আমাকে কিন্তু একধারসে কফিবিনসের অ্যাডই দেখাচ্ছে। এখন এক আধটা কফি মেশিনও দেখাচ্ছে।,পার্ফিউমগুলো হাওয়া হয়ে গেছে। ও ডার্ক চকোলেটও দেখাচ্ছে।
টিনটিন র ভিডিও দেখলাম। খুব ভালো লাগলো ।
দাবা খেলতে চাইলে < এ আসতে পারেন। বিনা পয়সায় 12 টা গেম খেলতে পারবেন । তবে Rapid chess নয়। শুধু একটা মেল আই ডি লাগবে।
এলে আমাকে গেম রিকোয়েস্ট পাঠাবেন।
বাংলাদেশে কি লকডাউন পুরোদমে চলছে?
কাল যখন টিকিয়াপাড়ায় ঝামেলা হচ্ছিল তখন সুরাটেও হচ্ছিল।
কোনরকম প্ল্যান না করে লোকজঅনকে ক্ষিদে আর চরম অসহায়তার মুখে ঠেলে দিলে মানুষ কখনো না কখনো মরীয়া হয়ে উঠবেই
@ব্যা
ইতর কিনা জানিনা
তবে দু এক বার পার্সোনাল ইন্টারঅ্যাকশন এ
অন্তসারশূন্য নাক উঁচু সবজান্তা ভাব যে চোখে পড়েনি তা নয়
ইগনোর করুন
ওটাই এই ধরণের লোক এর দাওয়াই
ছটফট করে মরবে
ঘুরেফিরে সব রাস্তাই কেনো
Hollier than thou তে শেষ হয় কে জানে ?
সবাই যখন জয়েন্ট এন্ট্রান্স আর চাকরি নিয়ে ভেবেছেন
মহান দার্শনিক সক্রেটিস তখন দেশ ও দশের রাজনৈতিক বাগানে মাটি কোপাচ্ছিলেন যাতে পরে গুরু তে এসে বক্তিমে ঝাড়তে পাচির
তবে ডাইরেক্ট বল্লে চোলবে না
'কিছু গাধা' ইত্যাদি বলে উল্টো সারকাসম
সেই চিরকালীন প্রশ্ন
কাহারা এই গাধাদিগকে প্রদান করিয়া থাকেন ???