এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 14.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১৩:৫৮443796
  • অফ কোর্স নিউজিল্যান্ডে পালাবেন।

    Super-rich Americans have fled to New Zealand to hide out in their luxury bunkers throughout the coronavirus pandemic.

    Just weeks ago, doomsday bunker manufacturer, Rising S Co, got a desperate call from an executive based in New York - the epicentre of the outbreak in the US - asking how to open the secret door to his shelter.

    His bunker, 11 feet underground in New Zealand, has never been used.

    'He wanted to verify the combination for the door and was asking questions about the power and the hot water heater and whether he needed to take extra water or air filters,' Gary Lynch, general manager of Texas-based company told Bloomberg.

    'He went out to New Zealand to escape everything that's happening.

    'And as far as I know, he's still there.'
    ...
    https://www.dailymail.co.uk/news/article-8235565/Billionaires-fled-doomsday-bunkers-New-Zealand-coronavirus-crisis-escalated.html
  • PT | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১৩:৫৭443795
  • "কল্লোলদার নিদান এত সহজ ব্ল্যাঙ্কেট ছিল না........কতটা গ্রাম ভেঙে শহর ইত্যাদি অনেক জটিলতা তার মধ্যে ছিল।"
    খুব জটিল অথবা এক্কেবারেই সরল ছিল। কল্লোলদা কমুনিজম প্রত্যাক্ষান করেছিল কিন্তু সিপিএম সম্পর্কে সেই চারুবাবুর মস্তিষ্ক প্রক্ষালন থেকে কোনদিন বেরোতে পারেনি। কল্লোলদার সব আলোচনাই সিপিএমের প্যাথলজিকাল বিরোধিতাতে শেষ হত। আর শেষের দিকে তিনো-প্রেমে বড়ই আপ্লুত হত।
    (আশা করি কল্লোলদা এটা পড়ে আমাকে যা খুশী তাই বলবে।)
  • dc | 172.68.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১৩:৫৭443794
  • sm, কল্পনায় চকোলেট আর চিজ থেকে আপত্তি কোথায়! :p
  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১৩:৫৫443793
  • বাই দ্য ওয়ে কল্লোল দা ভালো আছে, কথা হয়েছে।
  • sm | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১৩:৫২443792
  • ডিসি র, না ডাইয়াবেটিস আছে।সুইস চকলেট আর চীজ, এতো ভয়ংকর কম্বিনেশন মশয়।
  • dc | 172.69.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১৩:৪৫443791
  • নেপাল আর ভুটান খারাপ না, তবে পালাতেই যদি হয় তো নিউ জিল্যান্ডে পালাবো, কিংবা ফিজি। আর নাতো সুইজারল্যান্ড, জুরিখে বসে বসে সুইস চকোলেট আর চিজ খাবো আর লেকের শোভা দেখবো।
  • অপু | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১৩:৩৩443790
  • b, অর্জুনের সাথে কথা হল । ও খুব ভালো কাজ করছে। গড়িয়া থেকে অনেকটা দূরে 50 টি পরিবার কে চাল, ডাল,  আলু দিয়ে এল আজ। বেচারা প্রায় দু কিমি হেটেছে

    :(((

  • অপু | 172.68.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১৩:২৫443789
  • / কল্লোল  দার

  • অপু | 172.68.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১৩:২৪443788
  • আহা PM / PT দা বনাম কল্লোল র সেই

    লড়াই কতদিন হয় না :)))

    PM,কেমন আছো হে? 

  • %^&*(*() | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১৩:১৪443786
  • কল্লোলদার নিদান এত সহজ ব্ল্যাঙ্কেট ছিল না। কতটা শ্রমনিবিড়, কতটা কনভেনশনাল ও ট্র‌্যাডিশনাল জীবিকার ক্ষতি করে হচ্ছে, কতটা গ্রাম ভেঙে শহর ইত্যাদি অনেক জটিলতা তার মধ্যে ছিল।
    রাত্রে সূর্যশোকে এত অশ্রুধারা ঝরিয়ে কি হবে। রুদ্রপ্রসন্নবাবুদের পথের সঙ্গে আপনাদের পথ তো মিলেই আছেঃ)।

    ভারী শিল্প বিষয়ে কেরালার অবস্থান নিয়ে একটু দেখতে হবে তো।
  • PM | 172.69.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১৩:০৩443785
  • কল্লোল্দা সেই কবে নিদান দিয়েছেন পঃ বঃ এ শিল্পের কোনো দরকার নেই--- যাদের শিল্পে কাজ করার ইচ্ছে তারা অন্য রাজ্যে কাজ করুক গিয়ে। দিদি তো তো কল্লোল দা , সুভাস দত্তের অজেন্ডা মেনেই চলছেন।্তার পরেও এত প্যাচাল পাড়েন কেনো ?!

    যে সব বাঙালী শ্রমীক রা ভিন রাজ্যে আটকা পড়ে না খেয়ে দিন কাটাচ্ছেন তারা ওদের বেদনা ক্ষমা করে দিলেই এখন ঝামেলা মেটে
  • অপু | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১৩:০১443784
  • কিন্তু ইরফান খান ক্যান্সার থেকে সুস্হ

    হয়েছিলেন শুনেছিলাম তো। ঈশশশ খুব বাজে লাগছে :((((

  • $%^&*( | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১৩:০০443783
  • অন্য দেশে আমিও যেতে চাই, নিতান্তই ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য বেশি বলে। দেশে থেকে যে কিছু উদ্ধার করে দিচ্ছি তা তো না, গেলে একটা লোক কমবে বরং, সামান্য দু'চার টাকা আসবেও।
    বিরূপ বোলে তো, সমগ্র মানবজাতির ওপরই আমি বিরূপ, সারাক্ষণ মারদাঙ্গা করে চলেছে। ভালো কাজও অনেক করেছে সন্দেহ নেই, কিন্তু খারাপ গুলি বড্ড খারাপ। তবে অত ভাবলে তো চলবে না, বেঁচে বর্তে থাকতে হবে, মেয়েকে লিখিয়ে পড়িয়ে বর্মচর্ম জোটানোর তালিম দিতে হবে। সেসব জিনিস অন্য দেশে একটু সুবিধে।

    তবে দেশাত্মবোধ ইত্যাদির ধারনাটা পাল্টানো দরকার এবার। সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া (হ্যাঁ হ্যাঁ, হয়েছে, আর কুচিন্তা করতে হবে না, রাতে রোদ্দুর রায়ের স্বপ্ন দেখা দেবেন), ঐ জিনিস তো আর এখন নেই, এমনিতেও সপ্তপুরুষে এক জায়গায় থাকার সুযোগ এখন খুব কম, এক পুরুষেই তিনবার বাড়ি পাল্টে ফেলছে, আরেকটু ভালো আরেকটু ভালো। তো দেশ বিষয়েও ঐরকম হলে কিছু ঝামেলা কমে। এই দেশটা পছন্দ হচ্ছে না, ঐ দেশে যাই - এ তো হামেশাই করছেন, যাদের ইচ্ছে ও ক্ষমতা আছে। কিন্তু গেলেও দেশপ্রেমের ব্যাগেজটা লোকে সঙ্গে নিয়ে ঘোরে।
    পুরনো পাড়ার প্রতি নস্টালজিয়া, সে থাকে থাকুক। কিন্তু জাতীয়তাবাদ, দেশাত্মবোধের পারিপার্শ্বিক চাপটা, রিয়েল চাপ। বাক্সপ্যাঁটরা বগলদাবা করে চলে গেছ অন্য দেশে, বুকে হাত রেখে জাতীয় সঙ্গীত গেয়ে নাগরিকত্ব কাটিয়ে দিয়েছো, তাও মায়া এবং তিনখানা লাক্সারী ফ্ল্যাটের ভাড়া বুকের বাঁদিকে চিনচিনে স্মৃতি হয়ে থাকে, এইটা কঠিন।
    এটা কোন ব্যক্তি মানুষের সমালোচনা নয়, এইরকমটাই হয়, এটাই ধারা এবং রীতি।

    এবং আমার দেশপ্রেম নেই, এইটা ঢপকথা, কারন দেশের জন্যে চিন্তা না করলে দেশের রাজনীতি নিয়ে চিন্তা করতাম না।

    তো এইসব হলো ওয়ার্ক ফ্রম হোমের গড়িমসিজনিত প্রলাপ, কারন প্রবলেম স্টেটমেন্টটা পরিস্কার হয়নি, সমাধানের তো প্রশ্নই নেই, আর গুচ্ছখানেক কাজ পড়ে আছে।
  • অপু | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১২:৫৪443782
  • dc :))))

    What about Nepal or Bhutan? 

  • | ২৯ এপ্রিল ২০২০ ১২:৫৩443781
  • ইরফান খান  :-(

  • PT | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১২:৪৭443780
  • পত্রলেখককে আমি চিনিনা......কিন্তু তাঁর চিঠির এই অংশটা এড়িয়ে যেন আলোচনা চলছে। (তাও তো সিঙ্গুর-্নন্দীগ্রামের কোন উল্লেখ নেই!!)

    "এবার আসি চাকরি। কোন চেষ্টা করেছেন রাজ্যের উন্নতির? শিল্প আনা তো দূরের কথা, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী ন্যূনতম সিগন্যাল দেননি শিল্পায়নের। ক্ষমতায় এসেই SEZ বন্ধ করলেন। তারপর FDI এর বিরুদ্ধে সুর চড়িয়ে করে কেন্দ্র সরকার ছাড়লেন। জমি দিচ্ছেন না। সাগরে বন্দর বানাতে দিলেন না নয় বছরেও! রাজ্যে কোন চার লেন রাজ্য সড়ক নেই। জাতীয় সড়ক এর জমি দিচ্ছেন না। জিয়াগঞ্জ আজিমগঞ্জ সেতু ১০ বছর এক কাঠা জমির জটে আটকে! মেট্রো রেলে সব রাজ্য ৫০% বিনিয়োগ করছে, আপনারা রাজি তো হলেনই না তার উপর জমি দিচ্ছেন না! এয়ারপোর্ট বাড়াতে দিলেন না। অন্ডাল আরেট্রোপলিস ফ্লপ। ফিনান্সিয়াল হাব আপনাদের দেখে পালিয়ে গেল! কলকাতা দিল্লি ফ্রেইট করিডর করতে জমি দিলেন না। তার মানে, না শিল্প না পরিকাঠামো। চারবার বাণিজ্য সম্মেলন করেছেন, অথচ একটা কাকও বসেনি কলকাতায়।"

    আর আবাপানন্দ মহুয়ার দলের সঙ্গেই আছে। নাহলে এই আকালের সময়েও কোটি টাকার সরকারী বিজ্ঞাপন শুধু তারাই পায় কিকরে?
  • b | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১১:৫৪443778
  • অর্জুনকে অনেকদিন দেখা যাচ্ছে না। এর আগের একটা পোস্টে বার্নআউটের কথা লিখেছিলেন। আশা করি ভালো আছেন।
  • Amit | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১১:৪৫443777
  • ইয়ে এই চিঠি পত্তর গুলো কিন্তু আদৌ কোনো গঠনমূলক সমালোচনা থেকে মনে হয়না. এতটা সিম্পল নয় ব্যাপারটা, টাইমিং গুলো একটু ভালো করে খেয়াল করেন. আর কারা এই চিঠি গুলো প্রচার করে সোশ্যাল মিডিয়ায় , সেটাও একটু খেয়াল করেন.
  • dc | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১১:৩৩443776
  • আমি তো ভারতবর্ষ নিয়ে একেবারেই বিরূপ। আমার এই দেশটা বিচ্ছিরি লাগে, পালাতে পারলে বাঁচি (তাই বলে পাকিস্তানে না কিন্তু)।
  • অপু | 172.68.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১১:৩০443775
  • কিছু লোকজন নিক নিয়ে  সেই অসভ্যতা টা চালিয়ে যাচ্ছে।

    গুরু তে বহুদিন থেকে লিখছি। বেশীরভাগ জনতা কে নিয়ে ব্যক্তিগত ভাবে চিনি। তারা ভারতবর্ষ সম্পর্কে মোটেই বিরূপ নন। তবে আমার মনে হয় বিদেশে থাকতে থাকতে বিভিন্ন কাজ অনলাইন বা একটা ফোন কলে সারতে অভ্যস্ত হয়ে যান।  একটা কমফোর্ট লেভেল তৈরী হ য়ে যায়। খুব স্বাভাবিক ।

    সেই এক ই কাজ দেশে থাকার সময় করতে কত পাপড় বেলতে হয়েছিল সেই দু:সহ অভিজ্ঞতা তাদের মনে আছে। সেই সব জায়গা থেকে হয়তো সমালোচনা করেন। কিন্তু  সেটা তো গঠনমূলকসমালোচনা । কী জানি বাপু....

  • শালিখ | 172.69.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১১:০০443774
  • একমত অমিত।

  • Amit | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১০:৫২443773
  • ওকে. পয়েন্ট টা বুঝতে পারছি. হ্যা, মহুয়া মিত্রের চিঠিতে ডাইরেক্টলি NRI দের টার্গেট না করলেও চলতো. সিম্পল বক্তব্য দিলেই হয়ে যেত.

    ইনফ্যাক্ট, এই ধরণের চিঠি পত্তর কমপ্লেটলি ইগনোর মারলেই চলে যেত.
  • aka | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১০:৪৯443772
  • তাইলে মজ বুড়োকে ডাকো, তাকে সেদিন স্বপ্নে দেখলাম।
  • $%^&*() | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১০:৪৩443771
  • আমি হুতো। কার যেন আমার নিকটা খুব পছন্দ হয়েছিল আর আমার নিক দিয়ে পোস্ট করছিল, তাই আমি নিক বর্জন করেছি। তবে সব স্পেশাল ক্যারেকটার দিয়ে নিক আবার আমি নই, আরো কেউ কেউ এইরকম অনির্দিষ্ট নামে পোস্ট করে। সুতরাং আমি জনগণেশ বা চলমান অশরীরী।
  • শালিখ | 172.69.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১০:৪১443770
  • @অমিত, সব এনারাই একরকম নন সেটা আপনি বলেছেন। কিন্তু এটাও বলেছেন এনারাইদের করা সমালোচনা একপেশে। অধিকাংশ এনারাই এইরকম। এটা কিরকম বলা জানেন? কোন বিদেশী যখন বলে ভারতীয়রা খুবই গরীব। সবাই নয় অবশ্যই। কিনতু অধিকাংশই তাই। আমি যে কয়জন দেখেছি হাত পেতেছে, সরাসরি বা ঘুরিয়ে। ওদের থেকে দূরে থাকাই ভাল।

    পয়েন্ট হল, কে কোথায় থাকে সেটা তার যুক্তির আলোচনায় আসাই উচিত না। এসেছে তার কারণ মহুয়া মৈত্র এনারাই বিরোধী সেন্টিমেন্ট উস্কে দিয়ে তার সুবিধা নিতে চেয়েছেন। যেমন বিজেপি মুসলিম বিরোধী সেন্টিমেন্ট উস্কে দেয় বা ট্রাম্প ইমিগ্র্যান্ট বিরোধী সেন্টিমেন্ট উস্কে দেয়।
  • aka | 108.162.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১০:৩৫443769
  • আরে উন্নতির চেষ্টা করা বৃথা বাদ গেছিল বলে বুঝতে পারি নি।

    কিন্তু তুমি কেডা? ওমনাথ নাকি?
  • $%^&*() | 172.68.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১০:৩১443768
  • শালিখ, 'শুধু' এনারাইরা বলেন তো বলিনি। এমনকি সব এনারাইও বলিনি। ব্ল্যাঙ্কেট এনারাই বিরাগ থাকলে গুরুতে আসতাম না, কারন গুরুচণ্ডালির অন্যতম সম্পাদকও এনারাই।

    আকাদা, অনেকে পড়ে না তো বটেই। আবার অনেকে পড়েও। ঐ অনকের মধ্যে আমার বৃত্তের লোকজন নেই বলে তার উন্নতির চেষ্টা করে লাভ নেই, ঐ ভাব্নাটা আমার ইরিটেটিং লেগেছে। সেটা না বুঝলে আর কী করা। বাদ দাও।
  • Amit | 162.158.***.*** | ২৯ এপ্রিল ২০২০ ১০:২৫443767
  • NRI সবাই একরকম- কোথায় বললুম আবার ? জাস্ট আমার নিজের যেটুকু দেখা কয়েকটা দেশে , এই টাইপের লোকজনকে ই মেজরিটি দেখেছি . গত কয়েক বছরে সেটা আরো বেশি চোখে পড়েছে. কারণটা ও স্বাভাবিক.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত