এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ~~ | 182.76.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৯:৫৪453713
  • আহা ! বই না পাওয়ার কী কষ্ট ! এ মানে চোখে দেখা যায় না !!

  • π | ২৭ আগস্ট ২০২০ ১৯:৩৭453712
  • এবার থেকে মজা করলে আন্ডারলাইন করে দিতে হবে দেখছি, কিম্বা সেই আগের মেথড , ডিঃ মঃ

    আর আপনার যেখানে ইচ্ছে হয় লিখুন না, সেটা যেমন আপনি করতেই পারেন, তেমনি যিনি বা যাঁরা বলেছেন টই খুলে লিখুন না, তাঁরাও সেটা বলতেই পারেন বলেই তো মনে হয়। এরকমই বুঝি। এতে এত জটিলতা, বেছেবুছে আমার পোস্ট টেনে এনে আমাকে কেন বলা হল না ( যেখানে ওই সামারি নিয়ে আমার আদৌ কোন সিরিয়াস প্রশ্ন, বক্তব্য এখানে ছিলই না, এই বিষয়ে আগের আলোচনার ব্লগ টই বুবুভা খুঁজছিলাম, উল্টে অন্য অনেকে আপনাকে প্রশ্ন করেছে, তাদের ছেড়ে এই আমিব্যাটাকে ধরার কী মানে কে জানে)। এইধরণের তর্কে কেন উতসাহী নই তাও আগেই লিখে দিয়েছি, এরপর আমার নাম, পোস্ট অনর্থক না টানলেই ভাল হয়।
  • আহা | 2a0b:f4c2::***:*** | ২৭ আগস্ট ২০২০ ১৯:২২453711
  • পপিচু হবে কেন। এ ওকে বই পাঠাচ্ছে, ও একে বলছে আহা আপুনি না এলে চোখে অন্ধকার দেখি। আমি লম্বা লম্বা ন্যার ছাড়ব সে এখানেই ছাড়ব এখানেই ছাড়ব। বই ত ভাটিয়া৯ দিয়ে উড়ে উড়ে গেছে। এর মধ্যে পাছ দুয়ারে পরামর্শ করে আসাও নেই পপিচুও নেই।
  • T | 146.196.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৮:৫৯453710
  • মানে বার্সা ডুবলে আত্থসামাজিক ক্ষতি কাতালান মুভমেন্টের গায়েও লাগবে কী লাগবে না ইত্যাদি!

  • T | 146.196.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৮:৫৭453709
  • গুরু, মেশি থাকলে ভালো না গেলে ভালো বলো তো।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৮:৫৬453708
  • এলে, আপনি এরকম বললে অসোয়াস্তি তে পড়ি। আর না বললেই ভালো। কারণ ফ্রাঙ্কলি আমি সম্পূর্ণ বাল। কোনো বিষয়েও বিশেষ ধারণা কিসু নেই। এটা ওটা সম্পর্কে বাতেলা করে থাকি, সেটা এমনিতেই এম্ব্যারাসিং একটু। পড়াশুনো ইত্যাদি ঠিক ছোটো বড় প্রতিযোগিতার জিনিশ ভাবতে ভালো লাগে না। আর আমার জীবনে কিসুই করা হয় নি, তাই অযাচিত প্রশংসায় অসোয়াস্তি বাড়ে। আপনাকে লোকে ভুল ভাল বললে খারাপ লাগে।

    এস এম দা, হ্যাঁ ভালো আছি। থ্যাংক ইউ। আশা করি আপনি ভালো। কিন্তু জেনেরালি লাইফে পোসাচ্ছে না, পিসড অফ নানা কারণে, অনেকটাই ব্যক্তিগত আর বাকিটা রাজনৈতিক, ঃ--)
  • T | 146.196.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৮:৫০453707
  • এই বার্তেমিউ বাবু রিজাইন কচ্ছেন না ক্যানো কে জানে?

  • r2h | 73.106.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৮:৫০453706
  • নিক বলে একটা সাহেবকে বম্বের প্রিয়াঙ্কা চোপড়া বিয়ে করেছে, খুব আল্হাদ করে ছবি দেয় ইন্স্টাগ্রামে। তবে আপত্তির নাম তো সেন্সর নয়, সেন্সর হলো গুপু যেটা করছিল স্প্যাম নিয়ে। আর লম্বা জুলপি শুনে জেনেরাল আলকাজারের কথা মনে পড়লো, কিন্তু তার কোন রোদচশমা পরা ছবি চট করে খুঁজে পেলাম না।
    সর্বমশাই রুদ্র এবং রায়ের এই ব্যাপারটা নিয়ে বোধয় ন্যাড়াদা আগে বিস্তারিত লিখেছিলেন, খুঁজতে হবে। (নাকি ভুল হচ্ছে? অন্য কোথাও পড়েছি?)
    আর অধ্যাপিকার বিদ্যাসাগরকেচ্ছাবিষয়ে এই রিঅ্যাকশনের মানে আমিও বুঝি না। হাইলি ভুলভাল বলছেন, শুধু বাবা বলেছেন বলেই ফেসবুকে এক্কেবারে কোন তথ্য প্রমাণ ছাড়া লিখে দেওয়া মানে নিজের ক্রেডিবিলিটিকে গঙ্গাযাত্রায় পাঠানো, ইনফ্যাক্ট শিক্ষক হিসেবে আমার মনে হয় এসব জিনিস যোগ্যতার পরিপন্থী। কিন্তু তাতে জনগণেশের মোকদ্দমামুখী হওয়ার যুক্তি দেখি না।
    তবে ঐ যে কাল লিংকে দেখলাম ছাত্রকে হুমকি দিয়েছেন - এতে ওঁর চাকরি যাবে না? অন্তত সাসপেন্শন, তদন্ত? এ তো যৌন ইঙ্গিতমূলক হুমকি। কোন পুরুষ অধ্যাপক ছাত্রীকে এমন কথা বললে এতক্ষণে হাজত হয়ে যাওয়ার কথা।
    সত্যি মিথ্যে জানি না যদিও।
  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৮:৩৪453705
  • , খুব সোজাসুজি একটা কথা বলি। পপিচু ভাববেন না। সাইটে ইতিহাস আপনার পায়ের নীচে বসে শিখতে পারি। ইন্দ্রনীলবাবু এবং আরও দু-তিনজনের কাছেও। কিন্তু বছর পাঁচেক পরে ইতিহাসে কার কত ইয়ে সে সব জানা হয়ে গেছে। আপনি আমাকে হাজারটা গাল দিলেও আপনার প্রতি শ্রদ্ধা আমার এক বিন্দু কমবে না। পাল্টা একটা বাজে কথা বলব না। কিন্তু শূন্য কলসিরা গায়ে পড়ে অন্যকে অপমান করলে পূর্ণকুম্ভই বলব। কাজেই...

  • sm | 42.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৮:৩২453704
  • হনু বাবু যে!সব কুশল তো!

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৮:৩০453703
  • এলেবেলে, আপনি গালাগালি তে না জড়িয়ে পড়লেই খুশি হব। বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৮:২৯453702
  • π | 42.110.136.55 | ২৭ আগস্ট ২০২০ ১০:১১453723

    টিম আর অমিতবাবুর আজকের ভাটার্ণবসারা`তসারে ( খণ্ড ত লিখতে পারছিনা কেন! ) আমাদের দাদু কই? রেমশায় কই? এমনকি বাকস্বাধীনতাতেও কোপ পড়ল!

    এঁকে আমি চিনি। ইনিও আমাকে চেনেন। উনি ভাটে সবাইকে ডাকছেন। 'ভাটার্ণবসারা`তসারে' অনেককে ডাকছেনও। এমনকি নিজেও বিদ্যাসাগর সম্পর্কিত বিষয়ে মন্তব্য করেছেন। তাছাড়া জয়া মিত্র দেশজ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কী কাজ করেছিলেন সেটা এখানেই জিগিয়েছেন, ওই টইতে নয়। তা এঁকে কেউ রক্তচক্ষু দেখিয়ে বলেননি তো এ বিষয়ে মন্তব্য ওখানে করুন? এত সিদ্ধান্তহীনতা কেন? ডিসক্রিপান্সিই বা কেন খোদায় মালুম। তারচেয়ে সোজাসুজি বলে দিন, 'আপনি ভাটে আসবেন না' - ল্যাঠা চোকে। সাইটেও আসবেন না বলতে পারেন চাইলে।

  • sm | 42.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৮:২৮453701
  • ধন্যবাদ এলেবেলে বাবু। এতো সোজা সাপ্টা লেখার জন্য।আপনি কোথায় লিখবেন,আপনার নিজস্ব ব্যাপার। আপনার আর আমার মধ্যে এতো বিরুদ্ধ মত বিনিময় হচ্ছে সেটা; চলবে ও। আপনি জবাব দিতেও পারেন,নাও দিতে পারেন। ভাইসে ভার্সা! তৃতীয় পক্ষ মোড়োল  গিরি করতে আসছে কেন? এতো উদ্যোগী ই বা হচ্ছে কেন? এর চেয়ে অনেক নিকৃষ্ট আলোচনা ভাটে চলে।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 49.37.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৮:২৭453700
  • এমন কিছু রেখে দেবার মত বিতর্ক হচ্ছে না, আবার এমন কোনো ব্যবহার কেউ করে নি যা আগে কখনো হয় নি। এমনকি সরাসরি গালাগাল ও নতুন না। রেয়ার হলেও। কি এমন বিষয় যা নিয়ে এত প্যানর প্যানর হয় বুঝি না।
    ভাটে কি এমন মধুর সদাহাস্য ড্রয়িং রুম যেখানে তর্ক করা যাবে না কেন তাও বুঝি না। এ যেন নতুন শোনা গেল। ভাটে যারা নিয়মিত তাদের সংগে নতুন কারো কথা বলতে ইচ্ছে করতেই পারে।

    আর এমন ও তো না, এক বিষয়ে কথা হচ্ছে। এখন যদি কারো চাঁদের ওজন, বা বলিউড বা অন্য যা কিছু নিয়ে কথা বলতে ইছে করে, বলতেই পারে?

    এলেবেলে, আপনার প্রতিটা পোস্ট ই আমি পড়েছি। যাঁদের বক্তব্য চোখ টেনেছে দেখেছি। এই রিসেন্ট। আমার আপাতত এই বিষয়ে কিসু বলার নেই, যদি থাকেও, কারো ভ্যালিডেশন চাইবার নেই।
  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৮:১৬453699
  • শুচিবায়ুগ্রস্ত পিসিমাগিরি করতে নিকের আড়াল নেওয়া কেন?

    কলে এইটা লেখা আছে তো --- যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷

    তারপরেও সেন্সরের রক্তচক্ষু কেন? সেটা বেছে বেছে আমার ক্ষেত্রেই প্রযোজ্য কেন? এত ইমপারশিয়ালিটি কেন? 'পেঁচো মাতাল, সেয়ানা পাগল' থাকলে এত বেছেবুছে কাঁটা খেতে চাওয়া কেন? এবং বারবার কেন?

    অরিনকে রীতিমতো জিজ্ঞাসা করেছি কোথায় লিখব, তারপরে কন্টিনিউ করেছি। তাতে এত আহা উহু, উঁহু এখানে নয় কেন? বাকিদের মন্তব্য ওখানে নেই কেন? শুধু 'আপনার পোস্টগুলো কপি করে দিয়েছি' করে দেওয়া কেন?

    লিখলে এখানেই লিখব। ওখানে কিসুই লিখব না। একটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটি শব্দ ওখানে লিখিওনি। জবাব দেওয়ার দায় থাকলে নিকের আড়ালের ঢাল ছেড়ে দিয়ে সোজাসাপটা জবাব দিন। জেনে নিই আপনি কে, কোন অধিকারে এটা করছেন এবং আদৌ সাইটের নিয়ম এভাবে ভাঙতে পারেন কি না?সহিষ্ণুতার বড়াই করেন না? সেটা এত ঠুনকো বুঝি? 

  • নীপা | 217.115.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৬:৫৮453698
  • নিন, আপনার পোস্টগুলো কপি করে দিয়েছি। প্লিজ ওখানে কন্টিনিউ করুন।

  • নীপা | 217.115.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৬:৪৩453697
  • আরে রঞ্জনদা একটা টই খুলে দিয়েছেন ত। আপনার যা লেখবার টইতে গিয়ে লিখুন। ভাটটাকে রেহাই দিন। কিছু লোককে হাজারবার বললেও বোঝে না আলাদা আলাদা জিনিস লেখবার জন্য আলাদা আলাদা বিভাগ রয়েছে। এমজাল টইটাতেও বারবার দেখি এই এক জিনিস।

  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৪:৩৯453696
  • ফাঁফ্যা, এখনও সেই লম্বা জুলফিটা আছে আপনার? আর ওই চুলের ওপরে আলগোছে রাখা সানগ্লাসটা? হেভি কেত কিন্তু। বেশ আঁতেল-আঁতেল লাগে। ফুটো কলসিদের তো ওই কেত মেরেই সারা জীবন চলতে হয়।

    তা একটা পদ্য হবে না? হবে না একটা পদ্য?

  • sm | 42.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৪:৩৭453695
  • নিজের যুক্তিতেই ফাঁসবেন।আপনার কথা অনুযায়ী ধরে নি। কাওয়েল সাহেব সুবর্ণ বণিক দের নিয়ে বিদ্যাসাগরের থেকে ভালো কাজ করলেন। বেশ ,সাহেব তাহলে বিদ্যাসাগরের চেয়ে ভালো।

    এবার উচ্চ বর্ন ছাড়া অন্যান্য বর্ন দের মধ্যে উচ্চ শিক্ষা চালু করার জন্য,কাকে বেশি মার্কস দেবেন,পুরোনো টোল ওয়ালা দের?নাকি বিদ্যাসাগর কে?নাকি সাহেব দের??--))

  • sm | 42.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৪:৩০453694
  • https://www.persee.fr/doc/hel_0750-8069_1984_num_6_2_1190
    আপনি নিজেই লিখলেন সুসি দের সঙ্গে স্নেহের সম্পর্ক।ভালোই তো।এতো লজ্জাবতী লতার মতন করছেন কেন?
    আমি গার ল্যান্ড ক্যানন এর আর্টিকেল দিচ্ছি পড়ুন।দেখুন কি কি অন্যায্য বলেছেন। কেনেথ কেনেডির ও দিচ্ছি।
    আপনার রেফারেন্স দিতে ভুলবেন না।একেবারে উদ্বৃত করেই দেবেন।কে লিখেছেন জোনস মূর্খ,সংস্কৃত জানতো না,ইত্যাদি।
    https://www.jstor.org/stable/42930455?seq=1#metadata_info_tab_contents
  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৪:২৪453693
  • আরে ফাঁফ্যা, একটা মদ্য খেয়ে পদ্য হয়ে যাক এই ফাঁকে। সঙ্গে রন্টিপাগলার নাচ। ওদিকে ভাগ্নে বোধহয় সায়েবদের দেখে ডলারে ইয়ে করতে গিয়ে ডলারের অভাবে শিরিষ কাগজ দিয়ে কাজ সারতে গিয়ে চিত্তির করেছে। যাই এট্টুস খোঁজ নিয়ে আসি। ততক্ষণে পদ্য হয়ে যাক একটা।

  • ফাঁসুরের ফ্যান | 2405:8100:8000:5ca1::1c4:***:*** | ২৭ আগস্ট ২০২০ ১৪:১০453692
  • আরে এলেবেলেদা,

    সব পড়্লাম, কি দিয়েছেন গুরু! সবকটাকে রগড়ে দিন। তেড়ে খিস্তি দিয়ে ধুইয়ে দিন - যত সব নেকুচৈতন্যের দল - নবারুন দিলে লীলা, আর আপনি দিলে বিলা। সেবার যখন আপনি গান্ধীর ল্যাংগোটটা খুলে দিলেন, উফ সারা বিশ্বকে কি জিনিস দেখালেন। এবার বিদ্যাসাগরের টাক ফাটিয়ে খাবলে নিন, বিহারিলালের বিচিতে কষে লাথি মারুন।

    লেখাপড়া শিখে যদি গুছিয়ে খিস্তিই না মারতে পারল, তো কিসের এত লেখাপড়ার দেমাক লোকের। আপনাকে দেখে শিখুক সবাই। এক আপনিই পারবেন। আর একজন যিনি পারতেন তিনি তো করোনা আক্রান্ত হয়ে কাহিল হয়ে পড়েছেন, মানে আমাদের রঞ্জিতদা।

    যাই হোক আপনিই আমাদের ভরসা। আপনার মতন কয়েকজন আছে বলে তবু বাঙালি জাতটা টিঁকে আছে।

    ইতি,
    আপনার গুণমুগ্ধ ভক্ত
  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৩:৫৬453691
  • সুবর্ণবনিকদের ঢুকতে দিলেন না কেন যেটা কাওয়েল মাত্র পাঁচ বছরের মধ্যে করে ফেললেন? তাতে কথানুযায়ী চাকরি ছেড়েছিলেন? শিক্ষাক্ষেত্রে সারা জীবনে 'respected Hindu families'-এর বাইরে হেঁটেছেন? জীবনে? বাকিরা ফ্যালনা। ওই 'সম্ভ্রান্ত' হিন্দু পরিবারের সংখ্যা বাংলায় কত শতাংশ ছিল? বাকিরা পড়েনি। তারা বিদুর দয়ায় ছিল?

  • sm | 42.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৩:৪৭453690
  • দীপাঞ্জন ,আমার বক্তব্য ছিল,ওই সময় হিন্দুদের উচ্চ শিক্ষা মূলত টোল বা চতুস্পাঠী তে হতো।সেখানে উচ্চবর্ণের লোকজন ছাড়া অন্যান্য বর্ণের লোকজন পড়াশোনা করতো না।বহুকষ্টে এলেবেলে আয়ুর্বেদ আর দক্ষিণে জ্যোতির্বিদ্যা কে এক্সেপশন দেখিয়েছেন।
    তাহলে সংস্কৃত কলেজে উচ্চ বর্ন ছাড়াও নবশাখ অবধি এলাউ করে তো বিদ্যাসাগর অনেকটা কাজ এগিয়ে নিয়ে গেলেন
    বিহারীলাল বলেছেন,অন্যান্য বর্ণের লোকজন পড়তে পারতো।
    এখন উনি নিন্মবর্ণ বা তফসিল সম্প্রদায় কে নিজের নজরের মধ্যে রেখেছিলেন কি না জানি না তো!
  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৩:৩৯453689
  • এসেম, আমার না পিটিস্যারের মতো অত অসীম ধৈর্য নেই। কাজেই আপনাকে কিছু বোঝানো পণ্ডশ্রম। ওটা তাই করব না। মাঝখান থেকে সুসি-ফুসি বলা। অশোকদা সুসি, তিনি আমার বন্ধু আমি সুসি বলে? এই আপনার লজিক? ক্যানন পড়েছেন? নাকি পূর্ণকুম্ভের মতো ব্লার্ব পড়েই চালিয়াতি করছেন? দিয়েছেন তো একটা বুক রিভিউ। তার আবার ফুটুনি। আগে বাড়ুন দিকি।

  • এলেবেলে | 202.142.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৩:৩৩453688
  • প্রথমত আমি সুশীল কিবা সুসি - কিছুই নই। আমি হচ্ছি জাতীয়তাবাদী তৃণমূল স্তরের গেরুয়াপন্থী বাম (মাওবাদী) দলের একমাত্র জীবিত সদস্য, সুতরাং শাখা থাকার সিনই নেই। 

    দ্বিতীয়ত পূর্ণকুম্ভ বিহারীলালও পড়েননি! তাহলে 'প্রিডিটারমিনড ন্যারেটিভে' মিললেও বিহারীবাবুর এই বক্তব্য সে ব্যবহার করবেন না কারণ রেফারেন্স নেই! হে হে পূর্ণকুম্ভ চুলকুনি কবে থেকে?

    বিহারীলাল লিখেছেন, [সিপাহী] বিদ্রোহ প্রশমিত হইলে পর, মহারাণীর অভয়বাণীর ঘোষণাপত্র প্রকাশিত হয়। সেই ঘোষণাপত্র নানা ভাষায় অনুবাদিত হইয়াছিল। বীডন সাহেব, সেই ঘোষণাপত্র বাঙ্গালায় অনুবাদ করাইবার জন্য বিদ্যাসাগর মহাশয়কে পত্র লিখিয়াছিলেন। বিদ্যাসাগর মহাশয়ের পদত্যাগ করিবার এক মাস পূর্বে বীডন সাহেব নিম্নলিখিত মর্মে পত্র লেখেন, – আমার ইচ্ছা, আপনি ঘোষণাপত্রটি, বাঙ্গালায় অনুবাদ করেন। আগামী কল্য ১১টার সময় অফিসে আসিলে ভাল হয়। কাগজ-পত্র পাঠাইবার নিয়ম নাই; নতুবা পাঠাইতাম। এই চিঠির মর্ম কাহাকেও বলিবেন না। আপনি যে ইহার তর্জমা করিতেছেন, এ কথা কেহই যেন জানিতে না পারে। ১১৬৫ সালের ৭ই কার্তিকে (১৮৫৮ সালের ২২শে অক্টোবর) এই পত্র লিখিত হয়।

    শালা এমন জিনিস কেউ ছেড়ে দেয়!!!

  • b | 14.139.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৩:২৪453687
  • এলেবেলে সুসি না সুশীল না অন্য কিছু এটা অবান্তর।
  • sm | 42.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৩:১৮453686
  • খালি আস্তাকুঁড়ে হলে ঠিক ছিল,এর সঙ্গে লাথি মারার কথা বলা হয়েছে।কথা হলো, সুসিগণ কি চিরকাল এমন ই থাকবে??লাথি, ঝাঁটা,কাদা লেপা?? এর থেকে বেরিয়ে আসবে কখন?কখন ভোর হবে?

  • b | 14.139.***.*** | ২৭ আগস্ট ২০২০ ১৩:১৭453685
  • বহু শুভার্থীর উপদেশ অনুযায়ী ব্রায়োনিয়া ২০০, আর্সেনিকাম অ্যালবাম ২০০, বিকোসুল জেড, কাঁচা হলুদ, কপালভাতি, লাউয়ের শিকড় ইত্যাদি ট্রাই করে বুঝলাম, সকালে খালি পেটে তিন বা চার কোয়া (বেশিও খেতে পারেন) কাঁচা রসুনের থেকে এফেকটিভ কিছু নেই।লোকজন হয় এড়িয়ে যাচ্ছে, বা নাক মুখ চাপা দিয়ে বারো ফুট দূর থেকে কথাবার্তা বলছে।
  • দীপাঞ্জন | ২৭ আগস্ট ২০২০ ১৩:১৫453684
  • "আমি এখনো বোঝার চেষ্টা করছি,এলেবেলে কি বোঝাতে চাইছেন।"
    আপনি বিহারীলাল রেফারেন্সের পোস্টে লিখলেন "সকল বর্ণের ছাত্ররা যাতে সংস্কৃত কলেজে শিক্ষার সুযোগ পায়" | এলেবেলে  "সকল বর্ণ" যে সত্যি সকল নয়, তার পক্ষে রেফারেন্স দিলেন | (আমি যা বুঝলাম) |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত