আমি একবারও বলিনি অন্যত্র সংক্রমণ ছড়াচ্ছে বলে শাহিন বাগে ছড়াবে না। কিন্তু সেই কারণে আন্দোলন চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার আগে অন্তত আন্দোনকারীদের সিদ্ধান্তটা পড়তে বলেছি। সেটা কতটা বিশ্বাসযোগ্য কিংবা আদৌ বিশ্বাসযোগ্য কি না, তা ভিন্ন প্রসঙ্গ।
এই ফাঁকে আরও সংক্রমণের খবর https://www.anandabazar.com/national/coronavirus-in-india-at-least-twelve-patients-travelled-in-train-says-railway-dgtl-1.1125399?ref=home-pq-stry-large-image-1
এটা আরও মারাত্মক https://www.anandabazar.com/state/coronavirus-in-india-several-people-avoided-medical-treatment-for-coronavirus-1.1125249?ref=home-state-widget-stry-3
পুনেতে এমন একজনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে যিনি বিদেশ থেকে ফেরেননি বা তার বাড়িতে কেউ বিদেশ থেকে ফেরেনি। পুনের যে তিনি থাকেন অঞ্চলে সেখানে আগে দুজনের করোনা ভাইরাস ধরা পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এটাকে নাকি বলে স্টেজ থ্রি। এটা কমিউনিটি কনট্যামিনেশন স্টেজ। আসল আতঙ্কের দিন শুরু।
ফেসবুকে একজনের প্রফাইলে পেলাম এটা।
সেখানে এটা বলা হচ্ছে 'এখনও ব্যক্তি স্বাধীনতা নিয়ে থিসিস নামাচ্ছেন বা বিরোধিতা করতে হবে বলেই সরকার- বিরোধিতা করছেন যারা, তারা সবার বিপদ বাড়াচ্ছেন। কমপ্লিট লক ডাউন করতেই হবে ক্রমে। দেরী হলে সংক্রমণ বাড়বে। '
ঋক্, তার আগে এটা পড়ে দ্যাখো। শাহিন বাগের আন্দোলন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
দমদম জেলে আগুন ও পুলিশি সংঘর্ষে চার জনের মৃত্যু ।
বেশ, মানলাম @খ বাবু। তাহলে আন্দোলনকারী থাক।
রাজ্য সরকারের ভূমিকা প্রশংসনীয়।
আগের বারে শাহিন বাগের লিঙ্কটা না দেওয়ার জন্য দুঃখিত।
news18.com/news/india/4-hour-cap-kids-and-elderly-barred-no-mics-coronavirus-tweaks-to-shaheen-bagh-protests-2545191.html
এবারে আপনাদের তক্কাতক্কির প্রায়োরিটি ঠিক করুন। অযথা সুইপিং স্টেটমেন্ট করে লাভ নেই।
এক এক করে বলি।
প্রথমে মমতা বা গুরুর ভাষায় মমব্যান - https://www.anandabazar.com/state/coronavirus-in-india-bengal-to-give-six-months-of-free-rice-on-ration-to-the-poor-1.1125192?ref=home-editorial-choice-stry-right-small-image-2
আজকের পরে উচ্চ মাধ্যমিক এবং এগারো ক্লাসের পরীক্ষা আপাতত বন্ধ - https://www.anandabazar.com/state/coronavirus-in-west-bengal-higher-secondary-examination-is-suspended-dgtl-1.1125330?ref=home-pq-six-stry-1
এঁদের হদিশ কেউ জানে না। রাজ্যও না, কেন্দ্রও না।
করোনা এবারে রাষ্ট্রপতিকেও ছাড়বে না। সম্ভবত সংসদকেও।
এই সব বাদ দিয়ে যাঁরা শাহিন বাগ নিয়ে চিন্তিত তাঁদের জানাই শাহিন বাগে আপাতত চারজন 'দাদি' আন্দোলন চালাবেন, বাকিরা সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখবেন।