চাপ কিসের? শুঁড়ে একটা মোজা পরিয়ে দিলেই হল
"মাস্ক না পরাটাই দু মাস আগে সেফ অপশন ছিল। এখন মাস্ক না পরলেই আপনি আনসেফ"
মাস্ক না পরা সেফ অপশন ছিল? এরকম কথা কে কবে বলেছে? ট্রামপ?
"ত্রিশূলের সিম্বলটা ভুলবেন না। ঃ-)"
কথায় কথায় মনে পড়ল, একদিন আমার মায়ের সঙ্গে ফোনে কথা হচ্ছিল, তিনি বললেন, দেখবি দুর্গাপুজোর পর কমে যাবে। মা এসে অসুর নিধন করবেন।
:-), মানুষের আশা আর বিশ্বাস।
তবে গণেশের নাকে মাস্ক পরানোটা চাপের।
হাল্কা হাল্কা মাস্ক দরকার ছিল।
মা দূর্গার সঙ্গে যুদ্ধরত অসুরটার সাইজ দেখেছেন? বা যেটার সঙ্গে গণেশ খেলছে? মাস্ক পরাতে ভুলে গেছে, মনে হয় আরটিসট মশাই নিজেও পরেন না। ছোটদের ম্যাগাজিনে করোনারি সংক্রমণকালে স্বাস্থ্যকর উদাহরণ রাখতে পারতেন।
আমি প্র্যাকটিক্যালি হু, সিডিসি, পুতিন, ট্রাম্প, বাইডেন, কাউকে বিশ্বাস করিনা। হু আর সিডিসি আরবিট কথাবার্তা বলে। যা বলে সেটাকেই সায়েন্স বলে। এই মাস্ক না পরাটাই দু মাস আগে সেফ অপশন ছিল। এখন মাস্ক না পরলেই আপনি আনসেফ। দুটোই নাকি সায়েন্স। দুটোই হু। বিশ্বাস উবে যাবারই কথা।
উল্টোদিকে পুটিন বিশ্বাসযোগ্য হবার মতো আদৌ কিছু করেনি। তার বিরুদ্ধে যেই ভোটে দাঁড়ানোর চেষ্টা করে সেই দুর্ভাগ্যজনকভাবে মরে যায়। ভ্যাকসিন নিয়ে তথ্য লুকোনো কোনা ব্যাপারই না। ওরা আস্ত চেরনোবিল, পারলে চেপে যেত। পুতিন তো সেই ঘরানারই লোক।
তিন নং এনটিটি ফার্মা কোম্পানিরা। প্রফিট ছাড়া কিচ্ছু বোঝেনা। এই ভ্যাকসিনের ট্রিলিয়ন ট্রিলিয়ান ডলারের মার্কেট। সব লালা ঝরিয়ে বসে আছে। অন্য কেউ করে ফেললে সর্বশক্তি দিয়ে আটকাবে কিনা? নির্ঘাত আটকাবে।
তবে এর মধ্যেও তো ওষুধ পত্তর খাই। জ্বরজ্বালা সারে। পক্স কি ইনফ্লুয়েন্জা তেও মরিনি। এদের এষুধ খেয়েই। ফলে ভ্যাকসিন পেলেই নিয়ে নেব।
সরস্বতীর হাতে তো হ্যান্ড স্যানিটাই
জার
'মকর' মানে কী? ছাগল, হাঙ্গর, কুমির সব একসাথে?
মা লক্ষ্মীর জাস্ট কিছু করার নেই, ঘট বগলে করে দেখে যাচ্ছেন করোনার কীর্তি, যা আঁকার তাই এঁকেছেন।