এখানে সাহিত্য নিয়ে জমিয়ে আড্ডা আর কোথায় হয়? বিকাশ রায়ের কোন একটি সিনেমায় দেখেছিলাম, সাহিত্যের আড্ডার টানে তিনি কাউকে না জানিয়ে বন্ধুর কাছে গ্রামে চলে এসেছেন।
যদুনাথ সরকারের রচনা সম্ভার যেটা এম. সি. সরকার থেকে প্রকাশিত হয়েছে সেটা নিখিলেশ গুহ ও রাজনারায়ণ পালের সম্পাদনা। যদুনাথ সরকার বাংলায় লিখেছেন কিন্তু ওখানে অনেক লেখাই অনুবাদ।
মুঘল সাম্রাজ্যের পতন নিয়ে উনি প্রায় চার দশক গবেষণা করেছেন যার পরিণতি চার ভলিউমে Fall of the Mughal Empire।
কিন্তু যা কেস আসছে তার ৮০% আসিম্পটোমেটিক এই নিয়ে আই সি এম আরের বিজ্ঞানীরা এত চিন্তিত কেন? হ্যাঁ, ইনফেকশন ছড়িয়ে যাবে, বোঝা যাবার আগেই, সব টেসট করে কোয়ারান্টাইন করাও যাবেনা। কিন্তু একদিকে তো ভাল, মেজরিটির সিম্পটমই নেই, অসুস্থতাই নেই। ভাইরাসের ভিরুলেন্স তাহলে কমই। আর এগুলো যত বেশি হয়, হার্ড ইম্যুনিটির দিকে এগোনোও তো তত।
আর ওরকম ৪ লক্ষ টেস্টে ১৫০০০ পজিটিভ তো ৪ কোটিতে ১৫ লাখ হবে, ব্যাপার মোটেও অমন লিনিয়ার প্রোজেকশন হয়না ইনফেকশাস ডিজিজে, কারণ এটা ক্লাস্টার ধরে হয়। সারা পপুলেশনে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হয়না। সেজন্যই ইনফেকশস ডিজিসে পজিটিভিটি রেট একটা ইন্ডিকেটর।
সুইডেন, এখন আমেরিকা, ফ্রান্স এগুলোতে এটা বেশ বেশি দেখা যাচ্ছে।
বাদুড়ের বদ মায়েশি!
বাদুড় কেন বিভীষিকা?
বাদুড়ের বাঁদরামি!
বন্ধ ঘরে অন্ধ বাদুড়!
বাদুড় চিনে রাখুন।
চীন বাদুড়ের হীন কাজ।
ইন্ডিয়া কি তেল রাখছে? মানে স্টক করে রাখার জন্য?
বাজারে তো তেল 76 টাকা লিটার পেট্রোল আর ডিজেল 67 টাকা মতোন?
বলি হচ্ছে টা কি?কেউ শুনছেন?
কাল কে বই টি দেখে বলবো কার অনুবাদ।
না বছর দুয়েক আগে বাংলায় বার করেছে "এম সি সরকার" । 550 টাকা দাম
স্পেনে মাইগ্রেন্ট ওয়ার্কারদের ন্যূনতম পারিশ্রমিক দেওয়া হচ্ছে না, তারা প্রতিবাদ করছে।
বোধি দা জানি। ওটি ওদের প্রধান সংবাদ পত্র।লিঙ্ক টা তখন কিছুতেই দিতে পারলাম না ।
সৈকত দুই, বস যদুনাথ সরকারের রচনাবলী টা পড়ে ফেলো অসাম। আমার নিজের পছন্দ মুঘল পিরিয়ড।
রাহুল সাংকৃত্যায়নের "আকবর" পড়েছো? আকবর
কে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি। হিন্দু মুসলিম দের সমান চোখে দেখার ওই দূরদর্শিতা অতদিন আগে উনি দেখিয়েছিলেন।
স্পেনে নার্সদের আক্রমন করছে। ইন্ডিয়ার মতই পাবলিক!
থিয়োরিঃ একটা ভাল উপন্যাসের নেসেসারি কন্ডিশন হচ্ছে ক্যাটেগরি গুলিয়ে দেওয়া।
করোলারিঃ যে উপন্যাস শুধুই ঐতিহাসিক, সে উপন্যাস দ্রুতই ঐতিহাসিক হয়ে উঠবে। :-)