এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিশ্বরূপ | 162.158.***.*** | ১০ মে ২০২০ ১৪:১৮444847
  • @হতো স্যার 
    ধন্যবাদ IT সেল এর পে রোল থেকে বের হতে আমায় সাহায্য করায় 
    নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখাও আজকাল চাপ 
    দাগিয়ে দেবার প্রবণতা সব পক্ষের

  • চাণক্য | 162.158.***.*** | ১০ মে ২০২০ ১৪:১৪444846
  • চার ঘণ্টা সময় দিয়ে, বিকল্প ভাবার সুযোগ না রেখেই দেশজুড়ে লকডাউন চাপল। পুঁজি-রাষ্ট্রবন্ধু ভদ্রবিত্ত দুহাত তুলে রাষ্ট্রীয় পরিকল্পনা সমর্থন করলেও, যে শ্রমিক কর্মস্থলে মালিকের প্রভূত অপমান সয়ে কাজ চালিয়ে যায়, সে-ই সর্বভারতীয় লকডাউনে সম্পূর্ণ অনাস্থা দেখিয়ে, রোজগার বন্ধ হওয়ার আশংকা মাথায় নিয়েও, শ্রমিককৌমসিদ্ধান্তে দেশের কারখানা কেন্দ্রগুলি থেকে মৈত্র মশাই, রাজনীতিবিদ, রাষ্ট্র প্রধানের আশ্বাস ছুঁড়ে ফেলে দারাপুত্রস্বামী নিয়ে বেরিয়ে পড়ল গ্রামের পথে। অসামান্য ক্ষমতায় কেউ ২০০, কেউ ৩০০, কেউ ৫০০ কিমি হয়ত আরও দূরে বাড়ির পানে রওনা হল। যে শ্রমিকের দক্ষতা আর শ্রম-উদ্বৃত্তে মূল্যে তৈরি হয়েছে শহরের প্রত্যেকটি ঘনইঞ্চি, সে হয়ত অভিজ্ঞতায় আগাম আঁচ করেছিল, তার দুর্দশায় পুঁজিবাদীরাষ্ট্রব্যবস্থা পাশে দাঁড়াবে না; কৌমভাবে শহর ছেড়ে চলে যাওয়া থেকে পরিষ্কার রাষ্ট্র নয়, পুঁজি নয়, মানুষ আজও নির্ভর করে গ্রাম সমাজে।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.***.*** | ১০ মে ২০২০ ১৪:১৪444845
  • এই ভাট টা ক্রমশঃ সময় নষ্ট করার পক্ষে ও অযোগ্য হয়ে যাচ্ছে।
  • অনুব্রত | 162.158.***.*** | ১০ মে ২০২০ ১৪:১১444844
  • এর আগে বহুবার বিভিন্ন যোজনার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার। যেহেতু এই লকডাউনের সময় অসংগঠিত ক্ষেত্রে যে সমস্ত মানুষেরা কাজ করে থাকেন তারা খুব কষ্টে দিন কাটাচ্ছে তাই তাদের কথা ভেবে মোদি সরকার তিনটি পেনশন যোজনা নিয়ে এসেছিলেন। বর্তমানে এখনো পর্যন্ত দেশের 68,82,550 জন এর মাধ্যমে নাম এই যোজনাতে নথিভুক্ত করেছেন। এই প্রকল্পের মাধ্যমে দেশের সাধারন মানুষরা পেয়ে যেতে পারেন বছরে 36 হাজার টাকা পেনশন।

  • অনুব্রত | 14.***.*** | ১০ মে ২০২০ ১৪:১০444843
  • করোনা সংক্রমণ থেকে বাঁচতে সারাদেশে চলছে লকডাউন। দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জারি রয়েছে তৃতীয় দফার লকডাউন। এর পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের উপর নজর রাখার জন্য ভারত সরকারের তরফ থেকে ডেভলপ করা হয় এক অ্যাপ যার নাম আরোগ্য সেতু।আর এই মুহূর্তে ভারত সরকারের তৈরি করা এই আরোগ্য সেতু অ্যাপটি সবচেয়ে ডাউনলোড করা হেল্থকেয়ার অ্যাপ্লিকেশনের মধ্যে নাম লিখিয়েছে। আপনাদের সুবিধার্থে বলে রাখি এই অ্যাপ্লিকেশনটি বিশ্বের সবচেয়ে শীর্ষস্থানে থাকা দশটি অ্যাপ্লিকেশনের মধ্যে একটি।

  • লাল সূর্য | 14.***.*** | ১০ মে ২০২০ ১৩:৫৩444842
  • আমরা একটা খুব শক্তিশালী কর্পোরেট নিয়ন্ত্রিত রাষ্ট্র কাঠামোর মধ্যে বাস করি যেখানে সমস্ত সংসদীয় রাজনৈতিক দলগুলি মালিক শ্রেনীর পলিটিক্যাল ম্যানেজার হিসাবে কাজ করে। কারন মালিক শ্রেনীর সৌজন্যেই এরা ইলেকশন লড়বার ফান্ড জোগার করে। মালিক শ্রেনীয় এদের নিউজ প্রিন্ট আর চ্যানেল জোড়া প্রচারের বন্দোবস্ত করে দেয়। এইসমস্ত রাজনৈতিক নেতাদের হাজার হাজার কোটি টাকা এবং অপার ভোগসুখের কারন হলো মালিক শ্রেনীর দাক্ষিন্য। গরীব মানুষ এদের কাছে পোকামাকড়ের মতো।
    তাই ভোটের লাইনে কালক্ষেপন না করে সঠিক বিপ্লবী দলের নেতৃত্বে ময়দানের লড়াইয়ে সামিল হোন। সমাজতন্ত্রই মুক্তির পথ।

  • \~<#^£€ | 162.158.***.*** | ১০ মে ২০২০ ১৩:৪৮444841
  • দুর স্মাইলিটা আসেনি
  • {{%%^^£ | 172.69.***.*** | ১০ মে ২০২০ ১৩:৪৬444840
  • @a

  • অপু | 162.158.***.*** | ১০ মে ২০২০ ১৩:৪০444839
  • অর্জুন , আসল সত্যি টা হল গ্রামে লোকে কলকাতার থেকে অনেক নিরাপদে আছে। আমার বেশ কিছু বন্ধু  কলকাতার বাড়ি ছেড়ে মেদনীপুর, পুরুলিয়া,বাকুড়া ইত্যাদি নিজেদের গ্রামের বাড়িতে চলে গেছে। আমার নিজের গ্রামের বাড়ি তারকেশ্বরের কাছে। সেখানে পরিস্হিতি অনেক অনেক ভালো। 

    আর আমার ব্যক্তিগত মত হল লোক্যাল ট্রেন চলা শুরু হল সংক্রমণ গুণোত্তর প্রগতি তে বাড়বে।

  • a | 108.162.***.*** | ১০ মে ২০২০ ১৩:৩২444837
  • তবে ভেবে দেখলাম তোমায় বাবু বল্লে মর্মপীড় পীড়িত হবেন, লামাদা আমার কলেজতুত দাদা
  • অর্জুন | 172.68.***.*** | ১০ মে ২০২০ ১৩:৩২444838
  • গ্রাম থেকে একটি বিশাল দলের ডোমেস্টিক ওয়ার্কার লোকাল ট্রেন  যারা প্রতি নিয়ত ২০/৩০/৪০ কিলোমিটার থেকে শহরে কাজ করতে আসে তাদের অর্ধেকের কাজ থাকবেনা। ইতিমধ্যে  অনেকে কাজ হারিয়েওছে ।  

    ট্রেন পরিষেবা চালু কবে হবে কেউ জানেনা ! শহুরে লোকেদের ভয়ংকর মানসিকতা তো ! এদের থেকে নাকি ভাইরাস ছড়াবে । আবার এদেরও ভয় ঢোকানো হয়েছে কলকাতায় এলে এরা নাকি ভাইরাস এফেক্টড হবে ! 

    এদের অনেকের গ্রামে জমিজমা নেই। থাকলেও চাষ বাসের সঙ্গে যুক্ত নয়। স্বামীরা যারা পরিযায়ী শ্রমিক, তারা তাদের আর কাজে যাবে না।  

    এই সেকশনটার কথা খুব ভাবা দরকার । মা বললেন কোথাও একটা এরা একত্রিত হয়ে নিজেদের দাবী জানাবে । 

  • !@#$%^& | 162.158.***.*** | ১০ মে ২০২০ ১৩:৩১444836
  • হ্যাঁ, সেটাই - অসংখ্য মানুষ এই মিথ্যেগুলোকে মন প্রাণ দিয়ে সত্যি ভাবছেন, যেটা আরো অনেক বেশী বিপজ্জনক।
  • a | 108.162.***.*** | ১০ মে ২০২০ ১৩:২৮444835
  • হুতো বাবু সেটা তো আরো বিপজ্জনক, জেনেশুনে মিথ্যা বলা এক জিনিস, আর মিথ্যা বলতে বলতে সেটাকেই সত্যি ভেবে নেওয়ার প্রবণতা খুবই চিন্তার।।।
  • অর্জুন | 162.158.***.*** | ১০ মে ২০২০ ১৩:২৩444834
  •  কিছু ফেসবুক গ্রুপ তৈরি হয়েছে যেখানে চেষ্টা চলছে যারা এই সময় নিজেদের উদ্যোগে বিভিন্ন ভাবে জনস্বার্থের কাজে পদক্ষেপ নিয়েছে তাদের সংযুক্ত করা । 

    আমার নিজেরও মনে হয় এদের মধ্যে একটা সংযোগ স্থাপন খুব প্রয়োজন ।  

    কাজটা প্রায় পুরোটাই পাব্লিক ফান্ডে করে করা হচ্ছে,। কমিউনিটি কিচেন চালান সবার পক্ষে সম্ভব হচ্ছেনা। কিন্তু অন্যান্য গ্রুপের পাব্লিক ফান্ড থেকে কমিউনিটি কিচেন গুলোতে অর্থ সাহায্য করা যেতেই পারে। মূল বিষয়টাই  তো মানুষের সাহায্যে আসা । 

    সুরাটের কাছে শচীন নামে একটি ছোট শহরে বসিরহাটের বেশ কিছু শ্রমিক আটকে পড়ে আছে। তাদের আমাদের গ্রুপ থেকে ৯০০০ টাকা পাঠানো হয়েছে। 

  • @#$%^& | 162.158.***.*** | ১০ মে ২০২০ ১৩:০৭444833
  • পঃবঙ্গ স্ট্র‌্যান্ডেড শ্রমিকদের ঘরে ফেরাতে উদ্যোগ নিচ্ছে কিনা এই নিয়ে তো বিশাল চাপান উতোর চলছে।

    অ-তৃণমূল অ-বিজেপি দলগুলির এই নিয়ে কী অবস্থান জানতে কৌতুহলী, আর আমার মনে হয় একটা অবস্থান নেওয়া দরকারী। তো অবস্থানটা হয় তৃণমূলের পক্ষে যাবে, নয়তো বিজেপির পক্ষে যাবে। অবস্থানটা ফ্যাক্ট বেসড ও বটে। এটা নিয়ে কোন অনুসন্ধান ইত্যাদি আছে কিনা, কোন পার্টি কোন স্বাধীন অনুসন্ধান করছে কিনা, এইসব ভাবছিলাম।

    অন্য প্রসঙ্গে, এই বিশ্বরূপবাবুকে কাল a বোধয় জিজ্ঞেস করেছিলেন উনি কত পান আইটি সেল থেকে। এইটা আমার মনে হয় অ-বিজেপিদের একটা ভয়ানক ভুল ধারনা। বিভিন্ন চাড্ডি পেজে গিয়ে দেখি অ্যাবসার্ড দাবীদাওয়া, যেমন ইউপি স্বাস্থ্যক্ষেত্রে পথিকৃৎ, যোগীর মত মহান মুখ্যমন্ত্রী হয় না, কেরালা কেমন ফেইল্ড রাজ্য। তো এই পেজগুলি আইটিসেল চালায় তাতে সন্দেহ নেই। কিন্তু সেখানে লাইক কমেন্ট শেয়ারের বন্যা দেখুন। সেগুলোর মধ্যেও অনেকটা হয়তো কেনা, কিন্তু অসংখ্য জেনুইন ভক্তও আছে, যারা সত্যিই এগুলো বিশ্বাস করে; আর এতদূর যাওয়ার দরকার কী, আমাদের নিজেদের বৃত্তেই এমন অনেক আছে। তো এই যুক্তিহীন গড্ডলিকার বাস্তবটা অস্বীকার করে, সবাইই বিজেপির পেরোলে আছে, এমন ভেবে নেওয়াটা একটা কালেকটিভ স্ট্র‌্যাটেজিক ভ্রান্তি।
  • | ১০ মে ২০২০ ১২:৫৮444832
  • আচ্ছা ইসে একটা আবেদন আছে।

    এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেন চলছে নিশ্চয় জানেন - অনেকের ওয়ালেই প্রায় রোজ কিছু না কিছু থাকে। কোথাও এক মাস, কোথাও চল্লিশ দিন - কোথাও রোজ হাজারখানেক লোক, কোথাও কম বা বেশি।

    বেসিকালি ভলান্টারি কন্ট্রিবিউশনের ওপর চলছে, কিন্তু তারও একটা লিমিট আছে। এভাবে বেশিদিন টেনে চলা সম্ভব নয়। আমরা এদিকওদিক থেকে প্রায় ভিক্ষে করে ফান্ড যোগাড় করছি... নানাজনের ওয়ালেই আপনাদের কাছেও চেয়েছি।

    এইটা একটু অন্যরকম ইনিশিয়েটিভ। সোসেনকে এখানে অনেকে চেনেন, যাঁরা নতুন এসেছেন হয়ত চেনেন না। সোনালী সেনগুপ্ত, আমার এই বন্ধু আমেরিকায় থাকে, গবেষক, এবং হবি হল ছবি আঁকা। সোনালীর ইনিশিয়েটিভটা একটু অন্যরকমের - আপনি যদি আপনার নিজের কোনো ছবি, বা আপনার কাছের লোকের ছবি, এমনকি পোষ্যের ছবি পাঠান, সোনালী সেই ছবি এঁকে আপনাকে একটা ডিজিটাল কপি দেবে - তাই দিয়ে আপনি যেভাবে খুশী য'টা খুশী প্রিন্ট করে নিতে পারবেন।

    শুধু কিছু কন্ট্রিবিউশন লাগবে। সেই কন্ট্রিবিউশন যাবে কোনো একটা কমিউনিটি কিচেনে...যাতে আরো কিছু লোকের মুখে আরো কিছুদিন খাবার তুলে দেওয়া যায়।

    আমার বন্ধু সার্কলের সকলের কাছে অনুরোধ রইলো - একটু দেখুন - যদি পছন্দ হয়, please extend your hand....

    সোনালীর পেজের লিঙ্ক রইল। এখানে মেসেজ দিয়ে যোগাযোগ করে নেবেন প্লীজ।

    https://www.facebook.com/SoSen2011/
  • b | 172.69.***.*** | ১০ মে ২০২০ ১২:০৯444831
  • হ্যাঁ তা তো বটেই। আজকালকার যুগ হলে লক্ষ্মণের শক্তিশেলের রচয়িতার তিনদিনের জেল আর সাত দিনের ফাঁসি হত নির্ঘাৎ।
  • | ১০ মে ২০২০ ১২:০৩444830
  • বি, ফেবুতে। 

    এই যে 

    "অবশেষে যেটা আশঙ্কা করেছিলাম, সেই ২০১৪ সাল থেকেই, সেটা হলো। বিজেপি শিবরাম চক্রবর্তীকে জেল খাটানোর চেষ্টা শুরু করলো।

    কন্টেক্সট অবশ্যই "দেবতার জন্ম" - দা বাবুমশাই বলে কোন পেজে গল্পটির ভিত্তিতে একটি কার্টুন, যেটা প্রথমে রিপোর্ট করে ওড়ায়, এবং তারপরে লিংক সহ পোস্ট করলে অশ্রাব্য গালিগালাজ, পুলিশকে ট্যাগ, ইত্যাদি।

    কমেন্টসে দেখলাম পশ্চিমবঙ্গ বিজেপি যুব মোর্চার এক নেতা, অলোক সিংহ, "মহেশ"-এর শেষ লাইনের উপর ভিত্তি করে আঁকা একটি চমৎকার কার্টুন নিয়ে গালিগালাজ করছেন। আপত্তি কেন, উত্তর দিতে না পেরে অন্য লোকেদের মা, বোন ইত্যাদিকে স্মরণ করছেন। আরেকজন দেখলাম - বেশ বয়স ভদ্রলোকের, একটি মেয়ে আছে অন্তত বছর দশেকের - লিখছেন হিন্দু ধর্মে ব্রাহ্মণরা নাকি অত্যাচার করে, এই সমস্ত বিষয়ে লেখা হয় বলে মোল্লারা আনন্দ পাচ্ছে। তাঁর ওয়ালে গিয়ে দেখে আসলাম উনি তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক দিয়েছেন - মোদীজি যেন ইজরায়েল, আমেরিকা ও জাপানের সাথে হাত মিলিয়ে চীনের বিরুদ্ধে লড়াই করে।

    এঁদেরকে খোরাক করা যেতেই পারে, কিন্তু খোরাকের মেজাজ নেই আজকাল। আপনার, আমার আশেপাশে, আমাদের বন্ধুমহলে, আমাদের পরিবারে, আমাদের প্রিয়জনদের মধ্যে, এরকম মানুষেরাই ঘুরে বেড়াচ্ছেন। অলোক সিংহদের মতন "যুব" নেতাদের পায়ের তলায় মাটি এঁরাই দিয়েছেন। "মহেশ" সাম্প্রদায়িক, শিবরাম দালাল, আরও কত কিছু এঁদের হাত ধরেই হয়েছে।

    আর যাই হোক, বাঙালির - বিশেষ করে উচ্চবর্ণের সংস্কৃতি-মনস্ক বাঙালির - "কালচার" গব্বটা এবার একটু ছাড়া উচিত। এর চাষ আপনারাই করেছেন। কাল আপনার পরবর্তী প্রজন্ম এই একই ভাষায় কথা বলবে।" 

  • b | 172.69.***.*** | ১০ মে ২০২০ ১১:২৭444829
  • এই খবরটা কোথায় পাওয়া যাচ্ছে?
  • | ১০ মে ২০২০ ১০:৩৪444828
  • যাক আপনাদের লেটেস্ট খবরটা দিয়ে যাই, বিজেপী যুব মোর্চা নামের কারা যেন শিব্রাম চক্কোত্তিকে জেল খাটানোর জন্য উঠেপড়ে লেগেছে।
    'দেবতার জন্ম' গপ্পোটার জন্য। ওদের।ওই রাম্মন্দিরের ব্যবসাটা অত বছর আগে এভাবে ফাঁস করে দিয়ে গেছেন... খুবই চটেছে।
  • PM | 172.69.***.*** | ১০ মে ২০২০ ১০:১৮444827
  • আতোজ, ঐ সময় মেয়ে হলে তাদের বৃন্দাবনে গোপিনী করে পাঠিতে দেওয়া হত। কেষ্টাদার একাই ১৬০০০ গোপিনী ছিলো ঃ)
  • S | 108.162.***.*** | ১০ মে ২০২০ ১০:১১444826
  • পুত্র সন্তান মানে আগেও যা ছিল, এখনও তাই। অনেকটা লিখেছিলাম। তারপরে দেখলাম সেসব পড়ে অনেকে হজম করতে পারবেনা, তাই কাটিয়ে দিলাম।
  • sm | 162.158.***.*** | ১০ মে ২০২০ ০৯:৪৮444825
  • #পয়সা

  • sm | 162.158.***.*** | ১০ মে ২০২০ ০৯:৪৭444824
  • তর্কটা ঠিক কি নিয়ে হচ্ছে?শ্রমিক রা রেল লাইন ধরে কেন হাঁটছে?

    রেল লাইন ধরেই তো হাঁটবে।কারণ হাই ওয়ে দিয়ে হাঁটতে গেলে,পুলিশ তাড়া করছে। সাইড ওয়ে দিয়ে রাত্রিরে হাঁটতে গেলে পথ হারাবার সম্ভাবনা।

    তাই রেল লাইন ধরে হাঁটা।আর রাত্রিরে হাঁটছে,কারণ সূর্যের তাপ টা নেই।সিম্পল লজিক।

    মোদ্দা কথা হলো,কেন শ্রমিকরা নিজ রাজ্যে ফিরে যেতে চাইছে?

    কারণ ভিন রাজ্যে রেশন পাচ্ছে না।

    দুই,বাড়ি ওয়ালা হুমকি দিচ্ছে।আর টাকার তাগাদা দিচ্ছে।বা,তাড়িয়ে দিয়েছে।

    তিন,কাজ নেই। হাতে টাকা পৌসা দ্রুত ফুরিয়ে যাচ্ছে।সরকারি সাহায্য অপ্রতুল।

    কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন,শ্রমিক দের বেতন দিয়ে দিতে।কিন্তু মালিকেরা কর্ণপাত করে নি।যেমন করে নি ,বাড়ির মালিকেরা।

    যদি সরকার প্রথম থেকে আশ্বাস দিতো,বাড়ির মালিক বা ঠিকাদার দের ক্ষতিপূরণ মিটিয়ে দেবে,তাহলে এতো ক্যাওস হতো না।

    সারা লক ডাউন পিরিয়ডে ধীরে ধীরে স্পেশ্যাল ট্রেন চালু রেখে,এঁদের ফিরিয়ে আনলেও পরিস্থিতি এতো জটিল হতো না।

    কোন অজ্ঞাত কারণে রেল কতৃপক্ষের ব্যস্ততা ছিল কিছু রেল কোচ কে আই সোলেশন সেন্টার করে তোলা। 

    এর চেয়ে কতকগুলো মেক শিফট কোভিড হাসপাতাল বানিয়ে রাখলে পারতো।এই ছ সপ্তাহে কতগুলি মেকশিফট হাসপাতাল বানানো হয়ে ছে,সেটা আপাতত জানালেই চলবে। বা,কতো ভেন্টিলেটর ইনস্টল করা হয়েছে।

  • sm | 162.158.***.*** | ১০ মে ২০২০ ০৯:৩০444823
  • আরে A-Z এতো ছেলে আর মেয়ে নিয়ে পড়লেন কেন?

    মানুষে আর কি করবে?প্রকৃতি ব্যালান্স করে দেবে।দেখুন করোনা তে মেয়েদের সেরে ওঠার সম্ভাবনা ছেলেদের থেকে বেশি!

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 14.***.*** | ১০ মে ২০২০ ০৯:২৮444822
  • আকা র বক্তব্য কে ক্লাস টুর লজিক ইত্যাদি না বললে শিক্ষা গত যোগ্যতার বিষয়টা কে ব্যঙ্গ করেও ব্যবহার করা হত না।
    এই লজিকের সুইচটা বেশ মজার, প্রথমে যারা মরেছে তাদের দোষ, তারপরে বিরোধী দলের চক্রান্ত। তবে এই নিওলিবেরাল দুনিয়ায় কতিপয় অর্ধভুক্ত শ্রমিক শরীর, নিথর দেহ হয়ে গেলে এখনো যে শাসক পক্ষ কে ডিফেন্সিভ হতে হচ্ছে এটাই আশ্চর্য। বাঙালি ইংরেজি শিক্ষিত মধ্যবিত্তদের তে অংশ দুটি, বরাবরের বামবিরোধী তৃণমূল সমর্থক, এবং একদা বাম সমর্থক বিজেপি র জাতীয়তাবাদে ভরসা রেখেছেন সম্প্রতি, যাঁরা বামপন্থী দের অর্থনৈতিক বৈষম্যের বিষয়ে বক্তব্য কে বরাবর বিরোধীতাকে বরাবর আক্রকমণ করেছেন ব্যক্তিগত ল্যাম্পুনিং করে, তারা সামান্য কটি ছোটলোক দেহাতি র দুর্ঘটনা র মৃত্যু কেও মেসেজিং দিয়ে সামলাতে বাধ্য হচ্ছেন, তাদের দুরবস্থা দেখে অনুকম্পা হয়। সিপিএম কেন প্রতিটি বাম দল বা তথাকথিত ভেকধারী রা দক্ষিণ পন্থার চাপে সম্পূর্ণ উঠে গেলেও বা তাদের কাছে বেচে গেলেও অসাম্য কে লোকজন গ্যাস দিয়ে থাকলেও, অসাম্য জনিত মৃত্যুর সামনে একটু চমকাবে, এইটেই ফ্যাসিজম এর কো- মর্বিডিটি।
  • Atoz | 162.158.***.*** | ১০ মে ২০২০ ০৯:১৯444821
  • ট্রয়ের রাজা প্রায়ামেরও নাকি ৫০ জন ছেলে ছিল। এই লোকগুলোর এত ছেলে, কিন্তু মেয়েগুলোকে কোথায় গাপ করত? ৫০ টা ছেলে হলে অন্তত ৬০ কি ৭০ টা মেয়ে থাকারও কথা। সেগুলোকে ঝুড়িতে করে করে ভাসিয়ে দিত নাকি?

    আর এই যদুবংশীদের দেখুন। এক একজনের আশিটা করে ছেলে, অথচ কোনো মেয়ে নেই। মেয়েগুলোকে নির্ঘাত গাপ করতো বা ভাসিয়ে দিত।
  • Atoz | 162.158.***.*** | ১০ মে ২০২০ ০৯:০৮444819
  • সগর
  • Atoz | 162.158.***.*** | ১০ মে ২০২০ ০৯:০৮444818
  • সরগ রাজার ষাট লক্ষ পুত্র ---এইটা প্রজাসংখ্যা অথবা সৈনিকসংখ্যা বলেই মনে হয়। বেশ বড়সড়ই দল ছিল বলা যায়। অতজন তালিকাভুক্ত সৈন্য!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত