এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 172.69.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:৩৫434401
  • ঘুরে
    কালচার
  • | 172.69.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:৩৪434400
  • যাক্কলা! পবন মুকেশের কথা তো বললাম ওই যারা যোনীতে মৌমাছি দিয়ে হুল ফোটাতে বলিছে তারাও পবন মুকেশের মতই লোকজন সেইটে বোঝাতে। এতে 'এইজন্যই রেপ হয় ' কোদ্দিয়ে এলো ওও?
    পবন মুকেশ জ্যোতিসিঙকে রাত্রে ভহুরে বেড়াবার জপ্ন্য শায়েস্তা করেছিল বলে জানিয়েছে আর এই বঙেরা পিঠে খিস্তি লেখার জন্য শায়েস্তা করার বিধান দিয়েছে।
    এরা একইরকম তো। রেপিস্ট মানসিকতার রেপ কালিচার প্রোমোট করা লোকজন।
  • দ্রি | 172.68.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:৩১434399
  • @অর্জুন
    "ঠাকুর বাড়ির জন্যে আমার উইকি টুইকি দরকাত্র হয়না। ঠাকুর বাড়ি আমার আত্মীয়। সম্পর্কে এবপ্নগ আত্মার।

    দ্বারকানাথ জমিদার ছিলেন। তিনি যে সময়ের মানুষ সেই সময়ের বাবু সংস্কৃতির আর পাঁচ জন যা করতেন তাই করেছেন। তার আরো সঙ্গে আধুনিক ব্যবসার পত্তন করেছেন । He was the father of Indian philanthropy. মেডিক্যাল কলেজের জমিটা তাঁর দান। বিলেতে গিয়ে ইংল্যান্ডের সর্বচ্চো মহলে মিশে বুঝিয়ে দিয়েছিলেন ভারতবাসী শুধু ক্রীতদাস নয়। ভারতের প্রথম আধুনিক মানব রামমোহনের নানা সমাজ সেবামূলক কাজে দ্বারকানাথের বিশেষ অবদান ছিল। প্রথা বিরুদ্ধ রামমোহন তখন সামাজিক ভাবে ত্যাজ্য।"

    এইত্তো! এতদিনে একজন ঠাকুরবাড়ির ইনসাইডার পাওয়া গেছে।

    প্রিন্স দ্বারকানাথ ওপিয়াম ট্রেডে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর সঙ্গে কোলাবরেট করেছিলেন। ওনার তিনটি জাহাজ চীনে আফিম পৌঁছে দিত। একটা মানুষের অনেক ডায়মেনশান থাকে। বাট দিস ইজ আ ডীলব্রেকার ফর মি।

    এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী?
  • অপু | 172.69.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:১৮434398
  • সবাই কে শুভ দোল যাত্রার রঙীন শুভেচ্ছা ।

    অনেক কথা চালাচালি হল সামান্য ব্যাপার নিয়ে। এবারে প্লিজ
    ছাড়ান দেন।
  • ন্যাড়া | ০৯ মার্চ ২০২০ ১০:০৭434397
  • " হ্যাঁ রে, বিজয়া রায় কে কি বলে ডাকিস?"

    - কুলদারঞ্জনের নাতির (নাতির নাতি হওয়ার সম্ভাবনাই বেশি) তো কনফিউশান হবার কথা নয়! ঃ)
  • র২হ | 172.69.***.*** | ০৯ মার্চ ২০২০ ১০:০২434396
  • দিলীপ ঘোষ বলেছে - "বাচ্চা বাচ্চা মেয়েরা এই ধরনের অশালীন ব্যবহার করছে এবং সেটা প্রচার করছে, এটা অত্যন্ত চিন্তার এবং দুর্ভাগ্যজনক। কিছু দিন ধরে এই ধরনের যে বিধ্বংসী আন্দোলন চলছে, মেয়েদের যে ভাবে ড্রাগ খাইয়ে সামনে বসিয়ে দেওয়া হচ্ছে, তারা সারা দিন ধরে চিৎকার করছে, তারই পরিণাম হচ্ছে এ সব। মেয়েরা সংস্কার, সংস্কৃতি, নিজের ভাল-মন্দ, মান সম্মানের কথাও ভুলে গেছে। এই মেয়েগুলি যদি রাস্তায় এমন করে, এদের সঙ্গে লোকেরা কী ব্যবহার করবে? এরা তো হিংসার শিকার হয়ে যাবে!"

    এই বিষয়ে ঐকমত্য চোখে পড়ার মত।

  • র২হ | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৯:৫২434395
  • দুর আমি বোর হয়ে গেছি। 

    একদিকে খিস্তি গালাগাল আর উস্কানী, হেটস্পিচ একাসনে, অন্যদিকে পিটিদা পিঠে লেখাকে ধর্ষনের সঙ্গে এক করে দিয়েছেন।

    এ ফিউটাইল তক্ক। জল ঢেলে ফুটাপাত্রে ইত্যাদি।

    ঠাকুরবাড়িই বিধান দিক কিছু।

  • PT | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৯:৪৩434394
  • দয়া করে পিটি-ডিসি প্রসঙ্গ টানবেন না আর। ওটি তামাদি হয়ে গিয়েছে।
  • b | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৯:৪০434393
  • @ ন্যাড়াস্যারঃ
    আমাদের মাঝেও ওরকম রায়বাড়ির একটি পোলা পড়ত। কুলদারঞ্জন রায়ের নাতি। তাকেও ওরকম প্রশ্ন করে অতিষ্ঠ করে তোলা হত। একদিন হোস্টেলে মদ খেয়ে তাকে জিজ্ঞাসা করা হয়েছিলোঃ হ্যাঁ রে, বিজয়া রায় কে কি বলে ডাকিস?
  • o | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৯:৩৮434392
  • পবন-মুকেশের নাম ক্রিমিনাল হিসেবে এসেছে, পুং হিসেবে নয়। ঃ-))
  • ন্যাড়া | ০৯ মার্চ ২০২০ ০৯:২৫434391
  • না রোদ্দুর রায়, না পিঠে লেখা - কিছু নিয়েই আমার কোন বক্তব্য নেই। হায়, ন্যাড়া, তোমার দিন গিয়াছে।
  • Ishan | ০৯ মার্চ ২০২০ ০৯:২৫434390
  • পবন-মুকেশ কেন? কিছু মহিলাকেও 'এরপর রেপ হলে বলবে অমুকের দোষ' বা 'এদের নির্ভয়া আসামীদের সঙ্গে কাটাতে বলা হোক'  বলতে দেখলাম।

    আশা করি এ সবই কথার কথা। কিন্তু মেয়েরা সেক্সুয়ালি এক্সপ্লিসিট কিছু করলেই 'এই জন্যই রেপ হয়' টেনে আনা, আমি এতে ক্লান্ত। আর তথাকথিত 'রেপ কালচার' পুংদের একচেটিয়া, এই ইঙ্গিতেও। 

  • dc | 172.69.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৯:২৪434389
  • "হেটপোস্ট আর খিস্তিও আলাদা। কোন খিস্তি না দিয়েও হেটপোস্ট হয়।"

    এটা ভয়ানক ভয়ানক ইম্পর্ট্যান্ট কথা। একেবারে বোল্ড আন্ডারলাইন রেড ফন্টে লেখার মতো কথা ঃ-) খিস্তিকে যেন হেট স্পিচের সাথে গুলিয়ে ফেলা না হয়, অনেকেই যেটা করছেন।
  • pi | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৯:১৫434388
  • একটা কথা জানিয়ে যাই। ওই পোস্ট ডেলের বিপক্ষেই ছিল লোকজন। মামু হাইডেরও। দেদি বলেছিলেন, টইটা অনেককে পড়তে দিয়েছেন, পড়তে অসুবিধা হচ্ছে, তাই খুব দ্বিধাদ্বন্দ্ব নিয়ে তখনকার মত হাইড করা হয়। তবে হ্যাঁ, ওটি নেহাত খিস্তি না, হেটপোস্ট। হেটপোস্ট আর খিস্তিও আলাদা। কোন খিস্তি না দিয়েও হেটপোস্ট হয়। আর সেটা শুধু ধর্ম কেন, জাতির জন্যেও হয়, ব্যক্তির জন্যেও হয়। এর আগে দুই ব্যক্তির প্রতি হেটপোস্ট ও হাইড হয়েছিল। একটির কথা জানি, আক্রান্ত ব্যক্তি চেয়েছিলেন।
  • | ০৯ মার্চ ২০২০ ০৯:১৩434387
  • আকার এই গ্রিন ইনিশিয়েটিভের ডিটেলস পাওয়া যায়?

    দাদুর ছবি নিজের নামে চালানোই বা কী কেস? দাদুর ছবিগণ তো বেশ বিখ্যাত।
  • o | 173.245.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৯:১২434386
  • ধুর বাবা, বাজারে কী আর নতুন বালির বস্তা সাপ্লাই হবে না?
  • ন্যাড়া | ০৯ মার্চ ২০২০ ০৯:১২434385
  • অজ্জুনবাবু লিখিলেন - "না। ন্যাড়া বাবু, আমি যদ্দুর শুনেছি যদুনাথ বসু পঞ্চম জর্জের হাত থেকে বি এ ডিগ্রির সার্টিফিকেটটি নিয়েছিলেন।"

    যিনি আভিজাত্যে ভজভজ করছেন, কৌলীন্যে কুলকুল, পান্ডিত্যে পনপন, সম্পর্কে সমসম, এরিউডিশন উডউড তিনি যে কিশোরপাঠ্য রেফারেন্সেটি বুঝতে পারবেন না, বা পারলেও কামব্যাক করতে পারবেন না জেনে যাৎপরনাস্তি বিমর্ষ হইয়াছি।

    "আমি যে সুকুমার রায়ের ছেলে আর উপেন্দ্রকিশোরের নাতি এটা গোড়াতেই জানাজানি হয়ে গিয়েছিল। তারপর ক্রমে বেরিয়ে পড়ল এইচ-এম-ভি-র আর্টিস্ট কনক দাশ আমার মাসি আর বাংলার সেরা ক্রিকেটার কার্তিক বোস আমার কাকা। এর কয়েকদিন বাদে আমাকে শুনতে হল, 'হ্যাঁরে মানিক, অমল বলছিল পঞ্চম জর্জ নাকি তোর দাদু; সত্যি নাকি?'"
  • | ০৯ মার্চ ২০২০ ০৯:১১434384
  • এই মেয়েদের রেপ করার হুমকীর মধ্যে একটা ss ঘুরছিল ফেবুতে যে মেয়েগুলোর যোনীতে মৌমাছি দিয়ে হুল ফোটানো হোক।
    বাঙালির রেপ ফ্যান্টাসিরব ব্যাপ্তি দেখে হাঁ হয়ে গেলাম!! এই পবন মুকেশ আমাদের চারপাশে গিজগিজ করছে।
  • dc | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৮:৫৮434383
  • আমিও কয়েকটা পয়েন্ট ক্লিয়ার করে দি।

    ১। অরণ্যদা, আমি পিটিবাবুকে যে গালাগাল করেছিলাম সেটা একেবারেই ভুল কাজ করেছিলাম, তার জন্য খুব খারাপও লেগেছিল। ভুল কারন আমি ওনাকে ব্যাক্তিগতভাবে চিনিনা, পাবলিক ফোরামে ওনাকে ওরকম আক্রমন করা সম্পূর্ণ অন্যায়। এমনিতেও আমি পাবলিক ফোরামে খুব একটা খিস্তি করিনা, যদিও অন্য কেউ করলে সাধারনত আপত্তি করি না।
    ২। আমি মোটামুটিভাবে বাক স্বাধীনতার পক্ষে, যতোক্ষন না সেটা ক্লিয়ারলি হেট স্পিচে পরিণত হচ্ছে।
    ৩। রোদ্দুর রায় নামে এক ব্যক্তি নিজের ভিডিওতে নানান খিস্তি করে নিজের ইউটিউবে আপলোড করেছেন। কাউকে মেরে ফেলার, পুড়িয়ে ফেলার হুমকি দেন নি। এক কমিউনিটির বিরুদ্ধে অন্য কমিউনিটিকে উস্কান নি (বরং উল্টো কথাই বলেছে, তবে সেটা অন্য প্রসঙ্গ)। যেসব ছেলেমেয়েরা নিজেদের শরীরে উল্কি এঁকেছে তারাও নিজেদেরই শরীর ব্যবহার করেছে। এইসব করার জন্য এদেরকে পুলিশে দিলে বা অন্যান্য ফিজিকাল থ্রেট দিলে অবশ্যই তার বিরোধিতা করবো।
    ৪। ইন ফ্যাক্ট রোদ্দুর রায়কে এতোদিন খিল্লিবাজ ও খচ্চর এক ব্যক্তি হিসেবেই দেখে এসেছি। আজ তাকে নিয়ে এতো সব কঠিন আলোচনা দেখে বিরক্তিও হচ্চে আর হাসিও পাচ্ছে। আমি শিওর ওনার নিজেরও এরকমই মনে হচ্ছে।
    ৫। অর্জুন, আমি আজ থেকে না, ছোটবেলার থেকেই সবরকম ভাবে প্রাতিষ্ঠানিকতার আর নিয়মের বিরোধী। খিল্লি করতে ভীষন ভালোবাসি, যারা করে তাদেরও ভালোবাসি। এটা আমার বাড়ির সবাই জানে। মেয়েকেও যতোটা সম্ভব শেখাই নিয়মকে প্রশ্ন করতে, আমাকেও সব ব্যাপারে প্রশ্ন করতে। এর আগেও এরকম পোস্ট অনেক করেছি, আজ কেন মর্মাহত হলেন বুঝলাম না।

    আশা করি আকাবাবু কো অথর হিসেবে আমার নাম কনসিডার করবেন।
  • গভীর প্রশ্ন | 173.245.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৮:৫৩434382
  • এই বাজারে এক্টা গভীর প্রশ্ন করে যাই । যদ্দূর মনে হয় এ আলোচনা, অপিচ ফান্ডামেন্টাল, হওয়া বাকি।

    বলছি, বাঙ্গালিকে নেকুপুষু করল কে? কলোনিয়াল পাওয়ার, না রবীন্দ্রনাথ? না কি হাজার বছর আগে মাইগ্রেট করা উত্তর ভারতীয় বামুন আর কায়স্থরা? না কি আফ্রিকা থেকেই নেকুপুষু জীন নিয়ে এসেছে?

    আশা করি বাঙ্গালি যে নেকুপুষু - এই প্রেমিস নিয়ে কেউ কোচ্ছেন কর্বেন না ।
  • T | 172.69.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৮:৩৭434381
  • আর এই দাদুর ছবি নিজের আঁকা বলে চালানোর কেসটা কী? হ্যা হ্যা হ্যা হ্যা.. কে সেই মহাপুরুষ? কৌতুহল হচ্চে খানিক।
  • aka | 108.162.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৮:২৮434380
  • এসেম, গালি এনারা ঠিক বুঝছেন না।

    ১) প্রকাশ্যে স্ল্যাঙ্গ বা গালি একটু অবসিন। রবীন্দ্রনাথের গানে গালি বসানো প্রোভোকেটিভ নেগেটিভ অর্থে। রবীন্দ্রভারতীর ঐ মেয়েদের আচরণ একটু দৃষ্টিকটু এবঙ্গ প্রোভোকেটিভ। কোনটাই অপরাধ নয়।

    ২) কিন্তু তারজন্য যে বা যারা ওদের জেলে দিতে চাইছে তা অ্যাগ্রাসন, বলপ্রয়োগ।

    ৩) আর যারা বলছে মেয়েদের রেপ করা উচিত তারা অপরাধী শুধু নয় ঘৃণ্য।

    তো, ২ বা ৩ এর বিরুদ্ধতা করা দরকার ও সেটা করতে গিয়ে ১ লেজিটিমেসি পেলেও করা দরকার।

    পড়ে টড়ে এই মনে হল। এক পোস্টে ভাবর্থ লিখে দিলাম। ছাত্রবন্ধু লিখে অনেক টাকা করব।
  • T | 172.69.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৮:২৮434379
  • এককথায় এই ঝামেলা মিটিয়ে দিতে পারি। আমি কোনো পোস্ট ডিলিটের পক্ষে নই। ব্যাস, হয়ে গ্যালো তো? ঃ)))

    আরে গুরুতে ইদানীং কম আসি বলে এই আল্লহর বিমূর্ত পোঁদ সংক্রান্ত কেসটা আগে দেখিই নি। হেন্স প্রুভড টুভ পরে হবে। আর এই নিয়ে টেনে গেলে শেষে সেই টলারেন্স প্যারাডক্স (যা অরণ্যদা দেখলাম, বুঝেও বুঝছেন না) যার হাত থেকে নিস্তার নেই। খোদ পপার সায়েবও কিশু সেরম কত্তে পারেননি আমরা তো কোন ছার।

    আমি আকাদারে হ্যাঁ সেদিন ক্যানো বলেশিলে এই নিয়ে খড়্গহস্ত হচ্ছি না। ভাবাবেগের প্রকাশ, ফ্রেডি সায়েব বলেচেন, আকাদার মনে ধরেচে। ফ্রেডির ক্যাপা আছে তাই ফাকইউ মাফ বা ওটাই ওখানে শিল্প। কিন্তু ক্যাপাভিত্তিক বিচার সেরম হচ্ছে না এখানে। বাঁড়া যোগ করে বিশ্বকবি রোদ্দুর সিল্প সেরম কত্তে পারেনি অতএব পাপিষ্টকে ক্ষমা কোরো না, এইরম কিন্তু হচ্ছে না। যা হচ্ছে সেটা পাতি দুপয়সার বাংলা সিরিয়াল মার্কা, বাঁড়া ক্যানো বল্ল!

    তো, জাস্ট খিস্তি ক্যানো আসছে বলে রব তুললে ফ্রেডি, হ্যানাত্যানা সবই একপাপে দোষী হয়ে যায়। এইটেই বলার ছিল।
  • aka | 108.162.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৮:২০434378
  • বার্ণি এবারের ভোটের হাওয়া ধরতে ব্যর্থ। এবারে আমার বড়পুত্র যা কয়েছে সেটাই সবাই চাইছে, সেন্ট্রিস্ট যে দেশকে আবার এক সুতোয় গাথবে। হেলথকেয়ার ইস্যু কিন্তু আগে ট্রাম্প থামতে হবে।

    নইলে যে বাইডেনের প্রচার নেই, অমন মৃতপ্রায় ক্যাম্পেইন, টাকা নেই, সে জিতল কি করে। শুধু এস্টাবলিশমেন্টের পুশ দিয়ে হয় না।
  • গালি | 172.69.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৮:২০434377
  • তাহলে কি হল? আপনারা ছাত্র বয়েসে গালি দিয়েছেন, তাই সবাই অবাধে গালি দিতে পারবে? কেউ ত্রিপুরার, কেউ বীরভুমের বা কেঊ মনমনসিংহের ঠাকুমাকে গালি দিতে শুনে ছেন তাই ওটা ন্যায়্সংগত - ব্যস এইতো নীতিপুলিশ জলের মতো সোজা করে বলে দিয়েছেন।
  • aka | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৮:১৩434376
  • আঃ টিকে ধরে ধরে সব বোঝাতে হবে।

    টি যদি আমাকে বহু বছর আগের একটি পোস্ট ধরে গালি দেওয়ার পক্ষের অ্যাকাউন্টবল করে তাহলে সেই টি র কাছ থেকে প্রত্যাশিত যে সে যারা গালি দেওয়ার পক্ষে বা বাকস্বাধীনতার পক্ষে তাদের পোস্ট ডিলিটের দাবীকেও একই অ্যাকাউন্টিবিলিটির হিসেবের মধ্যে রাখবে। (ধরে নেওয়া যায় যে টি অতি মাইনিউট রিডার নইলে সেই নিতান্ত সাধারণ ফ্রেডির পোস্টটি মনে থাকত না, তাহলে সাম্প্রতিক কালের আল্লাহ গালী ইত্যাদি টি এর মনে থাকবে)
    (উফফ হেন্স প্রুভড টি “টেনে“ খেলাচ্ছে।)

    তবে এই বক্তব্যে মাঝে মাঝে একটু কাঠি করা ছাড়া আমার কোনো ভূমিকা নেই।

    যারা মেয়েদের ও রোদ্দোরকে পুলিশে দিতে চায় তাদের মাথার ব্যমো। যারা সেই নিয়ে স্টেপ নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি স্টেপ নেওয়া যেতে পারে।

    আর কেজানি রেপ করা উচিত বলেছে তাকে এখনই জেলে ভরা উচিত।

    দি এন্ড।

    ওদিকে মঙ্গলবার বার্ণিকেও দেখতে হবে তো নাকি।
  • হখগ | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৮:০৭434375
  • বার্নি কে জেসি জ্যাকসন এনডোরস করেছে, এটা সুপার টিউসডে্য আগে হলে একটু উপকার হতো। এখন আরকি সব ই মায়া।
  • T | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৭:৫৯434374
  • কী মুশকিল, আমি আবার পোস্ট ডিলিট কত্তে কোথায় বললাম ডিলিটের পক্ষেই বা কোথায় বললাম! ধীরে একটু।
    তা, আকাদা বারবার একই ব্রাউনি স্কোর কত্তে চাইছে দেখে কানেকশন টেনেই দেওয়া যাক। ব্যাপার হ'ল ক্রাফটের উৎকর্ষতা বিচার বা আদৌ সিল্প কিনা সে হিসেব তো হচ্ছে না। শুধু খিস্তি মেরেছে কী মারেনি সেইসব হচ্চে। তো সেজন্যই ফ্রেডি সায়েবের খিস্তি নিয়ে আকাদার আবেগের উল্লেখটুকুই করেছি। :)) খুঁজতে চাইলে, এখানেও মার্কেট পাওয়া যাবে। এইই সামান্য ব্যাপার।

    আকাদার এইরম মিনিময় যে আশাই করিনি। গুরুর দুর্দিন খুবই, বোঝা যাচ্চে।
  • aka | 108.162.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৭:০৬434373
  • এবাবা এটা তো খেয়ালই হয় নি, আল্লাহকে গালি দিলে পোস্ট গায়েবের পক্ষে, রবীন্দ্রনাথকে গালি দিলে বাকস্বাধীনতা।

    কেমন জানি মার্কেট মার্কেট গন্ধ। নাঃ হুতো বাউ এ কেমন হল?

    টি, এটা দেখতে পেল না কিন্তু ফ্রেডির সাথে রোদ্দুরের তুলনা করে দিল।
    কেয়া শরম কা বাত।
  • Amit | 162.158.***.*** | ০৯ মার্চ ২০২০ ০৬:০৬434372
  • সেই একই যুক্তি কিন্তু কেও কোনো ধার্মিক ব্যাপারে মন্তব্য করলে ও একই ভাবে খাটে, যেটা অরণ্য বলছেন। ধার্মিক দের প্রতিপত্তি বেশি এখনো অনেক দেশেই। তো তাহলে যেকোনো ক্ষেত্রেই ধার্মিক দের মরালিটি তে কেও কিছু কমেন্ট করলে মন্তব্যদাতা দের ব্লাঙ্কেট সমর্থন করা হবে তো ? নাকি ওখানে আবার অন্য লাইন টানা হবে ?

    আবার এটাও হতে পারে নানা রকমের লাইন নানা ধর্মের জন্যে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত