এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৪430680
  • তিন আরো কত! যেমন ধরুন তেপান্তর। তিন প্রান্তর। তারপরে ধরুন ত্রিপুর, তিনটি পুর। যেমন ধরুন ত্রিগুণ, তিনটি গুণ। আবার ত্রিকাল, ত্রিলোক। ত্রিমাত্রা। এরকম কত! কথায় কথায় লোকে বলে তিনকূল। তিন বংশধারা। ঃ-)
  • একলহমা | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩১430679
  • @ s
    পূর্ণ সহমত।
  • একলহমা | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৪:২৭430678
  • ত্রি কি শুধুই শিবের? :-)
  • S | 108.162.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৪:১৯430677
  • সমস্যা হল যোগেন্দ্র যাদবের মতন লোকজন পলিটিক্সে গেলে বা আপে যে এক্সপেক্টেশান নিয়ে গেছিলেন, সেইধরনের পলিটিকাল পার্টি, পলিটিক্স, পলিসি, ডিসকোর্সের জন্য দেশ এখনও তৈরী নয়। ইউ গেট দ্য লীডার ইউ ডিজার্ভ।

    দেশের শিক্ষিতদের একটা বড় অংশ আরেসেস- বিজেপি- মোদি- শাহ- যোগীর সমর্থক। পাকিস্তানকে দেখে নেব, মুসলমানরা খুব বাড় বেড়েছে, কাস্ট সিস্টেম আসলে ভালো ব্যাপার এগুলোতে সম্পূর্ণ সমর্থন রয়েছে। এরা ভেবেছিল যে ইকনমি তো ভালো হবেই (এমনিতেই হওয়ার কথা) তার সাথে ৩৭০, মন্দির এইসবও হবে। এদের সবার হোয়াট্স্যাপ পড়ে মাথা খারাপ হয়ে গেছে, তা নয়। মাথা আগে থেকেই গরম হয়ে আছে, তাই হোয়াট্স্যাপে এত অন্ধ বিশ্বাস, মিথ্যা জেনেও সেগুলো গেলে আর ছড়ায়।
  • Atoz | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৪:১৩430676
  • ধন্যবাদ অরিন। যা বুঝলাম তা হল, নেত্র অর্থাৎ কিনা নী+ত্র, "বদ্ধ জীবকে যে ত্রাণ করে।" শিব। সত্য শিব সুন্দর।
    অনেক ধন্যবাদ।
  • :-3 | 172.68.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০৫430675
  • শুধু আপনার না, বহু ত্রি-র সঙ্গেই শিবঠাকুর জড়িত। বিল্বাষ্টকের প্রথম শ্লোকটাই তো তাইঃ
    त्रिदलं त्रिगुणाकारं त्रिनॆत्रं च त्रियायुधं
    त्रिजन्म पापसंहारम् ऎकबिल्वं शिवार्पणं
  • Amit | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৪:০৪430674
  • যোগেন্দ্র যাদব বা প্রশান্ত ভূষণ এর মতো লোকজন আমি আদমি পার্টি থেকে বেরিয়ে যাওয়া দুর্ভাগ্য, কিন্তু কি আর করা যাবে। ভালো লোক হলে ও যে তাদের মধ্যে ইগো ক্লাশে হবে না তা তো নয়। কেজরিওয়াল শুরু তে সব সময় ফাইটিং বা অনশন মোড এ থাকতেন, সেই এক মোড এ থাকলে আজকে তিনি জিতে ফিরতে পারতেন কি না বলা মুশকিল। সে পিকে হোক বা যার কথা তেই হোক, গত ৩-৪ বছরে আমি আদমি পার্টি যে গভর্নেন্স র দিকে নজর দিয়েছে, তার একটা যে পসিটিভ রেজাল্ট এসেছে , একজন সাধারণ , সেনসিবল নাগরিক সেটা দেখে অনেকের ই খুব ভালো লাগছে। অন্তত দিলিই তে কেজরি না এলে তার জায়গায় , বিজেপি চলে আসতো, তার থেকে অনেক ভালো অপসন।

    এতো বড়ো দেশে হাজার সমস্যা। সব সমস্যা নিয়ে সবাই লড়তে গেলে তো মুশকিল। সে তো কেজরিওয়াল এর হনূমান চালিশা পাঠ নিয়েও মিডিয়া আওয়াজ দিয়েছে। সফট হিন্দুত্ব বহুজনের মধ্যেই আছে, কিন্তু তার মধ্যেও অন্তত কেও যদি একটা ভালো, এফিসিয়েন্ট এডমিনিস্ট্রেশন দিতে পারে, তাই এই বাজারে মন্দের ভালো। অল্টারনেটিভ যা সব আছে, সে তো আরো খারাপ। নীতিশ কুমার বা পাটনায়েক কেও মনে করি ভালো এডমিনিস্ট্রেটর। দুর্ভাগ্য যে ওনারা বিজেপি র মতো একটা সাম্প্রদায়িক দলের সাথে আছেন, কিন্তু কি করা যাবে আর। সব একসাথে শোধরাবে না জীবনেও।

    এটাই স্বপ্ন দেখি যে কোনোদিন দেশে একটা সরকার আসবে, যে মিলিটারি র পেছনে রাফাল না গুঁজে সেই পয়সা স্কুল বানানোর কাজে লাগাবে, ইন্ডিয়া পাকিস্তান-বাংলাদেশ শ্রীলংকা জুড়ে EU র মতো একটা অঞ্চল তৈরী করবে, সর্বক্ষণ উদ্বাস্তু নিয়ে চিৎকার না করে, NRC / CAA নিয়ে আতঙ্ক না ছড়িয়ে, যুদ্ধবাজি না দেখিয়ে একটা প্রপার ওয়ার্ক ভিসা সিস্টেম চালু করবে যাতে লোকজন এই দেশ গুলোতে ফ্রীলি ঘুরে বেড়াতে পারে এবং কাজ করতে পারে। সেটা আমাদের জীবন কালে হয়তো হবে না, কিন্তু হয়তো একদিন হবে।
  • অরিন | 198.4.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৩430673
  • "হুঁ, দৃষ্টি। কিন্তু এইভাবে ভাগ করলেও বহির্দৃষ্টি আর অন্তর্দৃষ্টি দুটো ক্যাটেগোরি হচ্ছে। এমনি যে দুই চোখ, সেই দুটোই একই কাজ করছে, বাইরের দৃষ্টির ব্যাপারটা সামলাচ্ছে , তাদের আলাদা করে তাহলে আর দুই চোখ বলার তো দরকার থাকছে না।"

    নেত্র কথাটির যতদূর জানি একাধিক তাৎপর্য আছে। সংস্কৃত অভিধান অনুযায়ী নেত্র কথাটির মানে "guide " বা গুরু অর্থে ধরতে হবে (যেমন "চক্ষুরুন্মীলিতাং যেন তস্ময়ী (ভুল বানান) শ্রী গুরবে নমঃ")। তাই যদি হয়, এই আভিধানিক অর্থে সত্যি নেত্র দৃষ্টি বা চোখই বটে, বা একাধারে দৃষ্টি, ও চোখ (দেখা ও দেখানো, বৌদ্ধ দর্শনে পালি ভাষায় "স্পর্শ" অর্থে যেমন পস্স কথাটির ব্যবহার হয়, বা সালায়তন (বানান ভুল), অর্থাৎ ছটি ইন্দ্রিয় এবং তাদের "সেন্সরি inputs " ।

    - এদিক থেকে দেখলে "নেতা"ও একধরণের গাইড বটেই।
    - অন্তর বাহির যেদিক দিয়েই বিচার করুন, নেত্র অন্ধকার থেকে আলোয় যাবার অবলম্বন।

    তাহলে @অটোজ এর পুরোনো প্রশ্ন, তিনে নেত্র কথাটা কথা থেকে এসে থাকতে পারে ? দুয়ে নেত্র ই বা নয় কেন? এর একটা ব্যাখ্যা ২০১২ সালে জয়দেব সিংহের লেখা "শিবসূত্র" নামে একটি বইতে (১) দেখছি যেখানে তিনি লিখেছেন, নিরুক্তিক বা "etymological " সেন্স দিয়ে দেখলে নেত্র কথাটার আরেকটা মানে হতে পারে "নিয়ন্ত্রিতানাম ত্রানম ", অর্থাৎ বদ্ধ জীবের পরিত্রাতা। বইটার ১৯৭ পাতা থেকে তিনি যা লিখেছেন তুলে দিলাম,

    "Siva is called netra (lit. eye) not because He is the physical eye,but because it is He who through His grace reveals His concealed being to them who in turn towards Him. It is He alone who both conceals and reveals Himself "

    ত্রিনেত্র মনে করলে (আমার অন্তত) শিবের কথাটা প্রথম মনে হয়। সেই অর্থে তিনি নেত্র কথাটা এসে থাকতে পারে।

    (১) https://www.amazon.com/Siva-Sutras-Yoga-Supreme-Identity/dp/8120804074/ref=sr_1_1?keywords=9788120804074&linkCode=qs&qid=1581547934&s=books&sr=1-1
  • Atoz | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২৫430672
  • ভীষণ লাল সেই টিপ। রক্তচক্ষু হয়ে থাকেন আরকি। ঃ-)
  • :-() | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২০430671
  • ওমা, নেত্র তো তিনটিই। ডান, বাঁ আর দুই ভুরুর মাঝে। সব ঠাকুরদেবতাদেরই ছবিতে তেমনই দেখেছি। আমাদেরটা দেখা যায়্না বলে মায়েরা টিপ পরে বুঝিয়ে দেন। সিম্পুল!
  • Atoz | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০৩:০৬430670
  • বামপন্থী, দক্ষিণপন্থী আর মধ্যপন্থী দৃষ্টি অবশ্য হতে পারে। সেক্ষেত্রে একেবারে পরিষ্কার তিন। মতাদর্শ হিসেবে দেখলে।
    ঃ-)
  • Atoz | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫৯430669
  • হুঁ, দৃষ্টি। কিন্তু এইভাবে ভাগ করলেও বহির্দৃষ্টি আর অন্তর্দৃষ্টি দুটো ক্যাটেগোরি হচ্ছে। এমনি যে দুই চোখ, সেই দুটোই একই কাজ করছে, বাইরের দৃষ্টির ব্যাপারটা সামলাচ্ছে , তাদের আলাদা করে তাহলে আর দুই চোখ বলার তো দরকার থাকছে না।
  • একলহমা | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫৮430668
  • দেবর্ষি সারগী-র সেই যে গল্পটা! :-)
  • একলহমা | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫৫430667
  • তৃতীয় নেত্র অন্তর্দৃষ্টির জন‍্য‍। এগিয়ে নেওয়ার কথা না থাকতেও পারে, তাই না?
  • Atoz | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪৯430666
  • যদি চোখই বোঝাতে চাইতো, তাহলে এক দুই তিন চার ইত্যাদির সেই ছড়াটায় তো থাকতো " এক এ চন্দ্র, দুই এ নেত্র" ইত্যাদি, কিন্তু চোখ না, এমন কিছু বোঝাতে চেয়েছে যা তিনটে করে হয়।
  • একলহমা | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০২:৩৩430665
  • @Atoz

    হাঃ-হাঃ-হাঃ-হাঃ! আমার প্রিয় চরিত্র হচ্ছে আগাথার Mr Satterthwaite। আমি নেত্র বলতে দেখাটাই পছন্দ করি। :-)

  • সে | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০২:২৬430664
  • নেতা=নেত্র?
  • Atoz | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০১:৫৫430663
  • "নেত্র" এর জন্য আপনাদের সকলকে অনেক অনেক অনেক ধন্যবাদ। "তিনে নেত্র" যে কেন, এইবারে ভালো করে বুঝতে পারছি। তিনজন লীডার। ঃ-)
  • Du | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০১:৪৪430662
  • এস্টাব্লিশনেন্ট ডেমরা আবার পুরো অ্যান্টি বার্নি স্ট্যান্স নিয়ে নিয়েছে।
  • অর্জুন | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০১:৩৩430661
  • @g বাবু

    যোগেন্দ্র যাদব খুব সুন্দর বললেন 'We went to Aam Admi Party with a completely different set of expectations. The party that I joined sort to change the way politics is done to India, not merely to be one more successful political party. …….We were there to govern a new model of governance. We were there to change the way politics was done to the country. Unfortunately that did not happen.

    পরিষ্কার বললেন ‘We did not come out. We were thrown out for anti party activities.

    যোগেন্দ্র যাদবের মত লোক AAP র দুর্ভাগ্য কিনা জানিনা, কিন্তু দেশের লোকের সৌভাগ্য। তার মত একজন public political intellectual র খুব দরকার যিনি ৩৭০ ধারার রোধের বিরুদ্ধে বলতে পারবেন, নো এন আর সি মুভমেন্টের শরীক হতে পারবেন এবং বিজেপি'র থেকে হিন্দু ভোট ছিনিয়ে নেওয়ার রাজনীতিতে নামবেন না।
  • অর্জুন | 172.69.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০১:১৫430660
  • প্রণয় রায়, যোগেন্দ্র যাদব এবং শ্রীনিবাসন জৈনকে এক ফ্রেমে রসিকতা, আলোচনা করতে দেখলে যাকে বলে a treat to see all three together । This is actually called class ।
  • সে | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০১:১১430659
  • জারমানির কয়েকটা অ্যাসাইলাম কেসের সঙ্গে সরাসরি কাজ করেছি; ওখানে প্রচুর অ্যাপ্লিকেশন। কে কীভাবে পাড়ি দিয়েছে সেটা মুখ্য নয়, কেন এসেছে সেটা প্রমাণ করতে হয় আদালতে। প্রমাণ করতে হয় যে প্রাণের ঝুঁকি ছিল। ভালো থাকা পরা খাওয়ার জন্য কি অর্থাভাব — এগুলোর জন্য অ্যাসাইলাম দেয় না। একবার রিজেক্টেড হলে আর কনসিডার করে না কারণ এদের বায়োমেট্রিক ডেটা নেওয়া হয় আগেই। সেটা ডেটাবেসে থাকে। নাম পরিচয় বদলে এলেও ধরা পড়বে।
  • সে | 162.158.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৮430658
  • মহারাষ্ট্রে নাকি বাংলাদেশিদের ধরেছে খবরে শুনলাম।
  • সে | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৫২430657
  • “ নর্থ ইউরোপের দেশগুলোর নাগরিকদের দেওয়া ওয়েলফেয়ার পরিষেবা দেখুন। এগুলোর ফলে আম্মাদের সমাজের একটা দুর্বল অংশ সম্মানের সংগে বাঁচে এবং সমাজের জন্যে প্রোডাক্টিভ হয় । তাতে নীট যোগফলে সবার লাভ।”
    এটা একটু বুঝিয়ে বলুন।
  • S | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২৩:৩৮430656
  • এদিকে আবার শুনি যে রাজ্যে কাজ নেই বলে নাকি সবাই অন্য রাজ্যে চলে যাচ্ছে। আর বাংলাদেশ থেকে সবাই এই রাজ্যেই আসছে?

    কোলকাতায় যে অন্চলে আমাদের বাস, সেখানে ছোটবেলা থেকেই বাংলাদেশ থেকে কিছু কিছু লোক আসতে দেখেছি। ধরুন বছরে এক - আধটা ফ্যামিলি। সবই হিন্দু ফ্যামিলি। একগাদা পয়সা নিয়ে এসে জমি কিনে বাড়ি করে (এখন বোধয় ফ্ল্যাট) থাকে। কয়েকজন দোকান দেন। আমার তো মনে হয় যে এরা আসাতে অর্থনীতির উন্নতি হত।

    একবার একজন ছাতা সাড়াইয়ের লোক এসেছিলেন। তিনি মুসলিম ছিলেন বটে। বললেন যে তিনি এখানে কাজ করেন, কিন্তু আবার বাংলাদেশ ফিরে যান (রোজ হয়ত যান না)। মানে বাস ঐ দেশে, চাষ এই দেশে। ছাতার কাজটা খুব ভালো করেছিলেন।
  • S | 108.162.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২৩430655
  • এইযে যারা বেশি ট্যাক্স বেশি ট্যাক্স নিয়ে চেঁচায়, তারা হয় মূর্খ বা বজ্জাত। আমার ধারণা দুটই। আম্রিগার অর্থনীতির সবথেকে সুসময় তখন যখন ট্যাক্স রেট ছিল বেশি।

  • | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২৩:২০430654
  • "ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করার জন্যে ওপার বাংলার লাখ লাখ লোক কে রেশন কার্ড পাইয়ে দেবার ব্যাপার টা বলা যাবে? মমতার দল এই কাজ টাকে আরো বেশী বেশী করেছে।"

    ভোট দিতে পারা ভোটার হিসেবে ব্যবহৃত হওয়া মানুষদের সেন্সাসে দেখা যাচ্ছে না কেন? এই লাখ লাখ অর হোয়াটেভার নাম্বার ওপার থেকে আসা সত্ত্বেও পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার কমছে কী করে?
  • এলেবেলে | 14.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২৩:১৯430653
  • রঞ্জনবাবু, আপনার থেকে দুটো বিষয়ে বিস্তারে জানতে চাইছি। এক, ফ্রিবি কি সত্যিই ফ্যাক্টর হয়ে উঠল এই ভোটে? এই ফ্রিবি থাকা স্বত্ত্বেও আট মাস আগের লোকসভার ভোটে বিজেপি দিল্লিতে সবক'টা সিট পেল কেন? দুই, ম্যানুয়াল স্ক্যাভেঞ্জারদের মৃত্যু ও দিল্লি সরকারি পরিবহণের আর্থিক হাল নিয়ে এই অধমকে আপনি যদি দু'পহা দেন।

  • r2h | 162.158.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২৩:১০430652
  • তা, তথ্য তো তোমার কাছেও নেই। তথ্য ছাড়াই লাখ লাখ বলে দিলে?
    এই তথ্য ছাড়া বলা ও তা বিশ্বাস করার জোরেই তো বিজেপির এই রমরমা ও ক্যা ইত্যাদি।

    (ডিঃ লাখ লাখ কেন, কোটি কোটি লোক যদি আসা যাওয়া শুরু করে নিজেদের মত এবং তাতে বর্ডার টর্ডার উঠে যায় তাতে আমি খুব আনন্দ পাবো। কিন্তু ঠিক
    ওরকমটা হয়নি।)
  • রঞ্জন | 14.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২০ ২৩:০৪430651
  • সবাইকে বলছি । মেরুকরণ একদিনে হয়নি। অনেকগুলো অর্ধসত্য এবং গুল্প বহুবার শুনতে শুনতে ধীরে ধীরে আমাদের মানসে শেকড় গেড়ে বসেছে। এনিয়ে ফ্যাসিবাদ, ভুমন্ডলীকরণ, কর্পোরেটরাজ বলে বুকনি ঝাড়লে সেটা হবে দীক্ষিতদের মধ্যে বিদ্যে ফলানো। দরকার আম জনতার মধ্যে ডায়লগের মাধ্যমে এইসব ফলস ন্যারেটিভের বেলুন ফাটানো এবং দৈনন্দিন জীবনের সঙ্গে এইসব গুল্প এবং আর্থিক নীতিগুলো কীভাবে জড়িয়ে আছে সেটা এক্সপোজ করা।

       যেমন, ১ লাখে লাখে শরণার্থী এবং 'অনুপ্রবেশকারী'। যেটা নিয়ে মাত্র কথা হয়েছে।

       গুল্প   ২ ঃ কেজরিওয়াল ফ্রীবিজ দিয়ে জিতেছে, ফলে খেটে খাওয়া মানুষের আত্মসম্মান বিক্রি হচ্ছে। আম্মাদের ট্যাক্সের পয়সায়--। এটা নিয়ে কিছু বলা দরকার।

                         প্রথমতঃ ২০০ ইউনিটি অব্দি বিজলি এবং ১০০০ লিটার অব্দি জল ফ্রি, এর বেশী উঠলে অবশ্যই বিল আসবে।  দ্বিতীয়তঃ এসব করেও কেজরির এবছর সারপ্লাস বাজেট, যদিও পাঁচবছর আগে ছিল ত্রিশহাজার কোটি টাকা, এবারে ৬০ হাজার কোটি ।কারণ ওরা রেভিনিউ কালেকশন বাড়িয়েছে।

                    দ্বিতীয়তঃ এটা ভুল প্রচার এবং মধ্যবিত্তের মিথ্যে অহংকার যে আমরা ট্যাক্সো দিই আর সেই পয়সায় গরীবের মোচ্ছব হয় । আমরা দিই ইনকাম ট্যাক্স এবং অল্প কিছু ডায়রেক্ট ট্যাক্স--প্রপার্টি গিফট  ক্যাপিটাল গেইন ইত্যাদি। কিন্তু সমস্ত গরীব মানুষ দেয় ইনডায়রেক্ট ট্যাক্স, বিভিন্ন উপভোগ বস্তু এবং পরিষেবা ক্রয়ের মাধ্যমে। খাবারদাবার ্‌ বাস ট্রেনের টিকেট, ওষুধ পত্তর, বাড়িভাড়া, জামাকাপড়, সাবান তেল, সিনেমার টিকেট ইত্যাদি।

                          আর সরকারের সমস্ত রেভিনিউয়ের ১৬ থেকে ২০ % আসে আয়কর থেকে, বাকসে৮০% ইনডায়রেক্ট ট্যাক্স (জিএসটি ইত্যাদি)। কাজেই এটা বাজে কথা যে গরীবেরা সরকারের বোঝা, মুফতখোর!! এই বাজে কথাটা মিডিয়ায় খুব চলছে। এখানে বাঙালী মধ্যবিত্তের দেখি সেই আস্ফালন! কেজরি ওসব পার্টির ফান্ড বা নিজের পকেট থেকে দিক। আমাদের পয়সায় চলবে না । হুঁ হুঁ বাবা!

                  অথচ মোদিসরকারের উজ্বলা যোজনা, কৃষকদের আকাউন্টে ডায়রেক্ট ৬০০০ ট্রান্সফার, আয়ুষ্মান ভারত যোজনায় গরীবের ফ্রি চিকিৎসা এবং ২ টাকা দরে চাল -- সবই একই ব্র্যাকেটে পড়ে ।

      এসবই ওয়েলফেয়ার গভর্ন্মেন্টের অবশ্য কর্তব্য। নর্থ ইউরোপের দেশগুলোর নাগরিকদের দেওয়া ওয়েলফেয়ার পরিষেবা দেখুন। এগুলোর ফলে আম্মাদের সমাজের একটা দুর্বল অংশ সম্মানের সংগে বাঁচে এবং সমাজের জন্যে প্রোডাক্টিভ হয় । তাতে নীট যোগফলে সবার লাভ।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত