া দুটোরই বারোটা বাজিয়েছে | যেটা করা যায় তা হলো একটা মিডিয়াম এফোর্ট ফিডব্যাক কালচার নার্চার করা | এখানে লেখককেও এনগেজ করতে হবে |
  • aka | 2600:1005:b16e:3b54:ad6f:24f4:ddac:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ২০:০৬459414
  • এই খিস্তিটার বাঙলা নেই, বাঙালীরা অয়দিপাউসের গল্প পড়ে নি।
  • অর্করূপ গঙ্গোপাধ্যায় | 45.64.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ২০:০১459413
  • যতোদিন অয়দিপাসের গল্প আছে , মাদারচোদ নামক বহুব্যবহৃত খিস্তিটি না থেকে পারবে ক্যামনে ?? 

  • মানুষ বাজে কথা বেশি বলে, লেখার ক্ষেত্রেও তাই | 165.225.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:৫৬459412
  • কিন্তু কথা বেশি হলে ভাল কথাও বেশি থাকার চান্স, এইটে কি মানবেন্না বলছেন?
    তাইলে অবশ্যি বিশেষ কিছু বলার নাই!
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪৭459411
  • আর্য র শরীর গোলমাল আছে। ইয়ার্কি না।আমার মত পেটানো চেহারা আজকালকার ছেলেদের মধ্যে পাবেনা।
  • উইকেন্ডে পড়ুন | 165.225.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩৯459410
  • তবে কি মাল খাওয়া ছেড়ে দিতে বলা হচ্ছে? এ তো প্রায় অন্যায়ের কাছাকাছি!
  • r2h | 73.106.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩৩459409
  • দমদির লেখার ব্যাপারটা নিয়ে একটা ব্যাখ্যা বিবৃতি কিছু দিয়ে দিলে ভালো হয়। নাহলে অনর্থক স্পেকুলেশন ইত্যাদি হচ্ছে।

    গুরু তো আর আবাপ না যে সম্পাদকীয় অবস্থানের ব্যাখ্যা দিলে মাথা কাটা যাবে।
  • এলেবেলে | 202.142.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩১459408
  • এ কথা আমি গুরুর প্রায় নবীন হয়েও একেবারে প্রথমেই বলেছিলাম। না হয় ভাটালাম না, কেবলই পড়লাম। কিন্তু ইহা কি সংবাদপত্র না প্রিন্টিং মেশিন? লেখার যা তোড় তাতে দুটোর একটা না হয়ে যায় না। দুনিয়ায় ভালো কথা যেমন অত্যন্ত কম তাই মানুষ বাজে কথা বেশি বলে, লেখার ক্ষেত্রেও তাই। কিন্তু কত্তিপক্ষো তাতে কান দিলে তো? 

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:৩০459407
  • উইকেন্ডে পড়ুন , উইকে ভাটান। মনে করবেন তাই করুন তাতে ই টোটাল (আকচুয়াল সেরোলোজিলাভ। কারণ আগে তো উইকেন্ডে মাল খেতেন, আর উইকে উইকেন্ডে মাল খাবার কথা ভাবতেন।
  • aka | 2600:1005:b16e:3b54:ad6f:24f4:ddac:***:*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৬459406
  • আরে আগে ছিল ভাট আর টই, ক্কচিত, কদাচিত বুলবুলভাজা। এখন ভাট, টই, সিরিয়াস৯, পড়াবই, খেরোর খাতা, প্রতিটায় হাজার হাজার লেখা। এত পড়লে ভাটাব কখন? আর ভাটালে পড়ব কখন?

    প্রথম পাতায় ঢুকলে ওভারহোয়েলমড লাগে।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৪459404
  • যে এটার দায়িত্বে থাকে, তাকে রিকোয়েস্ট করে করে দাও।
    দমু, পিনাকি করে দেবে মনে হয়, দিলে তুমি গোমড়ামুখো কমেন্ট গুলো হাইড রিকোয়েস্ট পাঠালে ভালো হয়, তারপরে ওদের ব্যাপার।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:২৪459405
  • যে এটার দায়িত্বে থাকে, তাকে রিকোয়েস্ট করে করে দাও।
    দমু, পিনাকি করে দেবে মনে হয়, দিলে তুমি গোমড়ামুখো কমেন্ট গুলো হাইড রিকোয়েস্ট পাঠালে ভালো হয়, তারপরে ওদের ব্যাপার।
  • এলেবেলে | 202.142.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৯459403
  • আমি মাইরি টেকনিক্যাল ব্যাপারে এতটাই আনাড়ি যে কহতব্য নয়। এই যে ভাটিয়ালির আগে একটা প্লাস চিহ্ন (যেটা আগে ছিল না), কিংবা মতামত খুঁজুন বা ওই তারিখ ধরে সার্চ এই নতুন ফিচারগুলো খায় না মাথায় মাখে সে সব বুঝতেই পারি না। আমি কনটেন্টে বিশ্বাসী এবং অল্পেই খুশি। তাতে নতুন নতুন জিনিসে আমার আপত্তি নেই কিন্তু দোহাই সেসব ব্যাবহার করতে বলবেন না। সব ধেরিয়ে ফেলব।

    //আপনি আপনার পাঠকের কাছে এক্স্পেক্টেশানটা আগেই জানিয়ে রাখলেন। সেটা রেগুলর করলে একটা ইমপ্যাক্ট হয়ত আসতে পারে!//

    প্রস্তাবটা খুবই ভালো। কিন্তু পাঠকের ইমপ্যাক্ট নিয়ে আমি আদৌ ভাবিত নই কিংবা কীভাবে সেটাকে বাড়াতে হবে তা নিয়েও। আমি লিখেছি। আমার দায়িত্ব শেষ। এখন পড়ার ব্যাপারে আমার কাউকেই জোর করা নেই। তবে মন্তব্য করলে তার উত্তর দেওয়ার দায়বদ্ধতায় বিশ্বাসী। যেহেতু একেবারেই টেক স্যাভি নই তাই বাধ্যতামূলকভাবেই এ ব্যাপারে পুরনোপন্থী।

    আমি লিখে দুনিয়া উদ্ধার করছি না। আমি আমার প্যাশনটাকে লিখিত আকারে লিপিবদ্ধ করে রাখছি মাত্র। এবং এই বিষয়ে আমি মানে এত বিগ স্কেলে ভেবে ফেলেছিলাম, এত সিরিয়াস হয়ে গিয়েছিলাম - যেটা ভাবা বা হওয়া যে আমার উচিত হয়নি সেটা এখন বুঝতে পারছি। আসলেই আমাদের মতো লোকদের জন্য 'পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি'।

  • বস আগে হয়নি এখন হবে | 165.225.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৮459402
  • সে কিনা সততই হচ্ছে - আগে গুরু প্রাচীন ছিলেন এখন বয়স তের
  • খেড়োর খাতা ও খুড়োর কল | 165.225.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৬459401
  • বাণী ছড়ান পুন্য কাজ! অনেক কিছু যে হয়েছে সে তো বলার অপেক্ষাই রাখে না!
    এই নেটজগতের টেকনোলজিটা ঠিক জানি বুঝি না, তবে মনে হচ্ছে টই বা বুবুভা ফেভারিট করে রাখাটা হয় নামুম্কিন নয় এক্সপেন্সিভ! নচেত আরো অনেকের মত এই অনুরোধ আমারো! এট লিষ্ট লগিন করেও যদি সে সমস্যার সমাধান হয় তবে অলেখকদের নামের বাঁধনে বাঁধা পড়ার একটা কারণ হয়!
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১০ সেপ্টেম্বর ২০২০ ১৯:১৪459400
  • পিনাকি , তুমি আছো ভালোই হল। দমুর লেখাটা বাদ পড়া অংশটা, ঢুকিয়ে গুছিয়ে দাও, বা রে এটার দায়িত্বে থাকে বলে এটা করিয়ে দাও।এটা জাস্ট ভুল ধরে নিচ্ছি, হতেই পারে দমু সালা আমার মত একাধিক এডিশন দেবায় ঘেঁটে গেছে। আমি খুবই অবাক হয়েছি , এ জিনিস তো আগে হয়নি। আর যদি বল, বস আগে হয়নি এখন হবে তাইলে আলাদা গল্প।
  • পিনাকী | ১০ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৭459399
  • লিখছি যখন, তখন আরও দুলাইন লিখে যাই। ঐ 'খাতা' বাক্সটা হল খেরোর খাতা। ওখানে ব্লগ অ্যাক্সেস না থাকলেও লেখা যাবে। যাঁরা আপনাকে ফলো করবে, তাঁরা আপনি 'খাতা'য় কিছু লিখলেও (দুলাইনের স্ট্যাটাস জাতীয় বা বড় লেখা) নোটি পাবে। অর্থাৎ ব্লগ অ্যাক্সেস না থাকলেও জগতে অনুগামীদের মাঝে বাণী ছড়িয়ে দেওয়ার কল রেডী হয়ে গেছে। ব্লগ অ্যাক্সেস যাঁদের আছে তাঁদের লেখার ক্ষেত্রে অতিরিক্ত হল এটা প্রথম পাতায় জায়গা পাবে। 

  • পিনাকী | ১০ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫১459398
  • :-D

  • পিনাকী | ১০ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫০459397
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত