এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 172.69.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৫:৩৫438033
  • পিটি,আপনি কি এভিগান বা ফ্যাভিপ্যারিভির এর কথা বলছেন? ওটি rna ডিপেন্ডেট rna পলিমারেজ এর ওপর কাজ করে।
  • sm | 172.69.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৫:৩১438032
  • টিবির ভ্যাকসিন নেই।ওষুধ নয়।
  • | 14.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৫:২৭438031
  • পার্কসার্কাসের ধর্না উঠছে শুনলাম।
    এছাড়া নাখোদা মসজিদ থেকে মুসলমানদের বাড়িতেই নামাজ পড়তে অনুরোধ করা হচ্ছে।
  • PT | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৫:২৫438030
  • "HIV, এবং চিকেন পক্স ও হেপাটাইটিস বি হলো আলাদা জাতের ভাইরাস। অন্য দিকে ইনফ্লু এঞ্জা, সার্স, করোনা একটু ভিন্ন জাতের।"

    সেটাও জানি। কিন্তু অতি সম্প্রতি যে ওষুধটা কিছু কাজ দেখিয়েছে সেটা HIV-র ট্রিটমেন্টে ব্যবহৃত হয়। (I think it`s a protease inhibitor)।

    টিবির ওষুধ "নেই" জেনে আশ্চর্য হলাম। আমার মাকে তাহলে একব্ছর ধরে যে কেমিকাল গুলো খাওয়ালাম সেগুলো কি?
  • π | ২৩ মার্চ ২০২০ ১৫:১৮438029
  • করোনা নিয়ে হুতো একটা বানাচ্ছেন।
    কেলোদা, গৃহহীনদের স্কুলে রাখা হচ্ছে শুনলাম।
    হানুদা, কপু বয়স্ক লোকজনকে সাহায্য করবেন বলে পোস্ট দিয়েছেন। আর স্টেডিয়ামেও বেড আসছে শুনলাম।। লিনক ছবি পরে দেব। আপাতত হু এর লোকজনের সংগে মাস্কের গাইডলাইন নিয়ে তর্ক করছি।
  • সে | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৫:১৬438028
  • জেলের ভেতরে কয়েদিদের মধ্যে সোশ্যাল ডিসট্যান্সিং এবং নিয়মিত সাবান জল দিয়ে হাত ধোবার ব্যবস্থা সম্ভবতঃ নেই।
    এই বিষয়ে কোনও খবর দেখলাম না।
  • sm | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৫:১৫438027
  • HIV, এবং চিকেন পক্স ও হেপাটাইটিস বি হলো আলাদা জাতের ভাইরাস। অন্য দিকে ইনফ্লু এঞ্জা, সার্স, করোনা একটু ভিন্ন জাতের।এদের ড্রিফট ও শিফট অনেক দ্রুত।
    তাই একটা ঔষধে মেরে ফেলা কঠিন।না মুমকিন নয়।
    হাইড্রক্সিক্লোরকুইন ভাইরাস এর একটা স্টেজ কমাতে পারে।কিন্তু এইসব ভাইরাস কিল করতে বিভিন্ন স্টেজ গুলোতে আক্রমন শানাতে হয়।যেমন এটাচ্মেন্ট,রিসেপ্টর বাইন্ডিং,আর এন এ রেপ্লিকেশন,এনজাইম আরো বিভিন্ন জানা অজানা দিক গুলোতে।
    দেখুন না ডেঙ্গির পর্যন্ত না বেরিয়েছে ওষুধ, না কার্যকরী ভ্যাকসিন।অথচ শতাব্দী প্রাচীন অসুখ।
    ভাইরাস ছেড়ে দিন,ম্যালেরিয়ার মতন প্রটো জোয়া ঘটিত রোগের ও নেই। টিবির নেই।
    এগুলো কিন্তু কিলার ডিজিজ।
  • অর্জুন | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৫:১২438026
  • এটিএমের ভিতরে এত নোংরা যে ঢুকতে ভয় করছে। বাটন গুলো টিস্যু দিয়ে ছুঁলাম।  

    মোবাইল ফোন, ল্যাপটপ আমরা পরিষ্কার করিনা বললেই চলে।  টিস্যুর মধ্যে কয়েক ফোঁটা স্যানিটাইজর দিয়ে ভাল করে মুছে নিলাম। 

  • হখগ | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৫:১১438025
  • --জেল হবে শোনা যাচ্ছে লক ডাউন ভাঙ্গলে, গোয়াতে পুলিশ এক বাইকার কে পিটিয়েছে।
    -- যাদের হাত তালির অনুরোধ ও আমরা মেনে চলি তারা আমাদের টেস্টটিং কিত্ না দিক কেলানো তা গেরান্টি করেছে। :-)))))))))))))))))))))))))))



    হখগ
  • quark | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৫:০৮438024
  • আচ্ছা NPR/CAA নিয়ে ভিডিও হল, করোনা সম্পর্কিত সতর্কতা নিয়ে একটা করা যায় না?
  • PT | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৫:০৩438023
  • "ভাবুন ,শত বছরের পুরোন রোগ ইনফ্লুএঞ্জার কোন ভালো ঔষধ বেরোয় নি।"
    এসব বিষয় সমান্য কিছু জানা আছে।
    তবে বিস্তর গবেষণার পরে HIV-র ওষুধ পাওয়া গেছে। আজকাল চিকেন পক্স হলেও এন্টিভাইরাল দেওয়া হচ্ছে।

    "আজকে কোন ঔষধ কাজ করলে,কালকে সেটি কাজ নাও করতে পারে। সৌজন্যে ভাইরাস এর মিউটেশন।"
    তা তো বটেই। তবে কিনা সেসব ভেবেই ককটেল ড্রাগের ব্যব্স্থ হয়েছে। কিন্তু ভাইরাস দুর্বলও হতে পারেঃ "The evolution of HIV has reduced its ability to cause Aids in patients, a study of more than 2,000 women in Africa has found."
  • sm | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৪:৫৪438022
  • পিটি,একটা জিনিষ বুঝতে পারছেন না।এ কোন একটা ড্রাগ এর ব্যাপার নয়। মানে কোন প্যানাসিয়া তৈরি হবে না।ভাবুন ,শত বছরের পুরোন রোগ ইনফ্লুএঞ্জার কোন ভালো ঔষধ বেরোয় নি।
    তাও,আজকে কোন ঔষধ কাজ করলে,কালকে সেটি কাজ নাও করতে পারে।সৌজন্যে ভাইরাস এর মিউটেশন।
    যেটা হবে, তা হলো কম্বিনেশন অফ মেডিসিন।
    খুবই ব্যয় সাধ্য।আমাদের দেশ জাস্ট এফোর্ড করতে পারবে না।
    মাঝখান থেকে কিছু বহুজাতিক কোম্পানি সরকারের অর্ডার পেয়ে কোটি কোটি টাকার বিনিময়ে, ওইসব কম কার্যকরী ঔষধ বিক্রি করে দেবে।
    সস্তায় পুষ্টিকর হলো ভ্যাকসিন।যদি কার্যক্ষমতা ভালো হয়,তবে জরুরি ভিত্তিতে ইচ্ছুক ব্যক্তিদের দেওয়া যেতে পারে।
  • অপু | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৪:৫১438020
  • নানা সাইজের ডিম:)))
  • দ্রি | 172.68.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৪:৪৩438019
  • রেনাল ফেলিওরে মারা গেছে বলছে তো। এবার দেখতে হবে ড্রাগের সাইড এফেক্ট। কোভিড হয়ত সেরে গেলো। কিন্তু কিডনির সর্বনাশ করে দিল।

    নতুন অসুখ ডীল করা কি এত সোজা?
  • PT | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৪:৩৭438018
  • "লক ডাউন কতো দিন?উঠিয়ে নেবার পর কি হবে?"
    ঠেকিয়ে রাখা যায় যতদিন না ওষুধ পাওয়া যাচ্ছে। সম্ভব্তঃ ভারত ছাড়া প্রায় আর সব উন্নত দেশেই নতুন মলিকুলের সন্ধানে (অথবা drug repurposing-এর) লড়াই চলছে।
    Teva and Mylan to jumpstart production of old malaria drug to fight the novel coronavirus
  • sm | 172.69.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৪:৩৪438017
  • যেমন আগের দিন সে বললেন, সুইটজারল্যান্ড এর মতো দেশে নাকি হ্যান্ড স্যানিটাইজার অমিল।এসব নাকি হসপিটাল সাপ্লাই এর জন্য।
    যাই হোক কতো বড়, ক্যালাস প্রশাসন দেখুন মাস খানেক অতিক্রান্ত হবার পর ও ওই দেশে হ্যান্ড স্যানিটাইজার এর স্টক করে নি বা বানিয়ে নিতে পারে নি? তড়ি ঘড়ি, লক ডাউন করে দিয়েছে কিন্তু!
    আম্রিকা তেও মনে হয়, বয়স্ক দের ফ্লু ভ্যাক্সিন বাধ্যতা মূলক নয়।
  • S | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৪:৩২438016
  • আপনারা এইটা দেখেছেন নিস্চই।

  • r2h | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৪:২৯438015
  • আমার এক বন্ধু লুরুতে রিয়েল এস্টেট বিল্ডার কোংএ কাজ করে। অফিস খোলা, যেতে হচ্ছে।
    শুধু তাই নয়। কাস্টমার ও যাচ্ছে। কোটি কোটি টাকার প্রপার্টি, কাস্টমাররা স্বাভাবিকভাবেই উঁচুতলার, এবং নানান জায়গার।

    কোম্পানীর হর্তাকর্তা বা খদ্দেররা কাল থালা বাজিয়েছিল কিনা ভাবছিলাম।
  • S | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৪:০৬438013
  • আমেরিকাতে প্রথম কেস রেজিস্টার্ড হয় ২২শে জানুয়ারি। পয়লা মার্চ অবধি মাত্র ৭৬। ৯ই মার্চ ৬০০। ১৩ই মার্চ ২১৭৯। এখন ৩৫২০০+।
  • S | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৪:০২438012
  • প্যানিক বায়িংএর সাইকেলটা লক্ষ্য করুনঃ

    লোকে ভাবলো অমুক জিনিস কম পড়বে। এইবারে অমুক জিনিসের প্যানিক বাইয়িং শুরু হল। ফলে যার একটা দরকার সে চারটে কিনলো, যার দরকার নেই সেও দুটো কিনে রাখলো। ফলে সত্যিই সেই জিনিস কম পড়ল। লোকেও ভাবলো ঠিক কাজ করেছি। এখন শুনছি বেশ কিছু জিনিস র‌্যাশনিং করছে।
  • S | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৩:৫৮438011
  • ঠিকঠাক এবং যথেষ্ট টেস্টিং কিট তো ছিলইনা। অনেক চেঁচামেচি করার পর সব জোগাড় হয়েছে। এমনও দিন গেছে যখন একটাও টেস্ট হয়নি বা সারাদিনে মাত্র হাতেগোনা কয়েকটা টেস্ট হয়েছে। অনেকে শরীর খারাপ নিয়েও হয়ত বাড়িতে বসে থেকেছে বা বাইরে ঘুরে বেড়িয়েছে।

    তাছাড়া অ্যাওয়ারনেস কম ছিল, সেনসিটিভিটিও কম ছিল। লোকে যা খুশি তাই করে বেড়িয়েছে মাস দুয়েক। কারণ টেস্টের অভাবে সবাই কনফার্মড কেসের সংখ্যা কম দেখছিল। ফলে "কিছু হয়নি" মোডে ছিল। আমরাও ছিলাম।

    এতদিনে অনেক কন্টামিনেশান হয়ে গেছে। ইমিডিয়েট লকডাউনে না গেলে অনেকেই সিম্পটম ছাড়াই ঘুরে বেড়াবে, ফলে ক্যারিয়ার আর পেশেন্ট দুটই আরো বাড়বে। যদি ধরেও নিই যে কম শতাংশ লোকের ক্রিটিকাল কন্ডিশান হবে, তাও সেই সংখ্যাটা লোকাল হসপিটাল সামলাতে না পারলে ডিজাস্টার হয়ে যাবে।
  • অরিন | ২৩ মার্চ ২০২০ ১৩:৫২438010
  • দুটো গ্রাফ দেখুন:
    চীনের গ্রাফ:
    chinacovid

    চীন বাদে বাকি পৃথিবীর গ্রাফ:
    exchina

    চিনে ইনফেকশন কমে আসছে, বাকি পৃথিবীতে বাড়ছে । সময় ও মাস লক্ষ্য করুন। লক ডাউন করলে তার প্রভাব হবে, ইনফেকশন কমবে। কতদিনে, নির্ভর করবে কিভাবে লক ডাউন ম্যানেজ করা হচ্ছে ।
    (Johns হপকিন্স এর গিটহাব থেকে ডাটা নিয়ে গ্রাফ আঁকা হয়েছে, কিছুটা তাড়াহুড়ো করে)। কিন্তু প্যাটার্ন বুঝতে অসুবিধে হবার কথা নয় ।
  • sm | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৩:৫২438009
  • প্যানিক বাই লোকজন করবেই।বিশেষত আমাদের দেশে।দুদিন আগে মিনি কিট6 40 টাকা কেজি,একদিন আগে 45,আজকে 50।তাও বাড়ন্ত।
    সর্ষের তেল অমিল।
    সবজি বেশ দামী আর কোয়ালিটি খারাপ।
    চিকেন উড়ে পালিয়ে গেছে।
  • S | 108.162.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৩:৪৮438008
  • আচ্ছা এখনে অনেকে বলছিলেন যে এক্সপোনেনশিয়ালি বাড়ছে। সেই ফান্কশানটার ম্যাথেম্যাটিকাল ফর্ম কেমন?
  • হখগ | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৩:৪৫438007
  • অরিন, আপনি আমেজিং মাইরি। আপনি আর অন্য বইজ্ঞাণিকক রা বাংলায় gurute boই লিখলে আমি লেগ ওয়ার্ক করে দেব।

    এবার বলুন ওদের
    - হেলথ সার্ভিসের প্রাইভেট পাবলিক ডিভাইড তা কিরকম,
    -- হেলথ প্রোভাইডার রা কি প্রাইভেট বেশি, না সরকার,
    -- আর টেস্টিং কি শুধু সরকার করে না সকলে চীনের মতো phalsa পজিটিভ সম্ভাবনা সহ করে।
    -- তার পরে সেকেন্ড লেভেলে এ কনফার্মেশান করে?
    -- ওদের টেস্টার kharach ডলার টার্মস এ কত?

    হখগ
  • sm | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৩:৪৫438006
  • লক ডাউন চেয়েও এফেকটিভ মেজার হলো এগ্রেসিভ টেস্টিং ও আইসলেশন।
    আম্রিকার মতো জায়গা,যেখানে হর্বখত লোকজন এক স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছে।বিশেষত নিউ ইওরক কের মতো জায়গায়।
    দেখাযাক অথরিটি কদ্দিন লক ডাউন করে রাখতে পারে।মুখে তো বলছে,এর সুবাস, থাকবে কয় মাস!
  • S | 108.162.***.*** | ২৩ মার্চ ২০২০ ১৩:৩৯438005
  • প্যানিক বাইয়িং আসলে একধরনের সেল্ফ ফুলফিলিং প্রফেসি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত