এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • রিঙ্কু তরফদার আত্মঘাতী হয়েছেন 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ২৩ নভেম্বর ২০২৫ | ৪৩০ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • রিঙ্কু তরফদার আত্মঘাতী হয়েছেন। তিনি ছিলেন একজন বিএলও। সমাজমাধ্যমে তাঁর সুইসাইড নোট ভাইরাল। খুব স্পষ্ট করে লিখেছেন, "আমার এই পরিণতির জন্য নির্বাচন কমিশন দায়ী"। সুইসাইড নোটটা আমি যাচাই করে দেখিনি, কিন্তু বিএলওরা যে অমানুষিক চাপে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এদিক-ওদিক তাকালেই দেখা যায়, তাঁদের আর্তনাদ। একমাসের জায়গায় সময়সীমা আরও কমিয়ে দেওয়া হয়েছে, যে অ্যাপ দেওয়া হয়েছে অর্ধেক সময় বন্ধ থাকে। মোবাইল দিয়ে হবে ডেটা-এনট্রি। এক কথায়, তাঁদের ঢাল-তরোয়াল ছাড়া নামিয়ে দেওয়া হয়েছে অ্যাম্ফিথিয়েটারে। ঢাল-তরোয়াল পরে আসবে, আগে তো যুদ্ধটা করে নিন, এই বলে। আর গোদি মিডিয়া প্রচুর-চিয়ারলিডার সহ মাইক ফুঁকে বলিউডি গান বাজাচ্ছে "লড় লড়"। যাঁরা লড়ছেন তাঁরাই শুধু জানেন, ঢাক পিটিয়ে বড়কত্তাদের অপদার্থতা ঢাকার জন্য স্রেফ বলির পাঁঠা করা হচ্ছে তাঁদের।

    বিএলওদেরই যদি এই অবস্থা হয় তো ভোটার-লিস্টিতে যাঁদের নাম উঠবে বা উঠবেনা, তাঁদের তাহলে কী অবস্থা? আরও কয়েকধাপ নিচে। স্রেফ হাত-পা বেঁধে হাঙর-কুমীরের মধ্যে ফেলে দেবার মতো। নামের ভাষা পরিবর্তন নাকি এআই দিয়ে করা হয়েছে, তাতে অজস্র ভুল। বাঙালির নাম এ অথবা ও দুই দিয়েই লেখা যায়, একই পদবী দুইরকম বা তিনরকম ভাবে লেখা যেতে পারে, গোবলয়ের অ্যাপ সে খবর রাখেনা। যাঁদের নেট নেই, ২০০২ এর তথ্য কোথায় পাবেন জানেন না। তাতে ভুল থাকলে কী লিখতে হবে জানেন না। এবং সবার শেষে তাড়াহুড়ো করে বিএলও রা কী তুলবেন, কটা ভুল হবে কেউ জানেন না।

    লোকে আতঙ্কে কাঁটা। সেটা ঢাকতেই গোদি-মিডিয়া ঢোল বাজাচ্ছে, নানা তালে নানা ছন্দে। নাকের বদলে নরুণ, এসআইআর কী দারুণ। এটা হল প্রাথমিক ছন্দ। তার উপর আছে, চলে যাচ্ছে দেশ ছেড়ে, মুসলমানরা বর্ডারে। এর চেয়ে অসভ্য বর্বর জিনিস হওয়া কঠিন। ব্রিটিশদের বর্ণনায় এইরকম সতীদাহের বর্ণনা পাওয়া যায়। চিতার আগুনে বাঁশ দিয়ে চেপে ধরে রাখা হয়েছে এক তরুণীকে। তার চামড়া পুড়ছে, শরীর পুড়ছে, ফেটে যাচ্ছে খুলি, সে পরিত্রাহী চিৎকার করছে। আর সেই চিৎকার কারো কানে যাতে না পৌঁছয়, তাই সমস্বরে বাজছে কাঁসর ঘন্টা। এ বর্ণনা সতীদাহের ক্ষেত্রে সত্যি হোক বা মিথ্যে, গোদি-মিডিয়ার ক্ষেত্রে একদম খাপে খাপ।

    গোদি মিডিয়া অবশ্য আরও একধাপ এগিয়ে। এরা গণহারে কম্মটি সম্পন্ন করছে। তার জন্য দরকার বিরাট বিরাট ঢাকঢোল, বিরাট দালালবাহিনী। আর শুধু যারা মরছে তারা নয়, অন্য কেউ যাতে না বলতে পারে, তারও ব্যবস্থা করে চলেছে। এই আমাকেই ব্লক করার ব্যবস্থা করেছে ফেবু থেকে। লক্ষ্যটা পরিষ্কার। যারা চিল্লাবে সবাইকে আলাদা-আলাদা খোপে পুরে ফেলা হবে। তারপর বাইরে সমস্বরে ঢাকঢোল বাজানো হবে, বাংলাদেশী-বাংলাদেশী বলে। সেই ঢোলে হাতি নাচবে, ঘোড়া নাচবে, বুর্দ্ধিজীবী নাচবে, দালাল নাচবে। এক-আধজন রিঙ্কু তরফদারের কথা এক আধবার ভেসেও উঠবে। কিন্তু তার চেয়ে যেন বেশি কিছু না হয় সে ব্যবস্থা করা হবে।

    আসুন, এই পুরো চক্করটা ভাঙি। এই মুহূর্তের কাজ ওটাই।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:e1ce:2742:668b:***:*** | ২৩ নভেম্বর ২০২৫ ০৯:০৯736043
  • জরুরী লেখা 
  • | ২৩ নভেম্বর ২০২৫ ০৯:৫৭736045
  • কী করে ভাঙবো? 
    আমার নাম ২০০২ এর লিস্টে আছে, বাবার নামকে স্বামী করে রাখা। বিএলও দিদির কথায় (এবং ইসির নির্দেশিকা অনুযায়ী) আমাকে ওটাই বাঁদিকের নীচের কলামে লিখতে হবে।  গতবার অত সময় নিয়ে করে এইসব করে । আবার ভুল দেব জেনেশুনে আবার ভুল তুলবে। এরপরে এটাকে স্ট্যান্ডার্ড ধরে আবার ভুল আসবে...  নেভার এন্ডিং প্রসেস। 
    আবার যদি ঠিক করে দিই তাহলে নাম না ওঠার চান্স। 
  • একক | 2409:4060:2d19:a3aa::1dca:***:*** | ২৩ নভেম্বর ২০২৫ ১১:২৯736047
  • আমিও বাংলায় শুন্যস্থান পুরন করেচি। তারপর শুনলুম বাংলা ওসিয়ার যুক্তাক্ষর বিষয়ে বিশেষ অজ্ঞ।  তা যদি হয় তো আবার সালা হ্যারাসমেন্ট। 
     
    আবার,  ফরমে লেকা আচে, আধার অপশনাল। আমিও দিইনি। ইদিকে বিএলও এসে বাড়িতে বুঝিয়েচে না না আধার ও লাগবে। হাবিজাবি ভয় দেখিয়ে বুড়ো বুড়ির থেকে আধার নং নিয়ে গ্যাচে। তার ও ব্রেন ওয়াশড আর কী!  
     
    মানে, টোটাল ক্যাও!  এরমধ্যে কিছু শোরের্ছানা সোশ্যাল মিডিয়ায় উল্লাস কচ্চে, বিএলোদের সাফারিং দেকে। অন্যের ক্ষতি হতে দেকে এতো উল্লাস!   
  • প্রবীরজিৎ | 2401:4900:882a:5b07:756d:84d6:1100:***:*** | ২৩ নভেম্বর ২০২৫ ১২:৫৯736049
  • আমি তো কয়েক হাজার ভোটার আর বেশ কয়েকটা স্কুল খুঁজে 2002 এ আমার নাম খুঁজে পেলাম। আমার আগেকার বাস স্থানের আসে পাশে অনেক স্কুল। এদ্দিন পর মনে করতে পারছি না ঠিক কোন স্কুলে ভোট দিয়েছি। 
     
    এরপরের কেলো 2025 সালের ভোটার লিস্টে নাম খুঁজে বার করা। সেটা সহজে বেরোলো। এপিক দিয়ে খুঁজে। কিন্তু 14 বছর যাদবপুরে থাকি সেটা টালিগঞ্জ ভোট কেন্দ্রের অংশ। আমার ভোট কেন্দ্র ঝিল রোডের একটা স্কুল দেখাচ্ছে। অনেক বার পাসপোর্ট আধার কার্ড দিয়ে ফরম 8 পূরণ করেছি। কিন্তু 2011 তে যেখানে থাকতাম সেখানেই নাম রেখে দিয়েছে। ওখানে ভাড়া থাকতাম। আমায় উচ্ছেদ করে ফ্ল্যাট বেচে দিয়েছে। বি এল ও সেখানে আমায় পাবে কি করে? আমি ইন্টারনেট থেকে ওনার ফোন নম্বর যোগাড় করে ফোন করে এক চায়ের দোকানে গিয়ে ফরম আনলাম। সেই ফর্মে আমার নতুন ঠিকানা আর পুরোনো ভোট কেন্দ্র দেওয়া। ওটাই ফিল আপ করে আরেক দিন আরেক চায়ের দোকানে রাত ন টার সময় দিয়ে এলাম। এরপর কি হবে জানি না। আমি অনলাইনে কিছু করতে পারছি না কারণ একবার ফরম 8 ফিল আপ করেছি (ঠিকানা পরিবর্তন করতে) তাই আর নিচ্ছে না আমার এপিক নম্বর আর ফোন নম্বর লিংকিং। কি অদ্ভুত ব্যবস্থা
  • Anindya Rakshit | ২৩ নভেম্বর ২০২৫ ১৯:৩৬736056
  • এই অর্গ্যানাইজড ক্রাইম আসলে ইতিহাসের পুনরাবৃত্তি। এই চক্কর ভাংতে হলে জনগণের বৃহত্তর অংশের সক্রিয় অবদান প্রয়োজন। কিন্তু কার্যক্ষেত্রে এর বিপরীত পরিস্থিতি লক্ষ করা যাচ্ছে। এটাই বিপজ্জনক। কিছুটা হতাশাব্যঞ্জকও বটে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন