এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিএস | 2405:201:8803:be1f:b9d3:49b9:87e8:***:*** | ৩১ মে ২০২০ ১৯:৫২446821
  • নিতান্তই ফেরেশ ছাগল বোঁদে হল। গোবর মস্তিষ্কের পুরো বহরটা বোঝা গেল না।
  • সাহায্য চাই | 2402:3a80:a6a:7e04:0:2e:d425:***:*** | ৩১ মে ২০২০ ১৮:২৬446817
  • কাজের জন্য পুণেতে এসেছিলাম আমরা বেশ কয়েক জন। কিন্তু এমন পরিস্থিতির শিকার হব স্বপ্নেও ভাবিনি। প্রশাসনের নির্দেশ মেনে এখানকার মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়ে ফুটপাতে দিন কাটছে আমাদের। দুর্গাপুর ও আশেপাশের এলাকা থেকে ন’জন আছি আমরা। রয়েছেন বাঁকুড়ার তিন জনও। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের কয়েকশো মানুষ এখানে আটকে আছি এ ভাবে।

    বর্তমান পরিস্থিতিতে করোনার জন্য মহারাষ্ট্র সরকার আমাদের সকলকে বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নেয়। কোথায় কখন যেতে হবে বা কী করতে হবে তা আমাদের জানানো হয়।

    তালেগাঁও থানায় যাওয়ার জন্য গত ২৮ মে স্থানীয় প্রশাসন থেকে জানানো হয় আমাদের। সেই সঙ্গে বলা হয়, আমরা যেন সকাল ৬টার মধ্যে থানায় হাজির হই। নির্ধারিত সময়েই আমরা সকলে তালেগাঁও থানায় পৌঁছই। সেখান থেকে আমাদের অনুমতিপত্র দেওয়া হয়। তার পর সেখান থেকে বাসে করে পুণে স্টেশনে নিয়ে যাওয়া হয়। অনেক আশার আলো দেখেছিলাম, এ বার হয়তো বাড়ি ফিরতে পারব। স্টেশনে ৬ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে ছিলাম ট্রেন ধরার জন্য। কিন্তু উঠতে পারিনি। হতোদ্যম হয়ে ফের বাসে করে তালেগাঁও থানায় ফিরে আসতে হয়েছিল আমাদের। কোনও উপায় না পেয়ে যে এলাকায় থাকি সেখানেই রওনা হলাম।

    এখানেও বিপত্তি। আমাদের ঢুকতে দেখেই পাড়ার লোকেরা প্রায় রে রে করে তেড়ে আসেন। আমাদের তাঁরা বলেন, ‘পাড়ায় ঢুকতে দেওয়া যাবে না।’ সে সময় কী করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সব যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। শেষমেশ পুলিশের দ্বারস্থ হই আমরা। সব ঘটনা খুলে বলি তাদের। কিন্তু পুলিশ এ ব্যাপারে কোনও রকম সহযোগিতাই করেনি। থানা থেকে ফের পাড়ায় ফিরে আসি। এ বার স্থানীয় বাসিন্দাদের কাছে কাকুতি-মিনতি করে, প্রায় হাত-পা ধরে থাকতে দেওয়ার জন্য রাজি করাই। কিন্তু পাড়া-পড়শিরা হুমকির সুরে জানিয়ে দেন, দ্বিতীয় বার এ রকম ঘটনা ঘটলে পাড়ায় ঢুকতে দেওয়া হবে না।

    অপেক্ষায় ছিলাম কবে আবার ডাক পড়বে! শনিবার (৩০/০৫/২০২০) আবার থানা থেকে ডাক পড়ল। এ বার আর তালেগাঁও নয়, এ বার যেতে বলা হল বদগাঁও থানায়। এবং সেই একই সময়ের মধ্যে। অর্থাত্ সকাল ৬টায়। এ বারও নির্ধারিত সময়ে সবাই হাজির হয়েছিলাম থানায়। এ বারও প্রত্যেককে অনুমতিপত্র হাতে ধরিয়ে দেওয়া হয়। ফের বাসে চেপে পুণে স্টেশনে পৌঁছই। কিন্তু এ বার যে আরও হয়রানি অপেক্ষা করছে সেটা ঘুণাক্ষরেও টের পাইনি। আগের বার ৬ ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়েছিল ট্রেন ধরার জন্য। এ বার সেই অপেক্ষার সময় ছাপিয়ে ১০ ঘণ্টা হয়ে গেল। কিন্তু এ বারও ট্রেন ধরতে পারলাম না। আমরা যখন হতাশ হয়ে স্টেশনের সামনে অপেক্ষা করছিলাম, ঠিক তখনই পুলিশ এসে আমাদের উপর লাঠিচার্জ করা শুরু করল। বলা হল, স্টেশনের সামনে দাঁড়ানো যাবে না।

    এ দিকে পাড়ায় ফেরারও আর উপায় নেই। কারণ তাঁরা আগে থেকেই হুমকি দিয়ে রেখেছিলেন, দ্বিতীয় বার এমন ঘটনা ঘটলে কোনও ছাড় দেওয়া হবে না।

    স্টেশনের সামনেও অপেক্ষা করতে দেওয়া হচ্ছে না, আবার পাড়াতেও ফিরতে পারছি না। এ যেন মরার উপর খাঁড়ার ঘা! কোনও উপায় না পেয়ে আমরা রাতভর ফুটপাতেই শুয়ে কাটাচ্ছি। কিন্তু এ ভাবে কত দিন চলবে? কবে বাড়ি ফিরতে পারব তাও জানি না। আমাদের খুবই অসহায় লাগছে।

    বিপ্লব সাহা, গৌরবাজার, পশ্চিম বর্ধমান

    ফোন- ৭৫৫৯২৭০৮৬৪

    কেউ কি আছেন যিনি পুনে তে থাকে?? অথবা এরকম কোন বাঙালিদের সংগঠন যাদের পুনেতে সংগঠন আছে? দয়া করে এদের পাশে দাঁড়ান। এরা অবর্ণনীয় অবস্তার মধ্যে আছে। সকল বাঙালিকে অনুরোধ এদের পাশে দাঁড়ান। রাজ্য সরকারকে অনুরোধ এদের দেখুন।
  • সিএস | 2405:201:8803:be1f:692e:41f2:4be:***:*** | ৩১ মে ২০২০ ১৮:০৬446816
  • ঐ চীজটি টাইমের কাজ টাইমে করেনি, শেষ বাজারে মনে পড়েছে পোস্টের কথা। কিন্তু আপনার আবার ভুল ধরানোয় ফিরে এসে মাথার গোবরগুলো উপুড় করবে বেশী বেশী করে।
  • aka | 216.186.***.*** | ৩১ মে ২০২০ ১৭:৪১446815
  • লকডাউনে রোগ সম্পূর্ণ পৃথিবী থেকে উবে যাবে এরকম ধারণা কেউই বোধহয় করেনি। লকডাউন শুধুমাত্র সময় কেনার জন্য। কিছুদিনের জন্য রোগ ছড়ানোর হার কমানো, যাতে করে যে সময় পাওয়া গেল সেই সময়ে যে ব্যবস্থা নেই, ছিল না তা নিয়ে কাজ করা যায়। যেমন হসপিটালের সন্খ্যা বাড়ানো, পিপিই বাড়ানো, লাইফ সাপোর্ট সিস্টেম বাড়ানো ইত্যাদি। সরকার এই লকডাউনের সময় সেসব কত কি করতে পেরেছে সেটাই জানর।

    আর এই লকডাউন করেও পরিযায়ী শ্রমিক বা অন্য রাজ্যে আটকা পড়া মানুষদের টেক কেয়ার করা সম্ভব ছিল, কিন্তু সেক্ষেত্রে সরকারের কোনো সফিচ্ছা ছিল না।
  • dc | 103.195.***.*** | ৩১ মে ২০২০ ১৬:৫৬446814
  • পুরো মাইগ্র‌্যান্ট শ্রমীক সিচুয়েশান নিয়ে যা করা হলো, আমি শিওর এর বিচার একদিন হবে। ইতিহাসে ঠিক এই ধরনেই ইভেন্টগুলোই কুখ্যাত হয়ে আছে।
  • dc | 103.195.***.*** | ৩১ মে ২০২০ ১৬:৫৪446813
  • এরকম তারিখের গন্ডগোল করলে স্যার ভয়ানক রাগ করবে।
  • .. | ৩১ মে ২০২০ ১৬:২৪446812
  • টেস্ট
  • এবড়োখেবড়ো | ৩১ মে ২০২০ ১৬:০৪446811
  • বহু দিন আগে বলেছিলাম ভারতবর্ষে টিবি আর অনাহারে বছরে যে পরিমাণ মানুষ মারা যান, করোনা তার তুলনায় নস্যি। কিন্তু ওগুলো 'ছোটলোকদের' রোগ আর এটি 'বড়লোকদের'। তাই এত লিঙ্ক, আলোচনা, গ্রাফ-চার্ট, মিডিয়ার বাজনা বাজিয়ে খবর দেওয়া।  সে কথা বলায় এখানে অনেকেরই গোঁসা। শেষে সেই ইমিউনিটিই ভরসা!

    একদিক থেকে ভালো হল। সভ্য মানুষের একলা বাঁচার বিপুল আকাঙ্ক্ষার মুখোশটা অন্তত খুলে গেল এই দমকা হাওয়ায়।

  • এবড়োখেবড়ো | ৩১ মে ২০২০ ১৫:৫৭446810
  • এলসিএম লকডাউনের ফলে অত লোক যে বাঁচল, এবার তাদের কী হবে? দু-মাস আগে যা হতে পারত তা-ই। দশটা শহরের রোগে মারা পড়ল গোটা দেশের অর্থনীতি। এবারে সবই খুলিবে। অগ্রাধিকার কাদের? না হোটেল-রেস্তোরাঁ, শপিং মল আর ধর্মস্থল। অহো কী দুঃসহ বুদ্ধি!

    এখন চোর পালিয়ে যাওয়ার পরে সে বুদ্ধিতে আরও শান দেওয়া হইবে। এমনি করেই যায় যদি দিন যাক না...

  • হায় আইটি ভাইটি | 2402:3a80:a56:f12d:0:2e:d414:***:*** | ৩১ মে ২০২০ ১৫:৩৭446809
  • ২১ দিনের লকডাউন?
    ২৪ মার্চের খবর পেস্ট করেছেন যে! এক্সেলে তারিখ গুলিয়ে গেছিল? এমন করলে পোস্ট পিছু বারোয়ানা তো জুটবেইনা, উল্টে পেনাল্টি হবে।
    আইটিসেলের দাদারা নজর রাখছেন কিন্তু!
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:***:*** | ৩১ মে ২০২০ ১৪:২৫446806
  • CBNAAT পদ্ধতি,যেটা টিবি রোগ নির্ধারণে ব্যবহার করা যায়,সেটি এক্ষেত্রে ব্যবহার করা যায়। মহারাষ্ট্র শুরু করেছে,বোধ হয়।সব রাজ্যেই এই মেশিন রয়েছে।
    https://www.hindustantimes.com › ...
    Maharashtra to use TB machine for early diagnosis of coronavirus - mumbai ...
  • lcm | 99.***.*** | ৩১ মে ২০২০ ১৪:২৩446805
  • আমি কোনো মডেল-্টডেল দিই নি, ওসব বিজ্ঞানীদের কাজ।

    খবরে দেখলাম, Ministry of Statistics আর ISI এর কি সব অ্যানালিসিসে বলছে যে লকডাউনের ফলে কত ৫০ না ৬০ হাজার লোকের প্রাণ বেঁচেছে, আর কত লাখ লোকের নাকি অসুখ হওয়া আটাকানো গেছে। আরও লিখেছে, কোন বোস্টন কনসাল্টিং এজেন্সি না কারা যেন বলেছে লক্ডাউন হলে ইন্ডিয়ার আরও বেশি হত, ইত্যাদি।

    এর পরে কি হবে কে জানে।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a89:a326:ce8c:1834:f768:***:*** | ৩১ মে ২০২০ ১৪:১৩446804
  • বুঝলাম না মমতা রেল কে গাল দিয়ে ভুল কি করেছেন? জাস্ট চ্যাংড়ামো করছে রেল। অনেক রাজ্য অভিযোগ করেছে। ক্লাস ও কাস্ট বায়াস এর চুড়ান্ত। কেরালা, রাজস্থান সহ এক ই অভিযোগ করেছে। এবং সঠিক করেছে। এবার তাই বলে মমতাকেও ছাড়লে হবে না এত বাজে কোয়ারান্টাইনের ব্যবস্থা কেন, একস্ট্রা বেড এর হাসপাতাল করা হল , একস্ট্রা কোয়ারান্টাইন করা হল না কেন ইত্যাদি। সরকার মাত্রেই চাপে রাখতে হবে।মামদোবাজি নাকি। যেখানে মত সরকার , সবাইকে মনিটর করার জন্য ই নাগরিক কে সচেতনতা বাড়াতে হবে।
  • @sm | 2402:3a80:a56:f12d:0:2e:d414:***:*** | ৩১ মে ২০২০ ১৪:০৯446803
  • র‍্যাপিড আন্টিজেন টেস্ট দেশে এসেছে নাকি? কোথায়?

    এছাড়াও ফ্লাইটে তোলার আগে টেস্ট করে নেগেটিভ পাওয়া ভুরি ভুরি লোক দেশে এসে নামার পরে দেখা যাচ্ছে পজিটিভ। এবার ওই বিমানের সহযাত্রীদের দেখার। প্রিকশন নেওয়ার ফলে তাঁদের না হলে ভাল।
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:***:*** | ৩১ মে ২০২০ ১৪:০৭446802
  • আমি তো একটা বাস্তব সম্মত সাজেশন দিলাম।শ্রমিক স্পেশ্যাল ট্রেন গুলোতে লোকজন তোলার আগে এন্টিজেন টেস্ট করে নেগেটিভ রিপোর্ট পাওয়ার পর তোলা হোক।

    এতে করেই অনেক সংক্রমণ কমে যাবে। কনফিউশন ও কমবে।

  • @lcm | 2402:3a80:a56:f12d:0:2e:d414:***:*** | ৩১ মে ২০২০ ১৪:০৬446801
  • কিন্তু আপনি যে মডেলগুলোর খবর দিলেন, সেগুলোও সব 'কি করলে কি হত' ই তো।
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:***:*** | ৩১ মে ২০২০ ১৪:০৪446800
  • কিন্তু lcm,পরিকল্পনা ঠিক থাকলে,রেজাল্ট আরো ভালো হতো মানেন তো? ট্রাম্প চিরকাল সমালোচিত হবে;অনেক আগে ফ্লাইট রেস্ট্রিকশন ইমপ্লিমেন্ট না করার জন্য।

    ভিয়েতনাম নিয়ে লিঙ্ক টা পড়লে দেখবেন,ওখানে বলেছে ওরা চীন থেকে ফ্লাইট নিষিদ্ধ করেছে হু এর  প্যান্ডেমিক ঘোষণার আগেই । স্ক্রিনিং,টেস্ট ও কনট্যাক্ট ট্রেসিং কে অনেক বেশি গুরুত্ব দিয়েছে। 

    অনিশ্চয়তা ছিলই।আছে ও থাকবেও।কিন্তু পরিকল্পনা তো বাস্তব সম্মত ও বিজ্ঞান ভিত্তিক হতে হবে না কি ?

  • lcm | 99.***.*** | ৩১ মে ২০২০ ১৩:৫৫446799
  • কি করলে কি হত ... ভারত ভিয়েতনামের মতন করলে... বা, স্পেন শ্রীলংকার মতন করলে... ... ... এসব তো কথার কথা... আসল কথা, কি করলে কি হত সেটা ভাল করে জানা নেই বলেই তো কনফিউশন...
  • de | 182.57.***.*** | ৩১ মে ২০২০ ১৩:৪৭446797
  • মমতা তো ঠিকই বলেছেন - আমি তো কোনো গলদ পেলাম না -

    শ্রমিক স্পেশাল নিয়ে যা চলছে - অন্য যেকোন দেশ হলে রেলমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করতো -
  • @lcm | 2402:3a80:a43:4321:0:4e:5565:***:*** | ৩১ মে ২০২০ ১৩:২০446796
  • এই কেস তো তখনকার মত এড়ানো। এখন তো আরো বেশি হবে। লকডাউন করে ওই হাস্পাতাল টেসট বাড়ানোর সময় কিনেছে মাত্র। তা,সেও তো আরো আগে থেকে প্রস্তুতি নিয়েই করতে পারত। অনেক সময় পেয়েছিল ইন্ডিয়া, জানুয়ারি থেকে মার্চ। তখন প্রায় কিছুই করেনি। একমাত্র 'পাপ্পু' সেই ফেব্রুয়ারি থেকে চেঁচিয়ে গেছেন। ভিয়েতনামের রাস্তা নিতে পারত। জাপানে। শুরুর দিকে মাস্ক পরতেও বলেনি,বারণ ও করেছে। সবাইকে না, সট্রাটেজিক টেস্টিং ও কাপবিলিটি অনুযায়ী পুরো করেনি। অল্প যা কেস ছিল, তখন কেন কন্টেনমেন্ট জোন করেনি? সেখানে সিলেক্টিভ আর প্লানড লকডাউন করলেই হত। এখন যেটা করছে, গোড়াতে সেটা করলে এই ভোগান্তি, এই এত ক্ষতি হত না। এখন এই লাখ লাখ লোক কোয়ারান্টাইনে বাধ্যতামূলক, তখন যারা বাইরে বা অন্য কেসের এলাকা থেকে আসছিল, তাদের করলেই অল্পের উপর দিয়ে যেত। করল না কেন?
    এখন ছড়িয়ে ছিটিয়ে লাট। স্বাস্থ্যকর্মীদের নাভিশ্বাস দশা।
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:***:*** | ৩১ মে ২০২০ ১৩:০৮446795
  • এটা তো বরাবরই আলোচনা করা হয়েছে, লক ডাউন হলো লাস্ট রিসোর্ট অথবা ব্রহ্মাস্ত্র।এটা এফেকটিভ পন্থা কিন্তু ভারতের মতন দেশে প্রচুর পরিকল্পনা আগে ও পরে করা উচিত।প্রচুর প্রচুর অঙ্ক।লাভ ও ক্ষতির।
    লক ডাউন করলে কতো মানুষ জীবিকা চ্যুত হবে?
    কতো পরিযায়ী শ্রমিক আছে, আটকে পড়া স্টুডেন্ট,তীর্থযাত্রী,রোগী আছে? তাদেরকে কি ভাবে নিজ রাজ্যে নিরাপদে ফেরানো যাবে?
    লক ডাউন পিরিওড এ নতুন মেকশিফট হাসপাতাল,ভেন্টিলেটর, কোয়ারেনটাইন সেন্টার এর সংখ্যা কতো বাড়ানো হলো?
    ইকোনমির ডিপ্রেসন হেতু কতো লোক অর্ধাহারে বা অনাহারে থাকতে পারে? লক ডাউন চলা কালীন অন্যান্য কঠিন ব্যাধিতে আক্রান্ত রোগীদের, সু চিকিৎসা কি ভাবে হবে?ভ্যাকসিনেশন প্রোগ্রাম এর কতো অবহেলা হবে?
    প্রত্যেকটি ইস্যু কিন্তু তার প্রাপ্য মূল্য বুঝে নেবে।সেটাও জীবনের বিনিময়ে ই।
    এগুলো সরকার করেনি বলছি না।কিন্তু পরিকল্পনার অভাব লক্ষ্যনীয়।
    এটা ঠিক একটা ওষুধের ট্রায়াল এর মতন।লাভ ক্ষতির হিসাব কষে দেখতে হবে।ঠিক কতোটা লাভ হচ্ছে? ভারতে লক ডাউন শিথিল হচ্ছে,যখন কেস ও মৃত্যু সংখ্যা বাড়ছে।যে,এক্সপার্টরা, লক ডাউন, লক ডাউন বলে শোরগোল তুলেছিলেন,তাঁরাই এখন টিভির পর্দায় বলছেন,ভারতের মতন দেশে সারা বছর তো লক ডাউন তোলা যায় না,তাই ধাপে ধাপে তোলা হোক।
    একটা ছোট দেশ কিভাবে লড়েছে দেখুন, গত একমাসেরও ওপর কোন নতুন কেস নেই।
    https://www-bbc-com.cdn.ampproject.org/v/s/www.bbc.com/news/amp/world-asia-52628283?amp_js_v=a2&_gsa=1&usqp=mq331AQFKAGwASA%3D#aoh=15909068682312&csi=1&referrer=https%3A%2F%2Fwww.google.com&_tf=From%20%251%24s&share=https%3A%2F%2Fwww.bbc.com%2Fnews%2Fworld-asia-52628283
  • lcm | 2600:1700:4540:5210:c1fa:e5f9:6cd4:***:*** | ৩১ মে ২০২০ ১২:২৯446794
  • এবড়োখেবড়ো/sm,

    কিন্তু খবরে বলছে লকডাউনের ফলে নাকি ৫৪০০০ মানুষের মৃত্যু আটকানো গেছে -

    A joint study by the Ministry of Statistics and Programme Implementation and the Indian Statistical Institute found that around 20 lakh COVID-19 cases and 54,000 deaths were averted due to lockdown.

    The number of Covid-19 cases averted due to the lockdown is in the range of 14-29 lakh, while the number of lives saved is between 37,000 and 78,000.

    https://www.indiatoday.in/india/story/around-coronavirus-pandemic-cases-deaths-averted-lockdown-govt-cites-study-1680919-2020-05-22
  • sm | 2402:3a80:a06:19ff:0:52:9ab2:***:*** | ৩১ মে ২০২০ ১১:৪২446792
  • লক ডাউন ডাকার পর পর ধীরে ধীরে শ্রমিক দের ফিরিয়ে আনা উচিত ছিলো।
    শ্রমিক দের নি খরচায়,বিনা ভাড়ায় ফেরানোর জন্য কোন বিতর্ক হওয়াই উচিত নয়।
    ট্রেন গুলো যেহেতু স্পেশ্যাল,তাই জল ও খাবারের ব্যবস্থা পর্যাপ্ত রাখা সর্বদাই উচিত; রেল দপ্তরের। যেহেতু প্রচুর শ্রমিক আসছেন কভিড অধ্যুষিত অঞ্চল থেকে,তাই ফিজিক্যাল ডিস্ট্যানস মেনটেইন না করে গাদা গাদি করে আনলে বিপদ বাড়বে বৈ কমবে না।রেল এর নির্দেশিকা ছিলো মাঝের সিটে প্যাসেঞ্জার থাকবে না।
    আর একটা জিনিষ করতে পারে,সেটা হলো র্যাপিড এন্টিজেন টেস্ট করে,নেগেটিভ রিপোর্ট পেলে,তবে ই ট্রেনে ওঠানো।এটা করাই যায়।কারণ ই পাস এর প্রস্তুতি তেই দু চার দিন লেগে যায়।
  • | ৩১ মে ২০২০ ১১:১৫446791
  • কোন বিরোধীদল কি পীযুষ গোয়ালের পদত্যাগ দাবী করেছে এখনো?

  • এবড়োখেবড়ো | ৩১ মে ২০২০ ১১:০৬446790
  • কবে থেকে বলছিলাম এ কথা। এবার মিলল কি না?

    সিধে কথা, হাত ধুয়ে হাজা করো মুখোশ পরে অরণ্যদেব সাজো, কিন্তু ইমিউনিটি থাকলে আছো, নইলে গনগনাগন। আসল মানে: বিজ্ঞানসম্মত ভাবে ভাগ্যে বিশ্বাস করো। ভগবান রাখলে, থাকবে। বেচারাদের অবস্থা দেখে হাসি পায়। ধর্মটর্ম সব নাকি ধুলোর নুটি, কুসংস্কারের ডাম্প, আর বিজ্ঞান হইল গিয়া ব্রেন-তকতক স্মার্ট পরিত্রাতা। সে ডাক্তারদের পোশাক পরাচ্ছে নভশ্চর মার্কা, রোবট গড়গড়াচ্ছে পেশেন্টের বেডের কাছে, ক’দিন পরে রোগীকে ড্রোন দিয়ে খুঁজবে ক্রেন দিয়ে তুলবে, কিন্তু বাপু হে, নিরাময়? ‘তব নিজ দেহে পালিছ স্নেহে।’ ভাল কথা, সেই অরণ্যেই যদি নির্বাসিত রোদন ও রিস্কের পসরা লয়ে, টিবি টাইফয়েড গেল তল করোনায় কিসের ভয় বল, আমাকে আমার মতো দাপিয়ে বাঁচতে দাও, ঠেসে বনগাঁ লোকালে বাদামভাজা খেতে খেতে যাই, ড্রপলেটের চেয়ে ট্রেন লেট আমাদের অধিক মাথাব্যথা। বলতে পারো, ‘ই কী, মিউটিনি!’ সে তো ‘কী ইমিউনিটি!’-রই অ্যানাগ্রাম।

    https://www.anandabazar.com/editorial/coronavirus-in-india-is-herd-immunity-the-best-bet-in-fight-against-covid-19-1.1156170?ref=home-editorial-choice-stry-large-image-1

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত