অভিনন্দন রামকৃষ্ণ মিশনের ছাত্র ও শিক্ষকদের । @ব্রতীন-দা।
ব্রতীন,দারুন খবর!অভিনন্দন।এক থেকে কুড়ির মধ্যে তিনটে রামকৃষ্ণ মিশন পরিচালিত কলেজ দেখলাম। বেলুড়, রহড়া আর নরেন্দ্রপুর। এঁদের কেন্দ্রীয় সরকার থেকে সাহায্য দেওয়া উচিত।
আচ্ছা এই মিশন চালিত কলেজ গুলোর শিক্ষক দের মাইনে কে দেয়? এনারা সরকারী সাহায্য কতটুকু পান?
ব্রতীনবাবু, অভিনন্দন। কাগজে দেখেছি খবরটা। আপনাদের পরিশ্রম সার্থক। আশা করছি এটাকে শুধু ধরেই রাখবেন না, এর অগ্রগতিও ঘটাবেন।
I could not meet loss face to face.
I stood by the door like a beggar.
How could I ask permission from the strangers sleeping on my own bed and ask them if I could visit myself for five minutes !!
Should I bow to the residence of my childish dream ?
Would they ask who is that prying foreign visitor ?
এডয়ার্ড সঈদের ' আউট অব প্লেস' আমার পড়া অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিকথা । তাঁর সময়ের অন্যতম শ্রেষ্ঠ চিন্তক, তাত্ত্বিক , লেখক এবং স্বতন্ত্র প্যালেস্টাইন স্টেটের সংগ্রামী ও আপোষহীন সমর্থক সঈদকে নিয়ে আলজাজিরার এই তথ্যচিত্রটা খুব ভাল লাগল।
আশাকরি এখানে সঈদের অনেক অনুরাগী আছে ।
কেন ? চিনে বলে কি রাম খাবেনা ? খাবেনা রাম ?
এলেবেলে দার জন্যে একটা খবর ছিল। বেলুড় বিদ্যামন্দির এবারের NIRF ranking দেশের মধ্যে সপ্তম হয়েছে। সেন্ট জেভিয়ার্স এর সাথ যুগ্মভাবে। আর রহড়া মিশন একাদশ। Just FYI
:))))
আমারটা হাঁদাফোন তাই
ঐসব ঝুটঝামেলা নাই
সি আই এ আর কে জি বি'র ঠাণ্ডা যুদ্ধ নিয়ে কেউ একটা লেখা লিখুন না! সঙ্গে গুপ্তচরদের নানা কাহিনী !
বেন অ্যাফ্লেক'কে আমার বেশ ভাল লাগে। খুব উঁচুদরের অভিনেতা নিশ্চয় নয় কিন্তু একটা সুন্দর স্ক্রিন প্রেজেন্স আছে । তার ওপর সুদর্শন এবং কনভেনশনলি সেক্সি বলতে যা বোঝায় সেরকম চেহারা ।
'৭৯ র ইরানিয়ান রেভলিউশন নিয়ে অনুসন্ধান করছি । ঐ হসটেজ ক্রাইসিস নিয়ে কয়েকটা ডকুমেন্টরিও দেখলাম । তেহরানের মার্কিন দূতাবাসে চারশো চুয়াল্লিশ দিন বন্দি ছিল প্রায় ৬০ জন মার্কিন দূতাবাস কর্মী ।
তার মধ্যে এই ছ জন পালিয়ে ছিল যাদের টনি মেনডজ নামে এক সি আই এ এজেন্ট উদ্ধার করে।
ছবিটা একবারই দেখেছি। ভাল লেগেছিল।