এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 146.196.***.*** | ২৫ আগস্ট ২০২০ ২৩:২৫453383
  • এতো আজব মাইরি, অদ্ভুত! একটা রেফারেন্স কোত্থেকে ডাউনলোডিয়েছেন তা জিজ্ঞেস করাতে হাঁটু মুড়ে ফুরে...কী হাস্যকর! ধ্যার। 

    গুরুতে আমি কখনো টি ছাড়া অন্য কোনো নিকে লিখি না, আর অ্যাত দিনকাল খারাপও পড়েনি যে আপনাকে আমি অন্য নিক থেকে খিল্লি করতে যাব। এই প্রচুর খিল্লির রেফারেন্স গুলো কী কী? কারা এসে আপনাকে খুঁচিয়ে যাচ্ছে আর আপনি মনে হচ্ছে আমার নামে বিল কেটে যাচ্ছেন। এইটা আমি আন্দাজ করেছিলাম যেই গুমোর ফুমোর লিখছিলেন। এখন দেখছি সত্যিই তাই। নিদেনপক্ষে আইপিগুলোও তো দেখতে পারেন। বহুদিন আগে কে আগে রামের ভোট বামে যাচ্চে বলে প্রেডিকশন মিলিয়েছে সেই নিয়ে অর্থহীন কিছু আদানপ্রদান ছাড়া আপনার সঙ্গে আমার খুব খুব লিমিটেড ইন্টারঅ্যাকশন হয়েছে। এই অবদিই। 

  • b | 14.139.***.*** | ২৫ আগস্ট ২০২০ ২৩:২১453382
  • ওটা ন্যাড়া নয়, আমি। পপিচুর হদ্দমুদ্দ যারে কয়।
  • | ২৫ আগস্ট ২০২০ ২৩:০৬453381
  • আইব্বাস!! এসব্বকীঈই?

    না না চারচোখ, আমি তো টিএর কাছে চাইলাম।

    কিন্তু টি তো বরাবর টি নামেই লেখে। বেনামে লিখতে দেখি নি কোনোকালে। এলেবেলে একেবারে কানামাছি ভোঁ ভোঁ যাকে পাবি তাকে ছোঁ করছেন।

    রেফারেন্স দেখে আগ্রহী হয়ে তাতে জানতে চাইলে সেটা হাঁটুমুড়ে বসা হয়?? কি বিশ্রি! তাও রিপোর্টটার নাম তো মনে হচ্ছে টি উল্লেখ করে জানতে চেয়েছিল ওটাই কিনা।
    । গুরুতে খিল্লির সময় খিল্লি আর সিরিয়াস আলোচনায় আগ্রহ পেলে রেফারেন্স চাওয়া, সফট কপি চাওয়া চিরকাল হয়ে আসছে।
    তবে এবার থেকে সতর্ক থাকবো।
  • | ২৫ আগস্ট ২০২০ ২২:৫১453380
  • হ্যাঁ থীমার বই ২০০২ এর। আমিই কিনেছিলাম ২০০৬ কি ০৭ এ।
  • সিএস | 2405:201:8803:be5f:24c6:13ee:926b:***:*** | ২৫ আগস্ট ২০২০ ২২:৪৮453379
  • এ বই তো এখন আর আলাদা করে পাওয়া যায় না, থীমার বই ছিল, হয়ত লিরিকাল - এর সমগ্রতে ঢুকে গেছে।
  • সম্বিৎ | ২৫ আগস্ট ২০২০ ২২:৪৫453378
  • দস্যু মোহনকে একবার বাক্সে আষ্টেপৃষ্ঠে বেঁধে সমুদ্রের জলে ফেলে দিয়েছে। বেরোবার কোন পথ নেই। লেখক শশধর দত্ত মহা ফাঁপরে পড়েছেন। এইবার মোহনের লীলাখেলা বুঝি শেষ হল। কিন্তু এবারও শশধর দত্ত জিতে গেলেন। পরের চ্যাপ্টার শুরু হল, "কী হইতে কী হইল বুঝা যাইল না, মোহন বাহির হইয়া আসিল।"

    "কী হইতে কী হইল বুঝা যাইল না" একটি দুর্ধর্ষ লাইন। কত লোক এই করে দাপট দেখিয়ে গেল। আর একটি দুর্ধর্ষ লাইন, "আমি বলছি, তাই"। আধুনিক ইতিহাস পর্যালোচনায় এগুলো খুব কাজে লাগে।

  • সম্বিৎ | ২৫ আগস্ট ২০২০ ২২:৪১453377
  • দেখব তো রণজিৎ সিংহ-র বইখানা। থ্যাঙ্কিউ।

  • Tim | 2607:fcc8:ec45:b800:2883:ae02:8269:***:*** | ২৫ আগস্ট ২০২০ ২২:২৯453376
  • গুরুতে কী কী বলা হবে ও হবেনা এই বিষয়ে কোন নিয়মাবলী নেই তো। সবাই সব কিছু বলতে পারে। বলছেও। এটা পাইকে বললাম। সৈকতদার রিসেন্ট গর্গকে নিয়ে লেখাটা এখানে উল্লেখযোগ্য। অফেন্সিভ, ইনসাল্টিং কথাবার্তা বলার সময়ই বোঝা যায় বাকস্বাধীনতা আছে কিনা, এরকমই মনে হয় সৈকতদা লিখেছিলো (ভুল হলে শুধরে দেবে)। আমি এখন তাই ট্রোল, পাল্টা ট্রোল ও খিস্তি দেখে বিচলিত হইনা।

    সে যাক, অন্য আরেকটা কথা মনে হলো। একটা প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের যেমন মালিকানাবোধ তৈরী হতে পারে (পৈতৃক সম্পত্তি), তেমনি শুভাকাঙ্খাজনিত অধিকারবোধও তৈরী হতে পারে। আমার চিরকালই গুরু কমিউনিটির মেম্বারদের এই দ্বিতীয়শ্রেণীর মনে হয়েছে। এটা কাউকে বললাম না, স্বগতোক্তি।
  • | ২৫ আগস্ট ২০২০ ২২:২৭453375
  • আচ্ছা ন্যাড়াদাকে কীন একটা টইতে বৈঠকী গল্পের কথায় বলেছিলাম মিষ্টি নিয়ে রণজিতবাবুর বইও এই ক্যাটেগরিতে যাবে মনে হয়। তারপরে বইটা খুঁজে না পাওয়ায় আর ডিটেলস দিতে পারি নি। তা এই লক ডাউনে সেটা খুঁজে বের করলাম।

    এই যে এই বইটা

  • Tim | 2607:fcc8:ec45:b800:2883:ae02:8269:***:*** | ২৫ আগস্ট ২০২০ ২২:১৩453374
  • সত্যজিৎ রায় বাঘাকে দিয়ে ঐ ডায়লগ বলিয়ে ভালো করেন্নি। কোনটাকে ঠোকা হচ্চে না বুঝে কিছু লোকে কালোয়াতি গান শুনলেই অন্যায় খিল্লি করে আসছে সেই থেকে।
  • সম্বিৎ | ২৫ আগস্ট ২০২০ ২১:৫৮453373
  • বাপরে, কী দাপট!

  • Tim | 2607:fcc8:ec45:b800:6046:4fd:2199:***:*** | ২৫ আগস্ট ২০২০ ২১:৪৮453372
  • না, কিন্তু পাখি। টি যেমন, উট না, কিন্তু হাঁটু ভাঁজ করে বসেছে

  • b | 14.139.***.*** | ২৫ আগস্ট ২০২০ ২১:৩৭453371
  • উটপাখি কি ওড়ে?
  • Tim | 2607:fcc8:ec45:b800:2883:ae02:8269:***:*** | ২৫ আগস্ট ২০২০ ২১:৩৬453370
  • আরে টি'কে আমি উট বলিনি। তবে উট লিখতে একটা বড়ো হাতের টি লাগে। টি'য়ের হাত কি বড়ো? উত্তর হ্যাঁ হলে, টি কি আদালত? তাছাড়া টি উটপাখিও তো হতে পারে, টিয়ের ওড়াউড়ি নিয়ে কিসব কারবার আছে। যাহাই হাঁটু মুড়ে বসে তাই কি টি? খুব জটিল ব্যাপার।
  • b | 14.139.***.*** | ২৫ আগস্ট ২০২০ ২১:৩৬453369
  • আচ্ছা,২৫ আগস্ট ২০২০ ১৯:৩৫ ইনি ওমনাথ কি?
    নীরদ চৌধুরীর সম্পাদিত বাংলা পত্রিকা "সমসাময়িক"- এর কোনো সন্ধান জানা আছে?
  • এলেবেলে | 202.142.***.*** | ২৫ আগস্ট ২০২০ ২১:২৯453368
  • পাই, আপনার সময়োচিত চমকে যাওয়ার জন্য ধন্যবাদ এবং সত্যিই আমিও মনে করি চমকানোই উচিত। কিন্তু হঠাৎ করে দেখলে এইভাবেই চমকাবেন। গত একবছর তিন কি চারজন বেছে বেছে দু-চারজনকে নানা নিকের আড়াল থেকে যখন যা খুশি বলে যান, তখন চমকাতে দেখি না কেন? সেখানে পরিবার তুলেও প্রচুর কথা চালাচালি হ্য় যা অত্যন্ত অশোভন লাগে। আপনি ব্যস্ত, হতেই পারে সর্বদা সবকিছু আপনার নজরে পড়ে না। কিন্তু সাইট দেখভালের জন্য যাঁরা আছেন তাঁরা যদি এক মন্তব্য তিনবার করলে তা দ্রুত মুছে দিতে পারেন, তাহলে এই বিষয়গুলোতে ইন্টারভেন করেন না কেন? নাকি এগুলো তাঁরাও এন্ডোর্স করেন? দু-তিন দিন আগেই একজনকে চিমসে কালো চামচিকে না কী যেন একটা বলা হয়েছে। ওগুলো কি তবে আগেই বলা শুরু হয়ে গেছে কিংবা জায়েজ? তাই কেউ চমকায়-টমকায়নি?

    হ্যাঁ, টি-র বাবা কে তা আদৌ জরুরি নয়। আমি মেনে নিচ্ছি আপনার অভিযোগ। কিন্তু আমার নাম-ধাম-নিবাস মায় পেশা অবধি সবকিছুই যখন খুল্লমখুল্লা এখানে আলোচনার বিষয় হয়, তাহলে এই ঢপের নিকের আড়াল রাখার দরকারই বা কি? ওটা খুব সচেতনভাবে করিনি এবং তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সেখানে অন্যে কে কী করেছিল বেছে বেছে সেই উদাহরণ তোলার বোধহয় দরকার নেই।

    // আমার নাম নিয়ে গুরুর গ্রুপ বইমেলা কীসব লিখে গেছিলেন সাইটে, খেয়ালও নেই ঠিক করে// 

    একটু খেয়াল করে বলবেন। তবে যতদূর মনে পড়ে কিছুই বলিনি, বরং এখানে আপনাকে জড়িয়ে আমার সম্পর্কে অত্যন্ত অশালীন ইঙ্গিত করা হয়েছিল যার সঙ্গে আমার কোনও সম্পর্কও নেই, আমি ওসবে আগ্রহীও নই। প্রতিবাদ করতে পারতেন, হয়তো চোখে পড়েনি। যাই হোক, আবারও বলছি আপনার নামে সাইটে কী লিখেছি বইমেলা নিয়ে সেটা খুঁজে বের করে দেখাবেন, নিশ্চয়ই তার উত্তর দেব।

    পরিশেষে বলি সাইটে 'চদু' লিখতেও দেখেছি, 'বাল' তো কবেই দেখেছি; কিন্তু তার এত দ্রুত রিপার্কাশন দেখিনি। দেখিয়ে ভুল করেছেন তা একবারও বলছি না, কিন্তু আশা করব আপনারা যাঁরা গুরুর সঙ্গে দীর্ঘদিন যুক্ত আছেন তাঁরা অন্যান্য ক্ষেত্রেও এইরকমের দ্রুত রিপার্কাশন দেখাবেন। আর মনে রাখবেন, এই ধরণের শব্দপ্রয়োগ সাইটে 'সম্ভবত' প্রথমবার করলাম কারণ মাঝে মাঝে ফোঁস করার দরকার হয়। হয়তো আবারও রন্টিপাগলারা জুটে যাবে আমোদ নিতে এই কথাগুলোর পরে, সেটা একটু দেখবেন আশা করি। 

  • ঘোঁতন | 103.214.***.*** | ২৫ আগস্ট ২০২০ ২১:২৮453367
  • শ্রীচরণেষু ডিকলোনাইজড মামাবাবু,

    হেঁ হেঁ, খপর পাইলাম আমার একটি মীরাক্কেল স্ট্যান্ডার্ডের খিল্লিতে আপুনি নাকি কুপোকাত। আপুনি না হেসটিন সায়েবের সাথে স্যান্ডো লড়েন? তা কোটেশন বড় পচুন্দো করেন আপুনি। খিল্লিবাজদের প্রফেট কে জানেন তো? তাঁর একটি কোটেশন আপুনাকে পাঠাইলাম।

    ব্যাপার কি বোঝা গেল না, তাই সন্ধ্যায় সবাই মিলিয়া কালাচাঁদের বাড়িতে গেলাম। আমি বলিলাম, "ভাই কালাচাঁদ, আমরা তোমার সেই ছবিটা দেখতে চাই। সেই যে সমুদ্র লঙ্ঘন না কি যেন?" রমাপ্রসাদ বলিল, "দ্যুৎ‌, সমুদ্র লঙ্ঘন কিসের? অগ্নিপরীক্ষা।" আর একজন কে যেন বলিল, "না, না, কি একটা বধ।" কেন জানিনা , কালাচাঁদ হাঁ হাঁ করিয়া একেবারে তেলে-বেগুনে জ্বলিয়া উঠিল। "যাও যাও ইয়ার্কি করতে হবে না," বলিয়া সে তাহার ছবির খাতাখানি ফড়ফড় করিয়া ছিঁড়িয়া ফেলিল- আর রাগে গজরাইতে লাগিল। আমরা হতভম্ব হ‌‌ইয়া রহিলাম। সকলেই বলিলাম, "কালাচাঁদের মাথায় বোধহয় একটু পাগলামির ছিট আছে। ন‌‌ইলে সে খামকা এত রাগ করবে কেন?"

    লেকাটা পড়িয়া দেকিবেন। আপুনার জন্যই লিকেছিলেন। অবশ্য আপুনার ক্ষেত্রে ছপি নয়, ম্যাগনাম ধপাস পোবোন্দো। তা যাহা হউক, মূলভাবটি ধরিতে অসুবিদে হইবে না। আপুনার পত্র পাঠ করিয়া এ বিশ্বাস দৃঢ় হইল যে আপুনি কালে কালে কবীর সুমন হইয়া উঠিবেন। ভাল থাকুন। টা টা।

    ইতি কলোনিয়াল ভাগনে ঘোঁতন

  • :|: | 174.254.***.*** | ২৫ আগস্ট ২০২০ ২১:২৭453366
  • আকা ২০টা২৪ - আছে, ষোলআনা পার্থক্য আছে। কীভাবে বসলেনটাই ঠিক করে দেবে ডি না টি। ষোলটি লেটারের তফাৎ!

    আর টিম ২০টা২৩ - নামের পাশে মাত্র দুটি লেটার বেশী আছে বলে টি-কে উট বলবেন? ছি ছি লেটার পাবার এই কি অঙ্খার!

    তবে বড়েসের ১২টা৪৮-এর প্রথম প্রশ্নের আন্তরিকতা প্রাণে প্রাণে বোধ করলেও, এই আর্ত জিজ্ঞাসার উত্তর এই আপসাইড ডাউন কালে কেউই বোধহয় জানেন্না।
  • সিএস | 2405:201:8803:be5f:5d21:9b4:e12e:***:*** | ২৫ আগস্ট ২০২০ ২০:৫২453365
  • নিউটন জানত যে ভারতীয়দের ব্রেন বেশী খেলে না, তাই আসেনি।
  • aka | 143.59.***.*** | ২৫ আগস্ট ২০২০ ২০:৪৮453364
  • আচ্ছা নিউটন কি কোনদিন ভারতে এসেছিলেন?
  • aka | 143.59.***.*** | ২৫ আগস্ট ২০২০ ২০:৪৬453363
  • না না এনএলপি হল গোলকিপিঙ্গ, কভার ড্রাইভ হল বৌদ্ধিক চেতনা।

    উফফ আপনাদের সেই চার্বাক থেকে শুরু করতে হবে দেখছি।
  • সিএস | 2405:201:8803:be5f:ede3:6b78:bb3f:***:*** | ২৫ আগস্ট ২০২০ ২০:৩০453362
  • এনএলপি আর কভার ড্রাইভ কি অন্যভাবে একই কথা ? জানাবেন।
  • aka | 143.59.***.*** | ২৫ আগস্ট ২০২০ ২০:২৬453361
  • আপনাদের দ্বারা কোনদিন এনএলপি হবে না, মূল জায়গা ধরতে পারেন না।
  • aka | 143.59.***.*** | ২৫ আগস্ট ২০২০ ২০:২৪453360
  • আহা কিকরে বসলেন সেটা বড় কথা নয়, বসাটাই বড় কথা।
  • Tim | 2607:fcc8:ec45:b800:2883:ae02:8269:***:*** | ২৫ আগস্ট ২০২০ ২০:২৩453359
  • না না হাঁটু মুড়ে কভার ড্রাইভও করা যায়। তারপর ধরুন, উট। উটেরা সর্বদাই হাঁটু মুড়ে বসে, তার মানে কি তারা সর্বদাই প্রার্থনাশীল?
  • :|: | 174.254.***.*** | ২৫ আগস্ট ২০২০ ২০:১৮453358
  • হাঁটু মুড়ে বসে লোকে পাণি প্রার্থনা করে - এই অবধি জান্তুম। অ্যাডামস রিপোট, তাও আবার ইয়ের কাছে কেউ প্রার্থনা করতে পারেন শুনে অবধি শিউড়ে উঠচি। কত কি জানার বাকী!
    আর যিনি সেই রিপোটের কপি ইমেলে পেলেন তিনি ক্যামন করে পাত্থোনা করেচেন ভাই? মাটিতে থেবরে বসে?!
  • ~~ | 115.114.***.*** | ২৫ আগস্ট ২০২০ ১৯:৩৫453357
  • তিতাস কি এখনো কলকাতায়? সে কি নলিনীবাবুর বইয়ের কমপ্লিট বিবলিওগ্রাফিটা করল? এই ফর্ম্যাটে আমি করে থাকি -- বুলেট নাম্বারিং এর ইন্ডেন্টিং এর মাধ্যমে মোট বই, মোট গল্প এগুলো একেবারে পাওয়া যায়। রিপিট গল্পে নাম্বারিং না রেখে।

    ১। উপন্যাসের নাম 

    ........প্রকাশনা ডিটেলস 

    ........প্রথম প্রকাশ ডিটেলস

    ২। গল্পের বইয়ের নাম

    ........প্রকাশনা ডিটেলস

    ....(১) গল্পের নাম - প্রথম প্রকাশ ডিটেলস

    ....(২) গল্পের নাম - প্রথম প্রকাশ ডিটেলস

    যেমন -- আলপনা ঘোষের ক্ষেত্রে করা - 

    ১) আদালতের বাইরে

    প্রথম প্রকাশ  : ৩১ জানুয়ারি ২০০১

    পত্রিকা প্রকাশ :  বারোমাস, এপ্রিল ১৯৯৩

    প্রকাশক : প্রিয়ব্রত দেব, প্রতিক্ষণ পাবলিকেশনস্‌ প্রাইভেট লিমিটেড, ৭ জওহরলাল নেহরু রোড কলকাতা-৭০০০১৩

    প্রচ্ছদ : ভাস্কর মুখোপাধ্যায়

    মুদ্রক : প্রতিক্ষণ প্রেস প্রাইভেট লিমিটেড; ১২বি, বেলেঘাটা রো কলকাতা-৭০০০১৫

    উৎসর্গ : কবিতা-বিজন / স্নেহভাজনেষু / দিদি

    দাম : ৪০ টাকা

    লেখকের কথা : উপন্যাসের ভেতর দিয়েই তো প্রবাহিত হয় লেখকেরও কথা।

    একটা উপন্যাস লেখার গল্প যেমন আর এক আখ্যান।

    ‘বারোমাস”-এর সম্পাদক শ্ৰীঅশোক সেনের আমন্ত্রণে লেখা হয়েছিল এটি — ৯২-এর শারদ সংখ্যার জন্য। আমারই কারণে শেষ পর্যন্ত এপ্রিল ৯৩ সংখ্যায়। এটি প্রকাশিত হয়। তারপর আটবছর অতিক্রান্ত। ইতিমধ্যে উপন্যাসটিকে আবার লিখি। পুরোটাই৷

    শেষ পর্যন্ত শ্ৰীমতী স্বপ্না দেব ও শ্ৰী প্রিয়ত্ৰত দেবের আন্তরিক এবং বন্ধুজনোচিত উৎসাহে ‘প্রতিক্ষণ’ থেকে এ বই প্রকাশিত হচ্ছে। এর উত্তরে কৃতজ্ঞতা জানাব? নাহ্‌ আমি অভিভূত। এটুকুই।

    বইমেলা, ২০০১

    ২) গল্পসংগ্রহ প্রথম খণ্ড

    প্রথম প্রকাশ : কলকাতা বইমেলা ২০০১

    প্রকাশক : আফিফ ফুয়াদ, দিবারাত্রির কাব্য‌ ২৯/৩ শ্ৰীগোপাল মল্লিক লেন, কলকাতা ৭০০০১২

    মুদ্রক : মানসী প্রেস, ৭৩ শিশির ভাদুড়ী সরণি, কলকাতা ৭০০০০৬

    স্বত্ব : তীর্থঙ্কর ঘোষ

    প্রচ্ছদ : শ্যামলবরণ সাহা

    দাম : একশো টাকা

    উৎসর্গ : শঙ্খ ঘোষ / শ্রদ্ধাস্পদেষু

    History has many cunning passages, contrived corridors........ /  Gerontion, T. S. Eliot

    ভূমিকা - দেবেশ রায় ‘ভুমিকাছলে’ (৬.১১.২০০০)

    আত্মপক্ষ

    প্রথম উপন্যাস বই আকারে বেরোবার আট বছর পরে যদি দ্বিতীয় উপন্যাস বেরোয়, প্রথম গল্পের বই বেরোবার চার বছর পরে বেরোয় দ্বিতীয় গল্পের বই; তাহলে সেই কাহিনিকারের তো একটা অনিশ্চয়তা থেকেই যায় - পরবর্তী বই আবার কত বছর পরে বেরোবে। অনন্ত পরমায়ু পেলে এ-কথাগুলো লিখতাম না, কিন্তু শতায়ু হলেও তো অর্ধেকের বেশি পেরিয়ে এসেছি।

    তেমন অনিশ্চয়তা থেকেই প্রথম প্রকাশিত গল্প (১৯৮৮) থেকে ২০০০ পর্যন্ত লেখা গল্প - এক দশকেরও কিছু বেশি সময় ধরে লেখা গল্প এভাবেই সাজিয়েছি (এই সময়ে লেখা অনেক গল্প এর বাইরে রয়ে গেল) - নিজেকে, নিজের ভাবনাকে একটা সময়ের প্রেক্ষাপটে স্থাপন করে ।

    ‘দিবারাত্রির কাব্য’ পত্রিকার সম্পাদক আফিফ ফুয়াদের আগ্রহে এটি সম্ভব হল। যত্ন করে প্রুফ দেখে আমার পরিশ্রম বাঁচিয়ে দিয়েছেন আর এক সহলেখক মুর্শিদ এ এম। এঁরা আমার স্নেহভাজন, তাদের শুভকামনা জানাই।

    শ্ৰী দেবেশ রায় তাঁর লক্ষ ব্যস্ততার মধ্যে ভূমিকাটি লিখে দিয়েছেন। আমার লেখক হয়ে ওঠায় তাঁর পরামর্শ (কখনই উপদেশ নয়) একজন দিশারির মতোই। তাঁর কাছে ঋণী ছিলাম, ঋণী আছি। আর আমার ছেলেমেয়ে আর তাদের পিতৃদেবের কথা তো এই হয়ে ওঠার সঙ্গেই ওতপ্রোত।

    আলপনা ঘোষ

    কলকাতা ৭০০০৫৯

    গল্পক্রম :

    (১) বাজারে গপ্‌পো  - প্রতিক্ষণ, ১৯৮৮ নভেম্বর

    (২) প্রতিবন্ধী – বারোমা্‌স, ১৯৯০ শারদীয়

    (৩) দারার ছেলে – একান্তর, ১৯৯১ ২য় বর্ষ ৩য় সংখ্যা, বইমেলা ১৩৯৭ (সম্পাদনা – অরূপ আচার্য)

    (৪) এইসব রণরক্ত সফলতা – প্রতিক্ষণ, ১৯৯১ সেপ্টেম্বর

    (৫) রামলালের বহু – সচেতনা, ১৯৯২ জানুয়ারি-মার্চ

    (৬) গিদ্‌ধর কী মাঈ - প্রতিক্ষণ, ১৯৯২ মার্চ

    (৭) ভালোবাসার অক্ষর কিংবা বর্ণমালা - প্রতিক্ষণ, ১৯৯৪ আগস্ট

    (৮) সুধাময়ীর পরিচয়পত্র - প্রতিক্ষণ, ১৯৯৫ শারদীয়

    (৯) মারী - প্রতিক্ষণ, ১৯৯৭ শারদীয়

    (১০) বেঁচে থাকার উপায় অনুপায় – পরিচয়, ৬৭ বর্ষ ১-৩ সংখ্যা, আগস্ট-অক্টোবর ১৯৯৭ (শারদীয় ১৪০৪) সম্পাদনা – অমিতাভ দাশগুপ্ত

    (১১) অনীশ্বর – কালান্তর, ১৯৯৮ শারদীয়

    (১২) চাবি – দিবারাত্রির কাব্য, ৬ বর্ষ ৩ সংখ্যা, ১৯৯৮ অক্টোবর-ডিসেম্বর (গল্পসংখ্যা) (সম্পাদনা- আফিফ ফুয়াদ)

    (১৩) নিষিদ্ধ প্রশ্ন – কালান্তর, ১৯৯১ শারদীয়

    (১৪) ঘরবাপসি – দিশা সাহিত্য, ২০০০ মার্চ-এপ্রিল

  • aka | 143.59.***.*** | ২৫ আগস্ট ২০২০ ১৯:১০453356
  • সিএস অন্যভাবে একই কথা বলেছে তাই নিজেই বুঝতে পারছে না কি বলেছে।
  • π | ২৫ আগস্ট ২০২০ ১৯:০৩453355
  • এতক্ষণ বাদে গুরু খুলে এসব কী দেখছি! প্রথম পাতাতেই আটকে গেলাম! চোদনা ফোদনা বলাও গুরুতে শুরু হয়ে গেছে? বাহহ।
    আর টি র বাবা কে, এটা কেন এখানে জরুরি কেউ বুঝলে একটু বুঝিয়ে দেবেন। এর আগেও একবার ভাটে আরেকজনকে এই কাজ করতে দেখেছিলাম! আনন্দ পুরস্কার প্রসঙ্গ তুলে। অদ্ভুত!
    এই আপনিই আপনার নামের উল্লেখ গুরুতে করতে বারণ করেছিলেন না! আপনার উপর নানা সময়ে নানা কারণে বিরক্ত হলেও আপনার নাম নিয়ে লিখিনি, আপনার আত্মীয়স্বজন টানা দূরের কথা। ( আমার নাম নিয়ে গুরুর গ্রুপ বইমেলা কীসব লিখে গেছিলেন সাইটে, খেয়ালও নেই ঠিক করে) ।
    আপনি কোন ইঁটের বদলে পাটকেল ছুঁড়ছেন কিনা জানিনা, কিন্ত পড়ে অকারণ অদ্ভুত লাগল, এই বাবাকে টানা। বিশেষ করে যিনি এখানে লিখছেনও না!
    এবার আমাকে আমার এই জন্য গাল দেবেন কিনা জানিনা। এর খেই টেনে আবার পপিচু, গুরুর লোক ফোক শুরু হবে নিগঘাত, তবে আপনার বাবাকে টেনে লেখালেখি চোখে পড়লেও একই কথা বলব।
  • :-)))) | 2a0b:f4c0:16c:16::***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৮:৪৩453354
  • আরে লিয়োহ লিয়ো: নাচ রন্টি নাচ রে লিয়ো লিইইয়ো:
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত