উত্তরের অলিগলি খসে যাওয়া দেওয়াল মোরে গল্প শোনায় পায়ে পায়ে হাঁটি ফিরে ফিরে আসি মোরে স্বপ্ন দেখায় বৈশাখের তপ্ততায় আমি দাঁড়িয়ে থাকি উত্তরের অপেক্ষায় ... ১৪ই বৈশাখ ১৪৩১ ... ...
অরিন্দম সরকার এর কলমে...নু* যখন শনাক্তকরণের চিহ্ন - পাঠপ্রতিক্রিয়া কলেজ স্কোয়্যার থেকে কেনার সময় নামকরণ দেখে ধাক্কা লেগেছিল। কিন্তু সৈকত বন্দোপাধ্যায়ের লেখার সঙ্গে চেনা থাকায় কিনেছিলাম। বইয়ের নাম একটু অন্যরকম হতেই পারত। হলে হয়তো ভালই হত। এই নাম অচেনা লোকের পড়তে বাধা হতে পারে। উল্টোদিকে নামকরণের পক্ষে বলা যায় যে বিষয়বস্তু বেছে নেওয়া হয়েছে তার জন্য অন্য কোনো নাম ভাবা শক্ত। হয়তো লেখক ধাক্কা দিতেই চেয়েছেন। নামকরণ ছেড়ে যদি বিষয়বস্তুতে আসি ... ...
শ্রেয়া দাস এর কলমে... বই: রসিকার ছেলে লেখিকা: প্রতিভা সরকার প্রকাশনা: গুরুচন্ডালি প্রতিভা সরকারের রসিকার ছেলেকে ফিকশন বলে দাগিয়ে দেওয়ার দুঃসাহস বোধয় করা যায়না। লেখিকা তাঁর লেখার মাধ্যমে আমাদের এক রূঢ় বাস্তবের কাঠগোড়ায় দাঁড় করান। সেই বাস্তবে যেরকম বছর আষ্টেক আগের রোহিত ভেমুলা আছেন, সেইরকম হালফিলের আয়ুশ আসনা ও অনিল কুমারও আছেন। এই মৃত্যুমিছিলের যেন কোনো শেষ নেই। প্রতিভার গল্পের তাই ... ...
ঘরের কোণে জমে থাকা ঝুলব্যাগের মধ্যে জমে থাকা টিকিটআরো কত কিছুর এদিক সেদিক বিলতবুওহেঁটে আসা পথ পুনরায় হেঁটে যেতে হয় এইরকম আরও কত কিছু ফেলে এসেও কিফেলে দেওয়া যায়!টুকরো টুকরো মুহূর্তকুঁচি কুঁচি করে ছিঁড়েফেলে দেওয়া যায় না এখনোএই ফাইভ জী যুগে! ... ...
আগরতলা বইমেলায় গুরুচণ্ডাঌ 'র বই পাবেন উবুদশ-এর স্টলে। স্টল নম্বর - এম ৪৫।মেলা চলবে ৫ মার্চ, ২০২৪ পর্যন্ত। ... ...
কি দারুন তার অলংকারকি ভীষণ সত্যি হয় মিথ্যা!হ্যাঁ সত্যির চেয়েও কিঞ্চিৎ বেশি যেন - প্রতিটা অক্ষরে, প্রতিটা পলেকি তুমুল সত্যি জড়িয়ে ধরেমিথ্যার আলিঙ্গনে। বসন্তের গুটির মতো ছেয়ে যায়সারা শরীর জুড়েতবুও বসন্ত ঘিরে রাখে। কি দারুন আভাময়কি প্রবল শক্তিশালী মিথ্যামিথ্যা জেনেও , সত্যি বলছিমানতে পারি না মিথ্যা।। শহরের মাঝপথে দাঁড়িয়েদেখতে থাকি সত্যি সত্যি কত মিথ্যে মুহূর্তপার করে চলেছে গ্রীন সিগন্যাল! ... ...
আগামীকাল ১০ই ফেব্রুয়ারি বের্টল্ট ব্রেখট স্মরণে এক সন্ধ্যা নিয়ে হাজির হচ্ছি #শামিয়ানা তে, আড্ডা গান নাটক বই সম্ভার নিয়ে সন্ধ্যা ৬টা থেকে।চলে আসুন গড়িয়াহাট থানার পাশে ডোভার গেস্ট হাউস এর ছাদ প্রাঙ্গণে...প্রবেশ অবাধ, সহযোগিতা ঐচ্ছিক গুরুচন্ডা৯ এর নানান বই থাকছে সংগ্রহ করতে চলে আসুন।.. যোগাযোগ ৭০০৩৩১৫৭৩৯গুর ... ...
ঢালাইয়ের নিচে চাপা পড়া লাল মাটির কান্না ভেসে আসেআমি শুনতে পাইনাটগবগিয়ে হেঁটে চলে যাই হাটে। ঝুমকো, কালামকারি, আজরখহরেকরকম বাহারে মশগুল হয়ে যাইদরদাম করতে গিয়ে কি আর খেয়াল থাকেঅজয়ের বালি কোথায় যাচ্ছে!কোপাইটাও কেমন জলহীন; তাতে কিকোমর দুলিয়ে আমিও হিরোইন এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিআর ঘুরে দেখা হয়নারোদচশমা ঢেকে রেখেছেবড়জোর এক দু হাত বাকি দেওয়ালের সাথে ... ...
যে যে কারণে এখনো এ শহর টেনে রাখে প্রচন্ড রেগে গিয়েও যে যে কারণে ফিরে আসি এ শহরে পাখিদেরও বাসা নেই আর আমরও বাসা নেই এ শহরে; ছায়া নেই আর। দেখে বেড়াই শহরের হাড় পাজোর ... ...
অধিকার! এ এক বিষম বিষয়। আমরা ভাবি এই তো পেয়ে গেছি বুঝি! কিন্তু শত যুদ্ধেও তা পাওয়া যায় না, যুদ্ধে হার আর জিৎ এর মাঝে পরে থাকে শুধুই ক্ষত। এই যেমন ধরুন, কোটি কোটি বছর ধরে মনুষ্য নামক প্রাণী চেয়ে আসছে এ বসুন্ধরার অধিকার;ঠিক যেমন (কিছু)পুরুষ চায় নারী শরীরের অধিকার। এ এক অনন্ত বৃথা ... ...