এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০২ সেপ্টেম্বর ২০২০ ২২:০২454674
  • কার সহপাঠি রে বাপু? আমার তো নয়।,

    তবে এবারে নিশ্চয় লোকে ব্যালকনিতে দাঁড়িয়ে Grow GDP Grow বলে থালা বাটি বাজাবেখনে।
  • সহপাঠী। | 112.133.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ২০:৪৯454673
  • এই বছর শুরু হয়েছিল কাসর ঘন্টা বাজিয়ে, মোমবাতি জ্বালিয়ে। আমরা করোনার সাথে লড়ছিলাম।তারপর কোথা হইতে কি হইয়া গেল।পরিযায়ী শ্রমিক দের মতো তামাম ভারতবাসী পথ হারাইল।  টেস্ট করতে করতে সবাই হাল্লাাক হয়ে  গেলাম।হা করে  করে চোয়াল ধরে গেল। পিপিই পড়া চিকিৎসক আধাা চিকিৎসক দেখতে দেখতে চোখে ন‍্যাাবা হয়ে গেল। কৈ মৃত্যু মিছিল তো আর কমেনা। হায় করোনা,তোমার মনে শেষে এই ছিল ?

  • অর্জুন | 113.2.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ২০:৪১454672
  • রবীন্দ্রনাথের সৌজন্য বোধ মাত্রাতিরিক্ত ছিল। 

  • অর্জুন | 113.2.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ২০:৩৭454671
  • @ar

    Wow! Lizelle Reymond ! এটা না বলে পারছিনা, এই অসাধারণ সুইস মহিলা, নিবেদিতার প্রথম প্রামাণ্য জীবনীকার আমার দাদু- আম্মার বিশেষ বন্ধু ছিলেন।  পরিচয় হয়েছিল শ্রী অনির্বাণের মাধ্যমে। 

    এঁর জীবনী থেকে উদ্ধৃতি দেওয়ার জন্যে অশেষ ধন্যবাদ। বইটা আমার ভীষণ প্রিয়। 

    রবীন্দ্রনাথ, নিবেদিতাকে 'লোকমাতা' বলেছিলেন জানি তো ! কিন্তু রবীন্দ্রনাথের এরকম কিছু কথা একটু সার্টিফিকেট মার্কা গোছের । নিবেদিতা শিলাইদহতেও গেছেন। রবীন্দ্রনাথের ছোটগল্প 'কাবুলিয়ালা' অনুবাদ করেছেন। 

  • | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৯:৪১454670
  • ট্রেইন দ্য ট্রেনার আর রিভার্স মেন্টরিং। আজকাল আইটি কোম্পানিগুলোয় খুব চলে এই মডেলটা। অ্যাডামবাবু অবশ্য রিভার্স মেন্টরিঙের কথা বলেননি (সম্ভবই না সেইসময়। )
  • ar | 96.23.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৯454669
  • @ অর্জুন,

    "She was a mother of the people," Rabindranath Tagore was to say of her after her death. ''While we were giving our
    time, our money, even our life, we had not yet been able to give our heart. We had not acquired the power to know the people as absolutely real and near."

    "Two important events in the development of the school took place, however, in the middle of the year 1904; the first was
    the acquisition in spite of financial difficulties of the house next door; the second was Rabindranath Tagore's offer of his beautiful family house for a normal school."

    Lizelle Reymond: The Dedicated: Biography of Sister Nivedita; 1953

    ভগিনী নিবেদিতা সবিনয়ে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। বোস পাড়া লেন থেকে অন্যত্র যেতে চাননি।
  • সিএস | 49.37.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৮454668
  • European servants of Government-এর সাথে তুলনা করছেন কারণ শিক্ষক তৈরীর কথা বলা হচ্ছে যারা সরকারের কর্মচারীই হবে কিন্তু একজন ইওরোপীয় কর্মচারীর খরচের সমান খরচ দিয়ে বেশ কয়েকজন সরকারী কর্মচারী এখানে তৈরী করা যাবে।
  • সিএস | 2405:201:8803:bf86:64d0:3f5d:c68:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪৭454667
  • উফ্ফ, এই হিসেবটার চক্করটা বুঝলাম। পাঠশালাটার চালা বদলে দিয়েই নেটিভদের শিক্ষার ব্যবস্থা করে দিলাম, সেরকম করে সাহেব ভাবেননি। পড়ানো তো হবে কিন্তু পড়াবে কারা ? যারা এখন পাঠশালায় পড়ায় ? মোটেই না। প্রস্তাব দিচ্ছেন, দুই থেকে চার বছরের মধ্যে কিছু জেলায় উপযূক্ত শিক্ষক তৈরী করবেন। কীভাবে ? কিছু শিক্ষকের মধ্যে (এদের কীভাবে নির্বাচন করা হবে সেটা বুঝিনি, হয়ত পাঠশালার শিক্ষকদের মধ্যে থেকে) বই বিলি করা হবে, সেই বই তারা পড়বে, তার সাথে কীভাবে পড়াতে হয় সেসব শিখবে, শেখার পরে তাদের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় পাশ করলে তারা শিক্ষক হিসেবে সরকারের কাছ থেকে মাইনে ছাড়াও গ্রামের মানুষ বা জমিওয়ালাদের কাছ থেকে বৃত্তির মত আরো কিছু টাকা ও অন্য সামগ্রী, যথা জমি ইত্যাদি পাবে। উপরন্তু এক্জন শিক্ষক পড়ানো শেখার সময়ে আরো কয়েকজনকে পড়াবে এবং পরে গিয়ে ঐ শিক্ষক ও তার ছাত্ররা সবাই পরীক্ষায় পাশ করলে একদল শিক্ষক পাওয়া যাবে !!

    যা বুঝলাম, শিক্ষক তৈরীর এই রকম একটা উপায়ের কথা অ্যাডামস বলছেন, এবং এটা প্রতি জেলাতেই করতে হবে।

    ৯৯৭৫ টাকার হিসেবটা শুধু এই শিক্ষক তৈরীর 'এক্সপেরিমেন্ট' -এর খরচ, একটা জেলায় !

    এর সাথে শিক্ষাব্যবস্থার খরচ, যখন সেটা চালু হয়ে গেছে, দেশের মানুষকে লেখাপড়া শেখানো হচ্ছে, তার কোন যোগই নেই। সেই হিসেবটা ছিল আগে যেটা আমি দিয়েছিলাম।

    শিক্ষক তৈরীর এই পরিকল্পনাটা বিস্তারে দেওয়া হয়েছে ৯৯৭৫ টাকার হিসেবের উল্লেখের আগে প্রায় পনেরো-বিশ পাতা জুড়ে। এই পুরো অংশটা না পড়লে বোঝাই যাবে না, সাহেব কোথা থেকে কোথায় যাচ্ছেন !

    কিন্তু মানুষে কী এতসব পড়ে ? ফেসবুকে যারা তর্ক করে শুনি বা জেলা প্রতি দশ হাজার টাকায় সব কিছু হয়ে যেত, এরকমই অ্যাডামস বলেছিলেন বলে যাঁরা লেখালেখি করেন।

    খুঁটিয়ে না পড়লে আমিও তো এসবই মেনে নিতাম।

    আহঃ ইতিহাসের আলোচনা !

    তত্ত্বর নামে কত সহজে ভুল বুঝে বা না বুঝে ভুল তথ্য আর সিদ্ধান্ত উঠে আসতে পারে।
  • নামের আগে শ্রী | 151.197.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৬454666
  • আহা সে তো আম্মো লিখ্তুম

    আচ্ছা, আকাধর্মকে কি শ্রীআকাধর্ম বলতে হবে?
  • অর্জুন | 113.2.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩৬454665
  • @এলেবেলে, আমি টিম অ্যালেন্ডডরের ' Learning Femininity in Colonial India, 1820-1932' র রেফার করেছি। 

    মৃণালিনী সিনহা পড়িনি তো! তাঁর বইয়ের নাম ? 

    নিবেদিতা জগদীশচন্দ্র বসুর সুহৃদ তো বটেই, খুব কাছের মানুষ ছিলেন, কিন্তু নিবেদিতাকে কি রবীন্দ্রনাথের সুহৃদ বলা যায় ? দুজনের মধ্যে প্রভূত টেনশন ছিল ! নিবেদিতার মৃত্যুর পরে রবীন্দ্রনাথ 'I never liked her' কথাটিও ব্যবহার করেছিলেন। 

    তবে একজনের লেখায় পড়লাম, শান্তিনিকেতনের স্কুলের আইডিয়া নাকি রবীন্দ্রনাথকে নিবেদিতা দিয়েছিলেন !  

  • অর্জুন | 113.2.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৭454664
  • @অরিন-দা, এখানে ভয়ংকর গরমে, বরফ ঘেরা পাহাড়ের ছবি দেখাচ্ছেন ! পাণ্ডববর্জিত গহন স্থান! 

    বছর এগারো আগে, চোপতা থেকে গুপ্তকাশীর পথে যাচ্ছি। বিকেল চারটে প্রায়। ঐ রাস্তাটা পুরো উত্তরাখণ্ডের বনাঞ্চল। চারিদিকে জঙ্গল, বিশাল, বিশাল গাছ, আংশিক অন্ধকার পথ, আমাদের গাড়ি ছাড়া একটা ফরেস্ট ডিপার্টমেন্টের জিপ নজরে পড়ল। দূরে হিমালয়ের একটি শৃঙ্গ দেখা যাচ্ছে !  দিনান্তের শেষ রেখা আঁচড়ে পড়েছে, বরফ গুলো সোনালী রঙের।সে দৃশ্য থেকে চোখ ফেরানো দায়! বেশ কত গুলো বাঁকে ঐ সোনালী হিমালয় টুকরো, টুকরো হয়ে দেখা দিল।  

  • PM | 42.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৮:০৩454663
  • বোঝো--- ভাট মানে তো টেম্পোররি-- ২ দিন বাদে আর আতা পাতা পাওয়া যাবে না। রেফারেন্স হিসেবে খুজে বার করতে চইলেও পাওয়া যাবে না। মুসকিল তো।

    আসলে এলেবেলে বোধ হয় ভরসা করতে পারছেন না যে আমরা শুধু ওনার লেখা পড়তে অন্য টই তে যাবো । অথচ সব পুরোনো নির্মোহ গুলই দারুন জনপ্রিয় টই। নিজেকে বা আমাদের আন্ডারেসটিমেট করার কোনো কারন ই নেই
  • রঞ্জন | 182.69.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৭:৩৬454662
  • @ ডিসি,

       ছোটবেলায় কোথাও বিদ্যাসাগরের একটি সিগনেচার দেখেছিলাম )কোথায় তা মনে নেই)। সেটা ছিল বেশ কার্সিভ স্টাইলে "শ্রীঈশ্বরচন্দ্র দেবশর্মণঃ "-- মাইরি বলছি । 

    তখন বোধহয় সবাই নামের আগে শ্রী লিখতেন-- রবীন্দ্রনাথ সমেত।

    @পিএম,

       তাই তো এলেবেলের বক্তব্যগুলো নিয়ে আলাদা টই খুললাম। কিন্তু এলেবেলে ওটাকে ডাম্পিং গ্রাউন্ড মনে করেছেন।

     আসলে কোন আলোচোনা ইন্টেন্স হলে , বহুবার আলাদা টই করে সেটা চালিয়ে যেতে বলা হয়, সুবিধের জন্যেই। এলেবেলে ভুল বুঝছেন। ভাট ভাটানোর জায়গা, টই নির্দিষ্ট বিষয়ের জন্য -- এটা তো প্রথম পাতায় স্পষ্ট করে দেয়াই আছে। একসময় কবিতার পাতায় লিমেরিক লেখা শুরু হলে দময়ন্তী লিমেরিকের জন্য আলাদা টই করে দিলেন। কেউ অপমান ভাবেনি।

    কী আর করা!

    " ক্যান্সার কা ভী ইলাজ হো সকতা হ্যায়, পর গলতফহমী কা নহ্বীঁ"।

    ছত্তিশগড়ের অরণ্যের প্রবাদ।

  • b | 14.139.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৭:২৩454660
  • নাকি
  • b | 14.139.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৭:২২454659
  • এলো?
    https://ibb.co/CM647SM
  • PM | 45.124.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৬:২৫454658
  • এলেবেলে আলাদা একটা টই খুলে চিন্তা ভাবনাগুলো লিখছেন না কেনো ? স্ট্রাকচার্ড ভাবে? তাহলে ডকুমেন্টেড থাকবে, একসাথে পুরোটা পড়া যাবে, ভবিষ্যতেও ইচ্ছে হলে পড়া যাবে । মায় বই হয়েও বেড়োতে পারে গুরু থেকে।

    কাউন্টার আর্গুমেন্ট গুলো ও একসাথে থাকবে।

    নাহলে সব হারিয়ে যাবে তো !
  • ?? | 2a03:e600:100::***:*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫২454657
  • নিউজিল্যান্ডে হরিণ আছে?

  • সিএস | 2405:201:8803:bf86:c05b:b457:f4f0:***:*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫১454656
  • @এলেবেলে,

    আপনার দেওয়া বছরে জেলা প্রতি ৯৯৭৫ টাকার হিসেবটা এই বাবদঃ

    ১। একজন পরীক্ষকের বাৎসরিক মাইনে = ১৮০০ টাকা
    ২। একটা সার্ভে করার প্রস্তাব দিচ্ছেন যেটা করা হবে ঐ পরীক্ষকের তদারকিতে এবং আরো কিছু লোক নিয়ে, এর খরচ, বছর প্রতি = ৬৭৫ টাকা
    ৩। বইয়ের একটা খরচ করছেন = ৬৩০০ টাকা
    ৪। একজন স্কুল ইন্সপেক্টর রাখা বাবদ খরচ = ১২০০ টাকা

    ==========================
    সব মিলিয়ে = ৯৯৭৫ টাকা

    এটা জেলা প্রতি খরচ যার মধ্যে শিক্ষকদের মাইনের খরচ, স্কুল বাড়ী তৈরীর খরচ ইত্যাদি নেই। আমার ধারণা, জেলা প্রতি এই খরচটা তাহলে ঐ খরচের সাথে যোগ হবে যেটা আমি দিয়েছিলাম। এও দেখলাম ২-এর বইয়ের খরচ হিসেব করার সময়ে শিক্ষকদের সংখ্যার একটা হিসেব দিচ্ছেন যেটার সাথে আগে বলা শিক্ষকদের সংখ্যা মেলে না। অতএব অ্যাডামসের পদ্ধতি যে খুব কম খরচে কাজে পরিণত করা যেত সে আমি বুঝতে পারিনি এখনও। যদি আপনি এ সব তথ্য আপনার লেখায় ব্যবহার করেন তাহলে আমার ধারণা রিপোর্টের এই দুটি জায়্গা মিলিয়ে দেখা উচিত যে ঠিক কী বলা হচ্ছে।
  • অরিন | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৫:২৭454655
  • @অর্জুন, @dc, একটা ছবি দেখাই |

    নীচের ছবিটা মাউন্ট কুক-এর | এটা মাউন্ট কুকের Caroline Face |

    একটু ভাল করে সামিট টা দেখুন, :-)

    সামনের জলাশয়টা একটা গ্লেসিয়াল লেক। পাঁচ বছর আগেও ছিল না। আমরা ডান-দিকের মোরেন ধরে বল পাস নামে একটা মাউন্টেন পাসের দিকে যেতাম। কষ্ট করে গ্লেসিয়াল লেকটা অবধি যেতে পারলেই মন ভরে যাবে | দূরে হিমবাহের মুখটা দেখা যাচ্ছে |

  • T | 146.196.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৫:২৬454654
  • বছর এখনও শেষ হয়নি। আরো কত খেল দেখাবে কে জানে।

  • | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৪454653
  • ব্ল্যাংকির
  • | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৫:১৩454652
  • বেড়ানো দেখে মনে পড়ল। ল্যাদোশ, ইশান, ব্ল্যাঁকির সেই অতি বিখ্যাত শিকাগো ভ্রমণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওটা আলাদা টই ছিল না, কোনও একটা 'পায়ের তলায় সর্ষে'র মধ্যে ছিল, কাগুজে গুরুতেও বেরিয়েছিল যদ্দুর মনে হয়।

    ঐটে প্লীজ খুঁজে তোলো।
  • tester | 99.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৫:০৪454651
  • টেস্ট
  • dc | 103.195.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫৮454650
  • হ্যাঁ একটু বেড়ানো টেড়ানোরও গল্প হোক। এই বছরটা এক্কেবারে যাতা গেলো, চার পাঁচ মাস ধরে ঘরের মধ্যে আটকে বসে আছি। পরের চার পাঁচ মাসেও পরিবার নিয়ে কোথাও যেতে পারবো বলে মনে হচ্ছে না। সশরীরে ঘুরতে বেরনো তো মুশকিল, গল্পই হোক নাহয়।
  • এলেবেলে | 202.142.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৪:৩০454649
  • অর্জুন,

    //সেখানেই ইতিহাসবিদ বলছেন colonial pattern  এ মেয়েদের accomplishment র যে মডেলটি তৈরি হচ্ছিল সেই  ' accomplishments' আসলে 'codes of European middle- class femininity.' //

    একদম মোক্ষম পয়েন্টটি ধরেছেন।

    কলোনির সিভিলাইজিং মিশনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিলেন মেয়েরা। আমি জানি না আপনি কোন ইতিহাসবিদের কথা বলেছেন, কিন্তু আমার সমাজসংস্কারের পর্বে ঠিক এই দৃষ্টিকোণ থেকে গোটা বিষয়টি বিশ্লেষিত হবে। প্রসঙ্গত আপনি কি মৃণালিনী সিনহা পড়েছেন? না পড়ে থাকলে পড়ে দেখতে পারেন।

  • এলেবেলে | 202.142.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৪:১৯454648
  • সবকটা মেকলের ক্লোন। অথবা সাক্ষাৎ ভাবশিষ্য। লোকটা তবু স্বীকার করেছিল যে আরবি আর সংস্কৃত একবিন্দু পড়েনি, কিন্তু না পড়েই জেনে গেছে ওগুলো ফালতুস্য ফালতু। একে সায়েব তায় শাসক - তবু ও কথা তাঁকে মানায়। ইদিকে বাদামি সায়েব বা মোসাহেব এবং চরম শাসিত মানুষজনও যদি একই ধরণের বাকতেল্লা মারে, তবে আর কাঁহাতক সহ্য হয়!

    যেই বললাম টোমাসন, অমনি ভো কাট্টা। বললাম তারানাথ তর্কবাচস্পতি, ফের দে দৌড়। তারও পরে জীবানন্দ বিদ্যাসাগর, তাঁর নামই শোনেনিকো। সব আউট অফ সিলেবাস প্রশ্ন, কিন্তু রোয়াব সাড়ে ষোলো আনার ওপরে আঠেরো আনা!! তাই ট্রোল আমাদের ভিত্তি, খিল্লি আমাদের ভবিষ্যৎ।

    যাই হোক, এবারে অন্য প্রসঙ্গ।

    π | 42.110.140.180 | ০২ সেপ্টেম্বর ২০২০ ০৩:০০

    //ধুরর, আপনি এক গত থেকে কি বেরতে পারেন না!
    আমি নিবেদিতার কাজ নিয়ে অন্য ভাষ্য আছে কিনা জানতে চাইলাম। মানে এই কাজগুলো অস্বীকার করা হয় কিনা। নিবেদিতা কত কষ্ট করে করেছেন, সে খবরই রাখিনা ভাবার কারণ কী, বিশেষ করে সেই স্কুলেই যখন পড়েছি!//

    আজ্ঞে কে যে বিশেষ করে সেই স্কুলেই পড়ে এক গত থেকে বেরোতে পারছেন না, তা তো দেখাই যাচ্ছে! তো ওই নিবেদিতার স্কুলটি বিবেকানন্দের মৃত্যুর আগে কি মিশন পরিচালিত ছিল? কিংবা আপনি যখন পড়েছিলেন, তখন? তো মধ্যিখানে সেটা যদি নেই হয়ে যায়, হয়ে ফের পাখনা গজিয়ে ওঠে - তাহলে তাকে খামোখা আড়াল করা কেন?

    বিবেকানন্দের মৃত্যুর পরে যে মার্গারেট তাঁকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। কারণ তাঁর মননের প্রকৃত বিকাশ তখনই হয়েছিল। তাঁর দুই সুহৃদ জগদীশচন্দ্র ও রবীন্দ্রনাথ তেমনটাই বলেছেন। এমনও বলেছেন তার আগের পর্বে তিনি একটি ... ছিলেন। এটাই বলার ছিল। এখন তাতে কে কোন ইস্কুলে পড়েছে সেটা আমার জানার কথা নয়। 

    পেজ্জাপতি, (আপাতত এই নামই। আপত্তি থাকলে চতুর্মুখ বা চতুরানন বলতে হবে) 

    //শাক্ত মথুরামোহনকে দিয়ে যিনি বৈষ্ণব রাম ও কৃষ্ণ দর্শন করাতে পারেন তাঁর কষ্ট কল্পনা অতি দূরধিগম্য শুধু না, সম্পূর্ণ পাঠবিবর্জিত কষ্টকল্পিত।//

    অ। ইস্কুলের বুকলিস্টে বোধায় একটা বই ছিল। তাই বাকি জিনিস আর দেখা হয়ে ওঠেনিকো। তা মথুরামোহন তো 'শাক্ত' ছিলেন, তাহলে তোতাপুরী কী ছিলেন? বোষ্টম? সেটা 'সম্পূর্ণ পাঠবিবর্জিত কষ্টকল্পিত' নয় কারণ বুকলিস্টে আছে, তাই? 

    যেখানে নিজের দেশের চৈতন্যকেই শ্রীচৈতন্য বলি না, সেখানে কামারপুকুরের গদাধরকে শ্রীরামকৃষ্ণ বলতে যাব কোন দুঃখে? তিনি যদি শ্রীমণ্ডিত না হলে অসম্মানিত বোধ করেন, তাহলে তার সরল-সাদাসিধে ভাবমূর্তি নির্মাণের তো ১০৮ হয়ে যাব্যা!

    আর জীবনী কোনটা পড়িতে হইবে? কথাম্মেত না অচিন্ত্য? আমার না মাইরি প্রথমটার কথা শুনলে দাড়িদাদু আর পরেরটা শুনলেই প্রেমেন মিত্তিরের কথা মনে পড়ে বেদম হাসি পায়। কী হবে তাহলে? ইয়ে মানে দাড়িদাদু বললে শ্রীশ্রী১০৮রবীন্দ্রনাথেশ্বর অসম্মানিত বোধ করেন?

    সিএস, দেখলাম 'ডাম্পিং গ্রাউন্ডে' একটি মন্তব্য করেছেন। আমাকে যেহেতু নির্দেশ দেওয়া হয়েছিল (নির্দেশটির বাক্যগঠন, শব্দব্যবহার, সুর এমনকি বানাম্ভুলও বড্ড পরিচিত) 'ওখানে গিয়ে লিখুন', তাই তার পরে আর একটি শব্দও ওখানে ব্যয় করিনি।

    অ্যাডাম সেখানে খরচের প্রসঙ্গে লিখেছিলেন '9,975 rupees per annum, or 831 rupees per month, and for a division containing five districts 4,155 rupees per month' এবং তারপরে মন্তব্য করেছিলেন 'a sum less than many European servants of Government derive individually from public revenue'। সন্দেহ হলে ৪০৯ পাতাটি দেখে নেবেন দয়া করে।

  • অর্জুন | 223.223.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৪:০০454647
  • দারুণ তো ! হোক, এসব গপ্প। অনেক রুট ইত্যাদি জানা যাবে । শুধু পাহাড় কেন! মরুভূমি, জঙ্গল সব ধরণের অভিযান স্বাগত । আমি রেগুলর যেতাম হিমালয়ে । তবে খুব হাই অলটিটিউড ট্রেক হয়নি। 

    এখন এত সব ব্যাধি বাঁধিয়েছি। আর যাওয়া হবে কিনা সন্দেহ ! 

  • অরিন | 161.65.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৩:৪৩454646
  • পাহাড় চড়ার, রক ক্লাইমবিং আর কায়াক নিয়ে জলপ্রপাত দেখার গল্প শুনতে চাও? এখানে তো মনে হয় অনেকে আছেন। 

  • অর্জুন | 223.223.***.*** | ০২ সেপ্টেম্বর ২০২০ ১৩:০০454645
  • আচ্ছা, এখানে সারাক্ষণ সিরিয়াস বিষয়ে ক্যাচকেচি না করে বেড়ানোর গল্প করুন, না! 

    গুরুতে ট্রেকার নেই? বেড়ানোর গল্পের মত আনন্দের আর কি হতে পারে ?  

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত