এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 172.68.***.*** | ১৪ মার্চ ২০২০ ২২:৩২435601
  • তালপাতার সেপাই বেশ, শুনেছি। কিয়ারা আডবানী কে, কি করেছে? খুঁজে দেখি তো!
  • সে | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ২২:২২435600
  • Current situation in Switzerland

    Confirmed in Switzerland

    14.3.2020, 10.30 am:

    Number of cases
    Tested positive: 1359
    Confirmed: 1189

    Reports of diseases from: the cantons Aargau, Appenzell Ausserrhoden, Basel Land, Basel Stadt, Bern, Fribourg, Geneva, Glarus, Graubünden, Jura, Lucerne, Neuchâtel, Nidwalden, Obwalden, Schaffhausen, Schwyz, Solothurn, St. Gallen, Ticino, Thurgau, Vaud, Valais, Zug, Zurich and from the Principality of Liechtenstein.

    Number who have died: 11

  • π | ১৪ মার্চ ২০২০ ২১:৫১435599
  • আচ্ছা, কিয়ারা আদবাণীর একলা চলো রে নিয়ে সমস্যা হল না?. কোন অশ্লীল শব্দ নেই বলে।?
  • হখগ | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ২১:৪৮435598
  • জায়গা-চাড্ডি:---)))))) , এনারাই দের নাম এবার হবে ওনারাই:-)))))
  • aka | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ২১:২৩435597
  • যত্তসব জায়গা চাড্ডিদের পাল্লায় পড়া গেছে। হিপ্পি হোন, করোনা ছড়ান।
  • হখগ | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ২১:১৫435596
  • শান্তিনিকেতনে এর অভিজ্ঞতা টা হল হাউজিং বুমে ওখানে থাকাটা পুরোন এলাকা গুলোতে থাকাটা প্রায় অসম্ভব হয়ে উঠলেও , বেম্মো তথা আদি বেম্মোপনাটা খিল্লি হয়ে গেছে, সে মন্দের ভালো। :-)))
  • Apu | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ২১:১২435595
  • সিএস , কি সৈকত ২?
  • কলকাতা কলকাতা | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ২০:৫৮435594
  • আচ্ছা এই যে কলকাতাকে বাংলা সংস্কৃতির পীঠস্থান বলে ঘোষনা করলেন আপানারা, এটা জানেন নিশ্চয় যে কলকাতার বাংলাকে স্ট্যান্ডার্ড বাংলা ধরা হয় না? না কি এ সব গূঢ় তথ্য না জেনেই যা খুশি তাই করে নিচ্ছেন
  • o | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ২০:৫৭435593
  • অনেক ভাগ্য করে একটা করোনা পাওয়া গেছে। করোনার ছুটিতে চাল-ডিম-আলু প্রয়োজনমত ঘরে স্টোর করে গুছিয়ে বসে বড় সাইজের পোবোন্ধো লিখুন। ছোট খুচরো আলোচনা করবেন না। তুবড়িতে আগুন ধরতে না ধরতেই ফুস করে ফুরিয়ে গেলে আমোদ ঘটে না।
  • কলকাতা কলকাতা | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ২০:৫৭435592
  • আচ্ছা এই যে কলকাতাকে বাংলা সংস্কৃতির পীঠস্থান বলে ঘোষনা করলেন আপানারা, এটা জানেন নিশ্চয় যে কলকাতার বাংলাকে স্ট্যান্ডার্ড বাংলা ধরা হয় না? না কি এ সব গূঢ় তথ্য না জেনেই যা খুশি তাই করে
  • হখগ | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ২০:৫০435591
  • হ্যাঁ, :-))))) সিএস | 162.158.22.147 | ১৪ মার্চ ২০২০ ২০:৪১, একেবারেই ;-))))))
  • অপু | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ২০:৪৯435590
  • বোধি দা, এই নিয়ে একটি "নাতিদীর্ঘ" প্রবন্ধ মার্কেটে নামাবে নাকি? :))
  • pi | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ২০:৪৫435589
  • এই তালপাতার সেপাইদের গান শুনেছেন?

  • হখগ | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ২০:৪২435588
  • সে তো গত সত্তর বছরের ফেলিওর, কিন্তু এটা বুঝতে হবে দুর্গাপুর এর উথ্থান ও পতন দুটো ই পাবলিক পলিসি। উন্নয়ন মানেই শুধু ই আনম্যানেজেবল রিয়াল এস্টেট এটাও পাবলিক পলিসি, আর উন্নয়ন এর স্টার্ক পার্থক্য মূলতঃ নাইনটিজ থেকে হয়েছে, এবং ডেভেলপমেন্ট মডেল টা এই পার্থক্য টাকে আসপিরেশনাল হাতছানি হিসেবে ব্যবহার করে। এবং এই বিষয়ে প্রতিটি কালচারাল পজিশন ই প্রায় পাবলিক পলিসি র ফল মাত্র , কারন না।
  • সিএস | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ২০:৪১435587
  • গ্রাম মফস্বলের এলিটরা কলকেতার এলিট হতে চায়। কিন্তু কলকেতার এলিটরাই বা জায়গা ছাড়বে কেন ? না জায়গা হলে একদল বলবে অন্যদল ঝগরুটে ও ঠগবাজ, অন্যদল বলবে ওরা গেঁয়ো; রাগ- অনুরাগ মনে হয় এই নিয়ে।
  • pi | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ২০:২২435586
  • জেলার লোক হয়ে এত ফুটানি কীসের, এটা আপনি 'সত্যিই' মনে করেন কেন! মানে শহরের পাত্তা না দেওয়া লোককে খোঁচা দিয়ে বললে তাও মানে বুঝি।

    এটা ছিল তিন নং।

    চার নং কথা আপনাকে না। সেটা হল ওই শিকড় নিয়ে। ওটা আমি বেশ টের পাই। ভাল্লাগে। আবার নতুন নতুন জায়গায় থাকতেও ভাল লাগে। সেখান থেকে ফিরে আসতেও, আসলেও বড্ড ভাল লাগা। টানা থাকলে অত লাগত না মনে হয়। ওই ভাল লাগা পাওয়ার লোভেই ছেড়েও যাওয়া যায়, আবার ফিরেও আসা যায়।
    তবে আমার কোলকাতা বাদে আরো কিছু শহর খুব পছন্দ। গ্রামের আবার অন্য চার্ম। মানে, আরো বেশ কিছু জায়গা কেন যে কী অদ্ভুতরকম ভাল লাগে, নেশার মত টানে, বোঝাতে পারব না। একেকটা জায়গার সংহ্র একেকরকম আসোসিয়েশন আছে, রিলেট করা। মানে, বাস্তব জীবনেত আসোসিয়েশন, এমনটাও নয়। যেমন, দিল্লি। এবার ওই দাস্তানগো আসিফ দেলভির দিল্লি কারাভঁ্র যে দিল্লি, পায়ে ঘোরার পুরানো দিল্লিকে পেলাম, তার জন্য আমার ক্রেজ যে কতদিনের। আর সত্যি ঘুরে ঠিক অমনটাই লেগেছিল, যেমনটা ভেবেছিলাম। খালি লালকেল্লাটা আশার চেয়েও বেশি। আমাকে লালকেল্লার নেশায় ধরেছে। এই নিয়ে চারবার গেলাম। গেলেই সন্ধের পর চলে যাচ্ছি। গিয়ে বসে থাকছি, দিওয়ানে খাসে। ওই ঘরটার সামনে, যার ভিতরে খুন হওয়ার গল্প বাইরের ফলকে লেখা। আধো অন্ধকারে সেটা বারবার পড়ি। আর দূরের মোতিমহল, যেখানে যেতে দেয়না, কেন দেয়না কে জানে, ওই অদ্ভুত আলোয় মহলগুলো দেখে যাই, দেখেই যাই। কীরকম যে টানে, সন্ধে হলেই। বন্ধ করার জন্য সিকিওরিটির তাড়া খেয়ে খেয়ে একদম শেষে আটটার পর বেরই। এত ছবি তুললাম, অথচ ছবিগুলো পরে বের করে দেখতে ইচ্ছে করে, আবার যেতে ইচ্ছে করে, আর গিয়েই আবার ছবি তুলি। একদম একই ছবি তুলি বোধহয়।
    আরেক ছিল পুরানা কিল্লা। ওই লাইট এন্ড শো এর আরেক নেশা ধরেছে।৷ এদের টানেই দিল্লি চলে যাব হয়ত!

    তবে আম্রিগায় থাকাকালীন, যেই না ওই ধুধু চওড়া হাইওয়ের মধ্যে দিয়ে গাড়িতে চলতে চলত্র মনে হত, বাকি জীবনটা এভাবে এখান্র কাটাব, এভাবেই চলতে থাকব, ভাবলেই কেমন একটা ছ্যাঁত করে উঠত, অস্বস্তি হত, বিচ্ছিরি লাগত। উইকেন্ডের ম্যান্ডেটরি পটল্যাক পার্টিসমূহও মনে পড়ে যেত
  • অপু | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ২০:১৯435585
  • 16-31 মার্চ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঘোষণা রাজ্য সরকারের :((((
  • এলেবেলে | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ২০:০৪435584
  • না, আমি মফস্‌সল-গ্রাম নিয়ে কোনও উন্নাসিকতাতে আদৌ ভুগি না। বরং আমার খুব প্রিয় দুটো মফস্‌সল শহর হল বর্ধ্মান এবং বহরমপুর। সেখানে নাগরিক সুযোগসুবিধা বেশি (বর্ধমানে একটু বেশি) কিন্তু মানুষগুলোর জীবনযাপনে একটা গ্রামীণ জীবনের সরলতা আছে, গ্রামকে আঁকড়ে থাকা আছে। শিলিগুড়ি ঠিক এমনটা নয়। আমার একটা জায়গাতেই আপত্তি - সেটা হচ্ছে কলকাতার কেন্দ্রীকরণ। এই কারণেই পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত কোনও একটা বিকল্প শহর গড়ে উঠল না। সবই হয় খঞ্জ, নতুবা রুগ্ন।

    এই ব্যবস্থাটাকে পাল্টানোর সময় এসেছে। তাতে কলকাতাও বাঁচে, অন্য মফস্‌সলগুলোও সমৃদ্ধ হতে পারে।

  • o | 108.162.***.*** | ১৪ মার্চ ২০২০ ১৯:৫৪435583
  • শহরের লোকের গিলটি ফিল হলে হস্তশিল্পমেলায় দুটো হাতেবোনা ব্যাগের বিক্রি বাড়বে, এইমাত্র। আসল সমস্যা অনেক বড়। গ্রাম মফস্বল হতে চায়, মফস্বল কলকাতা, কলকাতা লন্ডন। এইটে হচ্ছে উন্নয়নের একমুখী ধারণা। এটা ঠিক একদল মানুষ বসে ঠিক করেনি বা বেশিরভাগ ব্যাক্তির এই ধারণায় পার্টিসিপেট করাটা খুব বিস্ময়ের কিছুই না। ফলে খ্রীস্টীয় করুণার মডেল প্রথমেই বাদ দিতে হবে। তারপর এই পার্টিকুলার হেজেমনি নিয়ে আলোচনা চলতে পারে।
  • pi | 172.69.***.*** | ১৪ মার্চ ২০২০ ১৯:৫৪435582
  • কোলকাতা আমি ভালবাসি আবার কোলকাতা কেন্দ্রিকতা নয়ে আপত্তিও আছে বিস্তর। সুযোগ সুবিধার কন্সেন্ট্রেনশন, কোলকাতার পাত্তা না পেলে জাতে উঠয়ে পারা যাবেনা সিন্ড্রোম, মফস্বল, গ্রামে অনেক দিক দয়ে অনেক বেশি অসুবিধের কথা মানি, কিন্তু দুটো পয়েন্ট বুঝিনি।
    এক, এগুলোতে কোলকাতার লোকেদের কী অপরাধ? সিস্টেমই তো এভাবে হয়েছে। আর দিনকে দিন প্রত্যন্ত গ্রাম থেকে গ্রাম হয়ে ছোট শহর হয়ে শহরতলি মফস্বল থেকে বড় শহর এই মাইগ্রেশন প্যাটার্ন বাড়ছে। আরো স্ট্রেচ করলে তারপর বিদেশ। ভাল, আরো ভাল থাকতে পারা, এতো কিছুটা সাধারণভাবে ( সবার না) হিউমান সাইকোলজি। প্রশ্ন তো, সুযোগ সুবিধার দিক দিয়ে কিছু জায়গায় অন্য অনেক জায়গার থেকে এত বেশি কেন পাবে, সে নিয়ে। সেনিয়ে দোষারোপ করলে তো সিস্টেমটাকেই করতে হয়। আবার এর মানে এই নয়, সব জায়গাকেই শহর হতে হবে। গ্রাম মফস্বলের আইডেন্টিটি বিলিয়ে দিতে হবে। আমি সুযোগ সুবিধের নিরিখে বলছি। আইডেন্টিটি সুযোগসুবিধের নিরিখে হয়না বা হওয়া উচিত না বলেই মনে করি।

    দুই। মফস্বলকে গ্রাম বললে অভদ্রতা হয় বললেন। তাহলে আপনিও কিন্তু সেই একই সিন্ড্রোমে ভোগেন। মানে
    গ্রাম নিয়ে আপনার মফস্বলে নাকউঁচুপনা আছে, শহুরে ওই পনার মতই, এটাই কিন্তু মানে দাঁড়াচ্ছে। জানিনা, আপনি হয়ত তা বলতে চাননি।
  • অপু | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ১৯:৩২435581
  • আজকে সকালেই বাবা,মা নেমতন্নো বাড়ি চলে গেল। বৌ স্কুলে । ঝামেলা করার কেউ নেই। তাই ১০ টা অবধি ঘুমোলাম :))
  • এলেবেলে | 14.***.*** | ১৪ মার্চ ২০২০ ১৯:৩১435580
  • খ, আমি একটু একলষেঁড়ে টাইপ কাজেই অনুকম্পামিশ্রিত প্রশংসা কিংবা অসূয়া-টসূয়া টেরই পাই না। কেউ আদিখ্যেতা দেখাতে চাইলে অত্যন্ত বিনীতভাবে বলি ছাড়ুন মশাই জেলার পাতার লেখক তার আবার ফুটুনি (এবং সেটা সত্যি সতিই মনে করি)। জয় গোস্বামী কিংবা স্বপ্নময় আউড়ে কী করব বলুন, শেষ অবধি তো সেই কলকাতার খপ্পরেই। এক কৃষ্ণনাগরিক সুধীরবাবুই যা খানিক ব্যতিক্রম। আসলে আমি এই হেজিমনিটাকে প্রশ্ন করতে চাইছি কারণ ২০০০ সালের ভয়াবহ বন্যার পরেও যে শহরে দুর্গাপুজোর হুল্লোড়ে ঘাটতি পড়ে না সেই আমোদগেঁড়ে মানুষগুলো কীভাবে এত নির্বিকার থাকেন বা থাকতে পারেন সেটাই জানতে চাইছি আর কি।

  • হখগ | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ১৯:২৮435579
  • আরে সন্তোষ বলে আমাদের লোখন্ড ওয়ালা (আন্ধেরি ওয়েস্ট) এর মেসে একজন ছিল, সকালে ব্রেকফাস্ট বানিয়ে দিতে, আসলে দেখতে আসত আমাদের সঙ্গে বান্ধাবীরা আগের রাতে শুয়েছে কিনা, শুলে কোম্পানি তে জানাত:-)))) সে মাইরি রোজ বলতো গাঁ ও যে ইয়ে হুয়াং উওহ হুয়া, পরে জানলাম তার গাঁও সান্টা ক্রুজ এর পেছনে :--)))))
  • T | 14.***.*** | ১৪ মার্চ ২০২০ ১৯:২৭435578
  • আর দ্বিতীয় কতা হচ্চে যে আকাদারে ক, সুকি চ্রম লেখেন। এ বাদে তৃতীয় কতাটি o কে বলার ছিল। পে অফ ম্যাট্রিক্সের ইউটিলিটি ভ্যালু ডিজাইন নিয়ে। ভুলে গেশি।
  • T | 14.***.*** | ১৪ মার্চ ২০২০ ১৯:২২435577
  • এই ব, আজ কী বাজার কল্লে? মাস্ক কিনেছ?
  • avi | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ১৯:২২435576
  • আমার এক বন্ধু, চেতলাবাসী, পড়াশোনার জন্য বছর তিনেক বোম্বাই মুল্লুকে থাকতো। একবার পুজোর ছুটিতে বাড়ি আসবে, ওর মারাঠী রুমমেট জিজ্ঞেস করলো, গাঁও যা রহে হো? ছেলে খচে বললো, গাঁও নেহি, কলকাতা যা রহা হুঁ। তখন সেই রুমমেট অবাক হয়ে বলে, লেকিন তুমহারা গাঁও তো কলকত্তা হি হ্যায় না?
    পরে সে জানতে পারে ওদের কাছে নাকি বোম্বে ছাড়া সব জায়গাই গাঁও, তা সে হাওড়া দিল্লী যাই হোক।
  • অপু | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ১৯:১৯435575
  • যা বাব্বা ,বেলুড় হাওড়া তে নয়? :))

    এবার কোন দিন শুনবো কোন্নগরে সী বিচ নেই !! :)))
  • হখগ | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ১৯:১৭435574
  • কিন্তু এই রাস্তা য় শহরের লোকের গ্লানিবোধ হবে না:---))))) উল্টে রেশনের লাইন, বাস ট্রেনের ভিড় , ছোট বাড়িতে অনেকে থাকার কষ্ট দেখিয়ে দেবে, ৩৪ বছর ও দেখিতে পারে, আপনার হাতে মাত্র ৯ বছর:--))) বাই দ্য ওয়ে, আপনাকে নিশ্চয়ই একাধারে ছোট জায়গা র প্রতিভাবান হিসেবে আদিখ্যেতা, অনুকম্পা (এশিয়া র সেরা ডাক্তারের মতো:-))) ), ঈর্ষা বা দুটো লেখা আনন্দ বাজারে বেরিয়েছে বলে বেশি দেখাচ্ছে সব ই শুনতে হয়, এবং ছোট শহর থেকে শোনার সময় শোনেন, কলকাতার হাওয়া লেগেছে, আর কলকাতা থেকে শোনার সময় শোনেন, একটু ডিমের ঝোল (সোফিস্টিকেশনের অভাব অথবা দুবাই যায়নি) কিছু এমনিতে ট্যালেন্টেড।:--))))))))), আর আপনি ও নিশ্চয়ই বিপদে পড়লে একটু জয় গোস্বামী বা স্বপ্নময় সুলভ সাবার্বান অসহায় তার কথা পেয়ে থাকেন অথবা পাড়ায় গিয়ে মোমো আর ডিমসামের পার্থক্য নিয়ে ঘন্টা দুয়েক দেন, :-))))) এসব ফালতু কথা ছাড়েন, মেন ব্যাপার হল সকলেই নিজেদের ভিকটিম ভাবতে ভালো বাসে, সেটা খুব খারাপ কিছু না যতক্ষান পাবলিক পলিসি কে চাপ দেবার কাজে ব্যবহৃত হয় , খুব সা়স্কৃতিক ভাবে ইন্টারনালাইজ করার কোন মানে হয় না।
  • এলেবেলে | 162.158.***.*** | ১৪ মার্চ ২০২০ ১৯:১৪435573
  • আগে দেখি নেড়ুখোকনরা কী বলেন!

  • T | 14.***.*** | ১৪ মার্চ ২০২০ ১৯:১২435572
  • ব্র ওটা মূল হাওড়া না। অ্যানেক্স বা লেজুড় মাত্তর। :))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত