এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হখগ | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:৩০435781
  • পাই, :--)))))))),
  • সে | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:২৮435780
  • “ দীপাঞ্জন | 172.69.22.61 | ১৫ মার্চ ২০২০ ১৩:০৩435815
    পাঁঠা আর ঘাস দেখে মনে পড়লো, ছোটবেলার একটা ধাঁধা আজ ছেলেকে (৯) জিজ্ঞেস করলাম, পারেনি, কিন্তু খুব মজা পেয়েছে । বললো স্কুলে গিয়ে বন্ধুদের জিজ্ঞেস করবো, কিন্তু তারপর মুখ শুকনো । স্কুল কবে খুলবে কেউ জানে না ।
    নদীর একপাড়ে মাঝির কাছে, বাঘ,পাঁঠা আর এক আঁটি ঘাস । মাঝি চোখের আড়াল হলেই বাঘ পাঁঠা খেয়ে নেবে আর পাঁঠা ঘাস খেয়ে নেবে । মাঝির নৌকোতে মাঝির সাথে একটা জিনিসই নেওয়া যায় একবারে । মাঝি কি করে ওদের সবাইকে ওপাড়ে নিয়ে যাবে ?”

    মাঝির নৌকো কখনও ফাঁকা ফিরবে না, তাই মাঝি বড়জোর দুটো নিতে পারবে সঙ্গে এই ছিল সম্ভবত ধাঁধায়।
    তবে বাঘ কেন মাঝিকে খাবে না, সেটা বলা ছিল না।
  • অর্জুন | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:২৫435779
  • এখানে @সুকি র গ্রাম নিয়ে লেখা পড়া হয়নি। আমার মনে হয় বাংলার গ্রাম, মফস্বল, জেলা নিয়ে লেখালেখি, স্মৃতিকথা খুব দরকার। আমি নিজে নার্সারি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত একটা মফস্বলে ছিলাম এবং দুবেলা লোকাল ট্রেনে করে বালিগঞ্জে স্কুল করতে আসতাম।  আমার দাদু একটা অদ্ভুত কাণ্ড করেছিলেন। লোকে যখন গ্রাম ছেড়ে শহরে আসে সেই সময় ষাটের শুরুতে কলকাতায় ভাল অঞ্চলে বাড়ি বেচে উনি মফস্বলে চলে যান, নিজের ছোটবেলার পূর্ব বাংলা ফিরে পাওয়ার জন্যে। 

    মফস্বলে একটা মধ্যবিত্ত শ্রেণী আছে যারা শহুরে শিক্ষায় শিক্ষিত। কিন্তু অনেক সময় পরিস্থিতির চাপে বা নিজের ইচ্ছেয় মফস্বলে থাকেন। তাদের সঙ্গে শহরের যোগাযোগ বেশী, মফস্বলের যোগ কম। তারা মফস্বলেরও হন না, আবার শহরেরও না। এদের মধ্যে একটা সোশ্যাল অ্যাংজাইটি থাকে। এরা একটা মিশ্র সংস্কৃতির হয়ে যান। আবার এরা দুটো দিকের সঙ্গে কমবেশী পরিচিত । 

    সেই জন্যে বাংলাকে জানতে হলে এই বিভিন্ন ডাইন্যামিক্সের লোকজনের কথা জানাটা খুব জরুরী। 

    কাল মফস্বলের কবি লেখকদের কথা হচ্ছিল। সেখানে কৃষ্ণনগর, বর্ধমান নিয়ে কথা উঠল। সেসব জায়গা তো বাংলা ভাষার পীঠস্থান। তাই সেখানে বাংলা ভাষাচর্চার এলিটিজম অস্বীকার করে লাভ নেই। 

     বসিরহাটে আমার সঙ্গে পরিচয় হয়েছিল সুন্দরবনবাসী এক ইংরেজি শিক্ষকের। উনি সুন্দরবন অঞ্চলের কবি, লেখকদের নিয়ে একটি পত্রিকা বের করেন নাম 'আবাদ সাহিত্য পত্রিকা'। ওখানকার লোকজন কলকাতার ভাষায় লেখেন না তাই বাংলার কোনো পত্রিকা ওদের লেখা ছাপতে রাজি হয়না। সেই জন্যে ভদ্রলোক নিজের উদ্যোগে পত্রিকাটি প্রকাশ করেন। সুন্দরবন অঞ্চলের লেখকরা তাদের নিজের ভাষায় লেখা প্রকাশ করার সুযোগ পায়। ভদ্রলোক লিটল ম্যাগাজিন মেলায় এসে ডিসট্রিক্ট লেভেলের সুপিরিওরিটির কথা আমার বলেছেন। উনি এসব মেলায় আসতে ভরসা পান না। 

  • হখগ | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:২০435777
  • উফ, অত এব এবং অত এব।
  • হখগ | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:১৮435776
  • **পাঠ্য ও রাজকন্যার
    *** অত এবং
    **** যত নুয়ান্সড ই হোক
  • হখগ | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:১৫435775
  • অর্জুন আন্ডারস্টুড, কাউকে পাত্তা দেবেন না। কিন্তু কম কথা বলবেন , এসব বাজে প্রতিজ্ঞা য় যাবেন না। প্লিজ, উই লাভ ইয়োর রাইটিং হোয়াইল ভেহেমেন্টলি ডিস এগ্রিইং। এসব খুচরো লিবেরেলিজম ও এখন মোটা-মোদীর আমলে আরবান সাব কালচার হয়েই বাঁচবে অত এবং চেপে যাবেন না।

    আমার পজিশন টা মোটামুটি এই, শান্তিনিকেতনে র আইসোলেশনিজম টা শান্তি নিকেতনকে শুধুই উৎকর্ষ দেয়নি, এটা র প্রচুর এভিডেন্স আমার নিজের প্রায়-গবেষণার মধ্যে অসংখ্য পেয়েছি। উল্টে পাবলিক ফান্ডিং এর গ্রেভি ট্রেনে বসা একটা প্রতিষ্ঠান এ পরিণত করেছিল , আর অধঃপতন ইত্যাদি টা খুব আইসোলেটেড কিছু ছিলনা, এই বিষয়ে নিজেকে সরিয়ে রেখে আমি বেশ কিছু লেখা লিখেছি, গুরুতে ও অন্যত্র। ইচ্ছে থাকলে পড়তে পারেন। তালিকা করতে পারি কিন্তু খুব ডিটেলে একটা ইউনি টাউন নিয়ে সেখানকার একজন আন ইম্পরটান্ট লোকের মত নুয়ান্সড ই হোক লেখা পড়ে কি করবেন, পাঠরত ও রাজকন্যার তো অভাব নাই:---)))))
  • দীপাঞ্জন | 172.69.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:০৭435774
  • দারুন, দেবাশিস নেই?
  • অপু | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৪:০৫435773
  • বিদ্যুত, অংশু, অনুপম, সুদীপ্ত, সব্যসাচী, সিরাজুল , হিন্দোল, আমি, পিথ্বিশ, ড্যানি।
  • হখগ | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৩:৫৮435772
  • এস, আমার মনে হয়েছিল বার্নি র টিউশন ফ্রি পজিশন টা একটা ট্রেড বিষয়ক পজিশনের ট্রেড অফ। হেল্থ বিষয়ক পজিশনের না। মানে সব ম্যানুফ্যাকচারি ংং হারব হ্যাট হার্ড বুট জব না‌ ফিরলেও ইকোনমি কালি ডিস আডভানটেজড দের যেন একটা সার্ভিস ইকোনমি তে একটা প্যাথ থাকে সেটার কথা ভেবে এটা বলা। ট্রেড স্কুল টা ধর সোলার প্যানেল ইনস্টলেশন এর মত জিনিসের কথা ভেবে ইনক্লুড করা।
  • অর্জুন | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৩:৫৫435771
  • @হখগ, 

    আপনার কথা জেনারেলি মাইন্ড করিনা। আসলে কারো কথাই নয়। নইলে রবি-গান নিয়ে এত কথার মধ্যে আপনার এক লাইন quote তুলে দিয়ে বলতাম না 'এটা সবচেয়ে সেরা রেস্পন্স।' :)) এখানে বাকবিতণ্ডা উপভোগ না করলে আর আসি কেন! 

    কিন্তু ব্যাপার হল, পরস্পরের কথা অপছন্দ হলে সেটাকে নানারকম 'নাম' দিয়ে টিয়ে দিলে সেখানে কথা বলতে অস্বস্তি লাগে। 

    তবে শান্তিনিকেতনর প্রাক্তনী হয়েও শান্তিনিকেতন নিয়ে আপনার অধিকাংশ কথাগুলো এক প্রকার 'আমাকে এসব ঐতিহ্য  টৈতিহ্যের ধার না ধেরে কিছু একটা বলতে হবে।  নইলে বোলপুরী বোলবলা হয়ে যাবে।' সবটাই আমাকে ক্রিটিকের চোখে দেখতে হবে। এখানে ভাল লাগাও টাও মন খুলে বলতে পারব না, এই ট্রেন্ডটাও অদ্ভুত! 

    আমার মনে হয় এখানে এ নিয়ে একটা প্রতিযোগিতা চলে। 'নিক' থেকে এটা, ওটা বলাতে আমি অভ্যস্থ হয়ে গেছি। 

    @এলেবেলে, আমার মনে হয়না নীলগিরির চা শ্রমিক আর ডুয়ার্সের চা শ্রমিকের মধ্যে বিশেষ তফাৎ আছে!  বরং দার্জিলিং টি'র কিম্বদন্তীর দৌলতে  ডুয়ার্সের চা শ্রমিকদের কথা তুলনায় অনেক বেশী আলোচিত।  শ্রমিকের দুঃখ, গ্লানি সব জাগাতেই সমান।  

  • দীপাঞ্জন | 172.69.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৩:৫৩435770
  • "UGS র বড় গেট টুগেদার" - বাহ্, ছবি পোস্ট করিস । কে কে আসছে?
  • দীপাঞ্জন | 172.69.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৩:৪৭435769
  • "টিউশান না থাকলে অনেকে কম কাজ করবে এবং পড়াশোনায় বেশি সময় দেবে। গ্র‌্যাজুয়েশান-্কমপ্লিশান রেট বাড়বে" - এটাতে পুরোপুরি একমত , আজ সকালে হোপ রিপোর্ট পড়ে মনটা খারাপ হয়ে গেলো। থাকা-খাওয়ার ঠিক নেই, পড়বে কি করে? ফ্রি - বা ডেফার্ড -- করলে এনরোলমেন্ট যদি নাও বাড়ে, যারা অলরেডি এনরোলড তারা শান্তিতে পড়বে, ইন্টারেস্ট পেমেন্টের চিন্তা করতে হবে না ।
    "প্রাথমিক শিক্ষা তো এখন টিউশান ফ্রী।" - কিন্তু প্রাথমিক আর মাধ্যমিক স্কুলের কোয়ালিটিতে ডিস্ট্রিক্ট-এর ভিত্তিতে বিস্তর ফারাক । আর একটা ক্লাসিস্ট ফিডব্যাক লুপ যা ভাঙা প্রায় অসম্ভব । প্রপার্টি ট্যাক্স -এর টাকা স্কুল ডিস্ট্রিক্ট ফান্ড করে , ফলে বড়লোকদের স্কুল ডিস্ট্রিক্ট অনেক বেশি টাকা পায়, স্কুল আরও ভালো করে, বাড়ির দাম আরও বাড়ে, প্রপার্টি ট্যাক্স আরও বাড়ে, স্কুল আরও টাকা পায় ।আর উল্টোদিকে নেগেটিভ ফিডব্যাক লুপ ।
  • হখগ | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৩:৪৫435768
  • ইন্দ্রানীদি, জাস্ট কিডিং, সত্যে র সঙ্গে সম্পর্ক রহিত, ক্লিয়ারলি:--))))))
  • অপু | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৩:৪৪435767
  • ইন্দ্রানী দি আর ইন্দ্রানীর লেখা আমার বরাবর ই প্রিয়। এই ফাকে জানিয়ে দি ।
  • এলেবেলে | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৩:২৯435766
  • খ, ছোটাইদির বিশ্লেষণটা যাকে বলে ফাটিয়ে দিয়েছেন পুরো।

  • o | 173.245.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৩:২৪435765
  • @হখগ হুঁ, বক্তব্য নতুন নয়। অনেকেই বলেছেন অনেকদিন ধরে। আম্রিগায় খুঁজলে সবরকম বক্তব্যই পাওয়া যাবে। স্টেট শক্তপোক্ত হওয়ার দরুন সেন্সরশিপ কম। কিন্তু মেনস্ট্রিম কাউকে পাত্তা দেয় না। এইটেই মুশকিল।  উদাঃ চমস্কিবুড়ো। ঃ-)))

    আর i-এর রাজস্থান নিয়ে লেখা খুব ভাল লেগেছে। :-) নিজে কমপ্লিট আবাল টাইপের লোক হওয়া সত্ত্বেও, জীবনে যথেষ্ট কাফকা ও জীবনানন্দ মারিয়েও কোন এক্সিস্টেন্সিয়ালিস্ট ক্রাইসিস ফিল না করা সত্ত্বেও এবং মাঝে মাঝে নিজের প্রতি 'ওরে ইনসেন্সিটিভ ভোঁদড়, বয়েস দুদ্দাড় করে বাড়ছে, অথচ তোর মরার ভয় হচ্ছে না' বলে বিলাপ করা সত্ত্বেও ভালমানুষ সবসময়ই ভাল লাগে। ইন জেনারেল, সব মানুষই বেসিক্যালি ভাল। এইটেই আজকের বাণী। ঃ-)))

  • S | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৩:২২435764
  • কয়েকদিন আগে গালাগালি নিয়ে খুব সেনসিটিভ আলোচনা হল এখানে।

    দুই আমেরিকান ইউটিউবার যাঁরা ইন্ডিয়ান কন্টেন্টের উপর রিয়্যাকশান-রিভিউ দেন, তাঁরা সম্প্রতি নওয়াজ ভাইয়ের ইন্টারভিউ নিয়েছেন। ইন্টাভিউয়ের শেষে অটোগ্রাফ বা সেলফি চায়নি। নওয়াজকে রিকোয়েস্ট করেছেন তাদেরকে লক্ষ্য করে পাঁচ অক্ষরের গালাগালিটা দিতে, সেক্রেড গেমসের গাইতোন্ডের স্টাইলে।
  • অপু | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৩:২০435763
  • দীপু ;))

    বিদ্যুতের ছেলের পরীক্ষা শেষ হলে UGS র বড় গেট টুগেদার। 10+ ফ্যামিলি :))
  • π | ১৫ মার্চ ২০২০ ১৩:১৮435762
  • এটা দারুণ হয়েছে হানুদা! প্রায় পারফেক্টো!
  • i | 108.162.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৩:১৪435761
  • হখগ,
    পুরোটা না হলে অনেকটাই ঠিক। লেখার গুণে , বিশ্লেষণে মজা পেয়েছি। ভাল্লেগেছে। কয়েকজনকে পড়াবও।

    এলেবেলে ভাই,
    ঐ তো হখগ অনেকটাই লিখে দিয়েছেন-
    সব টা ঠিক নয় যদিও। বাকিটা থাক-
  • S | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৩:১৩435760
  • ডঃ কিং এর ইকনমিক রিফর্ম আর ইকনমিক রিসোর্স আর পাওয়ার রিডিস্ট্রিবিউশানের উপর কিছু লেখপত্তর আছে বটে।
  • অপু | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৩:১২435759
  • লড়াইক্ষ্যাপা লোকে দের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই শ্রেয় :))
  • হখগ | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৩:০৫435758
  • ও, আমার ধারনা ছিলো এর কাছাকাছি বক্তব্য ডঃ কিং এর আছে। বার্নি র বক্তৃতায় তার উল্লেখ আছে।
  • দীপাঞ্জন | 172.69.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৩:০৩435757
  • পাঁঠা আর ঘাস দেখে মনে পড়লো, ছোটবেলার একটা ধাঁধা আজ ছেলেকে (৯) জিজ্ঞেস করলাম, পারেনি, কিন্তু খুব মজা পেয়েছে । বললো স্কুলে গিয়ে বন্ধুদের জিজ্ঞেস করবো, কিন্তু তারপর মুখ শুকনো । স্কুল কবে খুলবে কেউ জানে না ।
    নদীর একপাড়ে মাঝির কাছে, বাঘ,পাঁঠা আর এক আঁটি ঘাস । মাঝি চোখের আড়াল হলেই বাঘ পাঁঠা খেয়ে নেবে আর পাঁঠা ঘাস খেয়ে নেবে । মাঝির নৌকোতে মাঝির সাথে একটা জিনিসই নেওয়া যায় একবারে । মাঝি কি করে ওদের সবাইকে ওপাড়ে নিয়ে যাবে ?
  • অরিন | ১৫ মার্চ ২০২০ ১৩:০৩435756
  • “ ১) কলেজ ফ্রি করলেই কতটা এনরোলমেন্ট বাড়বে সেটাও তর্কসাপেক্ষ”

    এ ব্যাপারটা কমপ্লেক্স। শুধু কোয়ান্টিটেটিভ দিক থেকে দেখলে কতটা বাড়বে বলা যায় না, নাও বাড়তে পারে । ২০১৭ তে নিউজিল্যান্ড সরকার কলেজ ইউনিভার্সিটি প্রথম বছর পুরোপুরি ফ্রি করে দেয়, এতে undergraduate এর দ্বিতীয় বছরের জন্য স্কলারশিপের টাকা বাড়াতে সুবিধে হয়েছিল।
    এনরোলমেন্ট?
    ২০১৮ এ দেখা গেল দেশ জুড়ে সংখ্যায় বাড়েনি, কমেওনি, কিন্তু অন্য একটা অপ্রত্যাশিত ব্যাপার দেখা গেল যে প্রথম জেনারেশনের যারা হয়ত অর্থাভাব বা অর্থগত কারণে বিশ্ববিদ্যালয়ের ছায়া মাড়াত না, তারা অনেক বেশী সংখ্যায় আসতে শুরু করল।
    কাজেই লাভ ক্ষতির হিসেবটা কিছু ক্ষেত্রে জটিল ।
  • S | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১৩:০০435755
  • না তর্ক একটু হোক। ঃ))

    কলেজ ফ্রী করলে এনরোলমেন্ট বাড়বেই। সেটা অবশ্যম্ভাবী। কারণ অনেক মার্জিনাল ছাত্র ছাত্রী এমন জায়্গায় দাঁড়িয়ে আছে যাদের টিউশান জোগাড় করতে অসুবিধে হয়। সেইসব ছাত্র ছাত্রীদেরকে কলেজে নিয়ে আসা যাবে।

    টিউশান না থাকলে অনেকে কম কাজ করবে এবং পড়াশোনায় বেশি সময় দেবে। গ্র‌্যাজুয়েশান-্কমপ্লিশান রেট বাড়বে। পাবলিক কলেজে ৪ বছরে মাত্র এক তৃতীয়াংশ ছাত্র কমপ্লিট করে, ৬ বছরে শেষ করে ৬০%এর কম। টিউশান না থাকলে চার বছরে গ্র‌্যাজুয়েশান রেট বাড়বে। ফলে বহু ছাত্রের অপর্টুনিটি কস্টও কমবে।

    প্রাথমিক শিক্ষা তো এখন টিউশান ফ্রী। ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো যেতেই পারে। বেশি শিক্ষক নিয়োগ করা যেতে পারে। আরো ইস্কুল বানানো যেতে পারে। সেগুলো সবই হচ্ছে - তবে অল্প। সেটা মেনে নিচ্ছি।

    জনস্বাস্থ্য আর শিক্ষাকে আমি ট্রেড অফের মতন দেখতে চাইনা। মানে যেকোনও একটা চুজ করুন - এইটা হতে পারেনা। দুটই নেসেসারি এবং এসেন্সিয়াল।
  • হখগ | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:৫৮435754
  • 'বিনয়' বা 'কুন্ঠা' শব্দটি অভিধান থেকে উঠে গেলে হঠাৎ দেখবেন তার জায়গায় আশ্চর্য জনক ভাবে বর্ণ পারম্পর্য জলাঞজলি দিয়ে একটি যৌথ শব্দ বসেছে, তার নাম 'ইতি-ছোটাই' । উনি কাউকে আঘাত করতে ভয় পান এবং কাউকে কোনদিন আঘাত করার কোন এভিডেন্স না থাকা সত্ত্বেও পান এব়ং সবসময়ই মনে করেন উনি কোন বিষয়েই কিছু জানেন না এবং যারা এম্ফাটিক ভাবে কিছু বলেন তাদের সঙ্গে এনগেজ
    করতেই ভয় পান , পাছে তাঁর দ্বিমত অন্য কাউকে আঘাত করে ফ্যালে, এইভাবে কুন্ঠা নির্মিত বিনয় ও বিনয় নির্মিত কুন্ঠা নিয়ে তিনি বছরে একটি পোস্ট করে আবার বিনীত বা কুন্ঠিত ভাবে তীব্র সমালোচনা র অপেক্ষা করেন, না পেলে আশ্চর্য শুধূ কুন্ঠিত হয়ে পড়েন। ---)))) এ মানে কিছু করার নেই , প্রি সিক্সটিজ ফেমিনিজম বেম্মো রেস্ট্রেন্ট অনেক মহিলা কে উচ্চশিক্ষা সত্ত্বেও সেল্ফ আরটিকুলেশনে ক্রিপল করে দিয়েছে, থ্যাঙ্কফুলি কাজের প্রতিজ্ঞায় করেনি। ছেলেদের ক্ষেত্রে এটা কনজারভেটিভ পজিশন তৈরি করেছে, বিশ্বভারতী মিউজিক বোর্ড তার একটি
    হিস্টোরিক এক্সপ্রেসন মাত্র।

    ইন্দ্রানিদিকে আমার পরিবারের অনেকের মত খুব ই পরিচিত লাগে। হোপফুলি আমরা নির্লজ্জ ইতর পাঠকের দল নিজের ভাটের ফাঁকে ফাঁকে তাঁকে লেখার তাড়া দিতে ভুলব না।

    বাই দ্য ওয়ে প্রেসবিটারিয়ান / প্রোটেস্টান্ট কনজারভেটিভিজম ( ব্রাহ্ম মুভমেন্টে র আইডিওলোজিকাল বেস) এর নানা কলোনিয়াল এক্প্সপ্রেসন নিয়ে ক্যাজুয়ালী পড়তে চাইলে, সি এল আর জেমস এর তাঁর দিদি পিসিদের নিয়ে অসম্ভব আফেকশনেট রেফারেন্স দেখতে পারেন, ঐ ক্রিকেটের ব ই তেই আছে।
  • অপু | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:৫০435753
  • আমাদের অনার্সে এক ম্যাডাম ছিলেন, তিনি ক্লাশে এলে গন্ডগোল বেড়ে যেতো। তিনি অসম্ভব বাজে পড়াতেন। সিরিয়াসলি।

    বোধি দা 700
  • o | 162.158.***.*** | ১৫ মার্চ ২০২০ ১২:৪৬435752
  • @এস, ইয়েপ! :-)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত