এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৫:৪১440469
  • একটা কথা না লিখে পারছিনা। আগেও ইঙ্গিত দিয়েছি। এখানে বেশিরভাগ আলোচনাই যারা করে, সেই সাবজেক্ট সম্বন্ধে না জেনেই করে সেটা লেখা পড়লেই বোঝা যায়। কোর সাবজেক্টের আইডিয়াটাই নেই। যেমন কেউ যদি নেহেরুর সময় ইন্ডিয়ার অর্থনীতি নিয়ে পড়ে মনে করে যে ইকনমিক্স বুঝে গেছে তাহলে যে সমস্যাটা হয়।

    আমাকে অনেক সময়ই অনেকে জিগিয়েছে যে কোন কোন স্টকে ইনভেস্ট করব? ডাক্তারকে যদি হঠাত জিগায় অমুক ওষুধে কি কি সাইড এফেক্ট রয়েছে। বা সফ্টওয়ার ইন্জিনিয়ারকে যে অমুক সফ্টওয়ারের কি কি বাগ আছে? বা অ্যাস্ট্রো ফিজিসিস্টকে যে অমুক দুটো নক্ষত্রের মধ্যে দূরত্ব কত? এগুলো এদের জানার কথা নয়।

    এগুলো প্র‌্যাকটিশনাররা জানতে পারেন, কিন্তু তাতে সাবজেক্টের জ্ঞান বৃদ্ধি কিছু হয়্না।
  • অর্জুন | 172.68.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৫:৩০440468
  • @ খ বাবু যেটা বললেন  '১৯৮০ র এর পর থেকে যেটা হয়, একদল ইন্টেলেকচুয়াল বিদেশে গিয়ে বিদেশী ইউনি teই থেকে যান, এবং সাউথ এশিয়া স্টাডিজ বলে একটু ভজঘট একটা gobeshhonaa kshetro toiree হয়।' 

    পাশ্চাত্যের ভাড়া করা কিছু গবেষকদের দিয়ে ভারতীয় ইন্টেলেকচুয়াল হিস্ট্রি লেখানোর বিপদ এখানেই। 

  • sm | 172.69.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৫:৩০440467
  • এখানে এমন একজন তর্ক করছে,যে ককেশিয়ান মানেই বোঝে না।বুঝলে ককেশিয়ান কারা; বলে ভুলভাল বলতো না।
    এরকম মিসটেক হয়েই থাকে।
    গোল পোস্ট সরতে থাকলে তো আরো ই হবে।
    আগে ককেশিয়ান কারা ঠিক করুক,তাপ্পর তর্ক এগুনো যাবে খন।
  • অর্জুন | 172.69.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৫:২৬440466
  • আলোচনার গভীরতায় ঢুকতে পারছেন না সেই জন্যে সব তাল গল পাকিয়ে সরলীকরণ করে ফেলছেন এবং এবং কিছু ক্লিশে টার্ম নিয়ে অব্জেকটিভ প্রশ্নের মত ওয়ান লাইনার উত্তর খুঁজছেন। 

    সোশ্যাল সায়েন্সে ডিবেটে একটা ট্রেনিং দরকার সেটা আগেও বলেছি। 

    Edward Said র 'Orientalism' বইটা পড়ে দেখবেন। 

  • অর্জুন | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৫:২০440465
  • @খ 

    As usual গভীর বিশ্লেষণ। আমার ঐ দু চার কথায় অনেক কিছুই অনুপস্থিত।  ওখানে ধারাবাহিকতা নেই। প্রি ব্রিটিশ পিরিয়েডে ভারতে আরবী ও পার্সি কালচারাল ইনফ্লুয়েন্স এবং সে সময়ের  ইন্টেলেকচ্যুয়াল হিস্ট্রি পুরো মিসিং থাকে ইতিহাস থেকে। যেন সাহেবরা এল আর আমরা সব কিছু শিখলাম, জানলাম, সভ্য হলাম। 

    আপনি দারুণ বলেছেন। মুঘল পিরিয়েডে উইমেন্স হিস্ট্রিটাই বা কজন খোঁজ করেছে। মুঘল দরবারের মহিলাদের মধ্যে এক ধরণের এমান্সিপেশনের সূচনা হয়েছিল। তারা শায়েরি লিখত, পোশাকের ডিজাইন আঁকত, রাজ দরবারের কলকাঠি নাড়ত, অনেকে নিজেরা জীবনসঙ্গী নির্বাচন করত, অনেকের এক্সট্রা মেরিটল অ্যাফেয়ার ছিল এবং ব্যবসা বাণিজ্যে বিশেষ ভূমিকা ছিল তাদের। যোধাবাঈ, নুরজাহান ও জাহানারা ইন্টারন্যাশনল ট্রেডের সঙ্গে যুক্ত ছিলেন। এরা প্রত্যেকে ইকোনমিক্যালি ইণ্ডিপেন্ডেন্ট ছিলেন। সেটা একটা বিশাল ব্যাপার। 

    ব্রিটিশ ইনফ্লুয়েন্সটা ভেবে দেখলে টেরিবলি পিতৃতান্ত্রিক। ভিক্টোরিয়ার আগেই আমাদের রাজিয়া সুলতানা, অহল্যাবাঈয়ের  উদাহরণ আছে এবং ভিক্টোরিয়ার সমসাময়িক ভূপালের বেগম, লক্ষ্মীবাঈ, রানী ভবানী, রাণী রাসমণি ইত্যাদিরা। 

    এছাড়া ভারতীয় স্থাপত্যে আরবি ও পার্শি প্রভাব তো একটা বিশাল অধ্যায়। 

    ওয়ার্ল্ড হিস্ট্রিতে আরব দুনিয়া, পারস্য ও আফ্রিকা চোখে পড়ার মত অনুপস্থিত। 

  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৫:১৯440464
  • "ওয়েস্টার্ণ সিভিলাইজেশান" টার্মটাই জানে না। বক্তব্য রাখার আগে অন্তত একবার গুগল স্কলার সার্চ করেও তো দেখতে পারে।
  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৫:১৭440463
  • সেতো করোনা মোকাবিলায় ইন্ডিয়ার অবস্থাও ইউকের থেকে এইমুহুর্তে বেটার। তার জন্য কি ইংলিশরা ইন্ডিয়ায় আসে ডাক্তারি শিখতে না ইন্ডিয়ান ছেলেপুলেরা লন্ডনে যায়? স্বাস্থ্য ব্যবস্থা আর মেডিকাল সায়েন্সের মধ্যে পার্থক্য আছে।

    ২০১৭র হিসাব বলছে আমেরিকার মেডিকাল গ্র‌্যাজুয়েটদের ২১% এশিয়ান, ৫১-৫২% সাদা।

    আইনস্টাইনদের ভাষা তো ঈদ্দিশ, তার সাথে জার্মান ভাষার প্রচুর মিল আছে। এইবারে এরা দুহাজার বছর আগে কোথা থেকে এসেছিলেন সেটা জানিনা।
  • sm | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৫:১৫440462
  • এর পর এলো চরমতম ঢাকের চড়াম আওয়াজ।এই মুহূর্তে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের সব থেকে উজ্জ্বল নক্ষত্র টির নাম হলো আমেরিকা । এক্কেরে সিভিলাইজেশন!
    আহা,কি শ্রুতি মধুর!আমেরিকান রা আউট সোর্স যে ভালই করতে পারে,বুঝা গেলো।
  • r2h | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৫:০৯440461
  • হ্যাঁ, জগন্নাথদেব এই সময়ের কবিদের মধ্যে খুবই চমৎকার। গুরুও দুয়েকবার ওঁর লেখা ছেপেছে।
  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৫:০৮440460
  • আর আমেরিকা বলা এই কারণেই যে ওয়েস্টার্ণ সিভিলাইজেশানের এইমুহুর্তে সবথেকে উজ্জ্বল নক্ষত্রটি হল আমেরিকা।
  • PT | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৫:০৭440459
  • "এই 'মাইগ্র্যান্ট লেবার' মার্কা অশ্লীলতম শব্দবন্ধটা....."
    একটা যোগ্যতর শব্দের অভাবে এটাই ব্যবহৃত হতে থাকবে। "যাঁরা ভিনরাজ্যে শ্রমিক হিসেবে কাজ করতে যান" একটা প্রায় পুরো বাক্য....লেখার সময় ব্যবহার করা মুশকিল। "প্রবাসী শ্রমিক" বললে তাঁদের অব্স্থান বোঝা যাবে না। আর এখানে কেউ তাঁদের অসম্মান করেছেন বলে এখনো পর্যন্ত মনে হয়নি।
    বিদেশবাসী ভারতীয়দের NRI বললে কি তাঁদের অপমান করা হয়?
  • sm | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৫:০৬440458
  • কিছু ফালতু তর্ক চলছে দেখছি।দশটা মেডিকেল স্কুলের তিনটে ইউ কের। আর করোনা এপিসোডে জাপান,কোরিয়ার তুলনায় ইউ কের হাল দেখাই যাচ্ছে।
    এই লিস্টে জাপান, কোরিয়া, ইজরায়েল এর কোন মেডিকেল স্কুল ই নেই।ওরা তো মূর্খের দেশ!
    প্রসঙ্গত,ইউ এস এর মেডিকেল স্কুল গুলোতে ভারতীয় অরিজিন স্টুডেন্ট 12 শতাংশ।চাইনিজ আর জাপানিজ ধরলে শতাংশের হিসাবে কতো দাঁড়াবে কে জানে!
    আমি জানি কিছুক্ষণ পর আইনস্টাইন ও ককেশিয়ান হয়ে যাবে।--))
  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৫:০৫440457
  • সত্যিই লোকে এসব জানে না নাকি শুধুমাত্র তর্কের জন্য বোকা বোকা কথা বলে? পশ্চিম মানে কি বোঝেনা। আমেরিকা, অস্ট্রেলিয়া, ক্যানাডা যে ইয়োরোপেরই এক্সটেনশান সেটা জানেনা। নিউ ফাউন্ড ল্যান্ড টার্মটাই বোধয় কোনওদিন শোনেনি। পস্চিম বলতে যে একটা জিওগ্রাফিক রিজিয়ন বোঝায় না সেটাও শেখাতে হবে।
  • দীপাঞ্জন | 172.68.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৪:৫৭440456
  • "আজকের বাংলা সাহিত্য- কবিতা" - জগন্নাথদেব মন্ডলের কবিতা খুব ভালো লাগে ।
    https://4numberplatform.com/?p=13966
  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৪:৫৪440455
  • লোকে দেখছি নিজের লাইনের খবরও রাখেনা।

    Top 10 Medical Schools in the World
    Based on the QS World University Rankings by Subject 2019
    1 Harvard University
    2 University of Oxford
    3 University of Cambridge
    4 Stanford University
    5 Johns Hopkins University
    6 Karolinska Institute
    7 University of California, Los Angeles
    8 Yale University
    9 Massachusetts Institute of Technology
    9 University College London

    https://www.topuniversities.com/university-rankings-articles/university-subject-rankings/top-medical-schools-2019
  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৪:৫০440454
  • সাহেব মানে ইয়োরোপিয়ান বা "প্রচলিত" অর্থে ককেশিয়ান। এক দেশে থাকার দরকার নেই। বর্ডার থাকলেই আলাদা জাত হয়ে যায়্না।

    সোশাল সায়েন্স তো অনেক দুরের কথা, সাধারণ জ্ঞান থাকলেও এই মন্তব্য কেউ করেনা। এইসব সাধারন ব্যাপার নিয়েও মন্তব্য করতে হলে সত্যিই আসল তর্ক করার মেজাজটা আর থাকেনা।

    (প্রচলিত অর্থ লিখেছি খেয়াল রাখবেন। ইন্ডিয়ানরাও ককেশিয়ান, এইরকম লিখবেন না।)
  • অর্জুন | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৪:৪৯440453
  • অ্যামেরিকান অ্যাকাডেমিয়া বলতে যেটা বোঝানো হয় সেটাও তো পুরো ধার করা ব্যাপার।  

  • sm | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৪:৪৯440452
  • আগে চলছিলো,পশ্চিমী ভার্সাস নন পশ্চিমিদুনিয়া,তারপর হলো সাহেব ভার্সাস নন সাহেব,এখন আমেরিকা ভার্সাস ইন্ডিয়া তে ঠেকেছে।আমি শিওর কিছুক্ষণ পর গোলপোস্ট সরে ভারতীয় ভার্সাস গোটা দুনিয়া হয়ে যাবে।--)))
    চিকিৎসা বিজ্ঞানে জাপান,ইসরায়েল, কোরিয়া যা উন্নতি করেছে,সাহেবদের তাকিয়ে দেখতে হবে।
    ইঞ্জিনিয়ারিং,টেকনোলজি তেও এরা টেক্কা মেরে বেরিয়ে যাবে।
    তখন সারাদিন ধরে জপতে হবে,উহা আমাদের নলেজ,ইহা আমাদের নলেজ বলে।
    কিন্তু ওই নাম জপার কাজটাও আমেরিকানরা কিছু ভারতীয়কেই আউট সোর্স করে দিয়েছে,দেখা যাচ্ছে।--))
    সকাল থেকেই চড়াম চরম ঢাক পিটানো চলছে!
  • I | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৪:৪৩440451
  • আম্রিগাতে অনেক ডাক্তার
    কোভিড ১৯ রোগীদের ডি এন আর- এর সিদ্ধান্ত নিজেদের হাতে তুলে নিতে চাইছেন। অস্যার্থ কোভিড-১৯ রোগীর কার্ডিয়াক অ্যারেস্ট হলে তাঁকে রিসাসিসেট না করবার কথা ভাবা হচ্ছে। কেন জানতে হলে নিচের লিং পড়ুন। https://www.washingtonpost.com/health/2020/03/25/coronavirus-patients-do-not-resucitate/
  • অর্জুন | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৪:৪১440450
  • @S র মতে 'সাহেব' রা কি একটা জাতি? শ্বেতবর্ণও যদি ধরি তাহলে তারা কি সব এক দেশে বসবাস করে ? 

    নিউটন, আইনস্টাইন, মারী কুরি, সিগমুন্ড ফ্রেয়ড, অ্যালফ্রেড নোবেল এরা কি এক দেশের লোক ?   

    পুরো পাশ্চাত্য = ওয়ান 

    আপনি সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে খোঁজ খবর রাখেন না।  

  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৪:৩১440449
  • খ দা, সেটা আগের পোস্টেই লিখেছি। ইণ্ডিয়ান বা সাউথ এশিয়ান কন্টেক্সটে অবশ্যই কাজ করেছেন অনেক ইন্ডিয়ানরা। ইন্ডিয়ান ইকনমি নিয়ে জানতে গেলে অবশ্যই ইন্ডিয়ান অথারের লেখা পড়ব। কিন্তু তারা যেসব মডেল বা ফ্রেমওয়ার্ক ব্যবহার করেন, সেগুলো বেশিরভাগই বিদেশি রিসার্চারদের তৈরী। এই মডেলগুলোর গ্লোবাল অ্যাপ্লিকেশান আছে।
  • hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৪:২৯440448
  • এবং এগ্রিকালচারাল সাইন্স। সেটার সাউথ এশিয়া কন্টেক্স্ট। একটা কথা বুঝতে হবে , ভারাতীয় হায়ার লার্নিং খুব স্বাভাবিক ভাবেই, ভারতের কন্টেক্স্ট এর কাজ কে গুরুত্ত্ব দিয়েছে। ইঞ্জিনিয়ারিং e ইউরোপীয়ান মডার্নিটি র ফুটপ্রিন্ট বেশি। সেটা অস্বীকার করো না, সাবজেক্ট আর ডেভেলপমেন্ট মডেল এর বয়স বোলাতে পারো।
  • hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৪:২৫440447
  • "হিউম্যানিটিজেও ইন্ডিয়ানদের অবদান খুবই কম। " মানা গেলো না।

    তুমি ইউনি ধরে ইতিহাস আর ইকোনোমিক্স, সোশিওলজি, পলিটিকাল সায়েন্স এ সাউথ এশিয়ান কন্টেক্স্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ এর রই ডিং লিস্ট দেখো, চ্যালেঞ্জ। আমার কিছু পরিচয় আছে, কারণ আমি কিছু লোকের রিসার্চ এসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি।

    এবার 'সাউথ এশিয়া ' এই লোকেল নিয়ে তোমার প্রশ্ন থাকতে পারে। সেটা আলাদা কথা। আমার আছে, কিন্তু তার রেশনেল তোমার সঙ্গে না মিলতে পারে।
  • hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৪:২১440446
  • ই দিদি , আমার আয়নালিসিস হলো ১৯৭১, মুক্তি যুদ্ধ / নকশাল আন্দোলন একটা জালাবিভাজিকা। এর পরে এক্সপেরিমেন্টাল বাংলা লেখা পাত্র মেন্ স্ট্রিম এর বাইরে চলে যাচ্ছে, কারণ ইন্টেলেকচুয়ালি এবং হিস্টোরিক্যালি সেটা স্টেট্ ক্রিটিক এর সঙ্গে জুড়ে গেছিলো। ১৯৩০ বিশেষত ১৯৩৯ এর পর থেকে ১৯৭০ এমন কি ১৯৮০, ১৯৯০ এর dashak পর্যন্ত বাংলায় আন্তর্জাতিক মানের লেখা হয় নি, এ কথা বলাটা জাস্ট বোকা বোকা। এবং শুধু তাই না ভারতীয় অন্য ভাষাতেও নানা এক্সপেরিমেন্ট হয়েছে, তবে বাংলা নিয়ে প্রচুর গর্ব করার মতো বাস্তব আছে। আমরা ছাগল, প্রচন্ড বাই লিঙ্গুয়াল হবার কারণে, আমরা বেশি অনুবাদ করি নি। তার পলিটিকাl বিতর্ক ও আছে। সাহিত্য একাডেমি র পলিটিক্স নিয়ে সৈকত ভুল কিসু বলে নি, পাত্র পত্রিকা ধরলে একটু ধার কমবে, কিন্তু সৈকত বন্ড র বরাবরের মতোই এসব বিষয়ে sthule ভুল নাই।

    এবার ১৯৭১ থেকে ১৯৯০ এর দশক, দেশ পত্রিকা, ইত্যাদি বিশাল প্ররিতস্থান যে হয়ে উঠছে, সেটা সম্পর্কে আমার বহু কিন্তু আছে। প্রচুর বার একই কথা লেখার কোন মানে হয় না। কনজার্ভেটিভ ভ্যালু সিস্টেম কে প্রমোট করা হয়েছে, শুধু তাই না, কনজাম্পশন মার্কেট কে ও সংকোচন করা হয়েছে, যে কোনো দামী কালচারাল ব্র্যান্ড বেচার মার্কেটিং লজিক মেনে। কিন্তু ব্যক্তিগত ভাবে ক্ষমতার অভাব বাঙ্গালীর কখনো ছিল বলে মনে করি না। এখনো আছে মনে করি না। আমার অনেক অনেক ইয়াঙ লোকের লেখা দুর্দান্ত লাগে।

    বাংলাদেশ নতুন সেন্টারে হয়েছে, নতুন শুধু এক অর্থে না, ওদের নতুন লেখক রা সিভিল ওয়ার এর বিস্ময়ের ব্যাপ্তি থেকেও বাইরে বেরিয়ে লিখেছেন, সেটা তে তাত্ত্বিক আপত্তি থাকতে পারে, রাজ নৈতিক আপত্তি থাকতে পারে, কিন্তু পরিসর বাড়ানোর প্রচেষ্টা হিসেবে স্বীকার করতেই হবে। আমি কমন কালচারাল ট্র্যাডিশন দেখতে পারি, দুই বাংলায় এবং সেটা শুধু সত্তর দশকীয়া ফরেন পলিসি র প্রজেকশন হিসেবে না।

    আমার মনে হয় না, তোমরা ডিসেগ্রি করবে। সৈকত চট্ট , শাক্য ভট্টাচার্য্য আর সোমনাথ দাশগুপ্ত,আর রিসেন্ট বাংলাদেশী লেখক দের ক্ষেত্রে দমু, ১৯৫০ থেকে ১৯৯০ এর এই কান্টিনিউইটি taa আমাকে এভিডেন্স ধরে ধরে শিখিয়েছে। আমার প্রতিদিন ই এদের কাছে কৃতজ্ঞ লাগে। সৈকত ব্যান্ডও আর টাপুস দাশ ও আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমার ইন্টারেস্ট ১৯৭০ এর পরে বীরভূমে সীমিত ছিল।
  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৪:১৫440445
  • মডার্ণ সায়েন্স, টেকনলজি তো বটেই সোশাল সায়েন্স, হিউম্যানিটিজেও ইন্ডিয়ানদের অবদান খুবই কম। কারণ হিসাবে কলোনিয়াল হ্যাঙ্গোভার ইত্যাদি তো আছে বটেই। কিন্তু সেটা এখানে আলোচ্য নয়।

    এইবারে তার পরিবর্তে তাজমহল দেখালে বলব যে তিনি আর্কিটেকচার সাবজেক্টটাই জানেন না। এগুলো খুব ভালো নিদর্শন, কিন্তু তাজমহল দেখে কেউ আর্কিটেকচার শেখে না।
  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৪:০৯440444
  • আরেকটা যেটা সমস্যা সেটা হল সাবজেক্ট বলতে কি বোঝায়? বাংলা সাহিত্য নিয়ে অবশ্যই বাঙালীরাই কাজ করেছে। ভারতীয় ইতিহাস নিয়ে অবশ্যই ভারতীয়রাই কাজ করেছে। ভারতের অর্থনীতি নিয়ে অবশ্যই ভারতীয়রাই কাজ করেছে। কিন্তু তার ফান্ডামেন্টালগুলো সব সাহেবদের বানানো। এইযে জিডিপির কনসেপ্ট এইটাও সাহেবদের দান। পরবর্তীকালে হয়ত কোনও ভারতীয় কাজ করেছেন এই ব্যাপারে ভারতীয় নুয়ান্সগুলো নিয়ে। ভারতীয় সাবজেক্ট স্টাডি করার আগে কি করে স্টাডি করা হবে সেগুলো সব সাহেবদের দেশেই তৈরী হয়েছে।
  • r2h | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৪:০৮440443
  • "যাঁরা ব্যাঙ্গালোরে আইটি সেক্টরে কাজ করেন তাঁদের কী নামে অভিহিত করা হয়?"- হ্যাঁ, যাবে না কেন? আমিও তো পরিযায়ী, কর্মী। আমেরিকায় ফর্ম ফিলাপ করতে গেলে স্টেটাস লিখি নন ইমিগ্রান্ট এলিয়েন। যারা ইমিগ্র‌্যান্ট ভিসায় তারা ইমিগ্রান্ট লেখে। এই রাজ্য থেকে ঐ রাজ্যে গেলে পরিযায়ী।

    আমার বাড়ি ওখানে কাজ করছি এখানে, বসন্তকালে ঘরে ফিরি, পরিযায়ীই তো হলাম।
  • S | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৪:০৩440442
  • আমি বিগত ৩০০ বছরের কথা বলেছি। সেখানে রেনেসাঁ আসেইনা। এইবারে কেউ বলতে পারে যে রেনেসাঁ না হলে ইন্ডাস্ট্রিয়াল রিভোলিউশান হতনা ইত্যাদি। সেগুলো অন্য তর্ক।
  • | ৩১ মার্চ ২০২০ ১৪:০৩440441
  • আচ্ছা তাবলিগী জমায়েতে করোনা ছড়ানো ও ২০০ জনকে পুলিশ আটক করার খবর দিয়েছিলাম কাল। এইবার প্রেস ট্রাস্ট এর ১৩ তারিখের ট্যুইট আর পুরো ঘটনার ক্রনোলিজি দিলাম



    আর এই যে ক্রনোলজি

  • hkg | 162.158.***.*** | ৩১ মার্চ ২০২০ ১৪:০১440440
  • ********বিটুইন, বিটোফেন না। uphph।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত