এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হখগ | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ০১:৩৬437852
  • আর্গুমেন্ট আমার একার না, তোর বা অন্য কারো দেওয়া ভ্যালু টা কোনো ইস্যু ই না মানে ইজ অফ নো ভ্যালু,, এই আর্গুমেন্টের ভ্যালু নিজে থেকেই জোগাড় হবে :-))) সিচুয়েশন থেকেই হবে। টেস্টিং নেই, রিলিফ নেই, যা ল্যাকডাউন যে কোনো সরকার করছে তাই মহান ভাবলে ওই আর কি , ভ্যালু জিনিস তা কে সেল্ফ হেল্প বলতে হয়, প্রায় আধুনিক রাশট্রে টিকে থাকার মতো। :-)))))))))))))))))))))) আনপ্রিসিডেন্টেড তো বটেই, কিন্তু সায়েন্স এ , রিসার্চে , হেল্থে, শিক্সায়, বেশি প্রিপেয়ার্ডনেস এ ইনভেস্ট করতে বারণ তো লেপ্টা লিবারেল রা করে নি। সেগুলো কে প্রোডাক্টিভ মনে না করার দায় দক্ষিণ পন্থী দের ই নিতে হবে।

    প্রবলেম সলভিং করতে গিয়ে আরেকটা প্রবলেম, নিউজ সাইকেল ছাড়া আর কিছু র পেছনেও তো পাবলিক পলিসি কে ছুটতে হবে। আমাদের যেমন হচ্ছে , টেররিজম দিয়ে কাশ্মীর ঢাকা, এ নারসি দিয়ে ৩৭০ ঢাকা, সি এ এ দিয়ে এনআরসি ঢাকা , এখন পাবলিক হেলথ দিয়ে সি এ এ ঢাকা হচ্ছে।

    সাধারণ মানুষহের আদিকোয়েট রিলিফ এর, হাত তালি আর ঘণ্টা ছাড়ায়া মাল করি র , পাবলিক সেক্টার শাস্তার হেলথ কেয়ারের, ওয়ার্ক প্রটেকশনের, আনাউন্সমেন্ট না হলে পাবলিক হেলথ মেজার এ সব টা ওয়েল ইনটেনডেড মনে করতে বয়ে গেছে। নাগরিক দের ধাপ্পা দেওয়া হচ্ছে।

    হখগ
  • π | ২৩ মার্চ ২০২০ ০১:৩০437850
  • নর্থইস্টে এখনো কেস নেই
  • lcm | 172.68.***.*** | ২৩ মার্চ ২০২০ ০১:৩০437851
  • 12-year-old girl with coronavirus is on a ventilator and fighting for her life
    11:35 AM ET, Sun March 22, 2020
    (CNN) Emma, a 12-year-old girl, is "fighting for her life" in an Atlanta hospital after testing positive for the coronavirus, according to her cousin.
    Justin Anthony told CNN that Emma was diagnosed with pneumonia on March 15 and tested positive for coronavirus on Friday night. As of Saturday, she was on a ventilator and is currently in stable condition, Anthony said.
    Emma had no pre-existing conditions. She has not traveled recently and it's unknown how she contracted the virus, according to Anthony.

    https://www.cnn.com/2020/03/22/us/georgia-coronavirus-girl-hospitalized/index.html
  • lcm | 172.68.***.*** | ২৩ মার্চ ২০২০ ০১:২৪437849
  • জার্মানির চ্যান্সলর মর্কেল এর ডাক্তার-এর রেজাল্ট পজিটিভ হয়েছে, তাই মর্কেল হোম-কোয়ারিন্টিন
  • হখগ | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ০১:২৩437848
  • এবং আরও ডেঞ্জারাস হলো, অথারিটারিয়ান মেজারে র পক্ষে আরও জনমত বাড়বে এই মহামারীর পর থেকে। মজাটা হলো, সোশাল ডিসট্যানসিং তা কে একটা ফ্যামিলি টাইম বলে বেচার চেষ্টা ও চলবে, কাজের লোক দের জন্য হাত তালি তো রইলো। এবং ঘণ্টা।

    হখগ
  • Du | 172.69.***.*** | ২৩ মার্চ ২০২০ ০১:২১437847
  • টু বি ফেয়ার চায়নার একটা সুবিধে ছিল যে উত্সটা জানা ছিল। অন্য দেশেদের তা নেই। শার্জিলের কথা শুনলে আমাদের নর্থিস্টটা অন্ততঃ সেফ থাকতো। ঃ(

    একলহমা, ডিসি থ্যাংকু।
  • aka | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ০১:২০437846
  • বস খানু, দিস ইজ কম্প্লটলি এ নিউ সিচুয়েশন, নেভার সিন ইন মডার্ণ ওয়ার্ল্ড।

    তোমার রেগুলার কোর্সের আর্গুমেন্টের ভ্যালু নাই কিসু, প্রবলেম সলভিঙ্গ ইজ দা কি।
  • π | ২৩ মার্চ ২০২০ ০১:১৮437845
  • অরিনদা, বস্তির কথা এজন্যই বললাম, বস্তিতে ঠিকঠাক কন্টাক্ট ট্রেস করলে পুরো বস্তিই চলে আসবে প্রায়।

    এখন ওই বম্বের কেসে দেখুন, পরিচারিকার পরিবারের লোককে সরকারি কোয়ারান্টাইনে নিয়ে গেছে। কিন্তি ত্তার আগে বস্তিতে কতটা কনটাক্ট হতে পারে! আমি যে সোশাল ডিস্টেন্সিংং এর কথা বললাম, সেটা পজিটিভ ধরা পড়ার আগের সময় প্রসংগে।
  • হখগ | 14.***.*** | ২৩ মার্চ ২০২০ ০১:১৬437844
  • --Follow instructions: hand hygiene, social distancing etc
    --Stay away from misinformation
    --Don't promote quack treatments & thus inflict burden on health system
    --Hospital Public health system is vital. Support it.
    --Workers deserve ডিসেন্ট wages
    -- There is no miracle cure yet. Wait for science to do its job.
    --Microbe Virus doesn't discriminate on the basis of religion, nationality or dietary habits.
    -- We have to fight this battle. Not enough evidence to claim that it will go away in summer.

    @আকা এগুলো পিনারায় এর স্টেটমেন্ট টুইট হ্যান্ডেল করেছে। আমি দীর্ঘ দিনের লেফট ভোটার, আমি গদ গদ হতেই পারি এই স্টেট্ মেন্ট দেখে, সাইন্স এর কথা আছে , ইত্যাদি। কিন্তু ঘটনা হলো এটা কে মহান মনে হচ্ছে বাজারে গোমূত্র আছে বলে। কোন সভ্য দেশে (তার মধ্যে আমেরিকা আর চীন আর ব্রিটেনের আপাতত পড়া কঠিন) এটা মহান স্টেটমেন্ট ই না। স্বাভাবিক স্টেটমেন্ট।

    আমি রিসেন্ট কোথায় যেন একটা প্রবন্ধে আর্গু করেছি, হয় শাক্যদের কাগজে নয় এই somoye নয় ইংরেজি তে কোথাও,, অল্প ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার, ১০০ দিনের কাজ , এই পোস্টে লিবেরালাইজেশান মজার গুলো কে বিরাট মেজার বলে মনে হচ্ছে কারণ , আর কিছু না, রাষ্ট্রের কাছে মানুষহের চাহিদা রাইট উইং রা সাক্সেসফুলি কমিয়ে দিয়েছে ৮০স থেকে ধাপে ধাপে তাই। ইউ বি আই ও এই লাইনের গল্প।

    হখগ
  • অরিন | 198.4.***.*** | ২৩ মার্চ ২০২০ ০১:১১437843
  • বস্তিতে ছড়াতে শুরু হলে, একটাই কাজ, কনট্যাকট ট্রেস করে সবাইকে কোয়ারানটাইন করে ফেলা। কাছাকাছি ইশকুল কলেজ হোটেল ফাঁকা আবাসন এই সময়ে কাজে আসবে।
  • Du | 172.69.***.*** | ২৩ মার্চ ২০২০ ০১:১০437842
  • মাস্কটাকে ডিসকারেজ না করলে অন্ততঃ এই অদৃশ্য আততায়ীর সংখ্যাটা একটু কম হতো না? @অরিন।
  • Du | 172.69.***.*** | ২৩ মার্চ ২০২০ ০১:০৮437841
  • আগে গুরুতে আসতে হত বুঝতে আমি পৃথিবীতে আছি কিনা, এখন ফেবুতেই বুঝতে পারছি আমার বন্ধুজনেরাও একই পৃথিবীতেই থাকে।
  • হখগ | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ০১:০৪437840
  • কর্পোরেট হাসপাতাল কে প্রাইভেট কেয়ারের টেস্টিং মনোপলাইজ করতে দেওয়াটা এই পরিস্থিতিতে ক্রিমিনাল। এটার জন্য স্পেসিফিকালি আমার মমতা কে মহান মনে হচ্ছে না। সি হ্যাজা টু ডেলিভার। পিনারাই কে কম্প্রিহেন্সিভ মনে হলেও আডি কুয়েট মনে হচ্ছে না, কারণ টেস্টিং কিট, ভেন্টিলেশন অর্ডার কের ডিটেল গল্প নেই, শুধু ক্যাপিটাল আলোকেশন এর স্টেট্ মেন্ট।

    মমতা মুখে একটা বলেছেন এক লাখ ভেন্টিলেটর এর অর্ডার দিয়েছেন, সেটা র কোনো অর্ডার কনফার্মেশান পাইনি, সেটা রিলিফ না হলেও মেডিক্যাল এসিস্ট্যান্স। এবং তার ক্যাপিটাল এলোকেশান এর আনাউন্সমেন্ট হিসেবে আমাদের টই এ চান্স পাবে। বাকি ডিটেল আমাদের টই তাতে পাবি, (@আকা) ফ্যাট চেকিং সারভিস বানানোর অভিজ্ঞতা আমাদের নেই, কিন্তু ঘোষহানা থেকে ক্র্যাপ চেকিং করা যেতেই পারে। :-))))) একটা এতো বারো দেশ , না সমাজে, না সরকারে কোনো কম্প্যাসান নাই। ঘণ্টা বাজাচ্ছে বাল।

    প্রতিভাদি এই জন্যেই খচে গেছে।

    হখগ।
  • অরিন | 198.4.***.*** | ২৩ মার্চ ২০২০ ০১:০২437839
  • "অরিন বললো মার্স এ ফ্যাটালিটি 34 শতাংশ। তা,মার্স কমলো কি ভাবে?"

    সার্স, মার্স, এদের একটার বিরুদ্ধেও কোন ওষুধ বা ভ্যাকসিন তৈরী হয়নি, এবং উভয় ক্ষেত্রেই কমেছে কারণ বেসিক পাবলিক হেলথ টুকু অনুসরণ করা হয়েছিল: পরীক্ষা করা, আলাদা করে ফেলা, কনট্যাকট ট্রেসিং এবং তাদের পরীক্ষা। সারস, মার্স দুটোই এর থেকে অনেক বেশী ভয়াবহ।
    এবারেও সেভাবেই কাজ হবে। আগের ভাইরাসগুলো র ট্রান্সমিশন বন্ধ করা গেছিল অল্প সময়ে কারণ দুবারই ইনফেকশন হবার প্রায় সঙ্গে সঙ্গে অসুখ বেরিয়ে পড়ত, তার জষ্য লক্ষণ বেরোলেই আলাদা করে রেখে চিকিৎসা করলে ট্রান্সমিশন আটকানো যেত। এবার এই যে লক্ষণহীন এসিমটোম্যাটিক ইনফেকশন তার জন্য ৪৮ ঘন্টা ধরে ইনফেকশন চলতে পারে, সেইটাই কাল হয়েছে, কারণ। এই মানুষগুলোকে আলাদা করা প্রায় অসম্ভব। মে কারণে ব্যক্তিগত ভাবে নিজে নিজে আলাদা হওয়া, বা কঠোর আইন করে আলাদা হওয়া ছাড়া উপায় নেই।
    আমার মনে হয় ওষুধ বা ভ্যাকসিন নিয়ে উত্তেজিত হবার কোন কারণ নেই। কোন ওষুধ ১০০% কাজ দেয় না, ভ্যাকসিনও তাই। এক্ষেত্রে সার্সের অভিজ্ঞতার ভিত্তিতে ভাবা হচ্ছে যে ৬০-৭০% কার্যকরী হলেই যথেষষ্ট হবে, কিন্তু এখনো কেউ এসিমটোম্যাটিক লোকেদের কথাটা ভাবছেন না, হয়ত পোস্ট এক্সপোজার প্রোফিল্যাকসিস (যেরকম জলাতঙ্কের টীকা) অমন কিছু ভাবা যেতে পারে। সেও কিন্তু আজ কালকের ব্যাপার নয়।
    এখন একটাই কাজ: মত বেশী সম্ভব টেস্টিং, আর আলাদা হয়ে যাওয়া, তার সঙ্গে স্ট্রিকট হাইজিন। অন্য কিছু কিন্তু পরীক্ষিত হয়।
  • হখগ | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ০০:৫৫437838
  • তিনটে পুলিশ তা সিপি র ঘোষণা থেকে কোট করা হয়েছে।

    হখগ
  • হখগ | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ০০:৫৩437837
  • দারুন কিনা পরে বোঝা যাবে,

    - এখনো টেস্টিং তেমন হয় নি
    -- ৫০০ জনের একটা কোয়ারান্টাইন বানিয়েছে রাজার হাটে দাবি, তবে তাতে তিনটে পুলিশ ডিপ্লয়েড হয়েছে বলে খবর আসার পরে থেকে , মনে হচ্ছে সব বেড অপারেশনাল না।
    -- এ ন জিও রা হ্যাণ্ড স্যানিটাইজার বানাচ্ছে, তার এফেকটিভ নেস এর কোনো প্রুফ নাই।
    -- প্রাইভেট কেয়ার এ শুধু বড় কর্পোরেট হসপিটাল ছাড়ায়া আর কোথাও টেস্টিং পারমিসন নাই।
    --সস্তার কিট এর কোনো গল্প আপাতত নেই।

    খুব হ্যামার ওয়ানডে ডান্স চলছে, মানুষঃ কি ভাবে টিক বে কোনো গল্প নেই।

    সুতরাং টেস্টিং না হও যা তা যদি খারাপ হয়, তাহলে মমতা উদ্ধার করেছেন বলা যাচ্ছে না। কেজরি কে নিয়ে আহা উহু করা যাচ্ছে না, কারণ মেন্ রিলিফ ৭ এপ্রিল এর আগে দিচ্ছেনা, পেনসন এর পেমেন্ট। তোর সরকার কে নিয়ে গদ গদ হবার অভ্যেস থাগলে পিনারাই কে নিয়ে গদগদ হতে পারিস, রিজানাবলি কম্প্রিহেন্সিভ কাভারেজ আছে, তাই সেই যোগীর মতোই ১০০০ টা করে মাসে একটু কম খারাপ দেখাচ্ছে। পিনারাই এর টেস্টিং কিট সস্তা সংক্রান্ত আলাদা কিসু বলে নি, তবে ৫০০ কোটি টাকা শুধু হেলথ এ এডিশনাল খরচ করবে বলেছে।

    তাই রিলিফ এ বেসিকালি আমরা অনেক পিছিয়ে, টেস্ট হয়ে কেস বাড়লে আশংকা ও প্যানিক এবং হেলথ সিস্টেম এর স্ট্রেচ অতএব বাড়বে।

    তবে এখনো অব্দি আমার আর ডিসির রিসার্চ বলছে, কেজরি/ মমতা/ পিনারাই ছাড়া বাকিরা উৎপাটন ছাড়া বিশেষ কিছুতে কন্ট্রিবিউট করে নি। আসাম গভর্নমেন্ট সাত taarh তাড়ি আধার সার্ভিস সেন্টার বন্ধ করেছে। যোগী একটা একহাজার টাকার রিলিফ ঘোষণা করেছে এবং আর কোনো রিলিফ ঘোষণা করে নি। নীতিশ এক টি মৃতের পরিবার কে পয়সা পাঠানোর কথা বলেছে। বাকি সব রাজ্য সরকার এর সব এনাউন্সমেন্ট লকডাউন সংক্রান্ত।

    (https://www.guwahatiplus.com/daily-news/assam-govt-orders-closure-of-aadhaar-centres-across-state)

    যার যেদিকে মন আর কি। একটা দেশ গোটা তিরিশেক রাজ্য সরকার , একটা কেন্দ্রীয় সরকার, রিলিফের বেলায় সব কটা অপদার্থ , কোনো কমপ্যাসান নাই , যে কোটার আছে যথেষ্ঠতা নাই, শুধু কুচ কাওয়াজে মন।

    কেরালার স্টেটমেন্ট গুলো তে একটা উপকার করেছে, এই অসম্ভব শনিপুজো, শাঁখ ঘণ্টা , গোমূত্রের বাজারে কয়েকটা স্টেটমেনটি দিয়েছে সাইন্সের পক্সে, মমতা রিলিজিয়াস কংগ্রিগেশন বন্ধ করতে বলেছে এটুকুর জন্য তাদের কেজরির থেকে একটু বেশি ধন্যবাদ প্রাপ্য, নাগরিক রা আজকাল কিসুই আশা করে না সরকারের কাচ্চে, বিহেশাত কেন্দ্রীয় সরকারের কাছে, তাই পিনারায়/কেজরি/ মমতা পলিটিকাল বায়াস অনুযায়ী মহান লাগছে।

    হখগ
  • S | 108.162.***.*** | ২৩ মার্চ ২০২০ ০০:৪৩437836
  • শেষের দিন খুবই ভয়ন্কর হবে।
  • o | 173.245.***.*** | ২৩ মার্চ ২০২০ ০০:৪২437835
  • যাক বাবা, তাড়াতাড়ি ল্যাঠা চুকে গেলেই মঙ্গল।
  • S | 108.162.***.*** | ২৩ মার্চ ২০২০ ০০:৩৭437834
  • ওয়েক আপ কল হলে ভালো কথা। কবে থেকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কথা। কিন্তু একদল লোক সেসব উপেক্ষা করেই চলেছে, উল্টোদিকে অ্যাজেন্ডা চালাচ্ছে। কিকরে ব্যাপারটার সমাধান করা যায় সেটা না দেখে কিকরে ডিনাই করা যায় তাতে পয়সা যাচ্ছে। এইবারে একটা গন্ডগোল বাঁধলে তখন যদি কারোর ঘুম ভাঙে।

    হিউম্যান স্পিসিসের পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আসছে। আর বোধয় বেশিদিন নয়।
  • হখগ | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ০০:৩০437833
  • ওকে, বে সরকারি রিলিফ এর তো - ই আলাদা বানাতে পারো তাইলে দেখো , খুব বোরো কিসু হয় না এগুলি। ম্যাক্রো এফেকট নাই।

    হখগ
  • S | 108.162.***.*** | ২৩ মার্চ ২০২০ ০০:২৯437832
  • লোকজন কোয়ারান্টিনে যাবে কি? এই কয়েক সপ্তাহ আগেও লীডার নিজে এবং তার পোষা টিভি চ্যানেল সমস্ত সায়েন্স উপেক্ষা করে বলে বেড়াচ্ছিল যে একিছুই নয়, এমনিতেই ঠিক হয়ে যাবে, বাড়িতে বসে থাকারও দরকার নেই। এই কয়েকদিন আগেও দুয়েকজন পলিটিশিয়ান টিভিতে বাইট দিয়েছে যে লোকের উচিত অনেক অনেক করে রেস্টুরেন্টে যাওয়া। কিছু লোকে সেই চ্যানেলে যা দেখানো হয়, তাইই মেনে নেয়। ফলে এখন সামলানো মুশকিল।
  • সে | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ০০:২৯437831
  • হ্যাঁ ঠিক। টেলিটেক্সটে দেখলাম।
  • aka | 108.162.***.*** | ২৩ মার্চ ২০২০ ০০:২৬437830
  • আমার তো মনে হয় এটা ওয়েক আপ কল নেচারের। ইবোলার মতন ভয়ন্কর হলে এদ্দিনে মড়ক লেগে যেত।
  • S | 108.162.***.*** | ২৩ মার্চ ২০২০ ০০:২৫437829
  • প্রথম থেকেই বলা হচ্ছে যে খুব ছোঁয়াচে। হেলথ প্রফেশনালদের অ্যাডভাইস উপেক্ষা করে লোকজন দুনিয়া চষে বেড়িয়েছে।
  • সে | 162.158.***.*** | ২৩ মার্চ ২০২০ ০০:২৪437828
  • PM
    মেরকেলের খবরটা কোথা থেকে পেলেন?
  • S | 108.162.***.*** | ২৩ মার্চ ২০২০ ০০:২০437827
  • পাইয়ের কথাটা আমারও মনে হয়েছে।

    বিগত ৭০ বছর ধরে দুনিয়ার সব তাবড় তাবড় দেশগুলো যুদ্ধের পিছনে এত ইনভেস্ট করেছে, নিজেদের প্রতিরক্ষার নামে। মিসাইল, বোমা, বোমারু, কামান, ট্যান্ক আরো কত কি? কিন্তু একটা ভাইরাস এলেই সব প্রতিরক্ষা জানলা দিয়ে হাওয়া। এইবারে দেখি ঐসব মিসাইল আর বোমা কোন কাজে আসে?

    দেশগুলো বিগত একবছরে মিলিটারি বাজেটে যেটুকু "বৃদ্ধি" করেছে, সেইটুকু বোধয় এখনও খরচ করে উঠতে পারেনি এই ভাইরাসের মোকাবিলায়। কারণটা আমরা সবাইই জানি।
  • aka | 108.162.***.*** | ২৩ মার্চ ২০২০ ০০:২০437826
  • মমতার দারুণ লিডারশিপ এই ক্ষেত্রে মানতেই হবে।
  • S | 108.162.***.*** | ২৩ মার্চ ২০২০ ০০:১৫437825
  • ক্রিস কুওমোর দাদা।
  • PM | 172.68.***.*** | ২৩ মার্চ ২০২০ ০০:১৩437824
  • মার্কেল আইসোলেসনে গেলেন । ওনার ডাক্তার +
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত