অনেক কটা প্রবন্ধ লেখার মালমশলা নেই, কিন্তু এক কথা বারবার বলে যেতে হবে, মাঝে সুতোর মতো একটা ছন্নছাড়া গল্প থাকবে বক্তৃতাগুলো গেঁথে নিতে - শরৎ চাটুজ্জের শেষ প্রশ্ন। তবে হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা প্যানডেমিক দেখিয়েছেন।
1 | ১৬ জুন ২০২০ ২২:১৮
Not confirmed yet. BBC says 3
however 5 corona virus been sanitised forever
সুশোভন সরকারের বইটি সম্পর্কে সহমত। বইটা এখন আর পড়া যায়না ।
অনেক ভাল কাজ হয়েছে তার পরে। অমলেশ ত্রিপাঠীর বইটিও খুব ভাল।
পলাশি - অনেক আগেই রেফার করা হয়েছে রজতকান্ত রায়, তপনমোহ্ন চট্টোপাধ্যায়, সুশীল চৌধুরী।
সুকুমার সেন - রবীন্দ্রনাথের পরে কেউ কবিতা লিখেছেন বলে উনি বিশ্বাস করতেন না।
সুধীর চক্রবর্তী - বাউল ফকির কথা কিংবা বলাহাড়ি সম্প্রদায় নিয়ে উনি অথরিটি, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে নয়।
সুশোভন সরকার - পার্টিকর্মীদের জন্য লেখা মানেবই। একটা ফুটনোট ছাড়া বাকি বইটায় সারবস্তু কিছু নেই।
পলাশীর যুদ্ধ সম্পর্কে খানিক বিস্তারিত জানতে চাই..
সহযোগিতা করার জন্য কেউ আছেন...
না,না ভুল বুঝছেন ,রাদার আমার বোঝানোয় ভুল হয়েছে।বলছি, ইউ এস এর অন্যান্য অঞ্চল গুলো তে ছড়াচ্ছে। মোট নতুন কেস ও ডেথ টোল কিন্তু কমতির দিকে। মোদ্দা কথা, ইউএস এ তে ডেক্সামেথাজন আদৌ ইউজ করা হয়েছে কি না।হলে ওরা কিরকম এফেক্ট পেয়েছে?খুব সস্তার ও পুরোনো ঔষধ।পার ডে পাঁচ টাকার কম খরচ।
খুব ভালো খবর তো বটেই।প্রথম থেকেই ইউজ করলে ইউ কে তে পাঁচ হাজার প্রাণ বাঁচতো,ক্লেম করছে।আসল জিনিষ হলো ইউ এস এ তে ইউজ করছে কি না? তাহলে চিত্রটা আরো পরিষ্কার হবে। ওখানে ডেথ টোল সাংঘাতিক আর সংক্রমণ অন্যান্য অংশ গুলোতেও ছড়াচ্ছে।
ভুল বললাম। chaste form বলা হয়েছে তার আগেই। অর্থাৎ এক্ষেত্রে ভালগার মানে যৌনগন্ধীই। কিন্তু তাও শুধু স্পেকট্রাম বোঝাতে চেয়েছেন মনে হল।
কিন্তু ভালগার কলোক্যুয়াল ইডিওম ঠিক নাকউঁচুপনা মনে হল না তো। একটা স্পেকট্রাম বোঝাতে চেয়েছেন যার একদিকে বিদ্যাসাগরের প্রায় সংস্কৃত গদ্য ও অন্যদিকে টেকচাঁদের গদ্য। ভালগার শব্দটা ব্যবহার হয়েছে প্রকৃত অর্থে। ভালগার মানে বোধায় সাধারণ বা অনভিজাত , রাজারাজড়ার ব্যাপার নয়।
@b তাহলেই বুঝে দেখুন । :-(
'The flowering of the renaissance began' !! রেনেসাঁ কি ? কেন? এসবের ভিতরে না গিয়েই ঢুকিয়ে দিলেন রেনেসাঁর কথা !