r2h | 172.69.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:৫৩434131
PT | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:৫২434130
অর্জুন | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:৫২434129@o কাল একটা মন্তব্যে বললেন বাঙালি সংস্কৃতি ঠাকুরবাড়ির হাত ধরে এসেছে। তাতে অসুবিধে কোথায় ? আর কিছু না হোক ঐ পরিবারটি বাঙালিকে ঠিক মত কাপড় জামা পরা, বসবার ঘরটা সাজিয়ে রাখতে শিখিয়েছে। ঠাকুরবাড়ি একটা প্রতিষ্ঠান। ওটার অলটারনেভ যখন কিছু হয়নি তখন গাল কামড়ে লাভ নেই। কতটা জাতীয়তাবাদী হতে হয়, কতটা বিশ্বজনীন, ইউরোপের প্রটিন কালচারটা ছেঁকে নিতে হবে সেটাও ওখান থেকে এসেছে।
এলেবেলে | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:৪৯434127আর বাংলার নিজস্ব সংস্কৃতিও অত সংকুচিত নয় যা কেবল রবি ঠাকুরে আবদ্ধ। বাংলার ৮০ শতাংশ মানুষ রবি ঠাকুরের তোয়াক্কাও করেন না। তাঁরা সংস্কৃতির চর্চা করেন না বুঝি? এই এলিটিজম ছাড়ুন মহায়।
S | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:৪৭434126
এলেবেলে | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:৪৬434124মুন্ডুর মাথা। বিজেপি লাভ জেহাদ নিয়ে মৌলবাদ দেখায়, আপনি রবীন্দ্রনাথের শুদ্ধতা রক্ষার মৌলবাদে আটকেছেন। হরে দরে একই। রবীন্দ্রনাথ অত ঠুনকো নন যে এক বাঁ-র আঘাতেই মুচ্ছো যাবেন।
অর্জুন | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:৪৩434123র. ভ. ঘটনাটা এবং রো রা'র গান নিয়ে আমার আতঙ্কটা যেখানে তা হলঃ
একটি আগ্রাসি রাজনৈতিক শক্তির কাছে বাঙালি, বাংলা ভাষা ও সংস্কৃতি এখন টার্গেট (সারা দেশে বাংলা ভাষাভাষীর মানুষদের হেনস্থা হতে হচ্ছে, চিড়ে খেলেও নাগরিকত্বের প্রশ্ন উঠছে)
তখন সংস্কৃতির এই বিকৃতিয়ান অসম্ভব একটি ভুল বার্তা দিচ্ছে । পরিষ্কার মেসেজ যাচ্ছে বাঙালি তার নিজস্ব
সংস্কৃতি এমনকি ভাষা সম্পর্কেই শ্রদ্ধাশীল নয়। ঐ আগ্রাসি শক্তি যারা ধর্মের নাম করে সংস্কৃতির রেজিমেনটেশন চেয়ে আসছে বারবার তারা আরো সুযোগ পাচ্ছে/পাবে ইন্টারভিন করতে। বাস্তবে রবীন্দ্রনাথ একজন আইকন। সারা ভারতের কাছে রবীন্দ্রনাথ, বাংলা ভাষা ও সংস্কৃতি সমার্থক। তাই আমজনতা শেষমেশ চাইবে এই রেজিমেনটেশনই সংস্কৃতি রক্ষার আসল কবচ। বিপদ এবং আতঙ্কটা সেখানেই।
আমাদের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ভুলে গা ভাসালে তার পরিণতি ভয়ংকর।
o | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:৪১434122
S | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:৩৯434121
সে | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:৩৯434120
এলেবেলে | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:৩৯434119পিটিস্যার, এ মাইরি খুবই বাজে আর্গুমেন্ট হল। আমরা যখন কথা বলি তখন কি জীবনানন্দীয় শব্দ, কমলকুমারীয় ভঙ্গী এবং রবীন্দ্ররুচির তোয়াক্কা করে কথা বলি? সে তো মহা ঝকমারির বিষয় মহায়! ধরুন আমার হেডুকে বললাম 'আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়'; বা মেয়েকে সন্ধে নাগাদ বললাম 'আলো ক্রমে আসিতেছে' বা স্ত্রীকে 'ভালোবেসে দেখিয়াছি মেয়েমানুষেরে' তাহলে লোকে আমাকে মারতে আসবে!
এখন হচ্ছে কি রবীন্দ্রনাথকে আগেও খুব মানুষ বোঝেননি বা বুঝতে চাননি। তাই পাড়ায় পাড়ায় রোবিন্দোজয়ন্তী পালন করেছেন কালচারকাকুরা। এখনও বুঝতে চান না বা চাইছেন না তাই পিঠে বাঁ লেখা হচ্ছে। মিটে গেল। কে কী করবে, কে কী গাইবে, কেমন ভাবে গাইবে, কেন গাইবে এ ব্যাপারে খামোখা অত জাজমেন্টাল হতে যাব কেন/ আমি নিজে রোদ্দুর রায় শুনিইনা। কিন্তু অন্য কেউ শুনলে শুনুক, আপত্তি করব কেন?
তাপস | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:৩৪434118
dc | 172.69.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:৩২434117
S | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:৩১434116
S | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:২৯434115
S | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:২৮434114
অর্জুন | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:২৬434113@S, কাল থেকে আপনার আর্গুমেন্ট তো দেখছি। সেটাও এত ভুলে ভরা, যে সব কটা অ্যাসিমিলেট করে কাউন্টার করতে গেলে একটা প্রবন্ধের আকার নেবে।
এবং গত কাল রাতেই আর্গুমেন্ট এগোতে পারছেনা দেখে রণে ভঙ্গ দিয়েছিলেন।
o | 173.245.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:২৬434112
dc | 172.69.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:২৪434111
অর্জুন | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:২২434110এখানে যারা 'র. ভ'র ঘটনাটা যারা এত নিষ্ঠা ভরে ডিফেন্ড করছেন তাদের সন্তানেরা 'ব' দিয়ে বিতর্কিত শব্দটি বলে 'মা', 'বাবা' 'কাকা, 'মামা' ইত্যাদি ডাকলে আপত্তি করবেন না তো ?
বা প্রবাসী নাতি, নাতনিকে রবীন্দ্রনাথ শোনাবার সময় 'গীতবিতান' ফলো করবেন না রো. র'র ভারশান?
S | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:২২434109
অর্জুন | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:১৭434108
S | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:১৪434107
অর্জুন | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:১৪434106রো.রায়ের ডিফেন্সে নাচন, কাঁদন দেখে বেশ লাগছে অ্যাকচ্যুয়ালি এবং ভাষা প্রয়োগেই অলরেডি এফেক্টটা টের পাওয়া যাচ্ছে। রো.রা নিজে রবীন্দ্রনাথ বা তাঁর গান নিয়ে কি জানে জানিনা (তার কোনো প্রমাণ পাওয়া যায় না) কিন্তু সে এক পাল ইয়ং জেনারেশনকে রবীন্দ্রনাথের গান ঠিক মত জানার আগেই তাঁর গানকে নিয়ে ষ্ট্রীট লেভেল ইভ টিজিং এ পরিণত করছে! এই ছেলে, মেয়েগুলো ঠিক মত জানছেও না তারা কোথায় কি বসাচ্ছে? রোদ্দুর রায় করেছে, এক পক্ষ লোক নাচছে, আরেক পক্ষ খেপছে। বেশ আমরাও করি ! একটা সাবজেক্টের নলেজ লেভেলের দৃষ্টিভঙ্গি থেকেও এটা বিপজ্জনক! একটা শর্ট কাট মেথড, যেখানে বেশী না জানলেও চলবে!
রো.র রায় একটা হেটরেড কালচারের সূচক যেটা ভয়ংকর ডেঞ্জারাস। ছেলে, মেয়ে গুলো রবীন্দ্রনাথের গান জানতে পারল না। কিন্তু অবজ্ঞা করতে শিখল। অর্থাৎ কিছু না জেনেও কোনো বিষয়ে হস্তক্ষেপ করা যায় আবার এক পাল জনতাকেও ক্ষেপিয়ে দেওয়া গেল ছেলে মেয়েরগুলোর পিছনে। নিজে নিরাপদ দূরত্বে বসে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। শুনলাম ওর ইউ টিউব সাবস্ক্রাইবার নাকি ৩০ লাখ।
বিজেপি exactly এই strategyতে পলিটিক্স খেলছে। এক পক্ষের লোকের সঙ্গে আরেক পক্ষের লোকেকে ক্ষেপীয়ে দাও।
খুব অবাক হব না শুনলে যে রো.রা বিজেপির এজেন্ট। আমি কালও বলেছি রো র is basically an agency।
বাংলা গানে যারা পরিবর্তন এনেছিল তারা কেউ শর্ট কাট প্রেসেসে আসেনি। কবীর সুমনও নয়। বাংলা ব্যান্ড ও নয়। এরা সবাই ট্র্যাডিশনল বাংলা গান ভাল গায়, এক একজন লোক সংগীতের অথরিটি।
T | 14.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:১২434105
সে | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:০৯434104
একক | 14.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:০৮434103
সে | 162.158.***.*** | ০৮ মার্চ ২০২০ ১৫:০৮434102