সহপাঠী। | 112.133.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৯454673এই বছর শুরু হয়েছিল কাসর ঘন্টা বাজিয়ে, মোমবাতি জ্বালিয়ে। আমরা করোনার সাথে লড়ছিলাম।তারপর কোথা হইতে কি হইয়া গেল।পরিযায়ী শ্রমিক দের মতো তামাম ভারতবাসী পথ হারাইল। টেস্ট করতে করতে সবাই হাল্লাাক হয়ে গেলাম।হা করে করে চোয়াল ধরে গেল। পিপিই পড়া চিকিৎসক আধাা চিকিৎসক দেখতে দেখতে চোখে ন্যাাবা হয়ে গেল। কৈ মৃত্যু মিছিল তো আর কমেনা। হায় করোনা,তোমার মনে শেষে এই ছিল ?
অর্জুন | 113.2.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ২০:৪১454672রবীন্দ্রনাথের সৌজন্য বোধ মাত্রাতিরিক্ত ছিল।
অর্জুন | 113.2.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৭454671@ar
Wow! Lizelle Reymond ! এটা না বলে পারছিনা, এই অসাধারণ সুইস মহিলা, নিবেদিতার প্রথম প্রামাণ্য জীবনীকার আমার দাদু- আম্মার বিশেষ বন্ধু ছিলেন। পরিচয় হয়েছিল শ্রী অনির্বাণের মাধ্যমে।
এঁর জীবনী থেকে উদ্ধৃতি দেওয়ার জন্যে অশেষ ধন্যবাদ। বইটা আমার ভীষণ প্রিয়।
রবীন্দ্রনাথ, নিবেদিতাকে 'লোকমাতা' বলেছিলেন জানি তো ! কিন্তু রবীন্দ্রনাথের এরকম কিছু কথা একটু সার্টিফিকেট মার্কা গোছের । নিবেদিতা শিলাইদহতেও গেছেন। রবীন্দ্রনাথের ছোটগল্প 'কাবুলিয়ালা' অনুবাদ করেছেন।
ar | 96.23.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৯454669
সিএস | 49.37.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৮454668
সিএস | 2405:201:8803:bf86:64d0:3f5d:c68:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৭454667
নামের আগে শ্রী | 151.197.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৬454666
অর্জুন | 113.2.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৬454665@এলেবেলে, আমি টিম অ্যালেন্ডডরের ' Learning Femininity in Colonial India, 1820-1932' র রেফার করেছি।
মৃণালিনী সিনহা পড়িনি তো! তাঁর বইয়ের নাম ?
নিবেদিতা জগদীশচন্দ্র বসুর সুহৃদ তো বটেই, খুব কাছের মানুষ ছিলেন, কিন্তু নিবেদিতাকে কি রবীন্দ্রনাথের সুহৃদ বলা যায় ? দুজনের মধ্যে প্রভূত টেনশন ছিল ! নিবেদিতার মৃত্যুর পরে রবীন্দ্রনাথ 'I never liked her' কথাটিও ব্যবহার করেছিলেন।
তবে একজনের লেখায় পড়লাম, শান্তিনিকেতনের স্কুলের আইডিয়া নাকি রবীন্দ্রনাথকে নিবেদিতা দিয়েছিলেন !
অর্জুন | 113.2.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৭454664@অরিন-দা, এখানে ভয়ংকর গরমে, বরফ ঘেরা পাহাড়ের ছবি দেখাচ্ছেন ! পাণ্ডববর্জিত গহন স্থান!
বছর এগারো আগে, চোপতা থেকে গুপ্তকাশীর পথে যাচ্ছি। বিকেল চারটে প্রায়। ঐ রাস্তাটা পুরো উত্তরাখণ্ডের বনাঞ্চল। চারিদিকে জঙ্গল, বিশাল, বিশাল গাছ, আংশিক অন্ধকার পথ, আমাদের গাড়ি ছাড়া একটা ফরেস্ট ডিপার্টমেন্টের জিপ নজরে পড়ল। দূরে হিমালয়ের একটি শৃঙ্গ দেখা যাচ্ছে ! দিনান্তের শেষ রেখা আঁচড়ে পড়েছে, বরফ গুলো সোনালী রঙের।সে দৃশ্য থেকে চোখ ফেরানো দায়! বেশ কত গুলো বাঁকে ঐ সোনালী হিমালয় টুকরো, টুকরো হয়ে দেখা দিল।
PM | 42.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৩454663
রঞ্জন | 182.69.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৬454662@ ডিসি,
ছোটবেলায় কোথাও বিদ্যাসাগরের একটি সিগনেচার দেখেছিলাম )কোথায় তা মনে নেই)। সেটা ছিল বেশ কার্সিভ স্টাইলে "শ্রীঈশ্বরচন্দ্র দেবশর্মণঃ "-- মাইরি বলছি ।
তখন বোধহয় সবাই নামের আগে শ্রী লিখতেন-- রবীন্দ্রনাথ সমেত।
@পিএম,
তাই তো এলেবেলের বক্তব্যগুলো নিয়ে আলাদা টই খুললাম। কিন্তু এলেবেলে ওটাকে ডাম্পিং গ্রাউন্ড মনে করেছেন।
আসলে কোন আলোচোনা ইন্টেন্স হলে , বহুবার আলাদা টই করে সেটা চালিয়ে যেতে বলা হয়, সুবিধের জন্যেই। এলেবেলে ভুল বুঝছেন। ভাট ভাটানোর জায়গা, টই নির্দিষ্ট বিষয়ের জন্য -- এটা তো প্রথম পাতায় স্পষ্ট করে দেয়াই আছে। একসময় কবিতার পাতায় লিমেরিক লেখা শুরু হলে দময়ন্তী লিমেরিকের জন্য আলাদা টই করে দিলেন। কেউ অপমান ভাবেনি।
কী আর করা!
" ক্যান্সার কা ভী ইলাজ হো সকতা হ্যায়, পর গলতফহমী কা নহ্বীঁ"।
ছত্তিশগড়ের অরণ্যের প্রবাদ।
b | 14.139.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৪454661
b | 14.139.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৭:২২454659
PM | 45.124.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৬:২৫454658
?? | 2a03:e600:100::***:*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫২454657নিউজিল্যান্ডে হরিণ আছে?
সিএস | 2405:201:8803:bf86:c05b:b457:f4f0:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫১454656@অর্জুন, @dc, একটা ছবি দেখাই |
নীচের ছবিটা মাউন্ট কুক-এর | এটা মাউন্ট কুকের Caroline Face |
একটু ভাল করে সামিট টা দেখুন, :-)
সামনের জলাশয়টা একটা গ্লেসিয়াল লেক। পাঁচ বছর আগেও ছিল না। আমরা ডান-দিকের মোরেন ধরে বল পাস নামে একটা মাউন্টেন পাসের দিকে যেতাম। কষ্ট করে গ্লেসিয়াল লেকটা অবধি যেতে পারলেই মন ভরে যাবে | দূরে হিমবাহের মুখটা দেখা যাচ্ছে |
T | 146.196.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৫:২৬454654বছর এখনও শেষ হয়নি। আরো কত খেল দেখাবে কে জানে।
tester | 99.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৫:০৪454651
dc | 103.195.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৮454650
এলেবেলে | 202.142.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩০454649অর্জুন,
//সেখানেই ইতিহাসবিদ বলছেন colonial pattern এ মেয়েদের accomplishment র যে মডেলটি তৈরি হচ্ছিল সেই ' accomplishments' আসলে 'codes of European middle- class femininity.' //
একদম মোক্ষম পয়েন্টটি ধরেছেন।
কলোনির সিভিলাইজিং মিশনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন মেয়েরা। আমি জানি না আপনি কোন ইতিহাসবিদের কথা বলেছেন, কিন্তু আমার সমাজসংস্কারের পর্বে ঠিক এই দৃষ্টিকোণ থেকে গোটা বিষয়টি বিশ্লেষিত হবে। প্রসঙ্গত আপনি কি মৃণালিনী সিনহা পড়েছেন? না পড়ে থাকলে পড়ে দেখতে পারেন।
এলেবেলে | 202.142.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৪:১৯454648সবকটা মেকলের ক্লোন। অথবা সাক্ষাৎ ভাবশিষ্য। লোকটা তবু স্বীকার করেছিল যে আরবি আর সংস্কৃত একবিন্দু পড়েনি, কিন্তু না পড়েই জেনে গেছে ওগুলো ফালতুস্য ফালতু। একে সায়েব তায় শাসক - তবু ও কথা তাঁকে মানায়। ইদিকে বাদামি সায়েব বা মোসাহেব এবং চরম শাসিত মানুষজনও যদি একই ধরণের বাকতেল্লা মারে, তবে আর কাঁহাতক সহ্য হয়!
যেই বললাম টোমাসন, অমনি ভো কাট্টা। বললাম তারানাথ তর্কবাচস্পতি, ফের দে দৌড়। তারও পরে জীবানন্দ বিদ্যাসাগর, তাঁর নামই শোনেনিকো। সব আউট অফ সিলেবাস প্রশ্ন, কিন্তু রোয়াব সাড়ে ষোলো আনার ওপরে আঠেরো আনা!! তাই ট্রোল আমাদের ভিত্তি, খিল্লি আমাদের ভবিষ্যৎ।
যাই হোক, এবারে অন্য প্রসঙ্গ।
π | 42.110.140.180 | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৩:০০
//ধুরর, আপনি এক গত থেকে কি বেরতে পারেন না!
আমি নিবেদিতার কাজ নিয়ে অন্য ভাষ্য আছে কিনা জানতে চাইলাম। মানে এই কাজগুলো অস্বীকার করা হয় কিনা। নিবেদিতা কত কষ্ট করে করেছেন, সে খবরই রাখিনা ভাবার কারণ কী, বিশেষ করে সেই স্কুলেই যখন পড়েছি!//
আজ্ঞে কে যে বিশেষ করে সেই স্কুলেই পড়ে এক গত থেকে বেরোতে পারছেন না, তা তো দেখাই যাচ্ছে! তো ওই নিবেদিতার স্কুলটি বিবেকানন্দের মৃত্যুর আগে কি মিশন পরিচালিত ছিল? কিংবা আপনি যখন পড়েছিলেন, তখন? তো মধ্যিখানে সেটা যদি নেই হয়ে যায়, হয়ে ফের পাখনা গজিয়ে ওঠে - তাহলে তাকে খামোখা আড়াল করা কেন?
বিবেকানন্দের মৃত্যুর পরে যে মার্গারেট তাঁকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। কারণ তাঁর মননের প্রকৃত বিকাশ তখনই হয়েছিল। তাঁর দুই সুহৃদ জগদীশচন্দ্র ও রবীন্দ্রনাথ তেমনটাই বলেছেন। এমনও বলেছেন তার আগের পর্বে তিনি একটি ... ছিলেন। এটাই বলার ছিল। এখন তাতে কে কোন ইস্কুলে পড়েছে সেটা আমার জানার কথা নয়।
পেজ্জাপতি, (আপাতত এই নামই। আপত্তি থাকলে চতুর্মুখ বা চতুরানন বলতে হবে)
//শাক্ত মথুরামোহনকে দিয়ে যিনি বৈষ্ণব রাম ও কৃষ্ণ দর্শন করাতে পারেন তাঁর কষ্ট কল্পনা অতি দূরধিগম্য শুধু না, সম্পূর্ণ পাঠবিবর্জিত কষ্টকল্পিত।//
অ। ইস্কুলের বুকলিস্টে বোধায় একটা বই ছিল। তাই বাকি জিনিস আর দেখা হয়ে ওঠেনিকো। তা মথুরামোহন তো 'শাক্ত' ছিলেন, তাহলে তোতাপুরী কী ছিলেন? বোষ্টম? সেটা 'সম্পূর্ণ পাঠবিবর্জিত কষ্টকল্পিত' নয় কারণ বুকলিস্টে আছে, তাই?
যেখানে নিজের দেশের চৈতন্যকেই শ্রীচৈতন্য বলি না, সেখানে কামারপুকুরের গদাধরকে শ্রীরামকৃষ্ণ বলতে যাব কোন দুঃখে? তিনি যদি শ্রীমণ্ডিত না হলে অসম্মানিত বোধ করেন, তাহলে তার সরল-সাদাসিধে ভাবমূর্তি নির্মাণের তো ১০৮ হয়ে যাব্যা!
আর জীবনী কোনটা পড়িতে হইবে? কথাম্মেত না অচিন্ত্য? আমার না মাইরি প্রথমটার কথা শুনলে দাড়িদাদু আর পরেরটা শুনলেই প্রেমেন মিত্তিরের কথা মনে পড়ে বেদম হাসি পায়। কী হবে তাহলে? ইয়ে মানে দাড়িদাদু বললে শ্রীশ্রী১০৮রবীন্দ্রনাথেশ্বর অসম্মানিত বোধ করেন?
সিএস, দেখলাম 'ডাম্পিং গ্রাউন্ডে' একটি মন্তব্য করেছেন। আমাকে যেহেতু নির্দেশ দেওয়া হয়েছিল (নির্দেশটির বাক্যগঠন, শব্দব্যবহার, সুর এমনকি বানাম্ভুলও বড্ড পরিচিত) 'ওখানে গিয়ে লিখুন', তাই তার পরে আর একটি শব্দও ওখানে ব্যয় করিনি।
অ্যাডাম সেখানে খরচের প্রসঙ্গে লিখেছিলেন '9,975 rupees per annum, or 831 rupees per month, and for a division containing five districts 4,155 rupees per month' এবং তারপরে মন্তব্য করেছিলেন 'a sum less than many European servants of Government derive individually from public revenue'। সন্দেহ হলে ৪০৯ পাতাটি দেখে নেবেন দয়া করে।
অর্জুন | 223.223.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৪:০০454647দারুণ তো ! হোক, এসব গপ্প। অনেক রুট ইত্যাদি জানা যাবে । শুধু পাহাড় কেন! মরুভূমি, জঙ্গল সব ধরণের অভিযান স্বাগত । আমি রেগুলর যেতাম হিমালয়ে । তবে খুব হাই অলটিটিউড ট্রেক হয়নি।
এখন এত সব ব্যাধি বাঁধিয়েছি। আর যাওয়া হবে কিনা সন্দেহ !
অরিন | 161.65.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪৩454646পাহাড় চড়ার, রক ক্লাইমবিং আর কায়াক নিয়ে জলপ্রপাত দেখার গল্প শুনতে চাও? এখানে তো মনে হয় অনেকে আছেন।
অর্জুন | 223.223.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৩:০০454645আচ্ছা, এখানে সারাক্ষণ সিরিয়াস বিষয়ে ক্যাচকেচি না করে বেড়ানোর গল্প করুন, না!
গুরুতে ট্রেকার নেই? বেড়ানোর গল্পের মত আনন্দের আর কি হতে পারে ?