*হেয়ারবার্নার
@এলেবেলে,
এবার আমার দুটো ফুটো পয়সা।
এক,
সিরিয়াস বিষয় নিয়ে খিল্লি করা এবং পারস্পরিক ঠ্যাঙ টানাটানি গুরুর ইউএসপি। জন্মলগ্ন থেকে। কখনও সামান্য উত্তেজনা হয়, তারপর "সব শোধবোধ ঘরে চল" বলে মিটে যায় । এখানে বাকস্বাধীনতা যেমন অবাধ তেমনই ভালো না লাগলে সেটা বলার স্বাধীনতা আছে। রুচিতে বাঁধলে প্রটেস্টও হয় ।সেদিন জনৈক নিক এতোজকে ইতর সম্বোধনে আপ্যায়িত করায় প্রথমে ডিসি তারপরে অন্য কেউ প্রটেস্ট করেছিলেন। এতোজ ম্যাচিওরিটি দেখিয়ে এসব ইগ্নোর করা উচিত বলেছিলেন। এটা আমারও মনে হয়। খিস্তি শুনে আপনি তেলেবেগুনে জ্বলে উঠলে যে করে তার উদ্দেশ্য সিদ্ধ হয়। ইগনোর করলে সে কষ্ট পায় । জোক শোনালে শ্রোতা না হাসলে বক্তার যেমন কষ্ট হয়। আগুনে আগুন নেভে না, জ্বল ঢালতে হবে। আপনি নবদ্বীপের লোক, আপনার তো "মেরেছে কলসির কানা, তাবলে কি---" করা স্বাভাবিক।ঃ))
দুই,
আপনি সিরিয়াস স্টাডির লোক। প্রচূর খেটে রেফারেন্স দেন। কিন্তু আপনার বক্তব্যে অন্যদের প্রতি এত তিক্ততা এত ব্যঙ্গ বা তাদের বুদ্ধি, অধ্যয়ন নিয়ে তাচ্ছিল্য কেন ? সুস্থ আলোচনার প্রাথমিক শর্ত হল পারস্পরিক সম্মান -- মতে না মিললেও।
দেখুন রাগারাগির ফলে আলোচনার পরিবেশ হারিয়ে একটা বিষয় নিয়ে সিরিয়াস আলোচনা কোথায় পথ হারিয়েছে। আমার মত স্বল্প পড়াশুনো করা অনেক পাঠক গুরুতে কমেন্ট না করলেও আগ্রহের সঙ্গে পড়েন, বিতর্ক ফলো করেন। তাদের কথাটাও একটু ভাবুন প্লীজ!
না রেগে বুড়ো মানুষের কথাটা একটু ভেবে দেখবেন। এখন ঘুমোতে যাই, গুড নাইট!
যেখানে কল্লোলবাবুকে বাল এবং আমাকে শ্রীযুক্ত হেরাবার্নার বলা হয়েছিলল সেখানে। চক্ষুকর্ণের বিবাদভঞ্জন করে এসে বাকতেল্লা মারবেনখন।
ঃ))) পাগো কাল অবদিও ছিল যে। মনে হয় ভূতির চোটে কর্ত্তৃপক্ষ তুলে নিয়েছেন। ট্রেলারে অ্যাকটা অ্যানিমেটেড কুকুর ছিল। ওইটাতে প্রচুর লোক দুঃখ পেয়েছে।
গুগাবাবা - জয়কেষ্ট সান্যাল বলতে যাচ্ছিলাম। ব্রজেন সেনও হতে পারেন। কিন্তু সম্পূর্ণ নিশ্চিত নই।
ঠিক ঠিক। নিহত গোলাপ ক্যানো বিচার পাবে না! অ্যাডমিন বাহার নিকালো।
কোথায় আবার যেতে হবে? ব্যাপারটা জটিল হয়ে গ্যালো...
মান্না দে - "মানুষ খুন হলে পরে... তবু কেন পায়না বিচার নিহত গোলাপ"।
অ। এই দেখুন দিকি ন্যাড়াদা, কী সব কান্ড...
আমি ও তো তাই দেখছি সন্ধে থেকে এবং ফ্রিতেই! কাঁটা বেছে খাওয়াদের দেখতে বে এ এ এ এ শ লাগে! ওই টি যখন মনেই আছে তখন ওখানে চলে যান, বুঝে যাবেন আশা করি। নির্বোধ তো আর নন।
এইও টি, সব নিক তোমাকে দেওয়া হয়নি। ঘোঁতনা (ও অন্যান্য) আমার ভাগে পড়েছিল। যাকে যা ভাগ-বাঁটোয়ারা করে দেওয়া হচ্ছে, তাই নিয়ে খুশি থাক। বেশি আম্বা কোরনা।
কী মুশকিল। বলিনি তো ভয়ে কুঁকড়ে থাকতে হবে। নিজেই যখন লিখেছেন আপনার প্রচুর খিল্লি করেছি সেইজন্য জিগাচ্ছি আর কী। এ বাদে আপনি কাকে চোদনা বললেন, আর কে আপনাকে মদনা বলল, এতে আমার কী।
কিন্তু ফ্রিতে সার্কাস দেখালে দেখব না? আমরা দেখব না সার্কাস?
তাহলে আমি কাকে চোদনা বলেছি সেই নিয়ে এত ছিছিক্কার কেন? তাকেই বুঝতে দিন না। কাঠ খেলে ফার্নিচার হাগতে হবে। সিম্পুল। এমন তো নয় সেটা ডকুমেন্টেড নয়। বারে বারে ঠাকুরঘরে কে সিন্ড্রোমে ভুগছেন কেন? আপনিই বা কোন হরিদাস যে আপনার ভয়ে কুঁকড়ে থাকতে হবে?
কল্লোলবাবুকে বাল বললে সেটা কল্লোলবাবুকেই বুঝতে দিন না। হীরকের টই ফই ঘাঁটলে এরকম প্রচুর চ্রম লেভেলে ঝগড়া বেরোবে। তাছাড়া সত্যজিত ঋত্বিকের যে টইয়ে 'বাল' কথাটা এসেছিল সেই টইয়ের হদিশ আমি জানি না ভাবছেন ক্যানো! সবই তো ডকুমেন্টেড আছে। আর সে কথোপকথনে তো ছিলেন B. যদ্দুর মনে পড়ছে। ছিনে জোঁক আমি আবার কাকে বললাম?
বেনামিগুলো তো মনে হচ্ছে আমার নামেই কাটছেন। লিখেওছেন তো যে আপনাকে নাকি প্রচুর খিল্লি করেছি। ল্লেহ। কই নমুনা দেখি!
এনিওয়ে খিস্তি মারতে চাইলে আর খিল্লি করতে চাইলে বেনামে করতে যাব ক্যানো। মানে আপনাকে বা অন্য কাউকে ভয়ই বা পেতে যাব ক্যানো! আপনি তো আর হাতকাটা দুলাল নন যে দুটো পেটো ঝেড়ে দেবেন, আপনি যাকে বলে ইন্টেলেকচুয়ালিজমে মাধ্যমিক। আপনি জটিল পোস্টকলোনিয়ালিজম বা ওইসব ঝাড়বেন। ওতে শারীরিক ক্ষতি সেরম নেই।
অ্যাদ্দিন ধরে কী এই নিকে কম খিল্লি করিনি? করিনি আমরা খিল্লি?
এবাদে ক্যানো আদিগন্ত এই শ্বশুরবাড়িতে খিল্লির প্রতিবাদ হচ্ছে না সেইসব নথিভুক্তাদির জন্য একটা টই ছিল যদ্দুর মনে পড়চে। যাগগে, কথা বাড়াতে চাই না। বহুদিন পর গুরুতে এসে উট হয়ে গেলাম মাইরি।
পাই, আরও একটা কথা আপনাকে বলার ছিল। যদিও সেটা সাইটে নয়, আপনাদের সেই নিয়ে ফেসবুকে আলোচনা করতে দেখেছি। এবারে বইমেলায় রাতের দিকে আপনাদের স্টলে কারও কারও সঙ্গে গপ্পোগুজব করছিলাম। তো তাঁদের একজন আপনাকে ফেসবুকে বলেছিলেন যে আমার পরিবারের এক সদস্য নিয়ে আমি কী বলেছিলাম সেটা নাকি কেউ কেউ যতিচিহ্ন-সহ মুখস্ত করে রেখেছে! ওখানেই তাকে আচ্ছাসে কড়কাতে পারতাম কিন্তু রুচিবোধে আটকানোয় থেকে যাই। আপনি প্রসঙ্গটা তুললেন বলে বললাম যদিও স্ক্রিনশট তুলে রাখিনি তার কারণ ওসব আমার ধাতে পোষায় না। সেটা ঠিক না ভুল, পারলে জানাবেন। এসব কাদা যত কম ঘাঁটা যায় তত ভালো। এই তো সব মার্কামারা ইন্টেলেকচ্যুয়ালদের হাল! ভবিষ্যতে সতর্ক থাকতে হবে আর কি!
'হাঁটু মুড়ে প্রার্থনা'তে এত নি জার্ক রিঅ্যাকশন কেন? এর আগে শ্রীযুক্ত হেয়ারবার্নারে কাউকে এত আহা-উহু করতে দেখিনি তো? কল্লোলবাবুকে 'বাল' বলার সময় কিংবা কাউকে 'ছিনে জোঁক' বলার সময়েও দেখিনি। তাঁরা স্বনামে লিখেছিলেন, নিকের আড়াল নিয়ে বীরত্ব প্রদর্শন করেননি। তবু দেখিনি তো।
আজ অবধি কেউ কিছু জানতে চাইলে বলেছি না বলিনি? নাকি অন্যদের জানা থাকলে বলি না? কোথায় লেখা আছে যে আপনি নিক বদলে পেছনে লাগেন? কিন্তু কেউ কেউ যে সেটা নিয়মিত করে সেটা স্বীকার করতে এত অস্বস্তি কেন? কেন বেছে বেছে তিন-চারজনকে টার্গেট করা হয় এখানে? কর্তাব্যক্তিরা সেসব দেখেও দ্যাখেন না কেন? কেন চক্ষু যথাসময়ে বিস্ফারিত হয় এবং ক্ষেত্রবিশেষে নিমীলিত থাকে?
নিয়ম চালু করুন লগ ইন করে লেখার। এসব অসভ্যতা বন্ধ হোক।
এসেম, কিছু মনে করবেন না। আমি কারও মানেবই নই, হতেও চাই না। খুব জানার ইচ্ছা থাকলে এ বিষয়ে অন্তত গুরুর পাতায় খেটে ও খুঁটে খান। নতুবা ঘোতনা-মদনা-গনশা-শাহেনশা এটালদের শুধিয়ে নেন। ওনারা জানেন না দুনিয়ায় হেন জিনিস নেই আর সেটাই যে পৃথিবীর এক ও একমাত্র ধ্রুবসত্য সেটা নির্লজ্জের মতো ঢাক পিটিয়ে বলাতেও জুড়ি নেই। মাফ করে দেবেন। নেহাত জানতে চাইলে চেনাশোনা কারও থেকে আমার নম্বর নিয়ে অনন্ত আড্ডা মারতে পারেন। সর্বদা স্বাগত।
আমরা কি খিল্লি করব না, করব না খিল্লি?
মিষ্টির আবার কী বই? সে বই পাওয়ার জন্য কার কাছে হাঁটু মুড়ে বসতে হবা? :))
হ্যাঁ, কোলকাতায়। যথারীতি ভুলে মেরে দিয়েছিলাম। করে রাখব অবশ্যই।