এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হখগ | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:১৬438303
  • এটা বিশ্বাস করা কঠিন, চীনে কেস শেষ । প্রচণ্ড ঢপ বাজ দেশ

    হখগ
  • Amit | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:১৫438302
  • ইভেন অস্ট্রেলিয়া তে ও আজ অব্দি ১৮০০ আক্রান্ত, ডেথ কাউন্ট= ৭। লেস দ্যান ১ %। ইতালি, স্পেন আর দু একটা দেশে এটা আবনর্মালয় হাই। কি কারণ কে জানে।
    Surely corona has made it much worse no doubt. But despite all appreciations for isolation & tremendous effort by medical & science fraternity, still it's appearing that the cure is getting progressively worse than the risk itself in the long run.
  • r2h | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:১৫438301
  • আমার চেনা একজন মুন্সিপাল্টির গাড়ি আসে না বলে রাস্তার মোড়ের ডাম্পস্টারে ময়লার থলি ফেলতে বেরিয়েছিল, আবাসনের গেটের সামনে পুলিশ ধরে বলেছে এই আমরা তাকিয়ে আছি, পাঁচ মিনিটের মধ্যে ময়লা ফেলে ফিরবেন।
    দুধের প্যাকেট, খবরের কাগজ এসবে বোধয় ছাড় আছে। এসব কলকাতার খবর।

    ওদিকে লুরুতে নানান সেক্টরে লোকজন কালও আপিস গেছে (নন আইটি, কিন্তু অত্যাবশ্যকীয় কিছু না)।
  • অরিন | ২৪ মার্চ ২০২০ ১০:১৫438300
  • @sm: "এক, সার্স আর মার্স ভাইরাস দুটির কি হলো?"

    ২০০৪ এর পর সার্স এর কেস WHO র বা MMWR এর ডাটাবেস এ নেই, সংক্রমণ নিশ্চই কমে গিয়েছিলো ।
    ১২ই মার্চ কাতারের এক ৬৫ বছর বয়স্ক মানুষের শরীরে MERS পাওয়া গেছে । যেহেতু এ মূলত মধ্যপ্রাচ্যে হয়েছিল, (প্রথমে সেই বাদুড়ের শরীর থেকে আসে, তারপর ওমানি উটের দুধ থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে), এও কিন্তু কমে এসেছে অনেক, গ্রাফ দেখুন,

    mers-graph

    "দুই, লক ডাউন ইনফেকশন স্প্রেড কমাচ্ছে।কিন্তু ভাইরাস টা তো রয়েই যাচ্ছে।দু মাস লক ডাউন রাখার পর তুলে নিলে কি হবে?"

    ভাইরাস কোথায় রয়ে যাচ্ছে? এসিম্পটোমেটিক ক্যরিয়ার স্টেটাস তো এখনো অবধি শোনা যায়নি, আপনি কোনো রেফারেন্স পেয়েছেন?

    ভাইরাস ইনফেকশন হলে হয় মানুষ সুস্থ হয়ে ইমিউনিটি ডেভেলপ করছে, এবং ভাইরাস কে মেরে ফেলছে পুরোপুরি, নাহলে ভাইরাস মানুষ মারছে, সেক্ষেত্রে ল্যাঠা চুকে গেলো । ভাইরাস এর reservoir যদি কোথাও থেকে থাকে, সে হয়তো এখনো উহান এর জঙ্গলে কোন প্রাণীর শরীরে, বা আশেপাশে কোথাও কোনো সেকেন্ডারি হোস্ট এর মধ্যে আছে, যাদের দ্বারা প্রথমে ছড়িয়েছিলো পশুর বাজারে মানুষের মধ্যে । লক ডাউন করে আর নতুন করে কেস খোঁজার চেষ্টা না করলে আরেকটা যে ব্যাপার হতে পারে Herd Immunity র কারনে স্প্রেড হয়তো সাময়িক চলে গেলো, কিন্তু MERS এর মতো, ধিকিধিকি করে তুষের আগুনের মতো ইনফেকশন এন্ডেমিক হয়ে চলতে থাকবে । সেটা এই মুহূর্তে কেউ জানে না ।

    "আর একটা অবজারভেশন।মৃত্যু হার এর মধ্যে ইতালি ও জার্মানির মধ্যে আকাশ পাতাল তফাৎ।
    তবে কি ইতালি তে টেস্ট কম হয়েছে?"

    Case Fatality Rate জার্মানদের কম বলছেন তো? তার কারণ জার্মানদের মধ্যে অপেক্ষাকৃত অল্প বয়েসীদের মধ্যে সংক্রমণ হয়, সেটা খেয়ালে রাখবেন কারণ কেস ফাটালিটি রেট ধরলে এই বয়েসের আর অন্য comorbidity র একটা ব্যাপার থেকে যায় । এগুলো একটাও standardised মর্টালিটির ভিত্তিতে নম্বর গুলো আসছে না ।

    প্যান্ডেমিক কাটুক, তখন মাথা ঠান্ডা করে নম্বর গুলোর বিশ্লেষণ হবে ।
  • T | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:০৮438299
  • ভারতে এই উইক অবদিই মনে হয় লকডাউন করে রাখা সম্ভব। এর বেশী হবে না। রাজধানী (হাওড়া) পুলিশে ছয়লাপ। দোকান বাজার সব বন্ধ। মানে খাঁ খাঁ একেবারে। বাইরে বেরোলেই পুলুশ ক্যালাচ্চে।
  • Ishan | ২৪ মার্চ ২০২০ ১০:০৩438298
  • কত লোকের মধ্যে এবং কত সময়ের মধ্যে ১ লাখ মৃত্যুর সম্ভাবনা, সিরিয়াসনেস বিচারের জন্য সেটা জানা জরুরি। পৃথিবীতে এমনিই বোধহয় রোজ দুলাখ লোক মারা যায়। আমরা কেউ তেমন বদার করিনা, কারণ, সেটা ৬০০-৭০০ কোটির মধ্যে।
  • sm | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:০২438297
  • যদি আগামী সপ্তাহ থেকে ইতালি তে আক্রান্ত ও মৃত্যুহার কমতে শুরু করে।তখন কি ভাবে এক্সপ্লেইন করা হবে ব্যাপারটাকে?
    হার্ড ইমিউনিটি গ্রো করেছে?
    উত্তর যদি হ্যাঁ হয়,তাহলে তো বলতে হবে মোট জনসংখ্যার 60 শতাংশ,অর্থাৎ প্রায় দু থেকেআড়াই কোটি লোকের ইনফেকশন হয়েই গেছে,এযাবৎ।
    উত্তর যদি না হয়ে থাকে,তবে কারণ টা কি?
  • T | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:০২438296
  • সে জানিনা।
  • dc | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ১০:০১438295
  • আর শুধু ফুটবল ভালো খেলিনা তাই না, আমরা হেগে টয়লেট পেপার দিয়ে পরিষ্কার করিনা বলেও দেশটা এখনো চলছে (কমিউনিস্টদের কথা আলাদা)। নাহলে ভাবুন, টয়লেট পেপারের অভাবে একটা গোটা দেশ কমোডে আটকে বসে থাকতো, সকালবেলা একবার ঢুকলো তো আর বেরনোর উপায় নেই।
  • Ishan | ২৪ মার্চ ২০২০ ০৯:৫৯438294
  • সে বুঝেছি। কিন্তু করোনা টেস্ট না হতেই তাদের করোনার ক্যাজুয়ালটি কেন ধরা হচ্ছে?
  • π | ২৪ মার্চ ২০২০ ০৯:৫৯438293
  • তব কারুর কাছে এক দু'মাসে ৫০০০০ এক লাখ মৃত্যুর সম্ভাবনা, নাহয় ৫-১০০০০ ই বলি, সেটা এমন কিছু নয়, লাখ খানেক লোকের আইসিউয়ে যাবার কন্ডিশন হলে কিছু না মনে হলে সেই মনে হওয়ার সংে তর্ক হয়না।
  • T | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:৫৮438292
  • মানে অসুস্থ অবস্থায় এসেছে, এবং আইদার সম্পূর্ণ রিকভারি অথবা মৌৎ।
  • dc | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:৫৮438291
  • স্টেডিয়ামের মধ্যেই হাগাহাগি শুরু করে দিয়েছিল? তাহলে তো রোগ ছড়াবেই!
  • dc | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:৫৬438290
  • এদিকে কেন্দ্রীয় সরকার সাধারন মানুষের রিলিফের জন্য এখনো কোন অয়ানাউন্সমেন্ট করে উঠতে পারলো না।
  • T | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:৫৬438289
  • ইতালীতে ছড়িয়ে পড়ার একটা কারণ মনে হয় চ্যাম্পিয়নস লীগের ফুটবল ম্যাচ। বার্গেমোর কাছেই বা ওখানেই বোধহয় স্টেডিয়ামটা। আটলান্টা বনাম স্পেনের ভ্যালেন্সিয়া। ম্যাচটা আটলান্টা যেতে ৪-১ এ। সায়েবরা আনন্দের চোটে হাগাহাগি কত্তে শুরু করে। হেইডা বিশে ফেব্রুয়ারির কেস। তারপর থেকেই হুলিয়ে গ্রাফ চড়তে আরম্ভ করে।

    আমরা মনে হয়, ফুটবলটা ভালো খেলি না বলে বেঁচে যেতেও পারি।
  • Ishan | ২৪ মার্চ ২০২০ ০৯:৫৫438288
  • অরিনবাবু, একদম ক্লিয়ার ও একমত।

    টি, একটু ব্যাখ্যা করে লেখো। "যেখানে ফয়সালা হয়েছে" মানে কী?
  • T | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:৫২438287
  • ইতালীতে বর্তমানে যা অ্যাক্টিভ কেস আছে (মানে করোনা ধরা পড়েছে) তাদের মধ্যে ৬% ক্রিটিকাল বাকিরা মাইল্ড। ক্লোজড কেসগুলোয় যেখানে ফয়সালা হয়েছে সেখানে ৪৫% মারা গেছে। এবার কেউ মারা গেলেই করোনায় মারা গেছে কিনা সে বলা যাচ্ছে না, কারণ সেরম টেস্ট হয়নি।
  • π | ২৪ মার্চ ২০২০ ০৯:৫১438286
  • তবে আমারো মতে চিন থেকে সব ইন্টারন্যাশানাল ফ্লাইট জানু থেকে বন্ধ করা উচিত ছিল। বা এলে সবাইকে বাধ্যতামূলক কোয়ারায়ান্টাইন।৷ এটা তো এখনো এই এক হপ্তা আগেও অন্য দেশের জন্য করেনি। এটা ব্লান্ডার করেছে। লোকের শুভবুদ্ধির উপর সেল্ফ কোয়ারান্টাইন ছাড়া ব্লান্ডার।
  • অরিন | ২৪ মার্চ ২০২০ ০৯:৫১438285
  • "একদম শুরুর দিকে যারা টেস্ট করাতে এসেছে, তারা কিছুটা সিভিয়ার কন্ডিশনেই তো আসবে। তার আগে তো আসবেনা।"

    এই সব কারণেই কেস ফাটালিটি রেট দেখলে আসল ছবিটা পাওয়া যাবে না, এবং এই ফিগার কিন্তু সময়ে সময়ে পরিবর্তিত হতে থাকবে । অতএব শুধু কেস ফাটালিটি রেট এর ওপর নির্ভর করলে খুব সাবধান, কারণ 'ascertainment বায়াস" , মানে কিভাবে গণনা করা হচ্ছে তার জন্যে এক ধরণের ভুল ভ্রান্তি হতে পারে । বিভিন্ন দেশের মধ্যে তুলনামূলক বিচার বিবেচনা করতে চাইলে standardised মর্টালিটি ধরে করা উচিত ।
  • sm | 172.68.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:৫০438284
  • আমার দুটি প্রশ্ন আছে।যে পারেন উত্তর দিন।
    এক, সার্স আর মার্স ভাইরাস দুটির কি হলো?
    দুই, লক ডাউন ইনফেকশন স্প্রেড কমাচ্ছে।কিন্তু ভাইরাস টা তো রয়েই যাচ্ছে।দু মাস লক ডাউন রাখার পর তুলে নিলে কি হবে?
    আর একটা অবজারভেশন।মৃত্যু হার এর মধ্যে ইতালি ও জার্মানির মধ্যে আকাশ পাতাল তফাৎ।
    তবে কি ইতালি তে টেস্ট কম হয়েছে?
    সঠিক ভাবে উত্তর না জানা গেলে অন্ধকারে হাত ড়াতে হবে।
  • Ishan | ২৪ মার্চ ২০২০ ০৯:৫০438283
  • মানে, ধরলাম তিরিশটা লোক ইনফ্লুয়েঞ্জা নিয়ে হাসপাতালে এসেছে। তার মধ্যে তিনজন মারা গেছে। রেট হল ১০%। ওদিকে হয়তো তিনলক্ষ লোক বাইরে ইনফ্লুয়েঞ্জা নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

    আমি সংখ্যাগুলো ইচ্ছে করেই বাড়িয়ে লিখলাম। বোঝানোর জন্য। কিন্তু ব্যাপারটা এরকম তো হতেই পারে।
  • π | ২৪ মার্চ ২০২০ ০৯:৪৮438282
  • গ্রাফ দুটো দিবি?
  • Ishan | ২৪ মার্চ ২০২০ ০৯:৪৭438281
  • ক্লোজড কেসে ডেথ রেট দেখতে বলছে, কারণ, ওপেন কেসে এখনও কেউ মারা যেতে পারেন।

    কিন্তু বহু লোক তো নিশ্চিতভাবেই ডায়াগনোজডই হননি। কাজেই কেসের সংখ্যাটাই অনেক বাড়বে তো। সেক্ষেত্রে ফেটালিটি রেট নিশ্চিতভাবেই পাওয়া যাবেনা। ডেথ রেট পাওয়া যাবে ( এই দুটো বুঝিয়ে দেবার জন্য অরিনবাবুকে ধন্যবাদ। )।
  • T | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:৪৬438280
  • There are significant numbers of people who have died but whose death hasn't been attributed to the coronavirus because they died at home or in a nursing home and so they weren't swabbed," said the মেয়র -- বার্গেমোর মেয়র।
  • তাতিন | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:৪৫438279
  • ক্লোজড কেসে দেখতে হবে, কারণ গতকাল যে ইনফেকশন জেনেছে আগামী কাল সে মারা যাবে না। নেক্সট দশদিনে সে সুস্থ হচ্ছে এর সম্ভাবনা দেখার জন্য।
    এক্ষেত্রে যে অসুস্থ হয়ে হাসপাতালে আসছে তাকেই কেস ধরা হচ্ছে, মাইল্ড হোম স্টেকে ধরা হচ্ছে না।
  • তাতিন | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:৪৩438278
  • পাই,
    ক্লোজড কেসের গ্রাফটা মজার, ডেথ রেট মিনিমা পেরিয়ে বাড়ছে, সুস্থ রেট ম্যাক্সিমা পেরিয়ে কমছে- মার্চ ৫-এ প্রথম এক্সট্রিমা এসেছিল
  • π | ২৪ মার্চ ২০২০ ০৯:৪২438277
  • আর না মরেও যাঁ্রা রিকভার করছেন, খুবই অসুস্থ থাকছেন আর আরো অনেকদিন থাকার সম্ভাবনা। এম্নিই ভাইরাল ইনফেকশ্ন নিউমোনিয়া কী ভোগায়, কতদিন ধরে, কতদিন আরো কত রোগের রাস্তা খুলে দেয়, হাড়ে হাড়ে টের পেয়েছি।

    ইন্ডিয়াতে দু'জন রিকভারড মারা গেলেন। করোনা মৃত্যুতে আসবেন না। কিন্তু করোনার ধকল কারণ তো বটেই।

    কতজনকে আইসিইউ তে যেতে হচ্ছে, সেই % গুলো নিয়ে একটু কথা বলুক মামু।
  • aka | 162.158.***.*** | ২৪ মার্চ ২০২০ ০৯:৪২438276
  • তবে লকডাউন করতে হল জানুয়ারী থেকে বিদেশীদের আর ফেব্রুয়ারী থেকে টেস্ট করানো উচিত। টাইম ইজ আপ। আর লকডাউনে হবে না। মনের শান্তি হতে পারে।

    তবে ক্লোজড কেসে কেন ডেথ রেট দেখতে হবে বুঝলাম না।
  • | ২৪ মার্চ ২০২০ ০৯:৪২438275
  • আকার ভারতে ক্লাব রুটির দোকান খোলা এদিকে আমার ভারতে রুটি ক্লাব তো দূর এক এক এলাকায় একটা করে অত্যাবশ্যক পণ্য আর একটা করে ওষধের দোকান খোলা। বাকী সব বন্ধ।

    আজ বরং কটা ছবি তুলে দেবনে।
  • Ishan | ২৪ মার্চ ২০২০ ০৯:৩৯438274
  • অ্যাকচুয়াল হিসেব বুঝতে গেলে তো আনটেস্টেড কেস গুলোকেও ধরতে হয়। র‌্যান্ডম স্যাম্পলিং করতে হয়। সেরকম কিছু হয়েছে?

    একদম শুরুর দিকে যারা টেস্ট করাতে এসেছে, তারা কিছুটা সিভিয়ার কন্ডিশনেই তো আসবে। তার আগে তো আসবেনা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত