এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nipa | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ২০:০৫440529
  • অরিনের জন্য বোধহয় হকগ দায়ী nan.
  • b | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ২০:০৩440528
  • মনে করো শেষের সেদিন। সারা গুরু জুড়ে শুধু হখগ। নিজেই বড় বড় প্রবন্ধ লিখছেন, সেটার কাউন্টার থিসিস, অ্যান্টি থিসিস, সিন্থেসিস, আত্মসমালোচনা। ভাটিয়ালি, বুবুভা,টইপত্তর। পোস্টের পর পোস্ট। পাতার পর পাতা। হখগ আর হখগ।
    (অন্য সবাই পালিয়ে গেছে)
  • dc | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ২০:০০440527
  • আমি আবার পড়লাম নিষ্ঠুর বিতর্ক।
  • বোধিসত্ত্ব দাসগুপ্ত | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৯:৫৯440526
  • একটা পদ্ধতি আছে , পবন্দ লিখে ছেড়ে দেওয়া। এবং কোনো ধরনের কোনো বিতর্কে না যাওয়া। আমার ওটা ধাতে নেই।
  • গবু | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৯:৫৯440525
  • ৫ই এপ্রিল আসতে আর পাঁচ দিন। তেরো বছর আগে ওইদিনে লীলা মজুমদার গুপ্ত খাতায় লেখার জন্যে কোথায় যেন চলে গেছিলেন, আজও খোঁজ নেই তাঁর।

    হঠাৎ মনে পড়ে গেলো, তাই একটু উল্টেপাল্টে দেখা।

    https://www.anandabazar.com/supplementary/patrika/some-interesting-stories-about-writer-leela-majumdar-1.811138

  • | ৩১ মার্চ ২০২০ ১৯:৫৭440524
  • হুঁ জেলগুলো থেকে প্যারোলে ছাড়ছে। তাহলে কি ধরে রাখলেই বেটার হত?
  • aka | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৯:৫৪440523
  • "আচ্ছা আসামের ডিটেনশান ক্যাম্পগুলোর কী অবস্থা ক্কেউ জানেন? সেখানেও তো প্রচুর বয়স্ক লোককে গাদাগাদি করে ভরে রাখা। পাই অবশ্য বলছিল নর্থ ইস্টে করোনা প্রায় নেইই।"

    নর্থ ইস্টে বা যেকোন রিমোট এরিয়ায় যেখানে জনসমাগম কম হয়, লোকে কম যাতায়াত করে বাইরে থেকে সেখানে করোনা হওয়ার সম্ভাবনা, তাও আর্লি স্টেজে খুব কম। যদি কমিউনিটি ট্রান্সমিশন হতে শুরু করে তখন তার ধাক্কা সব জায়গায় ছড়াবে। এরকম ডিটেনশন ক্যাম্পে একজনের হলেই হুহু করে ছড়িয়ে পড়ার সম্ভাবনা।
  • bodhisattva dasgupta | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৯:৪৮440522
  • এই তা বেশ মজার।

    ইন্দো, ডিডি ডা আর এখন অরিন , এরা নাকি আমার জন্য গুরু ছেড়েছে এই অভিযোগ করেন বা ইমপ্লাই করেছেন কেউ কেউ, এই রিসেন্ট নিপা সহ । আমার অপরাধ কি, আর্গুমেন্ট প্লেস করা ? নাকি বিনয় না দেখানো ? নাকি ওমা মন ছুঁয়ে গেলো গোছের প্রতিক্রিয়া না দেওয়া, নাকি একাধিক বিষয়ে আগ্রহ প্রকাশ করা। ডিরেক্ট যা অভিযোগ পেয়েছি আড্রেস করেছি।

    এডমিন এর কাছে অনুরোধ রইলো , সাইটের পার্টিসিপেশন কমাতে পারে যে সব পোস্ট , বিশেষত গুরুত্ত্ব পূর্ণ পার্টিসিপেশন , সে গুলো ডিলিট বা হাইড করার জেনেরাল বা ইউজার স্পেসিফিক নিয়ম হোক, ডিলিট করলে আমার অসুবিধে নেই। আর্গুমেন্ট প্লেস করার থেকে সরে আসার প্রশ্ন নেই। কমিউনিটি গাইডলাইন হলে অসুবিধে নেই, গুরু র ভালো র জন্য ডিস্ক্রিশনারি ডিসিশান হলেও অসুবিধে নেই।

    আমি বিষয় নিস্ষ্ঠু বিতর্ক করার চেষ্টা করি। পছন্দ কারুর না হলে কিসু করার নেই। একেবারেই কিসু এসে যায় না। আমার আর্গুমেন্টে দুর্বলতা অনেকেই দেখিয়েছেন, সেটাকে আমি কাউন্টার করার চেষ্টা করেছি, বা মেনে নিয়েছি। বিষয়ে থাকলে অসুবিধে কোথায়।

    আমি মনে করি না ইটা কোনো চক্রান্ত, সকলেই এঁটাইটেলড টু দেয়ার ভিউস। দ্যাটস ফাইন। অভিমান ইত্যাদি তে আগ্রহ নাই, ওসব সূক্ষ্ম কেসে আমি নাই :-))))))))))) হিলারিয়াস নেকু পুশু।
  • | ৩১ মার্চ ২০২০ ১৯:৪৩440521
  • আচ্ছা আসামের ডিটেনশান ক্যাম্পগুলোর কী অবস্থা ক্কেউ জানেন? সেখানেও তো প্রচুর বয়স্ক লোককে গাদাগাদি করে ভরে রাখা। পাই অবশ্য বলছিল নর্থ ইস্টে করোনা প্রায় নেইই।
  • | ৩১ মার্চ ২০২০ ১৯:৩৩440520
  • অরিন তো গতকাল,সকালেও লিখেছেন দেখছি। ছেড়েছেন মানে? কোথাও বলেছেন?
  • | ৩১ মার্চ ২০২০ ১৯:২৯440519
  • সুকি | 172.69.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৯:২৭440518
  • এই তো অভিষেক ভট্টাচার্য-র বইটা পড়লাম কদিন আগে। ভালো লাগলো - একটা গল্প অতীব ভালো, আবার একটা ততটা নয়। বেশ ইন্টারেষ্টিং লাগলো যে একই লেখকের একটা ছোট চটি বইয়ে তারতম্য মনে হচ্ছে কেন লেখায়! আমার নিজের কি পড়ার ভুল - নাকি সত্যি কিছু তাড়াহুড়োর ছাপ আছে লেখায়!
  • Nipa | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৯:২৬440517
  • অরিন কার জন্য গুরু ছাড়লেন?
  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৯:২৫440516
  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৯:২৪440515
  • hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৯:২০440514
  • r2h | 162.158.23.4 | ৩১ মার্চ ২০২০ ১৬:০৩440541
    "ছোটাইদির কমেন্টটা পড়ছিলাম। হ্যাঁ, সমালোচনা, তার একটা ধারাবাহিকতা ইত্যাদি তৈরী হোক এখানে, যাঁরা অনেক পড়েন এবং লিখতে পারেন তাঁরা লিখুন এমন ইচ্ছে ছিল। আমার একটা নিহিত আকাঙ্খা ছিল গুরু থেকে প্রকাশিত বইপত্রে নিয়ে আলোচনা হোক একটু ভালোরকম, এমন অনেক লেখকের বইই তো ছাপা হয়েছে গত দশ বছরে যাঁরা বাংলা সাহিত্যের মেনস্ট্রিমের লেখক নন, ফুলটাইম লেখক নন ইত্যাদি, কিন্তু খুবই শক্তিশালী। তো, তাঁদের লেখাপত্র নিয়ে আলোচনা হোক, নির্মোহ ব হোক - এইসব ইচ্ছে ছিল।

    কিন্তু সেরকম কিছু ঠিক হয়ে ওঠেনি। পাঠ প্রতিক্রিয়া সমালোচনা যা হয় সব বাইরে টাইরে থেকেই আসে।

    মাঝে আবার শাক্যর বই নিয়ে অনেকে ইনফর্মাল টাইপ প্রতিক্রিয়া লিখছিল, তাতে, মা বেড়াল যেমন বাচ্চার কাছে আদর করে মানুষ গেলেও ফ্যাঁস করে ওঠে সেরকম কী এক আশ্চর্য অপত্যে হনুদা লোকজনকে বকেঝকে ভাগিয়ে দিল (উফ হনুদা, তোমার পুরো সিএএ হাতে অমিত শাহের মত ইমেজ হয়ে যাচ্ছে)।

    মাঝে মাঝে ভাবি গুরুর সাইটে নিয়মিত যাঁরা অলোচনা করেন, আড্ডা দেন তাঁদের মধ্যে ক'জন গুরুর কোন বই আদৌ দেখেছেন বা এডিটেড সেকশনের লেখা পড়েন।

    মানে, এটা কোন অভিযোগ না, যাঁর যেটা ইচ্ছে সেটাই করবেন, এর মধ্যে তো জবরদ্স্তির কিছু নেই, ভাবি আরকি। নিজের কাছে এফর্টের জাস্টিফিকেশনজনিত দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভাবতে গেলে মনে হয়।

    সে যাই হোক, দীপাঞ্জনকে থ্যাঙ্কিউ, এই লেখাগুলোর কথা মনে পড়ে গেলঃ
    "
    হুতো , আই আম সরি। কাউকে লেখা বন্ধ করার জন্য আমি কেন কেউ ই কোনো কিছু লেখে না, বলে না।
  • r2h | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৯:১৫440513
  • সুকান্তদা, হ্যাঁ, সবার ইন্টারেস্ট থাকবে না, তা তো বটেই।

    কিন্তু যত বই বিক্রী হয়, সেই তুলনায় আলোচনা দেখি না। গত কয়েক বছরে কয়েকজন নতুন লেখকের বই তো বেরিয়েছে যাঁরা এই পাতারই আবিষ্কার বলা যায়, আর তাঁরা, আমি শিওর তোমার বিস্ময়ের তালিকায় পড়েন নাঃ)। তো, তাঁরা অন্য কোথাও হোক বা নাহোক, এইখানে আরো প্রকাশ্য মনোযোগ ডিজার্ভ করেন, এমন ধারনা আমার।

    কিন্তু কোন আলোচনা এখানেও, বা এখানেই দেখতে পাই না।

    ঐ আরকি, এগুলো কোন অভিযোগ বা হতাশা নয়, লিখে লিখে ভাবা টাইপ।

    আর, আমি নিতান্তই টুকটাক কাজ করার লোক, এসব কইহু কর্তৃপক্ষের কথা বা চিন্তা ভাবনা নয়।

    বিটিডাব্লু তোমার রুকুর গ্যালাক্সির আলোচনা পড়লাম।
  • PT | 14.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৮:৫৯440512
  • @ব্যা
    সত্যি কিছু বলার থাকলে স্বচ্ছ করে বলুন। গুরুতে নানাবিধ গাল খেয়ে খেয়ে, গায়ে শজারুর কাঁটা গজিয়ে গিয়েছে। আপনার ঐ যাত্রাপালার ডায়্লগে বিশেষ কিছু কাজ হবে না।
  • nipa | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৮:৫০440511
  • কিছু কিছু লেখকের বই গুরু কেন যে বের করে না কে জানে!
  • সুকি | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৮:৪৮440510
  • r2h | 162.158.23.4 | ৩১ মার্চ ২০২০ ১৬:০৩৪৪০৫৪১

    ছোটাইদির কমেন্টটা পড়ছিলাম। হ্যাঁ, সমালোচনা, তার একটা ধারাবাহিকতা ইত্যাদি তৈরী হোক এখানে, যাঁরা অনেক পড়েন এবং লিখতে পারেন তাঁরা লিখুন এমন ইচ্ছে ছিল। আমার একটা নিহিত আকাঙ্খা ছিল গুরু থেকে প্রকাশিত বইপত্রে নিয়ে আলোচনা হোক একটু ভালোরকম, এমন অনেক লেখকের বইই তো ছাপা হয়েছে গত দশ বছরে যাঁরা বাংলা সাহিত্যের মেনস্ট্রিমের লেখক নন, ফুলটাইম লেখক নন ইত্যাদি, কিন্তু খুবই শক্তিশালী। তো, তাঁদের লেখাপত্র নিয়ে আলোচনা হোক, নির্মোহ ব হোক - এইসব ইচ্ছে ছিল।

    ---------------------------------------------------
    হুতো-র এই কমেন্টটা নিয়ে দু-চার কথা বলার ছিল। কিন্তু ভেবে দেখলাম সেগুলো নতুন কিছু বলা হবে না। তাই সংক্ষেপে এটা বলার, এই নিয়ে আক্ষেপ করে লাভ নেই। খুব কম লোকজনই আজকাল বইপত্র পড়ে সিরিয়াসলি - তা সে যতই বইয়ের বিক্রীর বিবরণ দেওয়া হোক না কেন। আর তা ছাড়া আমার মনে হয় বই পত্র বের করার ব্যাপারে গুরু-র নিজস্ব কিছু ধারণা আছে - কি বিষয়ের বই, টার্গেট অডিয়েন্স কে ইত্যাদি। এবার সেই বিষয়গুলির প্রতি ইন্টারেষ্ট এখানে যারা ভাঁট মারেন তাদের সবার নাও থাকতে পারে! আমি নিজে এটুকু বলতে পারি যেগুলোতে ইন্টারেষ্ট লাগে, গুরুর সে সব বই কিনেছি/পড়েছি। কিছু কিছু ধাঁধাও আছে অবশ্য - কিছু কিছু লেখকের বই গুরু কেন যে বের করে কে জানে!
  • T | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৮:২২440509
  • কিন্তু খনুদা অ্যামন কন্যাদায়গ্রস্ত হাতজোড় পাহাড়ী স্যান্যাল হয়ে গ্যালো, এ কী কোভিডিপ্রেসনেই !
  • S | 108.162.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৮:২২440508
  • hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৮:০৩440507
  • বাকাপ আকা।
  • hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৮:০২440506
  • বাড়ীতে আমায় কেউ সহ্য করতে পারে না, এটা নতুন করে আবিষ্কার করতে আমি আকুপাকু করছিলাম এরকম কিসু না।
  • hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৮:০১440505
  • o | 162.158.63.51 | ৩১ মার্চ ২০২০ ১৭:৩৭

    হাহাহাহাহাহাহাহাহাহা :-)))))))))))))))))))))))))))))))))
  • r2h | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৮:০০440504
  • ওহ, হুম, আচ্ছা।

    ঠিক হয়ে যাবে নিশ্চয়, কদ্দিন আর এমন উদ্ভট অবস্থা চলবে।
  • aka | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৭:৫৭440503
  • আমার হয়েছে, ব্যপক হয়েছে। আমি স্বাভাবিক জীবন ফেরত চাই।
  • r2h | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৭:৫৪440502
  • কোভিডিপ্রেশন আবার কার হলো? আমার তো কেমন ধারনা গুরুর অনেক লোকই এমনিতেই আইসোলেশনে থাকে।
    আমি গত ন'দিন ঘর থেকে বেরুইনি, আলাদা কিছুই লাগছে না। নিকোটিন গাম ফুরিয়ে গেলে একটু সমস্যায় পড়বো।
  • r2h | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৭:৫০440501
  • তা করো ট্রোল, কী অসুবিধে।

    "অ্যাজ ইফ অন্যরা দৌড়য়" - অন্যরা কারা? শ্রমিক? দৌড়তেও পারে, কে জানে। কমনলি ধরো মেশিনপত্র চালায়, বাক্স প্যাঁটরা তোলে, এইসব করে। হাতুড়ি চালানো, ফার্নেস টার্নেস - ওসব আর আজকাল আছে কিনা জানি না। বা ধরো রিক্সা চালায় ঠেলা ঠেলে। ওসব পরিশ্রমের কাজ।

    (ছোটবেলায় সমাজবিদ্যায় এরকম লেখা থাকতো, শ্রমিকভাইরা কী করেন, চাষীভাইরা কী করেন।)
  • aka | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৭:৪৪440500
  • “ আমি কোন শ্রমই করি না, বসে বসে গুরু করি আর ঝিমাই। আজকাল লকডাউনের বাজারে আর বসতেও হচ্ছে না।

    তবে কথা হলো কায়িক শ্রম নিয়ে। সেটা তো মোটেই করি না। আপইস আসা যাওয়ার ব্যাপারটা আছে অবশ্য, তা ওটা বোধয় ধরা যাবে না।”

    অ্যাজ ইফ অন্যরা দৌড়য়?

    (আমি আজ হুতোকে ট্রোল করব, বাজার যা মারকাটারী, এখন সিপিএমও নেই)

    একটা জিনিষ ভালো হল। কোভিডিপ্রেসন থেকে লোকে একটু বেরল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত