@আতোজ, আপনি যেসব ঐতিহাসিক চরিত্রদের নাম বললেন, তাঁদের জন্ম দিবস খুঁজে বের করে এক একজনের জন্মদিন যদি তাঁদের জীবনের কর্মকাণ্ডের সঙ্গে মিলিয়ে এক একটি দিবস ঘোষণা করা যায় তাহলে কার ভাগে কি ফেলবেন ?
যেমন ধরো নেহেরুর জন্মদিন শিশু দিবস, রাধাকৃষ্ণানের জন্মদিন শিক্ষক দিবস, সেই রকম।
'কাই পো চে' তে উগ্র হিন্দুত্ববাদীদের দিকটাই তুলে ধরা হয়েছিল। তিন বন্ধুর গল্প। তিন জনেই ক্রিকেট পাগল এবং ক্রিকেট নিয়ে জীবনে কিছু করতে চায় ! শেষমেশ একটা স্পোর্টস একাডেমী খুলে ফেলে তিন জন। গুজরাতে নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রীত্বের সময় ধীরে ধীরে যে ধর্মীয় উন্মাদনা বাড়তে থাকে, মুসলমান সম্প্রদায়ের সামাজিক অবস্থা সঙ্গিন হয়ে পড়ে সেটা খুব স্পষ্ট দেখানো হয়েছিল। কিন্তু এই তিন বন্ধুর একজন আসতে আসতে তার প্রভাবশালী বিজেপি (দলের কথা উল্লেখ করা হয়নি) নেতা মামার কবলে পড়তে থাকে এবং গোধরার সেই ট্রেনে বাবা, মা'কে হারিয়ে এক উগ্র হিন্দুত্ববাদী নেতায় পরিণত হয়। এদিকে সুশান্ত একটি মুসলমান ছেলের ক্রিকেটে ট্যালেন্ট দেখে তাকে বিনা পয়সায় গ্রুম করে তোলে ।
গুজরাতের ভূমিকম্পও দেখানো হয়েছিল। 'কাই পো চে' ২০০০ পরবর্তী ভারতের একটা বাস্তব সম্মত গল্পয়ালা ছবি।
চেতন ভগতের বইয়ের অবলম্বনে সেটা জানতাম না।
চেতন ভগতের দুটি বই পড়েছিলাম বহু আগে।
এইযে Atoz স্যার
এখানে সব পাবেন
অনলাইন জন্মনিবন্ধন যাচাই
জন্মের পর সরকারি খাতায় প্রথম নাম লেখানোই জন্ম নিবন্ধন। একটি শিশুর জন্ম নিজ দেশকে, বিশ্বকে আইনগতভাবে জানান দেয়ার একমাত্র পথ জন্মের পর জন্মনিবন্ধন করা। নবজাতকের একটি নাম ও একটি জাতীয়তা নিশ্চিত করতে এটি হচ্ছে প্রথম আইনগত ধাপ। জন্ম নিবন্ধন প্রতিটি শিশুসহ বয়স্কদেরও একটি অধিকার। এটি নাগরিক অধিকারের পর্যায়ে পড়ে। পৃথিবীতে একটি শিশু জন্মানোর পর রাষ্ট্র থেকে প্রথম যে স্বীকৃতি সে পায় সেটি হলো জন্ম নিবন্ধন। দেশের অন্যান্য নাগরিকের সাথে সে সমান অধিকারে এক কাতারে সামিল হয় এই জন্ম নিবন্ধনের মাধ্যমে। প্রথম জন্ম নিবন্ধনের অধিকার জাতিসংঘের শিশু সনদে (Convention on the Rights of the Child - CRC) স্পষ্ট উল্লেখ আছে। জন্ম নিবন্ধনের মধ্যদিয়ে একটি শিশু একটি ‘নাম’ লাভ করে যা সারাজীবন তাকে একটি পরিচিতি দেয়। জন্ম নিবন্ধনের মাধ্যমে একটি শিশু প্রথম নাগরিকত্বও লাভ করে।
জন্মসনদ অত্যাবশ্যকীয় করার লক্ষ্যে সরকার নতুন করে জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন ২০০৪ প্রণয়ন করে। জাতীয় পরিকল্পনা প্রণয়ন, সুশাসন প্রতিষ্ঠা, শিশু অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে আইনটি ৩ জুলাই. ২০০৬ থেকে কার্যকর করা হয়েছে।
জন্ম নিবন্ধন আইনে বলা হয়েছে, বয়স, জাতি-গোষ্ঠি, ধর্ম-কিংবা জাতীয়তা সকল নির্বিশেষে বাংলাদেশে জন্ম গ্রহণকারী প্রত্যেকটি মানুষের জন্য জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্মনিবন্ধন প্রক্রিয়া শেষে জন্মনিবন্ধন কর্তৃপক্ষ নিবন্ধনকারীকে একটি সার্টিফিকেট দেবেন। সরকার ইতোমধ্যে আন্তর্জাতিক জন্মনিবন্ধন কৌশল প্রণয়ন করেছে যা চলতি ২০১০ সালের শেষ নাগাদ চূড়ান্ত হয়ে যাবে।
একজন ব্যক্তির জন্ম নিবন্ধন হয়েছে কিনা তা সহজেই যাচাই করা যায়। অনলাইনে জন্ম নিবন্ধন করা থাকলে এই লিংকে ক্লিক করে (জন্ম তথ্য যাচাই) ব্যক্তির ব্যপন নম্বর ও জন্ম তারিখ প্রদান করে জন্ম নিবন্ধন হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যাবে (যাচাই করতে ক্লিক করুন )।
চে র জন্মদিন
ট্রাম্প এর জন্মদিন
সুব্রত মুখার্জী র জন্মদিন
সুশান্ত এর চলে যাওয়া
আজকের দিনটা কেন জানিনা মনে থাকবে ,
ঠিক দুটো কথা।
এক) আজ থেকে বেশ কয়েকদিন মানুষ সর্বত্র মানসিক রোগ যে একটা রোগ, সেটাকে একধারসে অ্যাড্রেস করা শুরু করবে। হপ্তাখানেক বাদে ফের ছিটিয়াল, তারকাটা, পাগল ইত্যাদি মোডে ফিরে যাবে।
দুই) মানসিক অবসাদে মৃত্যু প্রায় রোজই এদেশে ঘটে। লকডাউনজনিত মানসিক অবসাদে মৃত্যুসংখ্যাও কম নয়। তবুও সব ছাপিয়ে জনৈক সুশান্ত সিং রাজপুত আমাদের প্রচুর সমবেদনা ও গুরুত্ব আদায় করে নেবেন এই কয়েকটা দিন।
ফেসবুক-হোয়াটসঅ্যাপের দুনিয়ায় আমরা কেবল মুহূর্ত নিয়ে বাঁচি। তাকে ঘিরেই আমাদের দৈনন্দিন যাপন।
আকার সাথে একমত। ডিসির কমেন্ট বাজে লাগল।
@আতোজ, এই সিনেমাটা দেখুন। আশাকরি সুশান্ত সিং রাজপুতের ছবি দেখেছেন এতক্ষণে । অভিনেতাকে চিনতে অসুবিধে হবেনা।
ইনি হিন্দি সিনেমার অভিনেতা। এআইট্রিপলিতে সাত র্যাংক করেছিলেন। এঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয় জগতে যান। ব্যোমকেশ বক্সি ও মহেন্দ্র সিং ধোনির ভূমিকায় অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেন।
কিন্তু হানু কে আমার দুইখান কোশ্ন আছে।সুশান্ত সিং এর মা ছোট বেলায় মরে গেলো।সেটা কি রাষ্ট্রের দোষ?
দুই, পয়সা কড়ি ভালোই করেছিল।ব্রিলিয়ান্ট স্টুডেন্ট।সম্ভবত একাকীত্বের বেদনায় ভুগছিল।কিন্তু রাষ্ট্র কি করবে?
বড় অল্প বয়সে চলে গেলো , বেচারা!
খুউব খারাপ লাগে।
লিবেড়াল দেখে মনে পড়ল। পান্তুয়া সনাতনের পদ্যটা কোথায় গেল? ঐযে মাকড়সা অমিত শা মিল দেওয়া লাইনদুটো? বেশ হয়েছিল।
গুরুতে এড আসছে Your astrology prediction. Plan for a better future today. Get free vedic horoscope to know what's in your future .
কোথা হইতে কী হইয়া গেল?