এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রঞ্জন | 182.64.***.*** | ১৬ জুলাই ২০২০ ২১:৪১450395
  •  আরে  না না;  এস এম হোক বা পিটি কাউকে মায়াপাতায় চীনে মোবাইলের মত বয়কট ক্যান ? ওঁরা অতীব ভদ্রজন। কাউকে গাল দেন না , অসংসদীয় শব্দ ব্যবহার করেন না । কোন পয়েন্টে তিক্ততার দিকে গেলে এড়িয়ে যাওয়া অন্য কথা , কিন্তু বয়কট?  আরে আমিও তো অনেক সময় গাজোয়ারি এঁড়ে তক্কো করি । উচিত ব্যক্তি আক্রমণ এড়িয়ে বিষয়ে নিবিষ্ট থাকা। ভক্তদের জন্যেও একই কথা । রেফারেন্স দিতে বলুন। ব্যঙ্গবিদ্রূপ বাদ দিয়ে বিষয়ে থাকুন। 'চাড্ডি' কথাটা আমার কেমন লাগে!

  • sm | 2402:3a80:196c:71c8:778:5634:1232:***:*** | ১৬ জুলাই ২০২০ ২১:৩৭450394
  • এসেমের সাথে এনগেজ না করার সাজেশন আগেও দেওয়া হয়েছে তো। প্রতিবারই সবাইকেই একাধিকবার দেওয়া হয়ে থাকে। এসেম, ছাগু, চাড্ডি, পিটি ইত্যদি সবার জন্যেই। তা আর শোনে কজন?

    ---
    হা,হা,হা।এই পোস্ট গুলো পড়লে মনে হয়,এ ব্যাটা আমি বাহ্যে গেলেও, পাহারা দেবার জন্য দাঁড়িয়ে থাকে।--)))
  • S | 2405:8100:8000:5ca1::297:***:*** | ১৬ জুলাই ২০২০ ২১:৩৭450393
  • রঞ্জনদা, এই ধম্মকথার সঙ্গে ক্যাপিটালিজমকে জোড় করে গুলিয়ে সেই সরবত লোককে গেলানোটা রাইট উইঙ্গদের একটা চালাকি। ক্যাপিটালিজম কিন্তু সবরকম ডিসক্রিমিনেশানকে রিজেক্ট করে। সেখানে কিন্তু একটাই ভেক্টর - টাকা। কিন্তু তা করলে তো ত্যানাগো চলবে না। তাই এই জগাখিচুড়ি তৈরী করা হয়। যার প্রতিফলন গণেশ পূজো। সব দেশে আর ধর্মেই আছে। রিলিজিয়ন আর ক্যাপিটালিজম দুটোকেই ভেঙেচুরে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরী করা। আলটিমেটলি স্টেটাস কুয়ো মেইনটেইন করার বদমায়েশি।
  • | ১৬ জুলাই ২০২০ ২১:৩৪450392
  • dc | 103.195.203.5 | ১৬ জুলাই ২০২০ ২০:৫৩
    হে হে এসেমের সাথে তক্কো করা আর পায়রার সাথে দাবা খেলা একই ব্যপার। :-p

    ক্লাইভের ধান্ধা ছিল এদেশ থেকে পয়সা কামিয়ে লন্ডনে পার্লামেন্টের সীট কেনা। দুবার করে এসেছিল। একবারের কামানো পয়সা উনার বুরুদ্ধে আসা অভিযোগ প্যাসিফাই করতে গিয়ে শেষ হয়। ইংরেজরা মুঘলদের ধনরত্ন বৈভব দেখে পাট্টার বদলে দেশটাই পাবার জন্য লোলুপ হয়। মারাঠাদের একটা ফ্যাকশান তাতে সাহায্যও করেছিল। খুব লুজলি এইসব মনে পড়ছে।
  • sm | 2402:3a80:196c:71c8:778:5634:1232:***:*** | ১৬ জুলাই ২০২০ ২১:৩৩450391
  • রঞ্জন বাবু,আমি ঠাকুর এর আর বিদ্যাসাগরের জন্ম ও মৃত্যু সাল দিয়েছি।যদি ঘটনার কোন সত্যতা থাকে তাহলে ঠাকুরের মৃত্যু ১৮৮৬ সালে হয়ে গেছে।

    যদি তাইই হয়,তাহলে ১৮৮৭ সালের আগে ঠাকুর গীতার কথা জানালো কি ভাবে??

    এলেবেলে এর মতে ১৮৮৭ থেকেই গীতার সঙ্গে বাঙালির পরিচিতি।ঠাকুর তো আর উড়িয়া ছিলেন না!? ভেবে দেকুন।--))

  • রঞ্জন | 182.64.***.*** | ১৬ জুলাই ২০২০ ২১:৩৩450390
  • এস,

     ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো স্বতন্ত্র ছিল না, লুঠের মাল ও হিসেবপত্তর ব্রিটেনে পাঠাতে হত । ক্লাইভ সে ব্যাপারেই ঝাড় খেল না?  তাই ভাইসরয় এবং চিরস্থায়ী বন্দোবস্তের চেষ্টা। শেরশাহের রেভিনিউ সিস্টেমকে বদলে দেওয়া?

  • -- | 115.114.***.*** | ১৬ জুলাই ২০২০ ২১:৩৩450389
  • এসেমের সাথে এনগেজ না করার সাজেশন আগেও দেওয়া হয়েছে তো। প্রতিবারই সবাইকেই একাধিকবার দেওয়া হয়ে থাকে। এসেম, ছাগু, চাড্ডি, পিটি ইত্যদি সবার জন্যেই। তা আর শোনে কজন?
  • রঞ্জন | 182.64.***.*** | ১৬ জুলাই ২০২০ ২১:২৭450388
  • @এলেবেলে,

    আপুনি বলিলেন "রঞ্জনবাবু, গীতা থাকবে না কেন? বহাল তবিয়তেই ছিল। শুধু সে অশিক্ষিত ইংরেজের সংস্কৃত জ্ঞানের কৃপাপ্রার্থী ছিল না"।

    --আরে আমিও তাই বলছি। তাহলে এই পয়েন্টে কোন বিতর্ক-বিমর্শ -বাদ-বিবাদ নাই।   আসলে আপনি  ঔপনিনেশিকদের ষড়যন্ত্রের মুখোশ খুলিতে আগ্রহী। কিন্তু আমার ফোকাস ছিল গীতা লইয়া কিছু গ্রুপের অনর্থক বাগাড়ম্বরের মুখোশ খোলা। যাহা বড়েস সঠিক ভাবে বলিয়াছেন।

       @এস, 

                    আসলে হিন্দি বলয়ে একটি সিল্কস্ক্রলে লেখা "গীতাসার" খুব চলে। তাতে দশটি "গভীর" জ্ঞানের কথা লেখা থাকে। সেটি যেখানে সেখানে মিটিং এ দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়। আমার পিত্তি জ্বলে যায় । কারণ ওগুলো গীতায় কোথাও বলা নেই। যেমন, " তুমি কী নিয়ে  এসেছিলে? কী সঙ্গে নিয়ে যাবে ?    কার জন্যে দুঃখ করছ? কী তোমার ছিল?" এইসব  চর্বিতচর্বণ।

     এক মহিলা সহকর্মীকে নিয়ে এক কলিগের সঙ্গে দড়ি টানাটানি হচ্ছিল। তাকে বললাম --ওই গীতাসার দেখ। "আজ যা তোমার হয়েছে, কাল তা অন্য কারও ছিল; আগামী কাল অন্য কারও হবে"। এই হল সার কথা। 

     তারপর কয়েক মাস আমার সঙ্গে কথা বলত না ।

    @বি,

      ওরকম দুটো লাইন আমার হাত দিয়ে বেরোলে গর্বিত হতাম। সব কিছু সবার জন্যে নয় , কি আর করা!

    @ এস এম, 

     কিছু মনে করবেন না , ঠাকুর ওই কথা, মানে দশবার গীতা গীতা করলে 'ত্যাগী' হয়ে যায় বেশ কয়েকবার বলেছেন বটে, কিন্তু আমার গীতা পড়ে এরম মনে হয়নি। এই শ্লোকটি দেখুনঃ

     হতো বা প্রাপ্সসি স্বর্গং জিত্বা তু ভোক্ষ্যতে মহীং ।

    যুদ্ধে মারা গেলে  স্বর্গলাভ হবে, বেঁচে ফিরলে এ ধরায় ভাল করে ভোগ করবে। এর মধ্যে ত্যাগ কোথায়? আজকাল কাসভের মত জিহাদীদেরও কি  একই লোভ দেখিয়ে যুদ্ধ করতে পাঠানো হচ্ছে না? মারা গেলে গাজী হয়ে বেহেস্তে যাবে  আর বেঁচে ফিরলে এ দুনিয়া তোমার!

  • r2h | 2405:201:8805:37c0:241f:1ac1:ee08:***:*** | ১৬ জুলাই ২০২০ ২১:২২450386
  • অকামস রেজার মানে নিষ্কর্মা লোকেদের দাড়ি কামানোর ক্ষুর। এ আর না বোঝার কী আছে।

  • অর্জুন | 223.223.***.*** | ১৬ জুলাই ২০২০ ২১:১৫450385
  • @S, ইন্ডিয়া ব্রিটিশ এম্পায়ারের 'জুয়েল ইন দ্য ক্রাউন' । ইন্ডিয়াতে পোস্টিং পাওয়ার জন্যে ব্রিটিশ অফিসারদের মধ্যে কাড়াকাড়ি পড়ে যেত । তবে এই কলোনিয়াল ডিসকোর্সটা একটা হিউজ সাইকোলজিক্যাল স্টাডিও বটে । অজস্র গবেষণা হয়েছে। হচ্ছে । ভারতকে ইংল্যান্ডে বেশ কিছুটা পপুলার করেছিলেন ইংরেজ মেমরা । স্বামীর সঙ্গে এখানে এসে তারা দেশে আত্মীয়, বন্ধুদের কাছে চিঠি লিখতেন। কয়েকজন স্মৃতিকথা ও ভ্রমণ কাহিনী লিখলেন পত্র, পত্রিকায়। এসব নিয়ে কেতকী কুশারী ডাইসনের বিখ্যাত গবেষণা 'A Various Universe: A Study of the Journals and Memoirs of British Men and Women in the Indian Subcontinent 1765-1856' । ১৮৫৭ র আগে পর্যন্ত । 

    এছাড়া ইউ টিউবে এখন 'জুয়েল ইন দু ক্রাউন' পুরো সিরিজটা অ্যাভেয়লেবেল। দেখতে পারেন। তবে সেটা ১৯৪২- '৪৭, সাম্রাজ্যের শেষ  পর্ব ।

  • S | 2405:8100:8000:5ca1::280:***:*** | ১৬ জুলাই ২০২০ ২১:০৬450384
  • এই সস্তায় জায়্গা কিনে সেটাকে ডেভালাপ করে সেটলমেন্ট তৈরী করাটা একটা পুরোনো ইয়োরোপিয়ান মডেল। খোঁজ খবর নিলে নিশ্চই আরো বহু উদাহরণ পাওয়া যাবে। নিউ ইয়র্ক সিটিও বোধয় ঐভাবেই ডাচরা তৈরী করেছিল। ফলে বাণিজ্যের প্রয়োজনে কোলকাতা কেনা হল, সেতো বটেই। কিন্তু সেটা একটা ডিজাইনের পার্ট, যেটা ইয়োরোপিয়ানরা তার আগে এবং পরে সর্বত্রই ব্যবহার করেছে।

    এই প্রথমে অকেশনাল ট্রেড - তারপর ফুল স্কেল ব্যবসা - সস্তায় জমি কিনে সেটলমেন্ট - দুয়েকটা কনফ্লিক্ট - তারপর কোম্পানির দ্বারা বড় যুদ্ধ জেতা - শেষে এম্পায়ারের কলোনি তৈরী করা এইটার একমাত্র উদাহরণ কোলকাতা বা ইন্ডিয়া নয়।
  • সিএস | 2405:201:8803:bfcd:8dac:f66e:e668:***:*** | ১৬ জুলাই ২০২০ ২১:০২450383
  • সাহেবরা সব কিছুর কাগজপত্র রাখত। কোম্পানীর বোর্ডকে এখান থেকে নিয়ম করে স্ট্যাটাস পাঠাতে হত। ঐ খাজনা বাড়ার সম্ভাবনার কথা সেরকম চিঠিতেই আছে। স্কীমটা বুঝতে গেলে সেসবই দেখতে হবে, কোম্পানীর ইতিহাস নিশ্চয় লেখা হয়েছে, সেখানে থাকবে হয়ত।
  • সিএস | 2405:201:8803:bfcd:8dac:f66e:e668:***:*** | ১৬ জুলাই ২০২০ ২০:৫৬450382
  • আর আমেরিকায় নেটিভদের থেকে জমি কেনার সাথে সেখানে তিনটে গ্রাম কেনাকে এক করে ফেলা যায় ? সেখানে নয় ঠকানো, এখানেও তাই নাকি ? এখানে কী সেরকমভাবে নেটিভদের থেকে নেওয়া হয়েছিল ? গ্রাম তিনটির ইজারা তো নিতে হয়েছিল নবাবের থেকে, হ্যাঁ সস্তা পড়েছিল, ষোল হাজার টাকায় বাংলায় বাণিজ্যের সুবিধে হয়েছিল কোম্পানী, গ্রাম তিনটের জন্য পনেরোশ মত। কিন্তু জমিদাররা প্রথমে সেসব মানতে চায়নি, নবাব আবার ইংরেজ পক্ষ নেয়, জমিদাররা নবাবের নামে সম্রাটের কাছে নালিশ করে, ক্রমশঃ মিটমাট হয়। ইংরেজদেরও ঐসব গ্রাম কিনে কী লাভ হল, না সুতানুটি বাণিজ্য কেন্দ্র যা ছিল তার অবস্থা ভালো ছিল না, অতএব তার আয়বৃদ্ধির জন্য গ্রামের ইজারা নেওয়া, বছরে দুই- আড়াই হাজার খাজনা পাওয়ার সম্ভাবনা।

    তো এরকম সব ব্যাপার ঘটে। এ সবের মধ্যে ইংরেজদের বড় স্কীম বুঝব কী করে যদি না আজকের দৃষ্টি দিয়ে একরকমের conjecture না করি।
  • dc | 103.195.***.*** | ১৬ জুলাই ২০২০ ২০:৫৩450381
  • ইয়ে এলেবেলেকে একটা কথা বলি যদি কিছু মনে না করেন। দুয়েকদিন আগে একটা টইতে ভারি ইন্টারেস্টিং আলোচনা হচ্ছিল বায়োলজি, গ্র্যাভিটেশনাল কোল্যাপ্স, এনট্রোপি ইত্যাদি নিয়ে। সেখানে অকামস রেজরের প্রসঙ্গও এসেছিল আর sm এমন কিছু পোস্ট করেছিলেন যাতে পরিষ্কার হয়ে গেছিল যে অকামস রেজরের কনসেপ্টটাই উনি বোঝেন নি। কিন্তু আমি sm এর সাথে এনগেজ করিনি কারন ওভাবে তর্ক করা বৃথা। নিজের যেটুকু লেখার ছিল পোস্ট করেছি। যদি চান তো এরকম চেষ্টা করে দেখতে পারেন ঃ-)
  • S | 2405:8100:8000:5ca1::279:***:*** | ১৬ জুলাই ২০২০ ২০:৫০450380
  • @সিএস, জানিনা এভিডেন্স সেভাবে পাওয়া যাবে কিনা। হয়ত মিটিং করে মেমো লিখে এসব হয়নি। আর মিটিং হলেও নিশ্চই তার প্রমাণ কেউ রাখবেনা। আমার একটাই এভিডেন্স রয়েছে। সেটা হল যে ইন্ডিয়াতে যা যা হয়েছে, সেরকম (সিমিলার, নট সেম) কাজকর্ম অন্য জায়্গাতেও হয়ে গেছে তার আগেই। বোথ বাই কোম্পানি এবং ব্রিটিশ এম্পায়ার।

    ইন্ডিয়া বহুদিন ধরেই ইয়োরোপীয়ানদের কাছে খুব অ্যাট্রাক্টিভ ডেস্টিনেশান ছিল। মশলা আর তন্তু দুটই পাওয়া যায়। ইন্ডিয়ার বৈভবের কথাও বহু শতাব্দী ধরে ফোকলোরের মতন ইয়োরোপে ছড়িয়ে ছিল। আর অ্যান্সিয়েন্ট ম্যাপ ট্যাপ কিন্তু ইয়োরোপিয়ানদের হাতেও ছিল। সেগুলোতে কিন্তু ইণ্ডিয়ার সাইজ শেপ খুব ইমপারফেক্ট নয়।
  • sm | 2402:3a80:196c:71c8:778:5634:1232:***:*** | ১৬ জুলাই ২০২০ ২০:৪৬450379
  • এলেবেলে স্যার উবাচ --

    কিন্তু গীতার সৃষ্টি হয়েছে ১৩৩ বছর আগে এটা এই মুহূর্তে বিস্তৃত পড়াশোনা না করে একেবারে মানতে নারাজ ।
    --
    আর খোদ মহেন্দ্রনাথ দত্ত লণ্ডনে বিবেকানন্দ গ্রন্থে লিখছেন '১৮৮৭ সাল পর্যন্ত বাংলাদেশে গীতার বিশেষ প্রচলন ছিল না।' বিবেকানন্দের উৎসাহে হরমোহন মিত্র কালীপ্রসন্ন সিংহের মহাভারত থেকে গীতা অংশটি আলাদা করে নিয়ে মূল ও বঙ্গানুবাদ সমেত ছাপাতে শুরু করেন। 'তাহা হইতে বাংলাদেশে গীতার খুব প্রচলন হইল এবং লোকে সাগ্রহে পড়িতে লাগিল।' সে হিসাবে আমরা গীতা পড়ছি মাত্র ১৩৩ বছর।
    ******
    খুব ভালো কথা।প্রথমেই বিদ্যাসাগর এর জন্ম ও মৃত্যু সাল ভালো করে দেখে নেবেন।

    বিদ্যাসাগর (১৮২০ -১৮৯১)এর মাস্টার মশাই প্রেমচন্দ্রে র গপ্পো। অবপ থেকে নেওয়া।
    ---

    সেই সময়ে বেশ কয়েক জন ইংরেজ সংস্কৃত শিখতেন। তাঁদেরই এক জন ছিলেন সংস্কৃত কলেজের প্রিন্সিপাল কাউয়েল। তিনিও সংস্কৃত শিখতে প্রেমচন্দ্রের সাহায্য নিতেন বলে শোনা যায়। প্রাচ্য শিক্ষা ব্যবস্থায় প্রগাঢ় পণ্ডিত এই মানুষটি পাশ্চাত্যের শিক্ষা ও সংস্কৃতির প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। শোনা যায় কলুটোলার কৃষ্ণমোহন মল্লিক, প্রেমচন্দ্রের কাছে ভাগবত গীতার পাঠ নিতেন।
    https://www.anandabazar.com/editorial/few-things-to-know-about-ishwar-chandra-vidyasagar-s-teacher-1.1087487

    রামকৃষ্ণ (১৮৩৬-১৮৮৬) ও বিদ্যাসাগরের (১৮২০- ১৮৯১)কথোপকথন।

    এবার প্রশ্ন করলেন বিদ্যাসাগরকে, গীতার অর্থ কী ?
    কী বলবেন বিদ্যাসাগর ? গীতার অর্থ এককথায় বলা যায়? চুপ করে থাকলেন বিদ্যাসাগর |
    বললেন শ্রীরামকৃষ্ণ, গীতার অর্থ দশবার 'গীতা' বলতে যা হয় তাই | দশবার 'গীতা' বলতে গেলে গেলে ত্যাগী হয়ে যায় |
    গীতার শিক্ষা হল, হে জীব সব ত্যাগ করে ভগবানকে লাভ করার চেষ্টা করো |

    https://m.dailyhunt.in/news/india/bangla/biswa+bangla+sangbad-epaper-bbsam/133+bachar+aage+ishbarachandr+bidyasagarer+sangge+shri+ramakrishn+paramahansadeber+sakshatakar-newsid-97184382
  • sm | 2402:3a80:196c:71c8:778:5634:1232:***:*** | ১৬ জুলাই ২০২০ ২০:০৩450377
  • এলেবেলের হাইপোথিসিস টা ভয়ানক জম্পেশ।বাংলায় যাকে বলে মার্ভেলাস!

    প্রতিপাদ্য --এক,রামমোহন,বিবেকানন্দ,বঙ্কিম,বিদ্যাসাগর,রবীন্দ্রনাথ সবার মধ্যে একটাই মিল। সেটা হলো গিয়ে বিদেশী প্রভুদের আনুগত্য স্বীকার করা।এঁরা হলো গিয়ে একদল পাপেট।যাঁরা ইংরেজদের চালবাজি বুঝতে পারে নি। এঁদের দিয়ে ইংরেজরা যা খুশি করিয়ে নিয়েছে।

    দুই,ইংরেজরা যা কিছু করেছে সব নিজেদের স্বার্থে।নেটিভদের আছোলা দেওয়ার জন্য।

    এমনি করেই,বিধবা বিবাহ চালু হয়,সতীদাহ রোধ হয়,বাল্য বিবাহ বন্ধ হয়। তো,প্রিয় ভারতবাসী কে বাঁশ দেবার জন্যই যদি ইংরেজরা এসব ফালতু আইন পাশ করে, তো খারাপ কি করলো??

    আর ,তাদের অনুগত রামমোহন,বিদ্যাসাগর এঁরাই বা কি অন্যায় করলো!?

    অপেক্ষা করুন আরো নতুন থিওরি আসিতেছে।

    প্রযত্নে বাবু,শ্রীযুক্ত এলেবেলে বিদ্যালঙ্কার।

  • aka | 162.44.***.*** | ১৬ জুলাই ২০২০ ১৯:৫৯450376
  • আর পশ্চিমী ফিলজফিতে আধ্যাত্মিকতা প্রচূর। মার্কেট ইকনমিতে নেই। মার্কেট ইকনমি মানুষকে সেলফ সেন্টারড করেছে, ক্রমাগত লোভ আর ভয় একসাথে দেখিয়ে আজ ফার ফ্রম সিরিনিটি। আর মার্কেট ইকনমিকে কাউণ্টার করতে যে মার্ক্স তিনিও আল্টিমেটলি সেই ব্যবহারিক দুনিয়ারই কাউন্টার করলেন স্পিরিচুয়ালিটি বা মানুষের মানসিক উৎকর্ষতা, শান্তি সেসব গোল্লায়।

    তবে ন্যাচারাল ট্রান্জিশন হবেই। ভাবছি বড়েসের সাথে এই নিয়ে একটা পেপার লিখব।
  • সিএস | 2401:4900:104c:ab01:5885:b0fa:23e2:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৯:৪৮450375
  • S, আপনার দুটো বাক্য নিয়ে।

    "তারা আগেই ভেবে নিয়েছিল যে ভারতকে একদিন বাগে আনতে হবে।"

    ইংরেজরা ভারতে এলো আকবর না জাহাঙ্গীরের সময়ে, সুরাত আর কোথায় কোথায় ট্রেডিং পোস্ট, সম্রাটদের ধরে করে ব্যবহার সুবিধে জোগাড়, ক্রমশঃ জোর বাড়লে অন্য বেশী শক্তিদের সাথে লড়াইয়ের জন্য সৈন্য রাখা ইত্যাদি। আমার ঠিক জানা নেই এর মধ্যে কোন সময়ে ভারত দখলের কথা তাদের মাথায় এসেছিল। দেশটা কত বড় কী ব্যাপার সে সম্বন্ধে ধারণা ছিল কিনা সন্দেহ আছে। সে ইচ্ছে তাদের থাকলেও পারে কিন্তু সেরকম প্রমাণ দেখাতে পারলে মেনে নেওয়া যায়, ইতিহাস তো প্রমাণ দাবী করে।

    তারপর লিখেছিলেন যে সিরাজকে তাদের হারাতে হয়েছে কারণ সাম্রাজ্য তৈরী করাই তাদের প্ল্যান। কিন্তু সিরাজের সাথে তো ঝামেলা হচ্ছে ফারুখশিয়র না কার দেওয়া সনদ নিয়ে যা দিয়ে সাহেবরা বাঙলায় বাণিজ্য করতে পারবে কিন্তু সিরাজ সেটা মানবে না। এরকম ঝামেলা কিন্তু বিভিন্ন সময়েই হয়েছে, জোব চারনকের কলকাতা চালিয়ে আসা তো এরকম ঘটনা ধরেই, ব্যবসা করা নিয়েই। তো সিরাজের সাথে ঝামেলা অন্য আরো লোকজনেরই হচ্ছে, সেসবের মধ্যে ক্লাইভ ইত্যাদির জড়িয়ে পড়া। কিন্তু সেসবের মধ্যে দিয়ে আসলে সাম্রাজ্য বিস্তারই তাদের লক্ষ্য ছিল সে ব্যাপার নিস্চিত হতে গেলে আরো তথ্য লাগবে বলে মনে করি, যদিও অন্য দেশে একই সময়ে বা আগে সেরকম ঘটে থাকে।

    তা বলে কী তারা ক্রমশঃ ক্ষমতা বাড়াতে চায়নি, করেছে তো, ভারতের বিভিন্ন জায়গায় রাজশক্তি দুর্বল হলে তার সুযোগ নিয়েছে, কিন্তু বোঝার চেষ্টা করছি সেটা ঠিক কীভাবে হয়েছিল।
  • b | 14.139.***.*** | ১৬ জুলাই ২০২০ ১৯:৪২450374
  • গীতাসার----------
    হেহেঁ রঞ্জনদা (১৮ঃ১৬), নিজমুখে কি করে বলি, তবু বহুদিন আগে একটা কবিতা লিখেছিলাম তার শেষ দুটো লাইন এরকম ছিলো

    ফেরবার পথ রুদ্ধ। প্রতিহারী জ্ঞান, কর্মঃ আদিম নিষাদ,
    তবু কেন ফিরে আসে ভোরের স্বপ্নের মতো অর্জুনবিষাদ
  • Apu | 2401:4900:3146:605a:a599:7d34:1af5:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৯:৩৮450373
  • :))))))))))))))))))))))))

  • এলেবেলে | 202.142.***.*** | ১৬ জুলাই ২০২০ ১৯:৩০450372
  • আচ্ছা, হুতোকে কথা দিয়েছিলাম কিন্তু কয়েকজনের জন্য তার সামান্য খেলাপ করতে হল। আশা করি তাতে হুতো কিছু মনে করবেন না।

    -দি এবং বড়েস আপনাদের সদুপদেশ শিরোধার্য করার চেষ্টা করব। আসলে এনগেজ হলে শুনতে হয় "অপরীসীম ঔদ্ধ্যত্য" [বানান অপরিবর্তিত], ইগনোর করলে 'গোলপোস্ট নিয়ে পেইল্যে যাওয়া'। ফলে শাঁখের করাতের হাল আমার! তবুও চেষ্টা করব।

    অর্জুন, গীতারহস্য ফাঁস হবে রামমোহনের সময়ে। তার আগে নয়। ততদিন আপনি রিসার্চ চালিয়ে যেতে থাকুন। নতুন কিছু পেলে আমাকে জানাতে ভুলবেন না।

    রঞ্জনবাবু, গীতা থাকবে না কেন? বহাল তবিয়তেই ছিল। শুধু সে অশিক্ষিত ইংরেজের সংস্কৃত জ্ঞানের কৃপাপ্রার্থী ছিল না। ওয়ারেন হেস্টিংস যখন সে বই কোম্পানির পয়সায় লন্ডন থেকে ছাপাচ্ছেন, তখন তাঁর মনোভাব এইরকম --- [Hastings] 'had to modify and adapt the old to fit English ideas and standards. He had to produce a piece of machinery that English officials could operate and English opinion tolerate … to graft Western notions and methods on to the main stem of Eastern Institutions.’ না এটা নেট ঘেঁটে পাওয়া রেফারেন্স নয়, খোদ হেস্টিংস-এর জীবনীকার A. M. Davies-এর বয়ান। মানা বা না মানা আপনার ব্যাপার।

    বিবেকানন্দ যেটা করেছিলেন সেটা হল মূল সংস্কৃত টেক্সট ও কালীপ্রসন্ন গদ্যানুবাদের কম্পাইলেশন। সেখানে উইলকিন্স নেই।

    এমনিতেই পাতি ডেস্কটপ ঠকঠকিয়ে পোচ্চুর টাইপ করতে হচ্ছে, আর তক্কে কাজ নেই। আমি ফের শীতঘুমে গেলুম।

  • S | 2405:8100:8000:5ca1::235:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৯:২৮450371
  • আমি ম্যানেজমেন্টের ব্যাপারে টেক্সটবই আর অ্যাকাডেমিক পেপার ছাড়া কিছু পড়িনা। বাকীসব রাবিশ মনে হয়।
  • aka | 162.44.***.*** | ১৬ জুলাই ২০২০ ১৯:১১450369
  • তা কেন? সার্ভেন্ট লিডার্শিপ ক্রমে আসিতেছে।
  • de | 59.185.***.*** | ১৬ জুলাই ২০২০ ১৯:০৬450368
  • একটা ভুল হয়ে গেছে এখানে।

    আমার অ্যাডমিন কে অনুরোধ আমার ১৮।৩০ প্লিজ মুছে দেওয়া হোক। আমার অন্য একটা মেল ভুল করে এখানে পোস্ট হয়ে গেছে!

    ভেরি সরি!
  • S | 2405:8100:8000:5ca1::234:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৯:০২450367
  • ওটা আইওয়াশ না বলে হগওয়াশও বলা যায়।
  • S | 2405:8100:8000:5ca1::293:***:*** | ১৬ জুলাই ২০২০ ১৮:৫৯450366
  • @রঞ্জনদা, এই গীতা পড়ে ম্যানেজমেন্ট করো, এটা শাইনিং চাড্ডীরা ছড়িয়েছে বাজপেয়ির আমলে। যদুপুরের একটা অনুষ্ঠানে তথাগত রায়ও এইকথা বলেছিলেন। তখন আসলে এখনকার মতন ব্যাদে সবই আছে এইসব হাস্যকর উগ্রবাদ চলতো না, তাই সফ্ট হিন্দুত্ব খেলতো। ইন্ডিয়ানদের মধ্যে গীতার পজিশান অনেকদিনই একটু প্রিমিয়াম। যেটা এলেবেলে ইঙ্গিত দিয়েছেন। সেইটাকেই ব্যবহার করে শিক্ষিত হোয়াইট কলারদের মধ্যেও চাড্ডীবাদ ছড়ানোর চেস্টা।

    আমি ম্যানেজমেন্ট যেটুকু পড়েছি, দুটো ব্যাপার বলি। ফিল্ডটা আদ্যপান্ত পশ্চিমী ফিলজফি। আধ্যাত্ম্যিক কোনও ব্যাপারই নেই (ভানুর ডায়লগটা মনে করুন)। এইযে এথিক্স, সোশাল রেসপনসিবিলিটি ইত্যাদি এখন ঢোকানো হচ্ছে - এগুলো সব আইওয়াশ। আল্টিমেটলি একটাই লক্ষ্য - ইনভেস্টারের জন্য টাকা বানাও। এই কারণে বহু ইন্ডিয়ান কোম্পানিগুলো এমবিএদের নিয়ে হিমসিম খায়। একগাদা পয়সা মাইনে দেয়, অথচ এদের দিয়ে ঠিক কি করাবে সেটাই বুঝে উঠতে পারেনা। কারণ আমাদের সমাজ বা অর্থনীতি এখনও সেই ভাবে সাজানো হয়নি। হচ্ছে, কিন্তু এখনও অনেক দেরী আছে।

    আরেকটা জিনিস বুঝেছিলাম যে লোকে ম্যানেজমেন্ট না পড়ে যেটাকে ম্যানেজমেন্টের পড়াশুনা ভাবে, আসলে সেটা তার থেকে বহু বহু দূরে। ফলে গীতা পড়ে ম্যানেজমেন্ট করো বললে, সেটা গীতা বা ম্যানেজমেন্ট দুটোর কোনোটারই সঠিক অ্যাপ্রিসিয়েশান হয়না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত