ওটা ইয়ে মেরি ফ্যামিলি
হতো, ইয়ে মেরি জিন্দেগী দেখো। সিরিজ। আমাদের ছোটবেলা
তোমার টাও আমাদের মধ্যে ভরে নিলাম:))
দুকুর ঠাউর পো দেখি নাই। অন্য একটা শুরু করেছিলাম
হুরি বাবা
হৈ চৈ নামের এক বাংলা অ্যাপ আছে। তাতে কিছু ওয়েব সিরিজ আছে।
মা গো মা আ আ
আজ্জো না দেখে থাকলে দেখো। নীতু কেন যে অভিনয় করেন না কে জানে! খুবই শক্তিশালী অভিনেত্রী
হুতো, দো দুনি চার বলে নেটফ্লিক্সে একটা মুভি আছে। ঋষি কাপুর আর নীতু সিং এর।
দিব্যি ছবি। ফুরফুরে মেজাজে দেখে ফ্যালো।
*করা
এস,
অনেক ধন্যবাদ, কোলাকুলি। সরি ভার্চুয়ালি। সামাজিক দূরত্ব বজায় রেখে।
আমার খালি মনে হচ্ছে 'জীবন এত ছোট ক্যানে'? চারদিকে বন্ধুবান্ধব এবং আত্মীয়পরিজন আস্তে আস্তে এই দুনিয়ার মায়া কাটিয়ে চলে যাচ্ছে। মাঝে মধ্যে হতাশ হতাশ লাগে। এখানে এসে আড্ডা দিয়ে চিমটি কেটে এবং এঁড়ে তক্কো করে অক্সিজেন পাই , তাই আসব ।
খালি মনে হয় কত কিছুই পড়া হয়নি। এখন সমানে পড়ছি, তাই মায়াজালে কম আসি।
@অর্জুন,
গীতা প্রেস নিয়ে অক্ষয় মুকুলের ইংরেজি বইটির গতবছর ভাল রিভিউ বেরিয়েছিল--সম্ভবতঃ বিজনেস স্ট্যান্ডার্ড বা ইন্ডিয়ান এক্সপ্রেসে।
@ দে,
"বাড়িতে ঢুকতে না পেরে মুম্বই পুরসভা আপাতত রেখার লালারসের জন্যই অপেক্ষা করে রয়েছে। " :-)))
--- কোন কথা হবে না।
এলেবেলে,
এই জয়ন্তানুজ বন্দ্যোপাধ্যায় কি ১৯৬৮-৬৯ সালে বিজয়গড় থেকে প্রকাশিত ডেমোক্র্যাসি পত্রিকা সম্পাদনা করতেন?