এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৮:১৭439597
  • ব্রহ্মাস্ত্র ছেড়ে দিয়েছে।

    লকডাউন করলে তখনই ফল মিলবে যখন তা রিয়েলি লকডাউন। ভারতে ২১ দিন কমপ্লিট লকডাউন অসম্ভব। দুইদিন হল সাতদিনের মাথায় বাজার ঘুরে দেখবেন, তখন পুলিশও থাকবে না। এখন পুলিশ কেলাচ্ছে, ঘরে র‌্যশন না থাকলে তখন লোকে পুলিশকে কেলাবে।

    কমিউনিটি স্প্রেডিঙ্গ এই লকডাউনের সময়েও হবে। আর তারপরে লকডাউন একবার খুললে আবার লকডাউন?
  • b | 172.69.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৮:১৩439596
  • @অরিন
    "কিন্তু এতো বড় দেশে কমিউনিটি ট্রান্সমিশন ঠেকানো প্রায় অসম্ভব। এবং সেইজন্যেই, দেশ জোড়া লকডাউন যত খারাপ ই লাগুক করতেই হতো "
    প্রথম পয়সাঃ একমত।
    দ্বিতীয় পয়সাঃ কিন্তু এতো বড় দেশ বলেই, কোনোরকম পূর্বপ্রস্তুতি ছাড়া গদাম করে লকডাউন আনলে হিতে বিপরীত হতে পারে। মানে বেশি স্ট্রিক্ট হতে গিয়ে দেখলো লোকে একদিন মানছেই না। এটাই মনে হয় সবাই বলছেন।
  • অরিন | ২৭ মার্চ ২০২০ ০৮:১২439595
  • "লস অব স্মেল করোনা স্পেসিফিক ইউনিক সিম্পটম বলছে কিছু পেপারে।"

    এটা নিয়ে আমাদের এখানে কিছু আলোচনা হয়েছে, আমাদের দেশের হেলথ চীফের মতে এগুলো Anecdotal এভিডেন্স কাজেই এ নিয়ে এখন খুব একটা কিছু কাজের কথা বলা যাবে না।
  • π | ২৭ মার্চ ২০২০ ০৮:১২439594
  • অরণ্যদার কেস্টা উদা:। যদি করোনা পজিটিভ হত থাকে, তাহলে এই ১৩ দিন গৃহবন্দি ( সিম্পটম আসার ৩ দিন আগে থেকেই) হওয়ার ফলে ছড়ানো কতটা আটকাতে পারে।
    এবার কাল ডা: জেকব জন যেটা বলেছেন, লকডাউন সময়ে লোকজনের, কারুর সিম্পটম থাকলে ঘরের লোকদের স্টেটাস জানাও খুব জরুরি। নইলে লকডাউন উঠলেই বিপত্তি। আর এভাবে নিশ্চয় টানা করে যাওয়া যায় না। অল্প কিছুদিন, সেই সময় ভালমতন খবর নিয়ে জেনে বুঝে বেশি টেস্ট, এটা জরুরি।
  • π | ২৭ মার্চ ২০২০ ০৮:০৬439593
  • সবার অবশ্য হবে এমন না
    কিন্তু অনেকেরই হচ্ছে বলছে।
  • π | ২৭ মার্চ ২০২০ ০৮:০৬439592
  • লস অব স্মেল করোনা স্পেসিফিক ইউনিক সিম্পটম বলছে কিছু পেপারে।
  • aranya | 172.68.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৮:০৩439591
  • পাই, আমিও বৌ, মেয়েকে তাই বলেছি। আরও কিছুদিন।
    এখানে এখন স্টে এট হোম অর্ডার, তাই সবাই মোটের ওপর কোয়ারান্টাইনে
  • π | ২৭ মার্চ ২০২০ ০৮:০১439590
  • অরণ্যদা, ১০ দিন আগে থেকে সিম্পটম এলে আর ১৩ দিন ধরে গৃহবন্দি হলে পজিটিভ হলেও আপনার থেকে বাইরের কারুর ছড়ানোর সম্ভাবনা খুব কম মনে হয়। এবার আপনার বাড়ির লোকেদের হয়ে থাকলে ( আম্রিগায় এত বড় বাড়িতে অনেক বেশি আইসোলেশন সম্ভব, তাই সে চান্স ও খুব কম ধরছি) , তাদের বোধহয় আর কিছুদিন দেখা ভাল.।। আপ্নার ইনফেকশনের ৬-৭-৮ দিনের মাথায় যদি ক্যাচ করে, এখনো সিম্পটম নাও আসতে পারে। আসিম্পটোমেটিক ও হতে পারে।
  • aranya | 172.68.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৮:০১439589
  • থ্যাংকস, অরিন।
  • aka | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৮:০১439588
  • দেশে পুলিশ কি কেলাচ্ছে মাইরি।

    একিরে ভাই। এগুলো কি?
  • অরিন | ২৭ মার্চ ২০২০ ০৭:৫৭439587
  • "মার্চ ১৩-তে সেশ আপিস গেছি, করোনা-দেবী কৃপা করে থাকলে তখন-ই করেছেন বা তার আগে। গত ১৩ দিন স্বেচ্ছায় গৃহবন্দী, আপিসের জনা আষ্টেক লোক পজিটিভ। মেয়ে-বউ-ও গৃহবন্দী গত ১৩ দিন।
    আগামী কাল ১৪ দিন হবে। গলা ব্যাথা আর কাশি হচ্ছিল গত দিন দশেক। কাশি আর নেই। গলা ব্যথা আছে। এখন টেস্ট করানোর কি আর কোন দরকার আছে? মানে করোনা হয়ে থাকলেও মাইল্ড সিম্পটমের ওপর দিয়ে কেটে যাচ্ছে বলে ধরা যেতে পারে?"

    কোরোনাভাইরাস এর জীবনচক্র (;-), আমি আবার বাংলায় ব কিনা, তাই এরকম করে লিখলাম) অনুযায়ী, শরীরে প্রবেশ থেকে লক্ষণ বেরোনোর সময় (ইনকিউবেশন পিরিয়ড ) মোটামুটি পাঁচ দিন (সোর্স:
    https://hub.jhu.edu/2020/03/09/coronavirus-incubation-period/ )
    যার জন্য সিডিসি ধার্য করেছে ১৪ দিন সন্দেহ হলে ঘরবন্দি থাকা ।

    আপনার ১৪ দিন পূর্ণ হলে যদি দেখেন যে জ্বর বা শ্বাসকষ্ট হচ্ছে না, তাহলে আলাদা করে পরীক্ষা করিয়ে মনে হয় না কোনো কাজ হবে কারণ যে টেস্ট গুলো করা হয় তাতে আর টি পি সি আর ভিত্তিক, সেই টেস্ট গুলো আপনার লক্ষণ না থাকলে বা আপনার যদি সত্যি সত্যি কোরোনাভাইরাস না থাকে, তাহলে প্রায় ৯৯% accurate , কাজেই ও বলে দেবে যে আপনার ভাইরাস নেই।

    গলায় ব্যাথার সঙ্গে কোরোনাভাইরাস এর থিওরেটিক্যালি সম্পর্ক থাকার কথা নয়, কারণ সার্স বা সাধারণ ফ্লু এর থেকে এ একটু অন্য রকম ব্যবহার করে, এ ভাইরাস শ্বাসনালীর ফুসফুসের গভীরে আক্রমণ করে ও শরীরের নিজস্ব ইমিউনিটির প্রতিক্রিয়া জনিত শ্বাসের অসুখ করে , গলার ওপরের দিকে মিউকাস মেমব্রেনে এ বাসা বাঁধলেও গলা ব্যাথার জন্য দায়ী বলে মনে হয় না । তবে আজকাল কোনো কিছুকেই ১০০ ভাগ ঠিক বলে বলা যায় না তো ।
  • aka | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৭:৫৭439586
  • হেবি লাগে, সাইনাস অবধি খুচিয়ে দেয়।
  • aranya | 172.68.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৭:৫৬439585
  • কনগ্রাটস , আকা :-)
  • aka | 108.162.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৭:৫৩439584
  • আমার টেস্ট রেজাল্ট হারিয়ে ফেলেছে, আমি বাড়িতে নিজেকে মুক্ত ঘোষণা করেছি। কাল ডিক্লারেশন অফ ইন্ডিপেণ্ডেস ঘোষণা করে, সই করেছি।ঃ)
  • aka | 108.162.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৭:৫১439583
  • সর্দ্দি, জ্বর, শ্বাসকষ্ট বলেছে এই তিনের দুই থাকতে হবে। আর কাশি থাকলে তা লাঙ্গের কাশি, শুকনো, সাধারণ গলা খুসখুসানি নয়।

    তাও ডাক্তারের সাথে কথা বলে নিলে ভালো হয়।

    সিডিসি বলছে সিম্পটম দেখা দিলে, তারপরে যদি তিনদিন উপসর্গ না থাকে তবে ফ্রি, মুক্ত। ঃ)
  • π | ২৭ মার্চ ২০২০ ০৭:৫১439582
  • ডিসি ইন্ডিয়াতে একদিনে সবচেয়ে বেশি ধরা পড়ল, এটা কোথায় পেলেন? কাল ৭২ ৭৩ নতুন কেস তো। শনিবার ১০০ হয়ে গেছিল। তারপর রোজই ১০০ র কম। এই নতুন কেসের শং্খ্যাট রোববার থেকে মোটামুটি স্টেবল।

    যে ভয়টা, ইন্ডিয়ার চিকিতসা ব্যবস্থা নিয়ে। কাল সবচে বেশি লোক মরেছেন। অলরেডি ২০। প্রায় ৩%। আরো বাড়বে। এদিকে ইন্ডিয়ার আইসিইউ তে প্রায় কখনোই কাউকে দেখায়না, এটা আজব ব্যাপার!

    আম্রিগায় একদিনে বোধহয় সর্বোচ্চ ধরা পড়ল, ১৮০০০ ছাড়িয়ে যাচ্ছে। এখনো জুড়বে। এটা অবশ্য জিএমটি ধরে দিনের হিসেব। আম্রিগার হিসেবে কত দেখাবে জানিনা। কাছাকাছিই হবে। আম্রিগা আমাদের আজই লাখ ছোঁবে। এবার এর মধ্যে প্রচুর আসিম্পটোমেটিক হলে ভাল। নামবেও তাড়াতাড়ি।
  • aranya | 172.68.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৭:৪৮439581
  • তোমার টেস্ট রেজাল্ট কি এখনো গায়েব?
  • aranya | 172.68.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৭:৪৮439580
  • আমার পরিচিত এক জন বাঙালী ভদ্রলোক মারা গেলেন আজ। ৫ দিন ভেন্টিলেটরে ছিলেন। নিউ জার্সী-তে প্রথম বাঙালীর মৃত্যু
  • aranya | 172.68.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৭:৪৫439579
  • আকা, ডাক্তারের সাথে একটা টেলি কনফারেন্স হয়েছিল দু দিন আগে। প্রেসক্রিপশন পাঠাবে বলে আর পাঠায় নি। আমিও গা করি নি। কারণ করোনা পজিটিভ হলেও তো ঘরবন্দী থাকাই নিদান, সেটা এমনিতেই করছি
  • অরিন | ২৭ মার্চ ২০২০ ০৭:৪৩439578
  • "অরিনদা, ভারতে এই কন্ট্যাক্ট ট্রেসিং প্রথম থেকে হচ্ছে, এক্সটেন্সিভ স্কেলে।"

    এই ব্যাপারটা নিয়ে কিন্তু কারো মনে কোনো সন্দেহ থাকার কথাই নয়!
    কিন্তু এতো বড় দেশে কমিউনিটি ট্রান্সমিশন ঠেকানো প্রায় অসম্ভব।
    এবং সেইজন্যেই, দেশ জোড়া লকডাউন যত খারাপ ই লাগুক করতেই হতো । যত আগে শুরু করা যেত, ততই ভালো হতো ।

    লকডাউনের দিনগুলোয় মনে করতে হবে যেন আমাদের প্রত্যেকের এই মুহূর্তে কোরোনাভাইরাস শরীরে রয়েছে কিন্তু এখনো লক্ষণ বেরোয়নি, তাহলে আমাদের কি করণীয়, সেইভাবে কয়েকটা দিন থাকতে হবে । কষ্ট হবে, বিরক্তিকর লাগবে, কিন্তু বড় সমস্যা এড়াতে গেলে এ ছাড়া উপায় নেই ।

    আর যদি সত্যি সত্যি ভাবতে পারি যে আমার করোনাভাইরাস শরীরে আছে এই মুহূর্তে, তাহলে করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল স্টিগমার জায়গাটা কমে যাবে। আমার মনে হয়।
  • aka | 108.162.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৭:৪৩439577
  • অরণ্যদা কি ডাক্তারকে ফোন করেছিলেন?
  • aranya | 172.68.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৭:৪২439576
  • পাই, অরিন, একটা প্রশ্ন - মার্চ ১৩-তে সেশ আপিস গেছি, করোনা-দেবী কৃপা করে থাকলে তখন-ই করেছেন বা তার আগে। গত ১৩ দিন স্বেচ্ছায় গৃহবন্দী, আপিসের জনা আষ্টেক লোক পজিটিভ। মেয়ে-বউ-ও গৃহবন্দী গত ১৩ দিন।
    আগামী কাল ১৪ দিন হবে। গলা ব্যাথা আর কাশি হচ্ছিল গত দিন দশেক। কাশি আর নেই। গলা ব্যথা আছে। এখন টেস্ট করানোর কি আর কোন দরকার আছে? মানে করোনা হয়ে থাকলেও মাইল্ড সিম্পটমের ওপর দিয়ে কেটে যাচ্ছে বলে ধরা যেতে পারে?
  • π | ২৭ মার্চ ২০২০ ০৭:১৭439575
  • " ধরুন যে লোকটি বিদেশ থেকে ইনফেকশন নিয়ে এসে (তখনো অ্যাসিমপটোম্যাটিক অবস্থায়) ভিড়ে মিশে গেলেন, তিনি কিনতু অজানতেই রোগটি ছড়িয়ে ফেললেন। এবার কয়েকটি দেশে এই লোকগুলিকে কেন্দ্র করে কনট্যাকট ট্রেসিং হয়েছে,"

    অরিনদা, ভারতে এই কন্ট্যাক্ট ট্রেসিং প্রথম থেকে হচ্ছে, এক্সটেন্সিভ স্কেলে।
    একটা নমুনা দেখুন। এই আম্রিগার টুরিস্ট, তাও ভারতে তাঁ্র আসিম্পটোমেটিক স্টেজে যতজন সম্ভাব্য কন্ট্যাক্ট ছিল, ট্রেস করে কোয়ারান্টাইন করেছে, বাধ্যতামূলক। ১৪ দিনের জন্য। এর মধ্যে যার তখন সিম্পটম এসেছে, টেস্ট করেছে ( তখনো আসিম্পটোমেটিক কন্ট্যাক্টদের টেস্ট রুলে ছিলনা)।
    https://www.ndtv.com/india-news/400-quarantined-in-assam-after-coming-in-contact-with-coronavirus-infected-us-man-২১৯টটো

    সং্খ্যাটা দেখুন, ১ জনের জন্য ৪০০।

    এটা প্রতি পজিটিভ কেসে হচ্ছে। তার আসিম্পটপমেটিক থাকার ফেজও দেশে হলে সেটাও ইনক্লুড করে।
  • lcm | 172.68.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৭:০৭439574
  • lcm | 172.68.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৬:৫৫439573
  • শিয়ালদা
  • অরিন | ২৭ মার্চ ২০২০ ০৬:৫৪439572
  • নিউ জিল্যাণ্ডের ওষুধের দোকানের সামনে কি হচ্ছে দেখুন। বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, ফার্মাসিস্ট এসে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিয়ে যাবেন, অনলাইন বা কনট্যাকটলেস পেমেন্ট হবে । 

    <a href="https://ibb.co/CHzG4bP"><img src=" alt="pharmacy" border="0"></a>

  • dc | 162.158.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৬:৪৯439571
  • ইন্ডিয়াতে একদিনে সবথেকে বেশী কেস ধরা পড়লো। মনে হচ্চে আমরা বেল কার্ভের রোলার কোস্টারে চেপে পড়েছি।
  • Atoz | 108.162.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৫:৫৯439570
  • অরিন,
    অনেক অনেক ধন্যবাদ। দেখা যাক কবে নামতে শুরু করে। অপেক্ষা, অপেক্ষা। ধৈর্য।
  • lcm | 172.68.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৫:৫৬439569
  • চাহে রহো দূর, চাহে রহো পাস ---

  • lcm | 172.68.***.*** | ২৭ মার্চ ২০২০ ০৫:৫৩439568
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত