অভ্যু,
এ তো দ্বিজেনের গাওয়া। উল্টোপিঠে বোধহয় "ওই জানালার পাশে বসে আছে" ?
আজ রাম নয়,কাল রাম নয়, একেবারে পরশুরাম!
অবজেকশান ওভাররুলড। আমার দেখা সব কেমিস্ট্রিওলাই অমন। পরশুরামকে আমি দেখি নি তো। কে জানে হয়ত ত্রিসীমায় গেলেই 'অ্যায় কে র্যা' করে হুঙ্কার দিতেন।
ekhane jekono paper er DOI paste kore open korun. Ei paper tar DOI: https://doi.org/10.1177/001946467501200104
Paper ta peye jaben: https://sci-hub.tw/https://doi.org/10.1177/001946467501200104
The Ideology and the Interests of the Bengali Intelligentsia: Sir George Campbell's Education Policy (1871-74)
এই পেপারটা কেউ নামিয়ে দেবেন? sage এ আছে।
The Ideology and the Interests of the Bengali Intelligentsia: Sir George Campbell's Education Policy (1871-74)
এই পেপারটা কেউ নামিয়ে দেবেন? sage এ আছে।
মোকাবিলার বাংলা হেস্তনেস্ত।
ইলেভেন-টুয়েলভে মানস গাঙ্গুলির কাছে কেমিস্ট্রি পড়তাম। দিব্যি রসিক, মাইডিয়ার লোক ছিলেন। অবশ্য সে ত্রেতা যুগের কথা। তখনও কলকাতায় শীত পড়ত। বসন্তে কোকিলের ডাক শোনা যেত। সল্ট লেকে শীতকালে রাত নটার পড়ে বরফ পড়লেও পড়তে পারত।
'মোকাবিলা'র বাংলা কী হবে?
সোমেন দেবনাথের নাম জানা আছে? সায়েব তাঁকে বলে সাইমন দেবনট, স্টাফ খবরের কাগজ খবর করেছে:
https://www.stuff.co.nz/travel/120176309/cyclist-spreads-message-of-peace-and-love
"Getting caught up in an ironman race was not on the radar for long distance Indian cyclist Somen Debnath.Debnath arrived in Taupō on the eve of the 2020 Nutri-Grain Ironman last week, and left for Napier on race day, as part of a 16 year journey that will have taken him to nearly 200 countries when he finishes in December this year."
বাঙালি পারে!
ও তাই বলুন। পিসফুল ট্রানজিশান না হলে কিছু করবে না, পর পর দুটো "না" পড়ে উল্টো বুঝেছি।
ট্রান্সিশনে হেল্প করবে না, এ কথা বলেনি। বলেছে ইলেকশনে বা ডিসপিউট রেজোলিউশনে নাক গলাবে না।