আহা, কুঁচি দিয়ে শাড়ি পরাতে শেখাল কে / সত্যেন ঠাকুরের বউ আবার কে!
আভিজাত্য বুইলেন মহায় আভিজাত্য! শুধু জমিদারি শোষণটাকে কায়দা করে উহ্য রাখতে হবে!!
দ্বারকা ঠাকুরের নষ্টামি, দেবেন ঠাকুরের ধাস্টামি, মেয়েদের মৃত্যুর পরে নোংরামি, রথী ঠাকুরের নিঃসঙ্গতা এই পরিবারে এঁটুলি পোকার মতো লেগে আছে। লাথি কেন, এক টুসকিতে ওই প্রতিষ্ঠান ঝুরঝুরে হয়ে গেছে। চিত্রা দেব আর রঞ্জন বন্দো করেকম্মে খাচ্ছেন খান, আমার আকাঙ্ক্ষা নেই।
'লাথি মারি ওই প্রতিষ্ঠানের মুখে।'
মারতেই পারেন কিন্তু পায়ে খুব চোট পাবেন। উঠে দাঁড়িয়ে আর হাঁটতে পারবেন কিনা সন্দেহ! ঃ-))
আমি তো তবু দুয়ে দুয়ে চার করতে ভালোবাসি, কিন্তু আপনি দুয়ে দুয়ে এক করছেন - বলি সে খ্যাল আছে! ঠাকুরবাড়ি একটি প্রতিষ্ঠান? লাথি মারি ওই প্রতিষ্ঠানের মুখে। প্রকাশ্যে এবং লিখিতভাবে।
"বাঙালি সংস্কৃতি ঠাকুরবাড়ির হাত ধরে এসেছে। তাতে অসুবিধে কোথায় ? আর কিছু না হোক ঐ পরিবারটি বাঙালিকে ঠিক মত কাপড় জামা পরা, বসবার ঘরটা সাজিয়ে রাখতে শিখিয়েছে। ঠাকুরবাড়ি একটা প্রতিষ্ঠান।"
উফ, আবারও আভিজাত্যের বদগন্ধ ছড়াচ্ছে। ঠিকমতো বোলে তো? বাঙালির সংস্কৃতি ঠাকুরবাড়ির হাত ধরে এসেছে - তাই? তো চড়ক, গাজন, গম্ভীরা, কীর্তন, টুসু, ভাদু, ইতু, বারব্রত, গাজিপীর বাঙালির সংস্কৃতি নয়। নাকি যাহাই পালিশ করা এবং ঠাকুরদের সৌরভে সুরভিত তাহাই সংস্কৃতির সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম? বঙ্গজীবনের অঙ্গ!!!
Puritanism আর fundamentalism র তফাৎ টা ধরতে পারবেন না, সেটা ভাবতে পারিনি।
অবশ্য আপনি সব সময় দুয়ে, দুয়ে চার করে ফেলেন। @ এলেবেলে