এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • নির্জন বনপথ 

    Aditi Dasgupta লেখকের গ্রাহক হোন
    ০১ ডিসেম্বর ২০২৫ | ৩০০ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • আহা! নির্জন সেই বনপথ। সে পথের শেষে এক আলোজ্বলা বাড়ি। পথের কথায় আবার বাড়ি কেন? ওমা! পথ তো পথ হয় কোথাও একটা পৌঁছে দিতেই! তাও জানোনা? আহা! পথের শেষে বাড়িটি! 
     
    দুটি সিঁড়ি আছে সে বাড়ির। বারান্দায় হলুদ আলো, দুর্বল হলেও কেমন তার মায়া মাখা আমন্ত্রণ! বেশী উজ্জ্বল হলে তাকে বুঝি উদ্ধত লাগতো! কারণ, সে তখন সেই বনপথের  নরম ছায়াময় আব্রুর সম্মান রাখতোনা। সে উপদ্রব হত। কিন্তু এ বাড়ি তা নয়। নির্জন বনপথই যেন পৌঁছে দেয় সেই বাড়িতে। আহা! সে পথটি!
     
     সে বনপথটি! জ্যোৎস্না মেখে হাসি হাসি, কিংবা, কেবল তারার আলো মেখে রহস্য-স্মিতা! হিম ওড়না গায়ে জড়ালে সে আর যেন তোমায় এগোতে দেয়না সামনে! আসলে তারও তো একটু ইচ্ছে হয় লুকোচুরি খেলতে কারো সাথে! একলা বনপথটি আহা! একসময় ঠিক সে তোমায় পৌঁছে দেবে সেই আলোজ্বলা বাড়ির দ্বারে। একটু সময় দিও শুধু তাকে।একটু ধৈর্য ধরো।
     
    এ পথে সাত সকালে এসোনা। সে একটু ঘুমোয় তখন। ভর দুপুরে এসোনা। তার লজ্জা করে। বেলা পড়লে রওনা দিতে পারো। তবে তাড়াহুড়ো কি ভালো?  তাকেও তো নিজেকে গুছিয়ে নিতে হয়, সাজতে হয়!  তোমার জন্যেই না হয় একটু সুগন্ধ মাখবে সে! হয়তো বুনো জুঁই, হাসনুহানা? হিমের ছাতিম? রোদের মহুল? কিংবা ধরি বুনো গোলাপ? লাইল্যাক কারো জন্যে? সময় দিও ওকে একটু।  নির্জন বনপথটি আহা! 
     
    বেলা পুরোপুরি শেষ হবার আগেই যদি এসে পড়, তাহলে বাড়িতে তেমন কাউকে নাও পেতে পারো। হয়তো টেবিলের উপর কোনো হাসিমুখ ছবিতে কমলা লেবু রোদ গড়িয়ে যাবে তখন।একটা টিকটিকি টিকটিক করবে হয়তো পাশে। রাত যত বাড়ে ততই লোক জমতে থাকে। তবে গুটি দুই চার দুরন্ত দুস্টু, সময় হবার আগেই, জোর করে এসে পড়ে বড্ড ঝামেলা লাগায় মাঝে মাঝে এই আলোজ্বলা বাড়িতে! ওদের আনতে চায়নি বনপথ। কখনো আনতে চায়না! 
     
    এ পথ কিন্তু ভারী লাজুক। একে ওকে সাথে ডেকোনা! তার চাপ হয়, এলোমেলো হয়ে যায় সে! প্রত্যেকের সাথেই তার কানে কানে কথা। প্রত্যেককেই সে ঠিক ঠিক পৌঁছে দেয় তার তার আলোজ্বলা বাড়িতে। তারপর লুকিয়ে পড়ে। বাড়ির দরজা খুলে যায়। হাসি মুখে দুয়ারের মানুষকে ভিতরে ডেকে নেয় তারা সব্বাই--- যারা তার আগেই পৌঁছে গেছে।
     
    তাই পরে যাওয়াই বোধহয় ভালো।
    আহা! নির্জন সেই বনপথ!  

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রীমল্লার বলছি | ০৪ ডিসেম্বর ২০২৫ ২১:১৮736429
  • যেন কবিতা পড়লাম। 'যেন' নয়, কবিতাই পড়লাম। আরও আরও লিখুন! 
  • Aditi Dasgupta | ০৪ ডিসেম্বর ২০২৫ ২৩:২৩736433
  • ধন্যবাদ শ্রীমল্লার।
  • kk | 2607:fb91:4c8c:e047:f576:37ea:79a6:***:*** | ০৫ ডিসেম্বর ২০২৫ ০১:৪৭736437
  • আমার মনে হলো যেন পরীদের গল্প।
  • :|: | 2607:fb90:bd19:971:7048:927e:a815:***:*** | ০৫ ডিসেম্বর ২০২৫ ১০:৪০736438
  • আমার মনে হলো এপার থেকে ওপারে যাবার কথা। বনপথটি বৈতরণী নদীর মতো। 
  • dc | 2401:4900:7b82:69c:20c8:9f03:25dd:***:*** | ০৫ ডিসেম্বর ২০২৫ ১১:১২736440
  • আমার মনে হলো সিলফেনদের পথের কথা। এই পথে যে চলে সেই ঠিক করে পথ তাকে কোথায় নিয়ে যাবে। একসাথে অনেকে চললেও যাত্রীরাই ঠিক করে তারা পরষ্পরকে দেখা দেবে, নাকি একলা পথ চলবে। এই পথ সীমাহীন, সময়হীন। 
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৫ ডিসেম্বর ২০২৫ ১১:৩১736441
  • আহা! 
    (আর কিছু বললে কোলাহল করে ফেলতে পারি। তাই ... )
     
    *******
    শ্রীমল্লারকে ধন্যবাদ লেখাটি তুলে আনার জন্য।
  • | ০৫ ডিসেম্বর ২০২৫ ১২:২০736445
  • বাহ রে। 
  • শ্রীমল্লার বলছি | ০৫ ডিসেম্বর ২০২৫ ১২:২৫736446
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৫ ডিসেম্বর ২০২৫ ১১:৩১
     
    না না, ধন্যবাদ দিতে হবে না। এই লেখাটি, ০১ ডিসেম্বর ২০২৫ এ লেখা তো! এখনও তো বেশি বয়েস হয়ইনি লেখাটার। তবে হ্যাঁ, পুরনো অনেক লেখাই আমি খুঁজে খুঁজে পড়ি, মন্তব্যও করি। আসলে, সত্যি বলতে, পুরনোর প্রতি আমার এক অদ্ভুত নেশা আছে। ভাললাগা আছে। ভালবাসা আছে। কিন্তু তাসত্ত্বেও পুরনোর থেকে কেবলমাত্র নতুনটুকুকেই তুলে নিই। ওইটুকুই চাই, ওইটুকুই! 
  • কুট্টি | 2402:3a80:4318:d88b:778:5634:1232:***:*** | ০৮ ডিসেম্বর ২০২৫ ১২:১৫736509
  • অলংকৃত বনপথ অদ্ভুত সুন্দর। কাহিনীর জন্য উন্মুখ রইলাম 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন