অপ্রেমের কথা বলবেন না তো! প্রেমে থাকুন, প্রেমে রাখুন। সন্ধ্যে প্রায় হয়েই এলো
একি আকুতি!! আপনি তবে ছাতা হয়ে যান কেমন!
:।: এটা কে?
তিমি আপেল কি কোনও কলেজ খুলেছে? স্পেসেক্স? জানিও:)
কেসি, যিনি লিখেছিলেন তিনি কোথাও বিদ্যাসাগরের ছেলের কথা বলেননি। এমন কী এও লিখেছিলেন যে, এরম মানবিক বলেই বিদ্যাসাগরের প্রতি তার শ্রদ্ধা আরোও বেড়ে গেছে!
নারায়ণচন্দ্র নন, বিদ্যাসাগর সম্পর্কেই বলেছিলেন।
'ম' আমি শুনেছিলাম ওই ব্যাপারটা বিদ্যাসাগরের পুত্র করেছিলেন, কিছুটা সেজন্যও নারায়ণ চন্দ্রকে ত্যাজ্যপুত্র করেছিলেন।
আমার বাবা বলেননি যদিও।
তোমার ছেলেরা এমনিতেই জ্ঞানী বাবার ছেলে:-)
এদিকে আমার জ্ঞানী ছেলে জানালো যে এরচে একেবারে স্কুল ছেড়ে দিলে ভালো হতো- বাড়িতে বসে নিজেই লেখাপড়া করে নিতো। একই সময় অনলাইনে তিনটে ক্লাশ, গত এক সপ্তাহ এই চলছে। স্কুলের ল্যাজেগোবরে অবস্হা
আমি কী আনঅরগানাইজড, স্কুল তারথেকেও খারাপ- এ কথা বলে তিনি চলে গেলেন!
* অভাগিনীর
অন এ সিরিয়াস নোট, আমি সত্যিই জানতে চাই! বিদ্যাসাগর সম্পর্কে এই অভিমতের হেতু কী?
কদিন আগেই জানলাম এক কবির বাবা বলেছেন বিদ্যাসাগরের বংশধর কুমোরটুলি তে বাস করেন! বিদ্যাসাগর খুবই মানুষ ছিলেন তাই চরিত্র স্খলন ঘটে এক অভাগিনীক সন্তানের পিতাও হয়েছিলেন!
যা বুঝলাম, মুখ্যু এনারাইদের ভালো কেহই চাহে না, আজ্জোও না!
ননএনারাই মুখ্যুরাও দু:খ পাবেন না।
অধীর আগ্রহে অপেক্ষা করছি এলেবেলে বাবু।
ঠিক হ্যায়। অরিন না আসা অবধি অপেক্ষায় থাকব।
১ কিন্তু আমারও 'ম' এর মত ওই দুজনের ভূমিকা নিয়ে কথাটা ক্লিয়ার হয়নি । সেইসময়ে বিদ্যাসাগরকে এটাই প্রতিষ্ঠা করতে হয়েছিল যে বিধবাবিবাহ শাস্ত্রসম্মত (!) এবং বহুবিবাহ ইত্যাদি। ফলে তাঁকে তো সংহিতা গুলো থেকে চেরি পিকিং করতেই হবে। সেগুলো রিগ্রেসিভ কিনা --সে প্রশ্ন এই প্রসঙ্গে অবান্তর।
২ উইলিয়ম জোন্স বহুভাষাবিদ হলেও সব ভাষায় দক্ষতা সমান কেন হবে? আর কোলকাতায় উনি স্টডেন্ট নন যে ছাত্রাণাং অধ্যয়নং তপঃ বোলে সারাদিন পিঠ বেঁকিয়ে মুগ্ধবোধ পড়বেন। উনি একদিকে জজ, প্রশাসক ইত্যাদি। ফলে পন্ডিতদের দক্ষিণা দিয়ে লেখানো বইগুলি ওঁর নামে প্রকাশিত হয়ে টুপিতে পালক বাড়িয়েছে এটা বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। কেননা এসব তো আজও হয় । অনেক সময়ই বিভিন্ন জার্নালে কোন পেশাদার সংস্থার কর্তার সুচিন্তিত মতামত বোলে যা প্রকাশিত হয় তা অধিকাংশ সময়েই তাঁর অধীনস্থের রিসার্চের ফল। এমনকি ইউনিতেও অনেক নামজাদা অধ্যাপক/প্রশাসক জুনিয়রের ফিল্ড স্টাডি (নিজের সময় নেই) নিজের নামে প্রকাশ করেন।
কালীসিঙহির মহাভারত বোলে যে গদ্যানুবাদটি আমরা পড়েছি তার কতটুকু সিঙ্গি মশাইয়ের নিজের অনুবাদ?