এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৮:৩৫439386
  • The number shatters the Great Recession peak of 665,000 in March 2009 and the all-time mark of 695,000 in October 1982.
  • S | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৮:৩৪439385
  • The number of Americans filing for unemployment skyrocketed to a record-breaking 3.283 million for the week ended March 21.
  • S | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৮:৩৩439384
  • sm | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৮:৩৩439383
  • ভারতে এখনও বিরাট মাপে ছড়ায় নি,তার প্রমাণ হলো হাসপাতাল গুলো উপচে পড়েনি সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস কেস নিয়ে।
    এসিম্পটমাটিক কেস হয়তো টিপ অফ দা আইস বার্গের নিচে অনেক আছে।
    বাংলা দেশের কেস সংখ্যাও খুব কম।
    বাংলা দেশে ফরেন কান্ট্রি মানে ইওরোপ বিশেষ করে করোনা অধ্যুষিত ইতালি,ফ্রান্স,ইংল্যান্ড এবং ইয় এস এয় যাতায়াত করা লোক সংখ্যা প্রচুর।
    বর্তমানে ঢাকার তাপমাত্রা কলকাতার চেয়ে 2 ডিগ্রি বেশি।
    বাংলাদেশ সম্পর্কে খুব আগ্রহ আছে।কেউ জানলে দিতে পারেন।
  • সিএস | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৮:২৩439382
  • গরমের ওপর অনেকেই ভরসা করছে। বিশেষ করে আফ্রিকায় এ রোগ ছড়ায়নি দেখে, দু'য়ে দু'য়ে চার করছে। আমি তো বিবিধ গ্রাফও পেয়েছি, গরম যেখানে নাকি রয়েছে যেমন ধরুন থাইল্যান্ড, সেখানে কম ছড়িয়েছে ইত্যাদি।

    ভগমান না দেখুন, শৈলসূতে না পুত্রী তিনি দেখবেন নিশ্চয়।
  • দেব | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৮:১৫439380
  • লকডাউন চলছে । কিন্তু রাজাবাজার, খিদিরপুর, মেটিয়াব্রুজ ও অন্যান্য অঞ্চল অসংখ্য মানুষের ভিড় । পুলিশ অনুপস্থিত ।
    কিন্তু যারা লকডাউন মানছে না , তাদের বক্তব্য " আল্লাহ ই তাদের দেখবে । করোনা তাদের কিছু করতে পারবে না ।
    দিদি তো এর একটা ব্যবস্থা নিতে পারেন । তিনি তো গরিয়াহাটে বাজার করছেন । পার্ক সার্কাসে কলকাতার শাহিনবাগ এখনো বহাল তবিয়তে ।
  • aka | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৭:৫৩439379
  • পাইয়ের কেন মনে হল ইউএসেতে ইন্ডিয়ার থেকে স্ট্রিক্ট টেস্ট হচ্ছে সে পাই জানে, অরণ্যদার অ্যানেকডোট থেকে?

    যাইহোক, পাই যদি ভারতের টেস্ট প্রসিডিওর কে কিছুটা হলেও ইনফ্লুয়েন্স করতে পারে তাহলে ভালো হয়। ইন্ডিয়াতে কমিউনিটি স্প্রেডিঙ্গ হচ্ছে, হয়েছে, এই নিয়ে দ্বিমত থাকলে অবশ্য অন্যকথা।
  • Pinaki | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৭:৫০439378
  • @sm, না, কোনো লকডাউন এখনও হয়নি। মানে এনফোর্স করা হয়নি। কিছু জিনিস রেকমেন্ড করা হয়েছে কেবল। ই ইউ যেদিন থেকে ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, সেদিন থেকেই ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ হয়েছে। আগে আলাদা করে সুইডেনের জন্য কিছু হয়নি। সুইডেন বর্ডার ক্লোজ করেনি। ট্রেন বাস প্রাইমারি ও মিডল স্কুল বন্ধ করেনি। নিয়ম হিসেবে দুটো-তিনটে জিনিস করেছে, হাইস্কুল আর ইউনিভার্সিটি লেভেলটা ডিস্ট্যান্স ডিজিটাল লার্নিং করে দিয়েছে, ৫০০ জনের বেশি জমায়েত বন্ধ করেছে, আর এই পরশুদিন সবেমাত্র বার আর রেস্টুরেন্টে টেবিল সার্ভিস ছাড়া অন্য কোনো রকম কাউন্টার সার্ভিস বা ডান্সফ্লোর ইত্যাদি চালানো যাবে না বলে নিয়ম করেছে। এছাড়া বাকি পুরোটাই হল রেকমেন্ডেশন। বেশি ভিড়ে যেওনা, সম্ভব হলেই বাড়িতে থাকো আর ওয়ার্কফ্রম হোম কর, একটু সামান্য অসুস্থতা দেখলেই বাড়িতে থাকো, সিম্পটমফ্রী দুদিন হলে তারপর বেরোও, বয়স্ক লোক, বাবামা - এদের কাছে এখন কদিন যেও না, স্কি করতে যাওয়ার আগে বারবার ভাবো - যাওয়াটা কি এড়ানো সম্ভব? গেলে আলাদা কটেজে থাকো ফ্যামিলি নিয়ে, নিজেরা স্কি করে প্যাকড ফুড খেয়ে বা রান্না করে চালাও, তারপর ফিরে এসো। আফটার স্কি অ্যাকটিভিটির রিস্ক নিও না, এরকম আর কি। এছাড়া আর একটা জিনিস নিয়ম করে দিয়েছে, হাসপাতাল বা হেল্থ সেন্টারে নিজে নিজে চলে যাওয়া যাবে না। আগে ফোনে অ্যাড্ভাইস নিতে হবে। ওল্ডেজ হোমগুলোতে যাওয়া নিয়ম করে নিষিদ্ধ করেছে।

    টেস্টিং এখনও অব্দি হয়েছে ২৪০০০ জনের। মোটামুটি ১০ঃ১ অনুপাতে ইনফেকশন ধরা পড়েছে।
  • S | 108.162.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৭:১২439376
  • আমেরিকাতে মোট হসপিটাল বেডের সংখ্যা ৯২৫,০০০ মতন। ভেন্টিলেটার রয়েছে ১৬৯,০০০।
  • S | 108.162.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৬:৫১439375
  • k | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৬:৪৯439374
  • তা ভাল ভাল কথা আপনি শুনবেন কেন!!
    কাশীশ্বরের মন কি বাৎ শোনার জন্য ট্রাম্প, পুতিন, জিংপিং এঁরা আধ ঘন্টা আগে থেকে ভূজঙ্গাসনে বসে থাকেন, সেটা জানেন?
  • sm | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৬:৪৬439373
  • স্রোতের বিপরীতে হাঁটা সাহসের দাবী রাখে।হিম্মত হ্যায় বলতে হবে।সুইডেনে কি কোন লক ডাউন ই হচ্ছে না?টেস্টিং কিরকম হচ্ছে?
    ব্রিটেন পিছিয়ে এসেছে। বড়দা পিছিয়ে এয়েছে।
    সুইডেন কেস স্টাডি হবে।গরম পড়েছে?
  • Pinaki | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৬:৩৪439372
  • ও হো হো, এবার বুঝেছি। কিন্তু তার জন্য ৪৬ মিনিট লেকচার শোনাটা কাটিয়ে দিলাম। জনতা কার্ফিউ-এর ভাষণটা শুনেছিলাম।
    এদিকে আমাদের সুইডেনে তো সিপিএম ভার্সেস নকশাল ডিবেট চলছে। সেজন্য অন্য কিছুতে মন দিতে পারছিনা তেমন। সুইডেন পুরো নকশাল স্ট্যান্ড নিয়েছে। সব স্কুল-বার-রেস্টুরেন্ট-স্কি রিসর্ট খোলা রাখবে। সারা পৃথিবী যদি উল্টোদিকে যায় যাক। পাবলিক ওপিনিয়ন ৫৬-৪৪ সরকারের দিকে। ওদিকে রিসার্চাররা লম্বা চিঠি লিখেছে সরকারকে এই গাঁটামোর বিরোধিতা করে। কী যে হবে জানিনা। :-( মা শৈলসুতাকে একটু বলুন এদিকটাও দেখতে।
  • k | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৬:২৬439371

  • মা শ‌ইলপুত্রী মমতা কা দুসরা নাম হ্যায়।।
  • k | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৬:১৬439370
  • সারা করোনা এফেকটেডশ্ব বিশ্ব মা শ‌ইলসুতার শরণ নিয়েছেন।
    আপনি এলেন কোথা থেকে পিনাকীদা? আলফা সেন্টরী??
  • b | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৬:১১439369
  • শৈলসুতা। পার্বতী।
    কাল মোদিজী ওনাকে রেফার করেছেন।
  • Pinaki | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৬:০৭439368
  • ও কেলোদা, এই 'মা শইলসুতা' কে? একটু বিশদে লিখুন না। আমি মিস করেছি তাও হতে পারে। তহলে আর একবার লিখুন কষ্ট করে। যত বয়স হচ্ছে দেখছি অনুসন্ধিৎসা বেড়েই চলেছে।
  • k | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৫:৫৯439367
  • জব্দ করো জব্দ করো,
    করোনাকে ভয় পেয়ো না।।

    দিদির পুলিশ এই রজ্যাত্মবোধক গান বাজিয়ে গেল।
  • sm | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৫:৫৮439366
  • আমেরিকার ব ফি বছর পঞ্চাশ হাজার ইনফ্লু এ মারা যায় মানে ফ্লু ঘটিত মৃত্যুর সঠিক পরিসংখ্যান নয়।ব্যাপারটা রেত্রস্পেকটিভ ভাবে বার করা হয়।
    অনেক টা এরকম। যতো কেস হাসপাতালে নিউমোনিয়া হয়ে ভর্তি হয়েছে,তার কত শতাংশের মৃত্যু হয়েছে বার করা হয়।
    এবার ফ্যামিলি ফিজিশিয়ান এডমিশনের আগে ভাইরাল ফিভার বা জ্বরের উল্লেখ করেছিলেন কি না দেখা হয়।ফ্লু এর সিজন কিনা দেখা হয়।
    তার পর দুয়ে দুয়ে চার মেলানো হয়।
    এগুলো কোনটাই সঠিক পরিসংখ্যান নয়।
    এমন ও হয় কেউ অন্য ইলনেস এর জন্য মারা গেলো কিন্তু ভাইরাল ফিভার হয়তো তার প্রেসিপি টেটিং ফ্যাক্টর ছিলো।ইতালির ক্ষেত্রেও তাই হোয়েছে অনেক কেসে।

    ইতালি তে যতো ডেথ হয়েছে,প্রত্যেক টিকে করোনার জন্য মৃত্যু বলা হয়নি। এঁদের করোনা পজিটিভ ছিল।
  • sm | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৫:৪৭439365
  • আমার মনে হয় জনগণের বুঝতে একটু ভুল হচ্ছে।ইতালির ডেথ টোল হিসাব করতে করোনা ভার্সাস ফ্লু করলে চলবে না।
    কারণ হসপিটাল ডেথ এর ক্ষেত্রে ডাক্তার রা কজ অফ ডেথ নিউমোনিয়া বা ব্রণকো নিউমোনিয়া লিখবে। ফ্লু লিখবেন না সচরাচর।
    দেখতে হবে গত তিন বছর জনুয়ারি থেকে মার্চ এই কোয়ার্টার এ নিউমোনিয়া বা ওইরকম রেসপিরেটরি প্রবলেম এ মরেছেন।
    তার পর নেট ডেথ টোল দেখতে হবে।
    সেগুলো এই বছরের সঙ্গে কম্পেয়ার করতে হবে।
    নেট ডেথ খুব বেশি ভাবে বাড়লে করোনার ফ্যাটালিটি অনুভব করা যাবে।
  • সিংগল ‌‌k | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৫:৪৬439364
  • দুঃখু করবেন্না দমদি, মা শ‌ইলসুতার কৃপা হলে টানা ৪০ দিন বজ্রবিদ্যুতসহ বৃষ্টিপাত হবে আপনার পাহাড়ে।
  • | ২৬ মার্চ ২০২০ ১৫:৩৪439363
  • ইয়েস বাসন মাজতে আমারো ভাল্লাগে। প্রচন্ড স্ট্রেস রিলিফ হয়। এইজন্য আমি বাসনমাজার কাজটা নিজের হাতেই রাখি। আন্টি শুধু ঘর ঝাট দেয় মোছে।

    আরে কেলোদাদা গত বছরে আশেপাশের পাহাড়ে যে সব গাছ লাগিয়েঁি এখন তাদের জন্য জল দেবার ব্যবস্থা করার কথা। গরম খানিক পড়েওছে। ড্রিপ ইরিগেশানের জন্য বড় বড় বোতল কেটে বানানো।পাহাড়ের উপরে জ ধরেরাখার ব্যবস্থা করা, চ্যাঁকাব্যাঁকা নালি কাটা যাতে বৃষ্টির জল জমে - এসবের এই মার্চ এপ্রিল টাইম। এহ এতদিন জল না পেয়ে গাছগুলো সব মিরে যাবে গো। ভেউ ভেউ
  • অর্জুন | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৫:৩৩439362
  • আমার এক কাকীমা ছিলেন। এক অসাধারণ মহিলা। পরিবারের মধ্যে মা'র বেস্ট ফ্রেন্ড। কয়েক বছর হল নেই। বি এ অনার্স পার্ট টু করে বিয়ে হয়। তারপর এম এ, বি এড, পি এইচ ডি । কলেজে পড়াতেন। কাকুর বেশ কিছু বছর চাকরি ছিল না। তিনটে সন্তান। ছেলে আবার স্পেশাল নিড চাইল্ড। এছাড়াও নানা সাংসারিক অশান্তি। 

    আমার দেখা একজন সুপার ওম্যান ছিলেন কাকীমণি। 

    ওঁর বড়মেয়ে আমার চাইতে এক বছরের বড়। প্রতি বছর মিতু আমাদের বাড়িতে এসে ৩-৪ দিন থাকত। আমি ওদের বাড়িতে গিয়ে তাই। আমার মনে আছে কলেজ থেকে ন্যাশনল লাইব্রেরী যেতেন। সেখান থেকে বাড়ি। তারপর আবার আমাদের নিয়ে বেড়াতে বেরতেন। ফিরে সাংসারিক কাজ থাকত। রাতে খাবার পরে ডাইনিং টেবিলে বসে পিএইচডি'র পড়াশোনা। কাকীমণির বিষয় ছিল এডুকেশন। অনেক গ্রাফ প্যাস্টেল দিয়ে রঙ করতে হত। আমি করে দিতাম। 

    একটা দুরারোগ্য ব্যাধিতে অকালে চলে গেলেন অবসর নেওয়ার কিছু বছর আগেই। 

  • অর্জুন | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৫:১৮439361
  • আমি সিংগলকে করে দিলাম সিংহল ! :-)

    সিংগল তো আমিও। 

  • hkg | 162.158.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৫:১৭439360
  • অর্জুন, না , আমার যোগ্যতা ছিল না। এব্যাপারে রাখঢাক করে লাভ নাই :-)))) যে বিষয়ে যা লিখি সেটা আগ্রহ মাত্র, প্রশিক্ষণ না।
    শিওর , 'তুমি', বলবো , থ্যাঙ্ক ইউ।
  • অর্জুন | 172.69.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৫:১৪439359
  • পুরো দোতলা মুছেছো ? দারুণ ব্যাপার। ঘর মুছলে নাকি মানুষ রোগা হয়। :-)

  • দীপাঞ্জন | 172.68.***.*** | ২৬ মার্চ ২০২০ ১৫:১৩439358
  • ঠিক, ইতালির অ্যাবসলিউট ডেথ নম্বর বেশি মর্টালিটি রেট যদি ইচ্ছাকৃত ভাবে কম দেখানো ও হয় । ইতালিতে প্রতি বছর নিউমোনিয়াতে ১৫,০০০ মারা যান ।  তার সিংহভাগ শীতকালে হলেও আর সেই সব মৃত্যুই করোনাকে এট্রিবিউট করলেও ৭০০০ দেড় মাসে হবে না। নিউমোনিয়া ছাড়াও যাদের অন্যান্য প্রি-কন্ডিশন আছে, যেমন ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেসারে, করোনা তাদের অনেকের মৃত্যু ট্রিগার করছে যেটা এক্সসেস মর্টালিটি, ওভারঅল মর্টালিটি রেট যাই হোক। সেই অ্যাবসলিউট এক্সসেস মর্টালিটি ভারতে খুব বড় একটা সংখ্যা হতেই পারে ।
    Italy death count - breathing difficulty, respiratory disorder

    more than 99 percent of fatalities had pre-conditions

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত