পুটিন আর জিং পিং আজীবন প্রেসিডেন্ট থাকার বন্দোবস্ত করে ফেলেছেন।ইলেকশন জেতার তাড়া নেই।এখন গোঁফ চুমরে ( নেই যদিও) সারা পৃথিবীতে বাঁশ কিভাবে সাপ্লাই দেওয়া যায়,সেই ফন্দি আঁটছেন। ওঁদের ব্যাপার স্যপার সব আলাদা। দুজনের ই বয়স্ বাড়ে না দেখি।খালি আমাদের ত্রাতার দেখি সাদা চুল ও দাঁড়ি।
কিন্তু সি এস,কাজ তো করে দেখিয়েছেন।পশ্চিমী দেশ গুলো যখন এক এক করে ধেরিয়েছে;পুটিন এর দেশে অপেক্ষাকৃত মৃত্যু সংখ্যা কম।
চায়নার জনগণের মধ্যেও কভিড মৃত্যু সংখ্যা অনেক কম।চায়না তো হু এর ব্লু আইড বয়!মাঝে মধ্যেই পশিমি দেশগুলো এবং আমেরিকা কে বলে, প্যান্ডেমিক কি করে কন্ট্রোল করতে হয়,চায়না কে দেখে শেখো। ট্রাম্প খালি দাঁত কিড়মিড় করে মাঝে মধ্যে উহা চায়নার,উহা চায়নার বলে চেঁচায়।
অবশ্য এখন সে স্টাডি রেজাল্ট পাবলিশ করার সময়ও হয়নি। এরা ফেজ ২'র শেষ, অথাৎ ৭৬ তম যোগদানকারীকে ওষুধ দিয়েছে ১০ই আগস্ট | ধৈর্য ধরতে হবে যে ।
না পাবলিশড রেজাল্ট আমিও দেখিনি। অবিশ্যি তাহলে ট্রায়ালস ডট গভ এ থাকতই, এত হাই প্রোফাইল রিসার্চ যেহেতু । হয়ত কিছু বেরোয়নি এখনো ।
এই নিন, রাশিয়ানদের তৈরী ভ্যাকসিনের সমস্ত তথ্য এখানে দেয়া আছে,
https://clinicaltrials.gov/ct2/show/NCT04437875
কাজেই রাশিয়ানরা স্পষ্ট জানাচ্ছেন কি করে তাঁরা ভ্যাকসিন তৈরী করেছেন, কি করে পরীক্ষা করছেন, ইত্যাদি। ফেজ ১, ফেজ ২ এর রূপরেখা সব কিছু।
Clinicaltrials.gov, এ বিষযে এর থেকে বিশ্বস্ত সাইট আর হয় না।
রাশান ভ্যাক্সিনের ফর্মুলা বা কম্পোনেন্ট মিক্সচার কী রকম সেটা জানা গেছে?
১) এটা কী ফর্মালি নন রাশান সায়েন্টিস্টদের পক্ষ থেকে রাশিয়ার কাছে জানতে চাওয়া হয়েছে?
এবং
২) রাশিয়া কী সে তথ্য দিতে অস্বীকার করেছে? সাইটিং কপিরাইট? কুওড প্রো কুও? ন্যাশনাল সিকিউরিটি অর হোয়াট?
ফর্মুলা জানা থাকলে সেটা বড় রকম সেটা রিপ্রোডিউস করে ল্যাব এনিম্যালে টেস্ট করে অল্প সময়ে (কয়েক সপ্তাহে ) কী এই সিদ্ধান্তে আসা সম্ভব (কম্পিউটর মডেলিং করে) যে মে বি এটা একটা ইফেক্টিভ প্রতিষেধক হতে পারে? (সাইড ইফেক্ট ধরে নিয়ে)
বা ফর্মুলাটা ক্রুড ফার্স্ট কনসেপ্ট. (পাস্তুরের র্যাবিজ ভ্যাক্সিনের কথা মনে পড়ছে,) কিন্তু কাজ হবে ওটা দিয়ে।
আরও রিফাইন করে সেটা আরও ইফেক্টিভ উইথ লেস সাইড ইফেক্ট বেটার ভ্যাক্সিনে পরিণত করা যাবে?
https://skepticalscience.com/docs/Debunking_Handbook.pdf
নিন, ডিবাঙ্কিং হ্যান্ডবুকটা পড়ে দেখুন। ভাল লিখেছে।
ইদিকে মিডিয়া আগে ভাগেই জানিয়ে রেখেছে,পনেরোই আগস্ট ভ্যাকসিন নিয়ে চমক প্রদ ঘোষণা আসতে পারে।
ট্রাম্প তো ম্যাদামারা হয়ে গেলো দেখছি।
আমি এই পোস্ট টা পড়ে হেসেই চলেছি। উরি ত্তারা!!কি নাম! অমাস্কতা!! আরো আছে।
ডপবাজ। অসুদসমাজ। এগুলো তাও ঠিক ই আছে।কিন্তু অমাস্কতা --)))
হু কিন্তু কখনোই মাস্ক পরতে নিষেধ করেনি। যেটা বলেছিল মেডিকাল মাস্ক অসুখের লক্ষণ না থাকলে বাইরে সাধারণ মানুষের যাঁরা স্বাস্থ্যকরমী নন, তাঁদের পরে থাকার দরকার নেই, সেগুলো স্বাস্থ্যকরমীদের জন্য রেখে দেওয়া বেশী কাজের (এদের এপ্রিল মাসের গাইডলাইন দেখুন)। ননমেডিকাল কাপড়ের মাস্ক সবসময়তেই পরা যেতে পারে, তাই নিয়ে হু কেন, কেউই নিষেধাজ্ঞা জারি করেনি।
হু বা সিডিসি কার একটা গাইডলাইনে ছিল। এছাড়াও আমি নিজের কানে শুনেছি, ফাউচি ব্যাপারটা ব্যাখ্যা করছিলেন। মাস্ক কেন পরা উচিত না, খুবই যুক্তি দিয়ে বুঝিয়েছিলেন।
সেই গাইডলাইন গুরুর কোথায় একটা দিয়েওছিলাম। কিন্তু সেসব বদলে গেছে। আর পাওয়া যাবেনা মনে হয়।