৮.১০ এ একটা গান আছে। খুবই পাতিবুর্জোয়া সেন্টিমেন্টের।
dc :)))))
দীপু :))).
মহাভারতের ভার্শন টা হচ্ছে "অষ্টবসু" কিছু একটা কেলো করেছিল। তাদের অভিশাপ দেওয়া হল "যেহেতু তোমরা মাখিয়েছো, তাই পৃথিবীতে জন্ম নিতে হবে। এখনো যেমতি অনসাইটে মাখালে অফসোরে ফেরত পাঠিয়ে দেয় সেমতি"। আর কিছু উপায় না দেখে সবাই মা গঙ্গার কাছে গিয়ে ধরনা দিল। তাদের দুখে বিগলিত হয়ে গঙ্গা বললো "তোমরা চাপ নিও না। আমি "ভেতর থেকে ব্যবস্হা" করে দেবো। গেম প্ল্যান মনে মনে ছকে, শান্তনু কে বিয়ে করার শর্ত ই দেন উনি যা কাজ করবেন তার কোন প্রতিবাদ করা যাবে না। তো এই করে সাতটা ছেলে জন্ম নিতেই তাদের কে গঙ্গায় ভাসিয়ে দিলেন। মানে অষ্টবসুর মধ্যে সাতজন সেই শাপ অনুযায়ী পৃথিবীতে জন্ম নিল ঠিক ই তবে মিনিয়াম সময় থাকলো। কিন্তু আর থাকতে না পেরে অষ্টম পুত্রের ক্ষেত্রে শান্তনু গঙ্গাকে জিগান মা হয়ে কী করে তুমি এমন নিষ্ঠুর হতে পারো? ব্যাস....
আবাপও মাঝে মাঝে ঠিক কাজ কিরে ফ্যালে! এই রুদ্রগরুর চিঠিটা ছাপার যুগ্যিই নয়।
আর মেধার গব্বো! একটু চেপে ধরলেই টপাটপ বেরিয়ে আসবে সবকিছু তো মেরিটের বেসিসে হওয়া উচিত। কাস্ট-বেসড রিজার্ভেশনের জন্য দেশটা গোল্লায় গেল। আরেকটু চেপে ধরুন। দেখবেন মোল্লা হটাও দাবী দিচ্ছেন। এই তো মাইরি এঁদের পজিশন।
মহুয়া মৈত্র আনন্দবাজারে কাল না পরশু যে আর্টিকেলটা লিখেছিলেন, সেইটে নিয়ে দুকথা লিখব ভেবেছিলুম, কিন্তু রুদ্রবাবু এমন মাখিয়ে দিয়েছেন যে আর কিছু বলার ইচ্ছে নেই। ঃ-))) রুদ্রবাবু টাইপের এনারাই তো কম দেখলুম না। এঁরা মাইরি বোরও হন না। সেই একই কান্নাকাটি, গুজরাট কত ভাল, মোদী কত দক্ষ মুখ্যমন্ত্রী আর জ্যোতিবাবু পোচ্চিমবঙ্গটা শেষ করে দিলেন। আবালের দল!
NRI দের কেউ ভালোবেসে বিদেশে জায়গা করে দেয় নি । তারা নিজের যোগ্যতায় সে জায়গা তৈরি করেছেন। তবে দেশে ফিরে উপযুক্ত সুযোগ না পাওয়ায় বিদেশে থেকে যাওয়া অন্তত আকাডেমিক্সে বোধহয় অনেকটাই বাস্তব। আমার মেজদার (জেঠুর মেজো ছেলে) ক্ষেত্রে দেখেছি কয়েক বছরের চেষ্টায় হায়দ্রবাদ সেন্ট্রাল ইউনিভারসিটি তে পেয়েছে। সেটা একেবারে প্রথম শ্রেণীর না হলেও ও দেশে ফিরতে ডেসপারেট ছিল।
কিন্তু NRI বলে মোদী মমতার সমালোচনা কেন করা যাবে না? 100 বার যাবে।