এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | 113.2.***.*** | ১০ জুন ২০২০ ২৩:৪৩447449
  • আজ আমার কিরকম একটা মনে হচ্ছে পরিস্থিতি যেরকম  হচ্ছে, মনে হয়না সারভাইব করতে পারব ! 

  • lcm | 2600:1700:4540:5210:b8df:1a70:72e2:***:*** | ১০ জুন ২০২০ ২৩:৩৩447447
  • নিম-এর অনেক উপকারিতার কথা শুনেছি, ঝড়ে ভাঙে না সেটা শুনি নি ঃ-)
  • Brikkhohato | 37.235.***.*** | ১০ জুন ২০২০ ২২:৩৮447446
  • পাতলা পাতলা নিম গাছ লাগান তাহলে ঝরে পরবেনা। মোটা মোটা বট গাছ ঝরে পরে যায় তাই এই গাছ লাগাবেন না। বক্তা মাননীয়া মুখ্যমন্ত্রী।

    বহুদিন পর আমরা আইনস্টাইন এর সমতুল্য একজন মানুষ কে পেয়েছি। দিল্লিতে নিউটন আর কলকাতায় আইনস্টাইন । সারা দেশের সাধারণ মানুষ ইলেকট্রন এর মত বনবন করে ঘুরে চলেছে এই দুই মহান ব্যক্তির অঙ্গুলি হেলনে।

    মমতা ও মোদী ভক্তদের সাথে তর্ক করবেন না, মনে রাখবেন আমাদের রোগের সাথে লড়তে হবে, রুগীর সাথে নয়।

  • | ১০ জুন ২০২০ ২১:০৬447445
  • ছবি দেখছিলাম। বীভৎস এবং ভয়াবহ।
  • pi | 14.139.***.*** | ১০ জুন ২০২০ ২০:৪৪447444
  • এই আগুনের ভিডিও দেখলে আঁতকে উঠবেন!৷ এখান থেকে অল্প দূরেই। ডিব্রুশইখিয়া ন্যাশানাল পার্ক যে কী হবে! আর এই ধোঁোয়া খাওয়া মানুষদের! ' এনিয়ে কোথায় আর কি!

    ওদিকে এই অবস্থাতেই পুরো লকডাউন জুড়েই হেলথ ও অন্যান্য এসেনশিয়াল সার্ভিসের কর্মীদের রোজ যেতে হয়েছে, ২৪ x ৭ অন ডিউটি। না হলে কারুর টেস্ট ও হতনা, চিকিতসাও না, আম্পানের সময় ক্যাম্প কি রিলিফ কিছুই নয়। মানে, লোকজনও না গেলে বাকি সবার সমস্যা ভেবেই গেছে, অনেকেই। জাস্ট চাকরি বাঁচানোর জন্য না। আশ্চর্য এই যে, এঁদের এই অসুবিধার মধ্যে এই অবস্থায় কাজ করা নিয়ে কথা হয়না।
  • b | 14.139.***.*** | ১০ জুন ২০২০ ১৯:৪২447443
  • আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিলো। বাড়ি তিনসুকিয়ায়, যার খুব কাছেই বাগজান তৈলকূপ। গত কদিন ধরেই জ্বলছে। ঐ তৈলকূপটি থেকে একটি প্রাইভেট কোম্পানি তেল তোলার বরাত পেয়েছে। সম্ভবতঃ (এটা অমিত বা সুকি ভালো বলতে পারবেন), কুয়ো খোঁড়ার পরে ওপরটা কংক্রিট দিয়ে বাঁধিয়ে দিতে হয়। এটা অয়েল ইন্ডিয়া করেছে, কারণ খাতায় কলমে কুয়োটি তাদের।। সেই কংক্রিট সেট করার জন্যে চোদ্দ পনেরো দিন সময় দিতে হয়। কোম্পানিটি নাকি তাড়াহুড়ো করে কয়েকদিনের মধ্যেই কুয়ো খুলে ফেলে। আর যে পরিমাণ প্রেশার দেবার কথা, তার দ্বিগুণ বা তিনগুণ প্রেশার দিয়ে কাজ শুরু করে। ফলে বিস্ফোরণটি ঘটে।
    এদিকে (ম্যাপ দেখলেই বুঝবেন) তৈলকূপটি ডিব্রু-সৈখোয়া ন্যাশনাল পার্কের একেবারে গা লাগোয়া। তিনসুকিয়া শহর থেকে রাস্তায় ৪৫ কিলোমিটার হলেও সরাসরি ৫/৬ কিলোমিটারের বেশি নয়। গতকাল অন্ততঃ বন্ধুর বাড়িতে ধোঁয়া ঢুকেছে।
  • | ১০ জুন ২০২০ ১৮:৪৫447442
  • আনপ্ল্যানড লক ডাউনে ব্যপক লস হওয়ায় ইন্ডিয়ান রেলওয়ে নাকি ৫ লক্ষ কর্মীকে লে-অফ্ফ করবে!? কি সাংঘাতিক!

    ওদিকে লেহ লাদাখটা দেখা হয় নি, আর বোধহয় হবেও না। কিম্বা চাইনিজ ভিসা নিয়ে দেখতে হবে।

    এদিকে মাস দুয়েক আগে লঞ্চ হওয়া পিএম কেয়ারসের টাকার কোন হিসেব নেই। কিন্তু সেই ফান্ডে কোটি কোটি তাকা দিয়ে (বা দিতে বাধ্য হয়ে) এখন কর্পোরেটগুলো কর্মী ছাঁটাই করছে।

    কি ভয়াবহ খারাপ অবস্থা!
  • গুপু কোই ? | 37.235.***.*** | ১০ জুন ২০২০ ১৮:২৭447441
  • গুপু কোই গ্যালো ? কোয়ারেন্টাইন হয়ে গ্যালো নাকি ? কিছু করুন প্লিজ 

  • কৃষ্ণপদ সাঁপুই | 197.189.***.*** | ১০ জুন ২০২০ ১৮:২০447440
  • শাসকদল তৃণমূলের  জনসভায় কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন চেনা ছবি। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের ‘ভার্চুয়াল সভা’য় হাজির দলীয় কর্মীরা অবশ্য নিজেরাই দুপুরের খাবারে আয়োজন করলেন মাংস-ভাতের!

    মঙ্গলবার দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বক্তৃতা করেন অমিত শাহ। সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত চলা ওই সভায় অমিত ছাড়া বক্তৃতা করেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং দলের কেন্দ্রীয় নেতা মুকুল রায়। তাঁদের সেই ‘ভার্চুয়াল সভা’ শোনানোর জন্য জেলার বিভিন্ন এলাকায় এবং দলীয় কার্যালয়ে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করেছিলেন। ময়নায় এমনই একটি বুথে বক্তৃতা শুনতে আসা কর্মীদের দুপুরে মাংস-ভাত খাওয়ানো হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। তমলুকে বিজেপি কার্যালয় প্রাঙ্গণে কর্মীদের গরমের হাত থেকে রেহাই দিতে ব্যবস্থা ছিল বড় পাখারও। ছিল মটর সেদ্ধ-মুড়ি খাওয়ার ব্যবস্থা। কিছু কিছু এলাকায় ছিল টিফিনের ব্যবস্থা।       জেলা বিজেপি সূত্রের খবর, পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার মধ্যে তমলুক, ময়না, নন্দকুমার, মহিষাদল, নন্দীগ্রাম, হলদিয়া, কোলাঘাট, পাঁশকুড়া, ভগবানপুর এলাকার ১৫৭৪টি বুথে নেতা-কর্মী-সমর্থকরা জমায়েত হয়েছিলেন। তবে জমায়েতে সামাজিক দূরত্ববিধি মানা হয়েছিল বলে দাবি জেলা নেতৃত্বের। বিজেপি জেলা (তমলুক) সভাপতি নবারুণ নায়েক বলেন, ‘‘সামাজিক দূরত্ব মেনে প্রায় ৩৬ হাজার মানুষ জনসভায় অংশ নিয়েছেন। ফেসবুক লাইভেও প্রায় ২১ হাজার লোক সভা দেখেছেন। ময়নায় একটি বুথে কর্মীরা দুপুরের খাবার হিসাবে মাংস-ভাতের আয়োজন করেছিলেন।’’ আবার, বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, ‘‘কাঁথি, রামনগর, খেজুরি, পটাশপুর, মুগবেড়িয়া-সহ ১৬৯৮ বুথে প্রায় ৯০ হাজার কর্মী-সমর্থক সভায় যোগ দিয়েছেন। তবে কোথাও খাওয়ানোর ব্যবস্থা ছিল না।’’

  • lcm | 99.***.*** | ১০ জুন ২০২০ ১৭:২১447439
  • ভারতের লকডাউন ঠিক বুঝতে পারি নি। পাবলিক ট্রান্সপোর্ট একদম বন্ধ।
    এখানে কিন্তু এরকম লকডাউন হয় নি।
  • aka | 2600:1005:b102:3382:f53c:937d:b972:***:*** | ১০ জুন ২০২০ ১৭:১৫447438
  • আমার এক বন্ধুকে ইছাপুর থেকে ধর্মতলা সাইকেল চালিয়ে যেতে হয়েছে।
  • সিএস | 2405:201:8803:be1f:39c5:6c3e:12e2:***:*** | ১০ জুন ২০২০ ১৬:৫৪447437
  • @দ, "নয়া ঘর" পড়িনি। খোঁজও করিনি।
  • Sanjib Chatterjee | ১০ জুন ২০২০ ১৬:৪২447436
  • এই ৬৮ তে এখানে নিজেকে বড় অজ্ঞ লাগে। দেখেছি অনেক কিছু গিলেছি। এখানেও সেই আগমার্কা বাম, ডান ও মধ্য। এতদিন বাধ বাধার কথা সবাই ভুলেই গিয়েছি।  সেই পুরনো আমি বলেছিলাম কলরব। আর কিছুলোক আগে থেকেই জানত। প্রসঙ্গত জানাই খুব সম্ভবত পশ্চিম রেল তার ৮০০ কর্মচারীকে কাজে অনুপস্থিতির জন্য মে মাসের বেতন দেয়নি। তবে প্রধানমন্ত্রী বলেছিলেন কারও মাইনে কাটা যাবে না। কেরল মাইনে কাটার জন্য বামপন্থী সরকার কোর্টে হেরে গিয়ে অর্ডিন্যান্স জারি করেছেন। যানবাহন না চললেও ব্যাংক কর্মীদের অফিস করতে হচ্ছে। মিডিয়ার কোন হেলদোল নেই। টিআরপি নেই।                         

  • lcm | 99.***.*** | ১০ জুন ২০২০ ১৬:৩১447435
  • কলকাতায় কথা বললাম অনেক্ক্ষন।
    ক্লাস সিক্সের স্টুডেন্ট। ৪-টে সেকশন, এক এক সেক্শনে ৫০-৫৫ জন করে স্টুডেন্ট।
    প্রথমে স্কুল থেকে ঠিক করেছিল, গুগল মিট-এ ক্লাস হবে। সব সেক্শন একসঙ্গে ২০০-র মতন স্টুডেন্ট নিয়ে। তাতে নাকি বাচ্চাদের চেয়েও বেশি চেঁচামেঁচি শোনা যাচ্ছে তাদের বাবা-মায়েদের। টিচার কিস্যু পড়াতে পারছে না। তাই এখন হোয়াটস অ্যাপে হচ্ছে।
    তো, জিগ্গেস করলাম - কেমন হচ্ছে পড়াশোনা।
    স্যর বললেন, এই চ্যাপ্টারের এই দুটো পাতা পড়ে ফেল। সবাই পড়ে ফেলল। কিন্তু স্যর শুনতে পেল না। ব্যস।
    হোম ওয়ার্ক ফোনে ডাউনলোড করো। হোমওয়ার্ক করে ফোনে ছবি তুলে স্যরকে হোয়াটসয়াপে পাঠিয়ে দাও। রাত নটার মধ্যে।
  • | ১০ জুন ২০২০ ১৬:১৮447434
  • হ্যাঁ এবং এও বলেছেন যে সাইকেলে অ্যাকসিডেন হলে আমারে দায়ী কইরেন না। উদিকে কিছু কিছু প্রাইভেট কোং দিব্বি হুমকি দিচ্ছে আপিসে না এলে চাকরিটি থাকবে না।

    যাই হোক সৈকত আছো? ইন্তিজার হুসেইনের 'বস্তি" আর "আগে সমন্দর হ্যায়" তো পড়ে ফেললাম। মানে ইংরিজি অনুবাদই পড়েছি আর কি। কিন্তু 'নয়া ঘর' এর কি ইংরিজি অনুবাদ বেরোয় নি? কোথও কিছু পাচ্ছি না তো।
  • b | 14.139.***.*** | ১০ জুন ২০২০ ১৬:১৭447433
  • অন্ততঃ সরকারী অফিসের প্ল্যান একটু ভালো করে করা যেতেই পারতো। কোথা থেকে লোক আসেন, সেই খবর সংগ্রহ করে কাছেপিঠের কোনো একটা পয়েন্ট থেকে চার্টার্ড বাস ইত্যাদির প্ল্যান আগে থেকেই। আর ডিউটি রোস্টার করে সবাইকে যাতে রোজ আসতে না হয়। ধরে নেওয়া হয়েছে বলে দিলেই এনারা সোনা মুখ করে চলে আসবেন, চাকরির ভয় আছে যখন। শুনলাম কলকাতার পুর কমিশনার বলেছেন কলকাতায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে। যেন হুট করে বল্লেই পাওয়া যাবে।

    সবই নোটবন্দী মোড। স্কেলের তফাৎ মাত্র।
  • aka | 2600:1005:b102:3382:f53c:937d:b972:***:*** | ১০ জুন ২০২০ ১৫:৫২447432
  • আরে আপিস তো দিদির আণ্ডারে। আজব দেশের আজব কাণ্ড কারখানা।
  • S | 2405:8100:8000:5ca1::4ac:***:*** | ১০ জুন ২০২০ ১৫:৪১447431
  • ট্রেন দিদির আন্ডারে নয়।
  • aka | 2600:1005:b102:3382:f53c:937d:b972:***:*** | ১০ জুন ২০২০ ১৫:৩৯447430
  • এ একমাত্র দিদির রাজ্যেই সম্ভব। অফিস খোলা কিন্তু ট্রেন নয়।

    লোকে মাইলের পর মাইল সাইকেল চালিয়েও আফিস যাচ্ছে।

    অকল্পনীয় প্ল্যানিঙ্গ।
  • অর্জুন | 223.223.***.*** | ১০ জুন ২০২০ ১৫:৩৮447429
  • টইপত্তরে অনেক ইন্টারেস্টিং লেখা আসছে । সিল্ক রুট নিয়ে কেউ কিছু লিখুন। ওটা তো geograhically ও historically      অসম্ভব ইন্টারেস্টিং । 

  • অর্জুন | 223.223.***.*** | ১০ জুন ২০২০ ১৫:১৯447428
  • @sm, আপনার ১৭ মে'র মন্তব্য দেখলাম। কয়েকজন মিলে যে কাজটি করছি সেটা খুব সামান্য এবং সারা বাংলায় এবং দেশে অন্যান্য জায়গাতেও অনেকেই করছে শুনছি । এই উদ্যোগ ও ইচ্ছাই এই দুর্দিনে মানুষকে বাঁচিয়ে রাখবে । 

    তবে কতদিন মানুষ সাহায্য দিতে পারবে সেটাও একটা বড় ব্যাপার । 

    অনেকে এর মধ্যেও নিজের ফায়দা দেখছে। এপ্রিলের শুরুতে এক পরিচিত দম্পতি তাদের সঙ্গে যুক্ত হতে পীড়াপীড়ি শুরু করায়, ওয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে কদিনের মধ্যেই বুঝলাম পুরো বিষয়টা আসলে CSRর আওতায় এবং এক একটি গ্রুপ রীতিমত  একটি টিম বানিয়ে প্রজেক্ট । এসব সমাজসেবা টেবা দেখিয়ে এরা এই  দুর্দিনে নিজেদের চাকরি বাঁচানো ও প্রমোশনের ধান্দায় নেমে পড়েছে । এবং দেখলাম এরা অধিকাংশ থালা বাজানো আর ঘর অন্ধকার করে প্রদীপ জ্বালানো পার্টি । সঙ্গে, সঙ্গেই বেরিয়ে এসেছিলাম । 

    ঢাকুরিয়ায় একটি দল অসম্ভব ভাল করছে । 

  • a | 203.63.***.*** | ১০ জুন ২০২০ ১৫:১৩447427
  • সে তো যাবে কিন্তু প্লেন তো সব দিল্লি থেকে। সেখানেই সমস্যা
  • সো | ১০ জুন ২০২০ ১৩:৩৯447426
  • অন্য দেশের পাসপোর্ট তো কি হয়েছে, সেই দেশ যদি নিজের সিটিজেন কে নিতে রাজি আছে এরকম নোটিস জারি করে থাকে তো তিনি সোজা টিকিট কাটুন, ফিরে যান, কেউ আটকাবে না
  • sm | 42.***.*** | ১০ জুন ২০২০ ১৩:৩৬447425
  • Pio ও নেই!

  • a | 203.63.***.*** | ১০ জুন ২০২০ ১৩:৩৩447424
  • ধন্যযোগ। আমার সমস্যাটা অন্য জাতের। যে কলকাতা ত্গেকে দিল্লি যাবে তার আধার তো নেইই সে বিদেশি পাসপোর্ট। ক্কেরে ইস্পেশাল কেস
  • সো | ১০ জুন ২০২০ ১৩:০১447423
  • ধন্যবাদ দেবার কি আছে, আমার কোন দরকার থাকলে একদিন আপনিও আমায় ইনফো দিয়ে হেল্প করবেন আমি শিওর।
    সমাজবদ্ধ জীব এভাবেই বেঁচে থাকে।
  • r2h | 49.37.***.*** | ১০ জুন ২০২০ ১২:৫৪447422
  • ইন্ডিগোর লিংকটা খুব কাজের, ধন্যবাদ!
  • r2h | 49.37.***.*** | ১০ জুন ২০২০ ১২:৫২447421
  • আচ্ছা; এটাও পেলাম, অনেকটা জানা গেল -
    https://indianexpress.com/article/india/covid-19-quarantine-rules-flights-train-road-6450293/।
    ত্রিপুরা ব্যাপারটাকে অবশ্য কাটিয়ে দিয়েছে, কোন উল্লেখ নেই।

    ১২:৩৪ পড়লাম, কি জঘন্য অবস্থা; রাজধানীর নাকের ডগায় গ্রামগুলিতে এই অব্স্থা?

    সেদিন এসেম লিখেছিলেন ভারতে মানুষ দারিদ্রকে সঙ্গী মনে করে জীব্ন কাটিয়ে দেয়। সত্যিই, প্রতিবাদ, অধিকার - সেসব আবার কী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত