এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | ১৮ মার্চ ২০২০ ১০:০৯436531
  • "অরিনবাবু বোধায় সেই ক্লাসিক ফ্যালাসিতে আক্রান্ত হলেনঃ কোরিলেশান ডাস নট ইমপ্লাই কজেশান ঃ-) সরকারি বাবুরা অফিসে আসেন ঠিকই, কিন্তু তার মানে এই না যে তাঁরা কাজও করেন।"

    চারদিকে সারাদিন এতো গম্ভীর আবহাওয়া, যে হালকা হবার জন্যেই বোকার মতন লিখেছিলাম ।
    তা না হলে আমার অন্তত এই কথাটা লেখা উচিত নয় । আমি ব্যক্তিগত ভাবে যতজন সরকারি অফিসারকে চিনি তাঁরা কিন্তু নিজেদের কাজটা মন দিয়ে করেন ।
    কাজেই এ কথাটা সিরিয়াসলি নেবেন না, প্লিজ উড়িয়ে দিন ।
  • lcm | 172.68.***.*** | ১৮ মার্চ ২০২০ ১০:০৯436530
  • এসএম,
    থ্যাঙ্কু ফর দ্য লিংক - বলছে -- " clinical trial for an experimental COVID-19 vaccine " --- ভাল কথা ---
    এখানে লিখেছে Moderna Therapeutics কোম্পানির কথা, ওদিকে Gilead Sciences নামে এক কোম্পানি কাজ করছে - দেখা যাক কি হয় - -
    জলদি ওষুধ বেরোলেই ভাল, তাড়াতাড়ি চাই, টাইম ইজ অফ এসেন্স --
  • dc | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ১০:০৪436529
  • "সরকারি আপিসার! এতদিন জানতাম কাজ করেনা, এখন দেখছি কাজ করোনা ।"

    অরিনবাবু বোধায় সেই ক্লাসিক ফ্যালাসিতে আক্রান্ত হলেনঃ কোরিলেশান ডাস নট ইমপ্লাই কজেশান ঃ-) সরকারি বাবুরা অফিসে আসেন ঠিকই, কিন্তু তার মানে এই না যে তাঁরা কাজও করেন।
  • অর্জুন | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৯:৫৫436528
  • ভালো লাগল বলে পাঠালাম । 

    'আজ ফেলুদার ইনবক্স-এ কোনো এক অজ্ঞাত আইডি থেকে ইমেইল এসেছে। সচরাচর ফেলুদা এইধরনের ইমেইল খোলেনা। কিন্তু এই ইমেইলটার লোগোতে সাতরঙা গোল চশমার ছবি দেখে কিছুক্ষণ গম্ভীর হয়ে ভেবে তারপর খুলেই ফেললো।

    ইমেইলটার বিষয়বস্তু এইরকম:

    ১৩ই মার্চ, দুপুর ১টা

    "প্রিয় ফেলু,

    আমি গত দশদিন ধরে চীনের একটা গোপন ডেরাতে আস্তানা গেড়েছি। যোগাযোগের মাধ্যমেও গোপনীয়তা বজায় রাখতে হচ্ছে, তাই তোমার মেলের উত্তর দিতে দেরি হলো। আমার হঠাৎই এইভাবে চীনে আসা কতদূর সার্থক করতে পারবো জানি না, তবে গত কয়েকদিন যে সব ঘটনা ঘটেছে তাতে কিছুটা আশাপ্রদ বলেই মনে হচ্ছে।

    এখানকার ইনস্টিটিউট অফ ভাইরোলজির এক প্রফেসরকে প্রায় অপহরণ করেই আমার এই গোপন ডেরাতে নিয়ে এসেছি। কোভিড-১৯ এর মারাত্মক প্রভাবে ওনার অবস্থা সংকটাপন্ন ছিল। আমার মিরাকিউরল প্রয়োগে এখন অনেকটা সুস্থ।

    গত কয়েকদিন ধরে আমার রিমেমব্রেন যন্ত্রের সাহায্যে ওই চীনা প্রফেসরের সমস্ত পূর্বস্মৃতি আমি রেকর্ড করেছি। এই কোভিড-১৯ এর আগের সমস্ত বিবর্তিত রূপের ভাইরাসদের সংগ্ৰহ করে আমার মেকশিফ্ট ল‍্যাবরেটরিতে রেখেছি।

    তুমি তো জানোই যে একসময় মাইক্রোসোনোগ্ৰাফ দিয়ে আমি টেরাটম্ গ্ৰহের প্রাণীদের, অর্থাৎ ভাইরাসদের সঙ্গে কথোপকথন করতে সক্ষম হয়েছিলাম। সেই পদ্ধতিটি এখানেও প্রয়োগ করেছি, এবং কাল হঠাৎই আংশিক সফল হয়েছি বলতে পারো।

    একমাত্র ভাইরাস-ই এই মহাবিশ্বের সমস্ত প্রাণ শেষ করতে পারে ফেলু। এরা নিজেরাও বিবর্তিত হয়, তাই ওই ভাইরাস-রাই বাকি ভাইরাসদের মারতে পারে। এই ভিনগ্ৰহীদের জেনেটিকালি মডিফায়েড করিয়ে নিজেদের মধ্যেই লড়িয়ে দেওয়াই আমার উদ্দেশ্য, যদিও এই যুদ্ধকে 'বায়ো ওয়ারফেয়ার' না বলে 'প্রথম মহাবিশ্বযুদ্ধ' বলাই যুক্তিযুক্ত।

    আমি তাই অ্যান্টি-করোনা ভাইরাসদের এক এক করে দলে টানছি। ওদের বশে এনে আমি 'নাকরোনা' সেনা তৈরী করবো। মানবকল্যাণে এটাই হয়তো হবে আমার শেষ এক্সপেরিমেন্ট।

    শুভেচ্ছান্তে

    ত্রিলোকেশ্বর শঙ্কু"

    পড়া শেষ করে ফেলুদা আমার দিকে ঘুরে বললো, 'বুঝলি তোপসে, জেনেটিকাল মডিফিকেশন আর জেনেটিকালি ইঞ্জিনিয়ারড্ ভাইরাস নিয়ে কাজ অনেক হয়েছে, তবে তার অধিকাংশই বায়োলোজিকাল অস্ত্র তৈরি করতে। এই কোভিড-১৯ ও অস্ত্র হতে পারে, কারণ কিছুদিন আগেই কয়েকজন চাইনিজ বিজ্ঞানীর বিরুদ্ধে কানাডার একটা মাইক্রোবায়োলোজিকাল ল‍্যাবরেটরিতে সিকিউরিটি ব্রিচের অভিযোগ উঠেছিল। এখন প্রফেসর শঙ্কু যদি সেই একই পদ্ধতিতে মানবকল্যাণ করেন,সেটা অন্তত আমার কাছে অপরাধ নয়।'

    ইমেইলটা জটায়ুকে পড়াতেই উনি বলে উঠলেন, 'প্রফেসর দেখছি ভাইয়ে ভাইয়ে, আই মিন, ভাই-রাসে ভাই-রাসে লড়াই বাঁধাতে চলেছেন। এব‍্যাপারে তো বাঙালি সিদ্ধহস্ত মশাই। নোভেল করোনাকে বিলুপ্ত করে এইবার বাঙালি আরেকটা নোবেল পাবেই। আর চীনে বসে প্রফেসর যেমন নতুন যুদ্ধকৌশল তৈরী করছেন, তাতে আমার পরের উপন্যাসের নাম-ও ঠিক করে ফেললাম, চায়নায় চাণক্য!'
     

  • S | 108.162.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৯:৪৭436527
  • সিঙ্গারার সঙ্গে একটু হুইস্কি দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত। হাতে একটু ঢেলে নিলে স্যানিটাইজার। আর করোনাও কাছে আসবে না। অম্বলও হবে না।
  • অর্জুন | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৯:৪০436526
  • কলকাতায় লোকজনের কোনো সচেতনতা নেই। কাল একটি পত্রিকার এডিটরিয়াল মিটে কলেজ স্ট্রীটে গেছিলাম। আমি বাদে আর একজনও মাস্ক পরেনি। শুধু তাই নয়। আমি পরাতে আবার সবার বক্তব্য 'এই  যে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ই ইনফেকশন লেগেছে। তোমার থেকে আমাদের ছড়াবে। ' কেউ স্যানিটাইজার ব্যবহার করছেনা।  মিটিং এ স্বাভাবিক ভাবেই চা, সিঙ্গারা, মিষ্টি দেয়। সেসব খেয়ে ঐ একটু বোতল থেকে দু ফোঁটা ঢেলে নামকা ওয়াস্তে হাত ধুচ্ছে। 

  • দীপাঞ্জন | 172.68.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৯:৩৮436524
  • চিনে লকডাউনের পর থেকেই নতুন কেস খুব কমে গেছে (নীচে লিংক), ওদের ডাটা ট্রাস্ট করলে। WHO এর সিনিয়র কার একটা সাক্ষাৎকার পড়েছিলাম, উনি কনফিডেন্ট যে চীনের ডাটা সঠিক । লকডাউনেরই সাফল্য বলতে হবে। তবে মার্চএ উহান-এ উষ্ণতা বেশি, সেটাই হয়তো সাহায্য করেছে কিছুটা । চিনে রিল্যাপ্স পড়িনি, তবে জাপানে একটা রিপোর্ট পড়েছিলাম ।
    উহান গড় তাপমাত্রা - জানুয়ারী (৩৩,৪৭), ফেব্রুয়ারী (৩৭, ৫১), মার্চ (৪৫, ৬০) ।
    https://www.worldometers.info/coronavirus/country/china/
  • sm | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৯:৩৫436523
  • এটি কি ধরনের মন্তব্য হল? ভ্যাক্সিন বার হলো মানে কি বাজার জাত হয়েছে বলেছি? পরীক্ষা মূলক ট্রাইয়াল শুরু হয়েছে,এ টুকুই।
    আর কিছু এন্টি ভাইরাল দিয়ে করোনার চিকিৎসা করা যেতেই পারে।এটাও বহু দেশ জরুরী ভিত্তিতেই স্টার্ট করে দেখেছে।পরীক্ষা মূলক ভাবেই।জরুরি অবস্থার জন্য জরুরী ব্যবস্থা।আগে থেকে কোন টাঙানো গাইডলাইন ছিলো না।চায়না তে সাফল্য পেয়েছে দেখে অন্যান্য দেশ অনুসরন করছে।
    https://www.clinicaltrialsarena.com/analysis/coronavirus-mers-cov-drugs/
  • lcm | 172.68.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৯:৩৪436522
  • এসএম,
    আমেরিকায় ভ্যাকসিন বেরিয়ে গেছে? করোনা ভাইরাসের? কোথায়? কবে?
  • Amit | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৯:২৮436521
  • চীন র কেস টা কি সেই হার্ড ইমিউনিটি স্যাম্পল কেস ? বহু লোকের এক সাথে ইনফেকশন হয়েছে, তার মধ্যে দিয়ে গ্রুপ ইমিউনিটি ডেভেলপ করছে ?

    কেও কি জানেন এই ভাইরাস টা রিল্যাপ্সে করেছে কি না একই লোকের ক্ষেত্রে ?
  • π | ১৮ মার্চ ২০২০ ০৯:২১436520
  • অন্যান্য দেশেও ব্যবহার করেছে।
  • π | ১৮ মার্চ ২০২০ ০৯:২০436519
  • ভ্যাকসিন পরীক্ষা করা হচ্ছে মানে ভ্যাকসিন বেরিয়ে গেছে, এটা কবে থেকে হল?

    আপ্নি কি অন্য টইয়ের আলোচবাগুলো পড়েন? ইন্ডিয়াতে এইচ আইই ভি র ড্রাগ দিয়ে ট্রিট করা হচ্ছে, সরকার অনুমোদন দিয়েছে, তার স্টান্ডার্ড প্রোটোকল ও পাব্লিশড।
  • sm | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৯:১৩436518
  • আমেরিকা যে ভ্যাকসিন বার করলো,তার আনুমানিক প্রতিরোধ ক্ষমতা কতটুকু?
    যদি পঞ্চাশ শতাংশের বেশি হয় তো জরুরী ভিত্তিতে ইচ্ছুক মানুষ দের দিয়ে দেওয়া উচিত। দেড় বছর অপেক্ষা করা মানে তো অলরেডি বিরাট ক্ষতি হয়ে গেছে।
    এনটিবায়ওটিক এর মতই প্রচুর এন্টি ভাইরাল বাজারে এভেইলেবল।যেমন এইডস চিকিৎসা ,হেপাটাইটিস সি,পুরোটাই এন্টি ভাইরাল দিয়ে ভালোভাবে হচ্ছে।
    চাইনিজ ভ্যাকসিন ও মাস খানেক এর মধ্যেই পরীক্ষামূলক ভাবে শুরু হবে।
    অরিন,চিন এর সংক্রমণ কেন কমছে ঠিক বোঝা গেলো না।ওই লিংকটাই পরিষ্কার ভাবে খোলসা করা হয় নি।
  • lcm | 172.68.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৯:০১436517
  • আকা,
    এলিমেন্টারি আর মিডল স্কুলে রিমোট ক্লাস - এটা এখানে কিছু স্কুল মাঝে করেছিল - ওই ওয়াইল্ড ফায়ার, বা, পাওয়ার শাট-ডাউন - ওসবের সময়ে কিছু স্কুল ট্রাই করেছিল, তবে ওটা খুব ট্রিকি। চিনে কিছু জায়গায় ও বেশ ভালই চলছে রিমোট স্কুল -
  • অপু | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৮:৫৯436516
  • সুপ্রভাত
  • অরিন | ১৮ মার্চ ২০২০ ০৮:৫৭436515
  • "তার মা আবার দিব্যি অফিস করেছেন গতকাল অব্দি।"

    হা!
    সরকারি আপিসার! এতদিন জানতাম কাজ করেনা, এখন দেখছি কাজ করোনা ।

    এতদিন না হয় আসি যাই মাইনে পাই, কাজ করলে উপরি চাই করে চলছিল । তার ওপরে করোনা হলে এমনিতেই লোকে কাজে আসবে না।
    কি যে হবে দেশটার?
  • lcm | 172.68.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৮:৫৭436514
  • ওহ, বন্দুক কেনা তো আছেই, এখন একটা ছুতো পেয়েছে ।
  • aka | 108.162.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৮:৫৫436513
  • শেষের সেদিন ভয়ন্কর

    সবই ঠিক আছে কিন্তু এই ডিস্ট্যান্স লর্ণিঙ্গের গুতোয় কেলিয়ে পড়লাম। কেলাস ওয়ানের বাচ্চাকে বিভিন্ন অ্যাপে টগল করিয়ে স্কুল ওয়ার্ক করানো। বাপরে।
  • lcm | 172.68.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৮:৪২436511
  • ইউএসএ-তে বন্দুক পাওয়া যাচ্ছে না এই খবর কোথাও তেমন দেখলাম না --- তবে টয়লেট পেপার, হ্যান্ড সোপ, ডিসিনফেক্টিং ওয়াইপস, ডিম্, দুধ, আলু - এসব যে হাওয়া সেটা স্টোরে গেলেই দেখতে পাচ্ছি
  • Amit | 162.158.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৮:৩৩436510
  • এদিকে পব সরকারের এক আমলা র ছেলে র করোনা ধরা পড়েছে লন্ডন থেকে ফেরার পরে। তার মা আবার দিব্যি অফিস করেছেন গতকাল অব্দি। এবার পুরো নবান্ন না খালি হয়ে যায়।

    সরকারি কাজ করা শিক্ষিত দায়িত্বশীল লোকেরাই এরকম ইরেস্পন্সিবল ব্যবহার করছেন, সেখানে সরকার থেকে কি ভাবে এতো লক্ষ লক্ষ লোক কে ইসোলেশন এ রাখবে ? তাও কদিন বা ক হপ্তা নয়, ৫-৬ মাস এই ভাবে থাকার কথা বলা হচ্ছে।

    জাস্ট সম্ভব নয়। একটা মেজর সোশ্যাল আনরেস্ট র দিকে এগোচ্ছে সবাই। অনেক দেশেই হতে পারে সেটা।

    আমেরিকায় তো অলরেডি লোকে বন্দুক কিনতে শুরু করে দিয়েছে, যেন আগে বন্দুক কম পড়েছিল। মাঝের থেকে আরো কয়েকটা স্কুল এ বা পাবলিক প্লেস এ মাস শুটিং ইন্সিডেন্টস হবে। তারপর শ্যুটার র গায়ের চামড়ার রং দেখে সে টেরোরিস্ট নাকি একটুখানি মাত্র পাগল- ওসব এনালাইসিস শুরু হবে।
  • lcm | 172.68.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৮:৩০436509
  • অরিন,
    আপনি আগে যে লিখেছিলেন সোশ্যাল ডিসট্যান্স নয় আসলে ফিজিক্যাল ডিসট্যান্স - একদম ঠিক । "সোশ্যাল ডিসট্যান্স" ফ্যান্সি টার্ম - বেসিক্যালি গ্যাদারিং এড়াতে বলছে। কিন্তু তার জন্য এই - "সামাজিক দূরত্ব বজায় রাখুন" - নোটিশএর এমন চয়েস অফ লেঙ্গুয়েজ - ব্যাড চয়েস অফ ওয়ার্ডস - অস্বস্তিকর।
  • অরিন | ১৮ মার্চ ২০২০ ০৮:১৮436508
  • "New Analysis Suggests Months of Social Distancing May Be Needed To Stop Virus" (lcm )

    social distancing না physical distancing ? কোনটা হওয়া উচিত?

    সোশ্যাল ডিস্টেন্সিঙ এর কি অভাব হয়েছে? গরিব বড়োলোক, সাদা কালো বাদামি হলুদ, নেটিভ ইমিগ্র্যান্ট এদের মধ্যে তো যথেষ্ট সোশ্যাল ডিস্টেনসিং রয়েছে । যে লোকটা ধরুন ট্যাক্সি চালাচ্ছে আর যে ট্যাক্সি তে চড়ে চলেছে তাদের মধ্যে সোশ্যাল ডিসটেন্স তাদের ট্যাক্সির মধ্যেকার physical distance এর থেকে অনেকটাই বেশি । আর সোশ্যাল ডিসটেন্স বাড়িয়ে কি হবে, বরং আরো একটু নেটওয়ার্কিং হলেই ভালো ।
  • lcm | 172.68.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৭:৫৪436507
  • lcm | 172.68.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৭:৫৩436506
  • S | 108.162.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৭:৫৩436505
  • ডর্ম কি বন্ধ করে দিয়েছে নাকি?
  • lcm | 172.68.***.*** | ১৮ মার্চ ২০২০ ০৭:৪৭436503
  • New Analysis Suggests Months of Social Distancing May Be Needed To Stop Virus
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত