14.3.2020, 10.30 am:
Number of cases
Tested positive: 1359
Confirmed: 1189
Reports of diseases from: the cantons Aargau, Appenzell Ausserrhoden, Basel Land, Basel Stadt, Bern, Fribourg, Geneva, Glarus, Graubünden, Jura, Lucerne, Neuchâtel, Nidwalden, Obwalden, Schaffhausen, Schwyz, Solothurn, St. Gallen, Ticino, Thurgau, Vaud, Valais, Zug, Zurich and from the Principality of Liechtenstein.
Number who have died: 11
না, আমি মফস্সল-গ্রাম নিয়ে কোনও উন্নাসিকতাতে আদৌ ভুগি না। বরং আমার খুব প্রিয় দুটো মফস্সল শহর হল বর্ধ্মান এবং বহরমপুর। সেখানে নাগরিক সুযোগসুবিধা বেশি (বর্ধমানে একটু বেশি) কিন্তু মানুষগুলোর জীবনযাপনে একটা গ্রামীণ জীবনের সরলতা আছে, গ্রামকে আঁকড়ে থাকা আছে। শিলিগুড়ি ঠিক এমনটা নয়। আমার একটা জায়গাতেই আপত্তি - সেটা হচ্ছে কলকাতার কেন্দ্রীকরণ। এই কারণেই পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত কোনও একটা বিকল্প শহর গড়ে উঠল না। সবই হয় খঞ্জ, নতুবা রুগ্ন।
এই ব্যবস্থাটাকে পাল্টানোর সময় এসেছে। তাতে কলকাতাও বাঁচে, অন্য মফস্সলগুলোও সমৃদ্ধ হতে পারে।
খ, আমি একটু একলষেঁড়ে টাইপ কাজেই অনুকম্পামিশ্রিত প্রশংসা কিংবা অসূয়া-টসূয়া টেরই পাই না। কেউ আদিখ্যেতা দেখাতে চাইলে অত্যন্ত বিনীতভাবে বলি ছাড়ুন মশাই জেলার পাতার লেখক তার আবার ফুটুনি (এবং সেটা সত্যি সতিই মনে করি)। জয় গোস্বামী কিংবা স্বপ্নময় আউড়ে কী করব বলুন, শেষ অবধি তো সেই কলকাতার খপ্পরেই। এক কৃষ্ণনাগরিক সুধীরবাবুই যা খানিক ব্যতিক্রম। আসলে আমি এই হেজিমনিটাকে প্রশ্ন করতে চাইছি কারণ ২০০০ সালের ভয়াবহ বন্যার পরেও যে শহরে দুর্গাপুজোর হুল্লোড়ে ঘাটতি পড়ে না সেই আমোদগেঁড়ে মানুষগুলো কীভাবে এত নির্বিকার থাকেন বা থাকতে পারেন সেটাই জানতে চাইছি আর কি।
আগে দেখি নেড়ুখোকনরা কী বলেন!