এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিশ্বরূপ | 162.44.***.*** | ১৬ মে ২০২০ ১৯:২৩445719
  • আমি কিন্তু সব দেখছি
  • b | 14.139.***.*** | ১৬ মে ২০২০ ১৭:৫৭445718
  • প্রসেনজিৎ এর বাবা, আমাদের গুরু-র বিশ্বজিৎ নন।
  • b | 14.139.***.*** | ১৬ মে ২০২০ ১৭:৫৬445717
  • বিশ্বজিৎ-এর মাথায় একটা শিঙাড়া ছিলো।
  • বিশালাক্ষী | 2401:4900:1042:27c6:d19f:12bc:2b5e:***:*** | ১৬ মে ২০২০ ১৬:৪০445716
  • তোমরা চাড্ডিকে চাড্ডি বলিও না।

  • [***] | 13.233.***.*** | ১৬ মে ২০২০ ১৬:৩০445715
  • যাহ 

    ছুপা চাড্ডি রহস্য ভেদ ?

  • :-) | 2409:4065:1c:e74d:94f8:e394:1b9a:***:*** | ১৬ মে ২০২০ ১৬:২৫445714
  • কে সে! কে সে!! কে সে!!!

    তবে বলিহারি, আপনাদেরও এদ্দিন লাগল বুঝতে, আইপি না দেখে বোঝেননি!
  • বারে বারে ঘুঘু তুমি | 13.233.***.*** | ১৬ মে ২০২০ ১৬:০৩445713
  • IP address: 151.236.26.56

    City: Zurich

    Region name: Zurich

    Country name: Switzerland

    Life Expectency: 79.6

    Avg income: 36,936 EUR

    Timezone: Europe/Zurich

    Sub continent: Western Europe

    Country code: CH

    Geo-targeting: true

       ◉ Latitude: 47.366394

       ◎ Longitude: 8.554596i

  • বিশ্বরূপ রায় | 151.236.***.*** | ১৬ মে ২০২০ ১৫:৩৮445712
  • বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা জুড়ে বিক্ষোভ এস ইউ সি আই (কমিউনিস্ট)-র
    সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ পত্র পূর্ব মেদিনীপুর জেলাশাসককে   

     
    আন্দোলনের সংবাদ, পূর্ব মেদিনীপুরঃ   রাজ্যের ন্যায় পূর্ব মেদিনীপুর জেলায় বাসের ভাড়া দ্বিগুণ করা হচ্ছে। বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির যে প্রস্তাব বাস মালিকরা দিয়েছেন, তা অন্যায়-অযৌক্তিক। এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজ এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর জেলাশাসক ও আর টি ও দপ্তরে প্রতিবাদপত্র দেয়। 

    বর্তমান লকডাউন পরিস্থিতিতে মানুষ অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত। এই সংকটকালে বাসের ভাড়া পূর্ব মেদিনীপুর জেলায় ন্যূনতম ভাড়া ৪ কিলোমিটারে ১৪ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ১.৫০ টাকা করা হচ্ছে, যা অত্যন্ত অমানবিক বলেই মনে করছেন সাধারণ মানুষ। পরিবহন যেহেতু একটি পরিষেবা, তা রাজ্য সরকারকেই সমস্ত ব্যবস্থা করা উচিৎ। 

    এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের জেলা সম্পাদিকা অধ্যাপিকা অনুরুপা দাস জানান,' বাসের ভাড়া বাড়ানো চলবে না। রাজ্য সরকারকে ভর্তুকি দিয়ে বাস চালাতে হবে।বাসযাত্রী,কর্মচারী সহ সকলের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে সর্তকতা অবলম্বন করে পরিবহন পরিষেবা সচল রাখতে হবে। এই দাবীগুলিতে আজ জেলাশাসককের কাছে আমরা প্রতিবাদ পত্র জমা দিয়েছি। জনবিরোধী এই সিদ্ধান্ত পরিবর্তিত না হলে আগামী সোমবার বিক্ষোভ কর্মসূচি  হবে’।

  • বিশ্বরূপ রায় | 151.236.***.*** | ১৬ মে ২০২০ ১৫:২৬445711
  • সেই আত্মনুসন্ধান অনন্ত 

    আমি  কে ?

    কে আমি এই বিশ্ব চরাচরে ?

  • অর্জুন | 113.2.***.*** | ১৬ মে ২০২০ ১৫:২৫445710
  • আমার স্কুল জীবনে ক্যালানে কাত্তিক মার্কা ছেলেগুলোর সব 'বিশ্ব' দিয়ে নাম হত। বিশ্বরূপ , বিশ্বজিৎ ! 

  • অর্জুন | 113.2.***.*** | ১৬ মে ২০২০ ১৫:২৪445709
  • 'বিশ্বরূপ রায়' টি কে? এই নামটির হঠাৎ এত প্রাধান্য কেন ? 

  • বিস্বরূপ রায় | 151.236.***.*** | ১৬ মে ২০২০ ১৫:১৭445708
  • @ ঘোষণা 

    খুব ভালো আইডিয়া 

  • Plc | 151.236.***.*** | ১৬ মে ২০২০ ১৫:১২445706
  • Test

  • ঘোষনা | 2405:201:8805:37e9:306c:cd3e:3a07:***:*** | ১৬ মে ২০২০ ১৫:১০445705
  • আইপিপ্রকাশ পরবর্তী যুগে বিশ্বরূপ রায় (আদি) কী আর দেখা যাওয়ার সম্ভাবনা মনে হয় কম। এদিকে আমি আমার পুরনো প্রধান নিকটিতে ফিরে যাওয়ার ব্যাপারে এখনো একটু অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই ভাবছি আর দুয়েকদিন দেখার পর বিশ্বরূপ রায় নামটা আমিই নিয়ে নেবো। জানিয়ে রাখলাম আরকি।

    আবার আরেকটা প্রস্তাবও মাথায় ঘুরছে। বিশ্বরূপ রায় নামে একটা ব্যবহারকারী গোষ্ঠী তৈরী করা যায়। যখন কোন নির্দিষ্ট এজেন্ডায় লবি বানাতে হবে তখন লবির সবাই বিশ্বরূপ রায় নামে লিখবে।
    সুতরাং আমি বিশ্বরূপ রায় নামে মাঝে মাঝে লিখবো ঠিকই, কিন্তু এই নিকের ওপর কোন দাবী বা দখলিসত্ত্ব কায়েম করার চেষ্টা করবো না।
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2402:3a80:a82:2345:fef3:499d:5179:***:*** | ১৬ মে ২০২০ ১৪:১৭445704
  • ইস এখন নবারুন দেবেশ রা বেঁচে থাকলে আবাপ নামক লিটল ম্যাগাজিন এ লিখতে পারতেন
  • অর্জুন | 113.2.***.*** | ১৬ মে ২০২০ ১৩:৫৭445703
  • আনন্দবাজারের আগের বাজারিয়া সাম্রাজ্য আর আছে কিনা সন্দেহ ।  ওখান থেকে প্রকাশিত পত্রিকাগুলোর বিক্রি খুব খারাপ । পেপার বিক্রেতারাই বলে । 

    'সানন্দা' উঠতে চলেছে । 'দেশ'ও নাকি টিকিয়া রাখা সহজ হচ্ছেনা। 

    প্রকাশনার বইগুলোর বিক্রি এখনো ঠিকঠাক । 

  • Amit | 121.2.***.*** | ১৬ মে ২০২০ ১৩:৫৩445702
  • এখুনি কালকের পোস্টগুলো পড়লাম. এই অন্যের নিক কপি করে উল্টোপাল্টা কথা বলা টা বিরক্তিকর হয়ে যাচ্ছে. সঙ্গে গুচ্ছ গুচ্ছ চাড্ডি পোস্ট.

    অনেক ভাট এগিয়ে গেছে, কিন্তু "সে" দেখলাম কালকে আলাদা করে জিগেশ করেছেন শর্ট টার্ম মিলিটারি সার্ভিস এর বিপদ কোথায়. অনেক দেশেই আছে এটা, খুব সত্যি কথা কিন্তু এখনকার ইন্ডিয়ার সাথে বেশি মিল পাচ্ছি ইজরায়েল বা 1930-এর নাজি জার্মানির, যেখানে ডেমোক্রেসি মানে মাজরিটারিয়ান বুলডোজার কে লেজিটিমেসি দেওয়া হয়. সেখানে মাইনোরিটি মানে প্রতিদিন কোনোমতে প্রাণ হাতে করে টিকে থাকা, যেকোনো সময় মেজরিটি দাঙ্গা বাহিনী ডিসাইড করতে পারে কালকে এদেরকে বাঁচিয়ে রাখা হবে কিনা. সংখ্যালঘুরা কি ভাবলো, সেটা এদের কাছে অবান্তর. আজকে আমরা সেই রাস্তায় যাচ্ছি.

    তাই ইন্ডিয়াতে এইরকম একটা ডেঞ্জারাস juncture এ দাঁড়িয়ে এই ধরণের যেকোনো প্রোপোজাল আমার কাছে বিপদ্জনক মনে হচ্ছে. ডেমোক্রেসি র চেকস এন্ড ব্যালান্স এই মুহূর্তে বেশ নড়বড়ে. আরো কারণ হলো এই মোদী সরকার এখনো অবধি একটা কন্সট্রাক্টিভ কাজও ঠিক করে করে উঠতে পারেনি, যা করেছে, তাই ছড়িয়েছে . শুধু একটা কাজেই এরা সিদ্ধহস্ত, হয় দেশের মধ্যে দাঙ্গা, নয় বর্ডার এ কনফ্লিক্ট. এই যাদের হিস্ট্রি, তাদের কোনো প্রপোসালই আমি বিশ্বাস করিনা যে ভালো কিছু হবে.

    কেও অন্য ভাবে নিশ্চয় ভাবতে পারেন.
  • অর্জুন | 223.223.***.*** | ১৬ মে ২০২০ ১৩:২১445701
  • অবধূতের 'মরুতীর্থ হিংলাজ' সম্পর্কে ছোটবেলায় এক পারিবারিক সাহিত্যিক বন্ধুর কাছে গল্প শুনেছি, অবধূত পেশায় ষ্টেশন মাষ্টার ছিলেন । একটা বেওয়ারিশ লাশের সঙ্গে 'মরুতীর্থ' র পাণ্ডুলিপি পাওয়া গেছিল। 

    ভদ্রলোক পড়ে চমৎকৃত। 'অবধূত' ছদ্মনাম নেওয়ার কারণও নাকি তাই। 'মরুতীর্থ' সুপারহিট হওয়ার পরে নাকি পাঠক ও প্রকাশক মহল থেকে তার লেখার দাবী আসে। 'অবধূত' র পরবর্তীকালের লেখাগুলো নাকি একেবারেই ভাল হয়নি । 

    শোনা কথা । 

  • বোদাগু | 202.142.***.*** | ১৬ মে ২০২০ ১৩:১২445700
  • **হতেই হবে এমন কথা নেই।

    বোদাগু
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 202.142.***.*** | ১৬ মে ২০২০ ১৩:০৬445699
  • আমার আবার স্মল টাউন বা সাবার্বান টাউন ইত্যাদি স্থানিক প্রতিনিধিত্ত্বের ব্যাপারে একটু অ্যালার্জি আছে। বেশির ভাগ সময়, ওমা দ্যাকো আমরা কত প্রতিভাবান অথচ অসহায় বলে প্রচুর লোক বেসিকালি বড় পাওয়ার সেন্টার এর ইনটেলেকচুয়াল দের স্টুজ হয়ে যায়, এবং শুধু তাই না, প্রতিটি বড় শহরের ইনটেলেকচুয়াল বা বড় শহরে যোগাযোগ রাখা ইনটেলেকচুয়াল আস্তে আস্তে নিজের অথেন্টিসিটি র সোশাল প্রোফাইলিং ব্যবহার করার কাজে ব্যবহার করে এবং নিজেরাও সিঁড়ি হতে ভালো বাসে। একধরনের বিচিত্র ক্লায়েন্ট পেট্রোন রিলেশনশিপ।
    র‌্যাম্পান্ট আনপ্ল্যান্ড আর্বানাইজেশন এই প্রয়োজন টা একটু কমিয়েছে। অন্তত বীরভূমের ক্ষেত্রে। প্রতিটি বীরভূমের লেখককে কলেজ স্ট্রীটের অন্তত একটি সাহসী বা আসলে দাক্ষিন্যে প্রস্তুত পাবলিশার না জালনেও চলে। নিজেরাই ছেপে বেচে দেবার মত স্থানীয় পাবলিশার ও হয়েছে দু চারিটি প্লাস সবাই কে লাল মাটির বা বাগ্দীএপাড়ার বা রাজনগরের গল্প লিখতে হচ্ছে না, কালে কালে হয়তো সিউড়ি তেও সাইকো সেকসুয়াল থ্রিলার লেখা হবে। সেটা কে নিউ ইয়র্ক নয়ার এর মত হতেই হবে, কলকাতার সত্যজিত রায় পড়া পাঠক দের পসন্দ মত কিসু না হলেও চলবে। আবার যদি সত্যি কাজের কাজ কিসু করতে পারে, তাইলে নানা জায়গায় সম্মান এম্নি ই পাবে। এই চক্কর ঢিলে। তাই ছোটো জায়গার লেখক হওয়ার থেকেও দেবেশ রায় এর মোটামুটি বড় ক্রেডিট, আবাপ র স্টেবল এ কে খানিকটা রিফিউজ করা, তবে এক ই সংগে পাল্টা প্রতিষ্ঠান তৈরী নিশ্চয়ী কিছু চেষ্টা করেছিলেন, ব্যক্তিগত র‌্যাডিকাল তো নন। খানিকটা খবর রাখি, কিন্তু ভালো করে মনে নেই।
    দেবেশ রায় এমন একজন লেখক, নবারুন , ইলিয়াস, জহির রাও তাই, ৫০ থেকে ৭০ এর বিশাল প্রতিভাদের প্রজন্মটাও তাই, এমন নয় যে একদিন লেখা লিখির রাজনীতির বাইরে চিরায়ত সাহিত্যের দৃষ্টিকোণ থেকে এঁদের একদিন বিচার হবে, আলাদা কিসু নাই, যা হবার এর মধ্যে থেকেই হবে। আর যা ফিকশন নন ফিকশন লিখেছেন, তাতে সকলে ভুলে গেলেও কিসু যায় আসে না। মরার পরে কে আবিষ্কার করলো আর মনে রাখলো তাতে আর কি বাল। আরোপিত ক্লাসিসিটি জিনিসটাই বোগাস। দ্য অ্যাঙ্গার গেটস কো-অপ্টেড। বোধিসত্ত্ব দাশগুপ্ত
  • নিক নিয়ে এখনো কিছু স্থির করিনি | 2405:201:8805:37e9:919c:ebbb:be51:***:*** | ১৬ মে ২০২০ ১১:৫০445698
  • ওয়াটার্সন সাহেবের আমিও গুণমুগ্ধ। এই কদিন আগে ক্যালভিন অ্যান্ড হবস সমগ্রে ওঁর মুখবন্ধ পড়ছিলাম, কী করে তৈরী হল, কখন শেষ করলেন, মাঝখানের পথটা - ওইসব।

  • b | 14.139.***.*** | ১৬ মে ২০২০ ১১:৩২445697
  • আরেকটা কারণ।
    সারা জীবন মোটামুটি কলকাতার বাইরে থেকে জলপাইগুড়ির এ সি কলেজে পড়িয়ে যাওয়া।
    উনি আর অশ্রুকুমার শিকদার, কলকাতার বাইরে থেকেও নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে পেরেছিলেন। মহানগরে থাকলে আরো খ্যাতি পেতেন, আরো স্তাবক জুটতো।
    জাস্ট এই কারণেই আমি কেলভিন অ্যান্ড হবসের স্রষ্টা বিল ওয়াটার্ম্যানের এতোবড়ো পাখা।
  • খ্যাতি | 2405:201:8805:37e9:919c:ebbb:be51:***:*** | ১৬ মে ২০২০ ১০:৪৮445696
  • তিস্তাপারের... বেশী পরিচিত হওয়ার আরেকটা কারন বোধয় সাহিত্য আকাদেমি।

    আর ওখানেই আবাপকে উপেক্ষা করার বাহাদুরি। আমি নিজেও আবাপলালিত পাঠক। কিন্তু তবুও এটা মানতেই হয় দেবেশবাবুর মত শক্তিশালী লেখকের খুব ভালোই বোঝার কথা যে আবাপ'র মার্কেটিং পেলে কোন লেভেলের খ্যাতি ও অ্যাকোলেডস উনি পেতেন।সেটা উপেক্ষা করা বিরাট বড় ব্যাপার, এবং খ্যাতির কাঙাল ক্রিয়েটিভ জগতে ওটা দামামা বাজিয়ে বলার মতই বিষয়।

  • সরি | 2405:201:8805:37e9:919c:ebbb:be51:***:*** | ১৬ মে ২০২০ ১০:৪১445695
  • আরে টাকা না টীকা। সরি।

  • নিক বদলের ডাক ঘুমে জাগরনে | 2405:201:8805:37e9:919c:ebbb:be51:***:*** | ১৬ মে ২০২০ ১০:৩৯445694
  • নাহ, বাংলা অ্যানিমেশন ইত্যাদি ওসবের পাশে নিতান্ত ম্যাড়ম্যাড়ে।

    আমার অভিজ্ঞতা হলো, পড়ে শোনানো, আর ইয়ে, অল্পসল্প তাড়য়েৎ। মানে পোলাপান অসতের ভান্ড, প্রাজ্ঞরা বলেছেন। একবার পড়তে শিখে গেলে তারপর যদি কিছু হয়। এখন পড়ে কী শোনাবো তাও প্রশ্ন। বুড়ো আংলা পড়তে পড়তে ব্যাখ্যা ও টাকা দিতে দিতে মাথা খারাপ।

  • ar | 71.174.***.*** | ১৬ মে ২০২০ ১০:২০445692
  • @b
    গোপাল ভাঁড় চেষ্টা করে দেখতে পারেন। তাছাড়া নন্টে ফন্টে আছে। আর আছে ছোটা ভীমের বাঙ্গালা ভার্সান!!



    কেমন লাগবে জানিনা।
  • | ১৬ মে ২০২০ ১০:১৭445691
  • ভুঁড়িহীন সমাজের চির বাসনায়
    চিনিমাখনের খিদে ভরা চেতনায়
    বেল্টে না আঁটা পেট ঘোচার স্বপ্নে
    সেনাবাহিনীর গান ঘুমে জাগরণে...

    তিন বছরের বাধ্যতামূলক সেনাবাহিনীতে কাজ করার প্রস্তাব শুনে এইটেই রকমাত্র পজিটিভ দিক পেলাম। এই ভুঁড়িহীন সমাজ।
  • | ১৬ মে ২০২০ ১০:১২445690
  • হ্যাঁ লগিন চালু করে লগিন না করলে পোস্ট করা যাবে না এইটে, আর সাথে জেনুইন যাঁরা লগিন করতে চান না তাঁদের জন্য পাঁচ সাতটা অতিথি প্রোফাইল রেখে দেয়া যায়। অটোমেটিক র‍্যান্ডম অ্যাসাইন হবে লগিন না করলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত