দ-দি, রাগ করার প্রশ্নই নেই। খুব ছোট থেকে এই গাছান্যাকা ভণ্ড বাবাজিদের দেখে দেখে এমন ঘেন্না জন্মে গেছে যে ইহজীবনে চৈতন্যকে 'শ্রী' মণ্ডিত কিংবা তাঁর ওপরে দেবত্ব আরোপ করতে পারি না। ফলে রবীন্দ্রনাথ-মার্ক্স-গান্ধীকে যেমন রবীন্দ্রনাথ-মার্ক্স-গান্ধী বলি ও লিখি, তেমনই চৈতন্যকে চৈতন্য বলা ও লেখা আমার অভ্যাস।
কিছুক্ষণ পরে মানে ঘন্টা দেড়েক বাদে এ ব্যাপারে আপনাদের জানকারি দিচ্ছি। সেই ফাঁকে নিজের লেখাটা খানিক এগিয়ে নিই। তবে তার আগেই অভিকে ধন্যবাদ জানাই। সিএস-কেও। কেন জানাচ্ছি, পরে বিস্তারিত বলব।
জয়দেব মুখোপাধ্যায়। দুই খণ্ডে গবেষণা গ্রন্থ লেখেন, কাঁহা গেলে তোমা পাই। দ্বিতীয় খণ্ড সম্ভবত এখনও অপ্রকাশিত। এই অংশে চৈতন্যপরিণতি বিষয়ে ওঁর বক্তব্য থাকার সম্ভাবনা ছিল। ১৯৯৫-৯৬ সালে জয়দেব পুরীতে নিহত হন।
এই বিষয়ে ভাসা ভাসা তথ্য মাঝে মাঝে চোখে পড়ে। স্বভাব আলসেমির চোটে বিস্তারিত জানা হয় নি।
মরেচে! গবেষক খুন? না না, এলেবেলেবাউ এসব ফক্কুড়িতে জড়াতে যাবেন না। অন্য মহাপুরুষ ধরুন। ম্যালা মহাপুরুষ বাংলায়। আশুতোষ মুখুজ্যে হয়ে গেচে?
চৈতন্যের ব্যাপারটা বিস্তারে হলে ভালোই হয়। রাজা বলতে এদিকে তো তখন আলাউদ্দিন হুসেন শাহ (নাকি তাঁর ছেলে?), আর উড়িষ্যায় বোধ হয় গজপতি প্রতাপরুদ্র। চৈতন্য কি চব্বিশ বছর পুরীতেই ছিলেন, নাকি দক্ষিণাত্যে মানে এই অন্ধ্র কাঞ্চী বা এদিকে কাশী বৃন্দাবনেও বার কয়েক যাতায়াত করেছিলেন? পুরীতে যা হয়েছিল, তা তো রাজনৈতিক ব্যাপার বলেই শোনা যায়, তবে জানা দরকার। কদিন আগে এক বাঙালী গবেষক এই নিয়ে খোঁড়াখুঁড়ি করার সময় খুন হয়েও যান। পাণ্ডাদের ডকুমেন্টে সেই সময়ের নথি এখনও রয়েছে, তবে সেসব চরমভাবে ক্লাসিফায়েড। এলেবেলে একটু জানান দিন।
বি, না। না স্যা কিছুটা ভুল লিখেছেন। নবদ্বীপ আর মায়াপুরের মঠমন্দিরে ভাতকে বলে অন্ন, ডালকে ডালই বলে, ডালনাকে বলে রসা আর হলুদ ভাতকে বলে পুষ্পান্ন। ছোটবেলায় পরিবারের সঙ্গে মহাপ্রভু মন্দিরে ভোগ (সরি প্রসাদ!) খেতে গেছি। বাবার সহকর্মী বিষ্ণুবাবু ওই মন্দিরের সেবায়েত হিসবে সেদিনের 'পালা' পেয়েছেন (এই পালা পাওয়াও এক পুদুচ্চেরি কেস!)। তাঁর নিমন্ত্রণ রক্ষা করা আর কি। তো আমি বলেছি 'একটু পোলাও দিন'। বিষ্ণুবাবু আমার দিকে রোষকষায়িত নয়নে তাকিয়ে বললেন, "ওরে মূর্খ (শিক্ষক হিসবে সেটা ততদিনে বুঝে ফেলেছিলেন অবধারিতভাবে) পোলাও মানে পল মিশ্রিত অন্ন রে হতভাগা। আমরা কি মহাপ্রভুকে মাংস নিবেদন করতে পারি? পুষ্পান্ন বল।" ওই যে স্যারের থেকে শিখে গেলাম, সেই ইস্তক আর ভুল করিনি!
হে হে ঘোতনা এসে গ্যাচেন? তো আপনার গনশা কই?
এখানে বটানিস্ট কেউ আছেন? Hickory গাছ নাকি আসামে পাওয়া যায়। সেটার স্থানীয় নাম কী?
প্রেম বিলান গো এলেবেলেবাউ। প্রবন্ধ বিলিয়ে কিচু হবেক লাই। জ্ঞানমার্গ ছেড়ে ভক্তিমার্গ ধরুন।
আরে অরিন বাবু,রসুন।আরো কতো কি রহস্য বেরোবে দেখুন।এ হলো গিয়ে গুরুর ভাট পাতা! এলেবেলে বাবু এক্ষুনি,প্রাঞ্জল করে বুঝিয়ে দেবেন কি করে চৈতন্য দেব মারা গেছিলেন।
অবিশ্যি মারা আদৌ গেছিলেন কি না,সে নিয়েও নতুন দ্বার উদঘাটন হতেই পারে।
"পোস্টমর্টেম রিপোর্ট এ কিছু অসঙ্গতি আছে"
শ্রীচৈতন্যদেবের পোস্ট মর্টেম রিপোর্ট?!!
১৫৩০ এর দশকে ভারতে অটোপসি?
পোস্টমর্টেম রিপোর্ট বলছে খুন বাই ব্লান্ট অবজেক্ট। ইদিকে,রাজার ফিজিশিয়ান বলছে কজ অফ ডেথ হলো গিয়ে, টিটেনাস!
নবদ্বীপের মিউনিসিপ্যালিটি হাসপাতাল এর রেকর্ড বলছে,গৌরাঙ্গ কে টিটেনাস ভ্যাকসিন দেওয়া হয়েছিলো।তাহলে কি ভ্যাকসিন টা জালি ছিলো? খুব বড় ড্রাগ মাফিয়া দের কাজ।বিগ ফার্মা পিছনে থাকতে পারে।যাকে বলে পরিস্থিতি!
উঁহু, তার আগে তো বলতে হবে তিনি নবদ্বীপে মাত্র এক বছর থাকলেন কেন? কোন রাজার আমলে তিনি পুরীতে গেলেন? কী এমন ঘাপলা হল, যে রাতারাতি তিনি পুরীর পাণ্ডাদের চক্ষুশূল হয়ে উঠলেন? এগুলো না জানলে সুইপিং স্টেটমেন্ট বন্ধ করতে হবে তো!
বিস্তারিত ভাবে লেখাই উচিত।পোস্টমর্টেম রিপোর্ট এ কিছু অসঙ্গতি আছে।
তাহলে,নতুন জিনিষ পত্র ছাড়তে থাকুন।আমরা সঙ্গে আছি।বেঙ্গল ওয়ান্টস টু নো।নেশন্স ওয়ান্টস টু নো।
শেষে কিনা পিটিস্যারও ট্রোলের আশ্রয় নিলেন। জালিম জমানা। নতুন কিছু শুনলেই এঁদের এতদিনকার সযত্নলালিত ধারণা টাল সামলাতে পারে না!
ভ্যাজর ভ্যাজর ভাজার আগে বলুন দিকি চৈতন্য কোন রাজার আমলে পুরীতে যান? সন্ন্যাস গ্রহণের পরে মাত্র এক বছর তিনি নবদ্বীপে ছিলেন কেন? কেন জীবনের বাকি ২৪টা বছর তাঁর নীলাচলে কাটে? হে হে সবই মায়া, বুইলেন কিনা!