এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 14.139.***.*** | ২৫ আগস্ট ২০২০ ১৮:১৭453353
  • আঃ নেট এয়েচে।
    আতোজের জন্যে
    -কোটঃ
    'এই নবশাখগণ প্রথমে নয়টি শাখায় বিভক্ত ছিলো, যথা

    তিলি মালি তামুলি
    কামার কুমার পুটুলী
    গোপ, নাপিত, গোছালী।

    এই শ্লোকে 'পুটুলী' বলিয়া যাহাদিগকে উল্লেখ করা হইয়াছে তাহারা বণিক এবং 'গোছালী' গণ বর্ত্তমান বারুজীবী বা বারুই।
    -এন্ড কোট।
  • সিএস | 2405:201:8803:be5f:9d1d:8397:8fd7:***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৮:১০453352
  • খাইসে, আমি আবার কী একই কথা বলে ফেললাম ?
  • এলেবেলে | 202.142.***.*** | ২৫ আগস্ট ২০২০ ১৮:০২453351
  • চোদনা | 103.214.144.196 | ২৫ আগস্ট ২০২০ ১৩:৪৩

    শোন আমি যেমন জানি আমার পদ্মশ্রী পাওয়ার যোগ্যতা নেই, এ জীবনে হবেও না কোনোদিন, তেমন এটাও জানি যে তুইও নিজেকে বালের রাষ্ট্রপতি হিসেবে দেখার খোয়াব দেখিস না। কাজেই তুই কোনটাকে ধপাস বললি কিংবা বললি না, তাতে কারও কিছু আসে যায় না। অকারণে ইগো মাসাজিং করিস না, লাভ হবে না।

    আমি এখানে তোদের পাল্টা খিল্লি করি ঠাণ্ডা মাথায়। এই ধর টি। এখন এই ভদ্রলোক যদি নলিনী বেরার ব্যাটা তিয়াস হয়ে থাকেন তো ইনি আমাকে নিয়ে পোচ্চুর খিল্লি করেছেন। এখন দ্যাখ কেমন হাঁটু মুড়ে অ্যাডামের রিপোর্ট প্রার্থনা করছেন। মানে সবে বর্ণপরিচয় প্রথম ভাগ ধরল। তো আমি ওই বিষয়ে মাধ্যমিক পাশ করে গেছি অনেক আগে বুঝলি তো। দিয়ে তোদের ইন্টেলেকচুয়াল সুপ্রিমেসির বেলুনে পিন ফুটিয়ে ব্যাপক মজা নিই।

    দেখছিস না, একটা করে বাণী ঝাড়ছি আর সবাই কেমন 'ওমা তাই?' বলে তিড়িংবিড়িং করছে? এটা হচ্ছে রন্টিপাগলাদের আসল নাচ। এখন তোরা পাউন্ডে কামাস, ডলারে ছোঁচাস - এদিকে জ্ঞানের কলসি ঠনঠন করছে। তো তাতে ইগো হার্ট হয় না বল? কোথাকার কোন এলেবেলে বলা নেই কওয়া নেই তোদের এমন বাঁদর নাচ নাচাচ্ছে, প্রেস্টিজে গ্যামাক্সিন লেগে যায় না? আমি বুঝি তোদের কষ্ট, তাই অল্প ডোজে দিই।

    অথচ দ্যাখ দুই পড়ুয়া মানুষ সিএস এবং দীপাঞ্জন আমার মতো একই কথা বলছে, খানিকটা অন্যভাবে। তা দেখে তোদের গা-পিত্তি জ্বলছে না। কেন বল দেখি? ওঁরা তোদের চেনা তাই পপিচু-র হদ্দমুদ্দ। কমলকুমারের নাম শুনেছিস? ওই যে অ্যানেকডোটের জন্য বিখ্যাত ছিল রে। তো উনি একটি সংস্কৃত শ্লোকের নিজস্ব অর্থ করেছিলেন - পণ্ডিতদের অশেষ গুণ, কেবল একটাই দোষ যে তাঁরা মূর্খ। আমি তাদের পোঙ্গা পণ্ডিত নাম দিয়েছি। এরা মেকলের অবৈধ সন্তান, এদের ঊর্ধ্বতন চোদ্দপুরুষ চিরটা কাল ‘দাস্যসুখে হাস্যমুখ’ হয়ে ব্রিটিশের ‘পাদুকাতলে পড়িয়া লুটি’ ঘটিরাম ডেপুটিগিরি করাকে জীবনের একমাত্র সার্থকতা ভেবেছে। তাদের উত্তরপুরুষ আর কত ভালো হবে বল? তোদের হয়ে অনেকদিন আগে আরেক ঘটিরাম ডেপুটি এটা লিখেছিল ---

    “আমি [সিসেরো] সিলিসিয়া প্রদেশে রোমীয় অধিকার বদ্ধমূল করিয়াছি। আমি যাহা করিয়াছি, তাহাতে ওই প্রদেশেবাসীরা চিরকালের জন্য রোমের দাসানুদাস হইয়া থাকিবে। আমি রোমীয় ভাষা শিক্ষার নিমিত্ত একশত চল্লিশটি বিদ্যালয় সংস্থাপিত করিয়াছি। ঐসকল বিদ্যালয়ের ছাত্রেরা একেবারে রোমীয় মন্ত্রে দীক্ষিতের ন্যায় হইবে, কখনও রোমীয় ভিন্ন অপর কাহাকেও আপনাদের আদর্শস্থলীয় মনে করিতে পারিবে না।”

    এবারে বলতে পারিস তাহলে আমাদের বাপের জমিদারিতে এয়েচেন কেন? তার কারণ এখানে কিছু গুণী মানুষ আছেন, তাদের কাছে শিখতে আসি। যদি বলিস কাল থেকে দরজা বন্ধ, তাহলে ঘোষণা করে দিস বরং। কেমন? আর বানাম্ভুল থাকলে ধরিয়ে দিতে ভুলিস না কিন্তু, গুরুতে তোর পয়েন বাড়বে সেটা মনে রাখিস।

    লসাগু, আরে ধুর আপনাকে ফাঁফ্যা বা চোদনা বলতে যাব কোন দুঃখে? যাদের বলেছি তারা 'নব নব রূপে এসো প্রাণে' না বলতেই প্রেজেন্ট প্লিস বলে হাত তুলে ফেলেছে। তো জোন্স ভাষাবিদ, তাই? আপনারা বিবাদভঙ্গার্ণব বলে কোনও কিছুর নাম শুনেছেন?

  • সিএস | 2405:201:8803:be5f:9d1d:8397:8fd7:***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৮:০০453350
  • লিটন না লিনলিথগো ?
  • সিএস | 2405:201:8803:be5f:9d1d:8397:8fd7:***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৭:৫৮453349
  • অ্যাডাম'স রিপোর্টে বাংলায় লাখে লাখে স্কুল থাকা নিয়ে একটা ধারণা হল আর ইংরেজ বাহাদুর পড়াশোনার পদ্ধতি নিয়ে কী ভেবেছিল।
    (অবশ্য ভেতরের খবর জানতে পারিনি এখনও, কার মনে কী ছিল, কার কী বদমাইশি ইত্যাদি।)
  • sm | 42.***.*** | ২৫ আগস্ট ২০২০ ১৭:৫৫453348
  • বিরিঞ্চি বাবার থেকে বড় বাবা এসে গেছে।লোকজন শুনছে ও।বিশুদ্ধ খাঁটি জিনিষ! ৩-৬মিনিট অবধি শুনলেই চলবে।মার্কেটিং ঠিক থাকলে ইয়েতির লোম ও বেচা যায়!
  • aka | 143.59.***.*** | ২৫ আগস্ট ২০২০ ১৭:১৪453347
  • তাও তো বলি নি যীশু আর নেতাজীর সাথে রোজ কনকল হয় আমার নতুন ধর্ম নিয়ে, সেদিন স্বামীজিও এসেছিলেন গেস্ট স্পিকার হিসেবে। এসব লিটন সাহেবের বইতে পাবেন ভবিষ্যতে।
  • অনুসন্ধিৎসু | 115.114.***.*** | ২৫ আগস্ট ২০২০ ১৭:০৬453346
  • আসলে এখনো কেউ কেউ এখানের লোকেদের কথাবার্তা ফুটকাটা খিল্লিতে উত্তেজিত হন বলে দুপাতা আলোচনা এগোয়। আমরা যারা বুড়ো ভাম হয়ে গেছি, তাদের কিছু আসেও না যায়ও না, কে কি বলল তা নিয়ে উত্তেজিত হওয়ার মত অবকাশও নাই - তাদের দিয়ে কি আর ভাট এগোয়?

    জাহাঙ্গীরের রাজসভায় বাঙালী জাদুকরদের উল্লেখের উৎস (মেজর প্রাইসের করা জাহাঙ্গীরনামার অনুবাদের মূলসোর্স) পাওয়া গেলে একটু জানাবেন কিন্তু।

  • lcm | 99.***.*** | ২৫ আগস্ট ২০২০ ১৪:১৬453345
  • অরিন,
    এগজ্যাক্টলি, আমারও তেমন মনে হয়।

    হ্যাঁ, তবে কি এই যারা এমন চাকরি নিয়ে আসতেন, তাদের মধ্যে কি দুএকজন এমন কেউ ছিলেন না যিনি গোটা ভারতীয় সংস্কৃতি ব্যাপারটাকে অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে দেখতেন, এবং যা খুশি মনগড়া হাবিজাবি লিখে দিতেন, অবশ্যই ছিলেন।
  • lcm | 99.***.*** | ২৫ আগস্ট ২০২০ ১৪:০৯453344
  • ক পাতা আগে পড়লাম, এবার ব্যাপারটা ধরতে পেরেছি মনে হচ্ছে।

    এলেবেলে,
    আপনি বোধ্হয় ভেবেছেন আমি ঘোতনা বা ফাসুরে ছদ্মনামে লিখছি। তা নয়। অন্য নামে লেখা অনেক পরিশ্রমের কাজ। আমি নই। আর তাছাড়া আমার এই তিন অক্ষরের নামই ঠিক আছে। এই নামেই লিখি সবসময়।
  • অরিন | 161.65.***.*** | ২৫ আগস্ট ২০২০ ১৪:০৯453343
  • "তবে জোন্স-এর প্রাথমিক পরিচিতি ঠিক ঐতিহাসিক হিসেবে নয়। মূলত, ভাষাবিদ। বেসিক্যালি, ভারতের ভাষাগুলি শেখা এবং বইপত্র ছাপানো ছিল মেইন উদ্দেশ্য।"

    অবশ্যই! এবং মনে রাখা যেতে পারে, আজকের দিনে যে ব্যাপারগুলোকে আমরা "ধরে নিই", ১৭৮০'র দশকে একদল মানুষ অন্য একটি দেশে গিয়ে সেখানকার প্রত্নতাত্ত্বিক ভাষা নিয়ে কাজ করছেন। আমার অসাধারণ মনে হয়। ভুলচুক হতেই পারে। 
     

  • হুতোম | 2405:8100:8000:5ca1::13b:***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:৫৮453342
  • এইজ্জাহ রন্টিপাগলা আবার নাচতে লেগেচে আর আমি দেকতেই পাই নি।
  • lcm | 2600:1700:4540:5210:e4aa:86ce:d3a2:***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:৫৩453341
  • তো যে কথা হচ্ছিল - এই - উইলিয়াম জোন্স, চার্লস উইলকিন্স, বেথুন - এনারা বদমাইশ তাই এনারা মূর্খ - এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা মাঝে মাঝে।

    বেথুন যে সময় উইমেন্স এডুকেশন নিয়ে ইন্ডিয়াতে কাজ করছিলেন, ইউরোপেও শুরু ঐরকম সময়েই, ধরুন, ১৮৪৮ সালে লন্ডনের কুইনস কলেজ খুলে দেওয়া হল মহিলাদের জন্য। যদিও অফিসিয়াল ডিগ্রি দেওয়া শুরু হয় ১৮৭৮ থেকে। জার্মানিতে আরপ পরে ১৯০০ সাল নাগাদ শুরু মেয়েদের কলেজ যাওয়া। স্পেনে তারপরে ধরুন ঐ ১৮৫০ নাগাদ মেয়েদের স্কুল চালু হল। সেইরকম সময় ১৮৫০ নাগাদ কলকাতায় মেয়েদের স্কুল চালু হল। মানে যেটা বলতে চাইছি, যে, নারীশিক্ষা ব্যাপারটা তখন ইউরোপে জাস্ট শুরু হচ্ছে, তো ইউরোপিয়ান শাসক থাকার ফলে তার কিছুটা প্রভাব ভারতেও পরেছিল। এবারে একথা ঠিক ভারতে মার্কেটিং করতে হয়েছিল ব্যাপারটা, কিন্তু ইউরোপেও সহজে হয় নি, উইমেন্স এডুকেশন কন্সেপ্টটা মার্কেট করতে হয়েছিল। বাধার সম্মুখীনও হয়েছিল।

    আর, জোন্স এর কথা ধরা যাক, লোকটা একটা অন্য দেশে গিয়ে সেই দেশের ভাষা শিখে সেখানকার ইতিহাস গপ্পো এসব ডকুমেন্ট করার চাকরি পেয়েছে, এখন এখানে একটু ডিসকাউন্ট দিতে হবে - মানে এখন যেটা অবভিয়াস মনে হচ্ছে -- মানে এমন নয় যে তখন সবাই জানত যে বুদ্ধর জন্মশ্থান লুম্বিনি (১৮৯৬ এ অশোক স্তম্ভ খুঁড়ে বের করার পর বেরোলো বুদ্ধের জন্মস্থান), কিন্তু ইনি বেঁকে বসেছিলেন, গোঁয়ার্তুমি করে বলেছিলেন যে বুদ্ধ আফ্রিকার লোক। বেসিক্যালি, আজকে যেটা অ্যাবসার্ড মনে হচ্ছে - সেটা কিন্তু সেই সময়ের পরিপ্রেক্ষিতে দেখতে হবে। তবে হ্যাঁ, ইনি নিজের একটা মনগড়া লজিক দিয়ে বুদ্ধ নিয়ে কিছু বলেছিলেন যা পরে দেখা গেছে সম্পূর্ণ ভুল, বা আজেক্র ভাষায় গুল। তবে জোন্স-এর প্রাথমিক পরিচিতি ঠিক ঐতিহাসিক হিসেবে নয়। মূলত, ভাষাবিদ। বেসিক্যালি, ভারতের ভাষাগুলি শেখা এবং বইপত্র ছাপানো ছিল মেইন উদ্দেশ্য।

    তো, এইগুলো খেয়াল রাখা দরকার।
  • T | 146.196.***.*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:৪৯453340
  • দমদি, জিমেলে পাঠিয়েছি।

  • দীপাঞ্জন | 2601:647:5600:1820:8534:1b1:ba12:***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:৪৬453339
  • ইসলামোফোবিয়া আর ছোটলোক ফোবিয়া কি আর আমাদের অর্বাচীন বেথুনের কাছ থেকে অর্জন করতে হবে ? বেথুনের লেকচারের আটশো উনিশ বছর আগেই তা আমাদের দুই পকেটে - "but then came Islam; the Persian empire perished, and the repugnance of the Hindus against foreigners increased more and more when the Muslims began to make their inroads into their country; ... All these events planted a deeply rooted hatred in their hearts... the Hindus believe that there is no country but theirs, no nation like theirs, no kings like theirs, no religion like theirs, no science like theirs. They are haughty, foolishly vain, self-conceited and stolid. They are by nature niggardly in communicating that which they know, and they take the greatest possible care to withhold it from men of another caste among their own people, still much more, of course, from any foreigner."
  • ঘোঁতন | 103.214.***.*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:৪৩453338
  • শুধু ম্যাগনাম ওপাসকে ম্যাগনাম ধপাস বলিচি। অমনি ধাঁইকিড়িকিড়ি ধাঁইকিড়িকিড়ি ধাঁই। একেবারে প্রফেটের চরিত্র।

    "নই ঘোড়া, নই হাতি, নই সাপ বিচ্ছু
    মৌমাছি প্রজাপতি নই আমি কিচ্ছু ।
    মাছ ব্যাং গাছপাতা জলমাটি ঢেউ নই,
    নই জুতা নই ছাতা, আমি তবে কেউ নই !"

    যাকগে কাটি।

  • সিএস | 2405:201:8803:be5f:7cbd:662:5a:***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:৩৯453337
  • ইওটোপিয়া-টা তাড়াতাড়িতে ইথিওপিয়া পড়লাম।
  • | ২৫ আগস্ট ২০২০ ১৩:৩৯453336
  • ৎি, রিপোর্ট নামালে আমাকেও ঝাঁ করে পাঠিয়ে দিবি, হ্যাঁ।
  • S | 2a0b:f4c0:16c:1::***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:৩৮453335
  • যাগ্গে ওদিকে রিপাব্লিকান ন্যাশনাল কনভেনশান শুরু হয়েছে। এক্জন বলেছে যে বাইডেণ জিতলে পুরো দেশের অবস্থা নাকি ক্যালিফোর্নিয়ার মতন হয়ে যাবে। আরেকজন বলেছে যে ডেমরা জিতলে সারা দেশে সোশালিস্ট ইওটোপিয়া নিয়ে আসবে। এগুলো থ্রেট নাকি লোভ দেখাচ্ছে, কে জানে?

    কঙ্গ্রেস যেমন গান্ধী পার্টিতে পরিণত হয়েছে, জিওপিও ট্রাম্প পার্টিতে পরিণত হয়েছে। এইবারে কোনও নতুন অ্যাজেন্ডা নেওয়া হয়নি - বলা হয়েছে আগেরবারের অ্যাজেন্ডাই এবারের অ্যাজেন্ডা। শুধু একপাতার ডিক্লারেশানে ট্রাম্পকে সম্পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে। মুশকিল হল আগেরবারের অ্যাজেন্ডায় লেখা অছে দেশকে বদলানোর কথা, সারা পৃথিবীর কাছে আমেরিকার মান আবার উন্নত করতে হবে এইসব।
  • সিএস | 2405:201:8803:be5f:7cbd:662:5a:***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:৩৫453334
  • তবে, রবিবাবুর এইসব দোলৎসব, মাঘোৎসব, হলোৎসব চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষীর খাওয়া লোকজনের ছেলেপুলেদের পড়াবার গুডি গুডি পদ্ধতি।
  • S | 2a0b:f4c0:16c:1::***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:৩১453333
  • ঐজন্যই ইথিওপিয়ান রেঁস্তোরাগুলো ইন্ডিয়াতে এত ভালো চলছে।
  • সিএস | 2405:201:8803:be5f:7cbd:662:5a:***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:৩১453332
  • বলুন, পানু আলোচনা গুরু(দেব)- র সাথে মানায় না।
  • সিএস | 2405:201:8803:be5f:7cbd:662:5a:***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:৩০453331
  • সুজাতাও কি ইথিওপিয়ার ? পায়েসও সেখানকার খাবার ?
  • dc | 103.195.***.*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:২৮453330
  • রবিবাবুর একবার বধূর জন্য মন কেমন কেমন করেছিল, তখন তিনি লিখেছিলেনঃ ধরো হাল শক্ত হাতে, ভয় কি নদীর সাথে। বাকিটা আর লিখলাম না, এসব পানু আলোচনা গুরুতে মানায় না।
  • সিএস | 2405:201:8803:be5f:7cbd:662:5a:***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:২৮453329
  • রাধাকান্ত শর্মণের পন্ডিতি দেখে হেস্টিংস পন্ডিতদের জন্য ভাল স্কুল বানালেন ?
  • S | 2a0b:f4c0:16c:1::***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:২৬453328
  • কিন্তু এত দেশ থাকতে ইথিওপিয়া কেন? আমেরিকা বা অস্ট্রেলিয়া বলে গেলে সুবিধা হত।
  • সিএস | 2405:201:8803:be5f:7cbd:662:5a:***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:২৪453327
  • নোয়া তো ভারতে এসে মনু সাজতেই পারে। সেরকমই ভেবেছিল হয়ত। নোয়া যখন নৌকো চালাতে পারত, হয়ত সেই ভাবেই ভারতে এসেছিল।
  • S | 2a0b:f4c0:16c:1::***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:১৮453326
  • তবু ভালো। নোয়া আর নারদকে এক করে দেয়নি।
  • সিএস | 2405:201:8803:be5f:7cbd:662:5a:***:*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:১৫453325
  • আচ্ছা, রবিবাবু কী হাল বা গরু সামলাতে পারতেন ? কিছু লেখা আছে কোথাও ?
  • অরিন | 161.65.***.*** | ২৫ আগস্ট ২০২০ ১৩:১২453324
  • "জোন্সের জানেনটা কী? এই নিন তার বচন -- William Jones had argued in front of the Asiatic Society that the conquering fgure of ‘Boodh or Boddha’ was not even Indian, but an Ethiopian legislator of about 1000 BCE"

    বিলক্ষণ!

     প্রাচীন ভারত সম্বন্ধে জোনসের নানারকম (আজকে দিনে দেখলে) আজগুবি ধারণা ছিল, তার পিছনে  তাঁর "পণ্ডিত" রাধাকান্ত শর্মণ (ইনি ওয়ারেন হেস্টিংসেরও পণ্ডিত ছিলেন) ,"রাজবংশ" নামে একটি সংস্কৃত বই, আর চারলস উইলফোর্ড নামে আরেক ইংরেজের কিঞ্চিৎ অবদান থাকলেও থাকতে পারে, এঁদের কেন যেন ধারণা ছিল যে মনু আর নোয়া একই ব্যক্তি । শুধু তাই নয়, রাজবংশ পড়ে জোনসের ধারণা হয়েছিল যে "বুধা/বুদ/শাক্যসিংহের জন্ম খ্রীষ্টপূর্ব  ১০২৭ সালে।

    এই অবধি একরকম ছিল। এর মধ্যে ১৭৮৬ সালে জোনস মশাইদের দৃষ্টি পড়ে দিল্লিতে ফিরোজ শাহের স্তম্ভর ওপর, সেখানে স্তম্ভে কি লিপি ছিল তার পাঠোদ্ধার করার চেষ্টা করেন, সে সব লেখার ছাপ নিয়ে কলকাতায় পাঠানো হয়| এ পাঠোদ্ধার করার যাঁর ক্ষমতা, সেই  চার্লস উইলকিনস ততদিনে, দেশে ফিরে গেছেন। ফলে এঁদের পক্ষে আর তার পাঠোদ্ধার সম্ভব হয়নি। হতাশ হয়ে জোনস সাহেব লিখছেন,

    "The Nagari inscriptions are easy and modern, but all the old ones on the staff of Firuze-Shah drive me to despair" | তারপরেই "I believe them tobe Ethiopian and to have been imported a thousand years before Christ by the Bauddhas or priests and soldiers of the conqueror Sisac, whom the Hindus call the Lion of Sacya"

    হঠাৎ ইথিওপিয়া কেন? না ইলোরার গুহা, মন্দির, তার পর বোধগয়ায মূর্তি উদ্ধার দেখে তাঁর মনে হয়েছিল ইথিওপিয়া আর হিন্দোস্তানের জনতা একই জাতের লোক। আরো আছে। সেই থেকে দুয়ে দুয়ে চার। 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত