এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • জুনিয়ার ডাক্তারদের প্রতি 

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ০৮ অক্টোবর ২০২৪ | ৬৮৭ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • জুনিয়ার ডাক্তাররা এবার অনশন তুলে নিন। আমার উৎসব-টুৎসব নেই, পুজোয় গা চুলকোয়, কিন্তু তার পরেও, পুজোয় কেউ না খেয়ে-দেয়ে বসে আছে ভাবতে ভালো লাগেনা। এর কোনো মানেও নেই আর। সিবিআইয়ের প্রাথমিক চার্জশিট এখনও দেখিনি, ধরে নিচ্ছি সূত্র বলে মূল পয়েন্টগুলো যা লেখা হচ্ছে, সেগুলো বানানো নয়। সেগুলো সত্যি হলে, জুডাদের অনেকগুলো দাবীরই আর কোনো মানে নেই। স্বাস্থ্যসচিবের পদত্যাগের দাবী তো অবান্তর বটেই, পুলিশ কমিশনারেরটাও। সবই যদি ঠিকঠাক হয়ে থাকে, তো পদত্যাগ কীসের। মুখ্যমন্ত্রী সব মেনে নিলেও এইসব নিয়ে প্রশ্ন উঠবে এবার, যে ফালতু হট্টগোল বাধানোর জন্য এসব হল কিনা। এড়ানোর কোনো উপায় নেই।

    সিবিআইয়ের কাছে সুবিচারের দাবীটা অবশ্যই খুবই ভ্যালিড। এখনও। আমার খুবই সন্দেহ সিবিআই একটি অপদার্থ এজেন্সি। এখন শুনছি, এটা সবারই সন্দেহ, কিন্তু এইটা বলার জন্যই অ্যাদ্দিন চটিচাটা ইত্যাদি গালাগাল শুনেছি। নতুন কিছু না, বঙ্গীয় শিক্ষিত সম্প্রদায়ের বুদ্ধির দৌড় এরকমই, অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে সন্দেহ প্রকাশ করাতেও তাঁরা মারতে এসেছিলেন। তো যাই হোক, বিচারবিভাগীয় তদন্ত হলে ভাল হত, কিন্তু বিকাশবাবু সব জেনেই সিবিআইয়ের হাতেই তদন্ত তুলে দিতে চেয়েছেন, হাইকোর্ট রাজিও হয়েছে, কী আর করা যাবে। এখন একটা জিনিসই করা যেতে পারে, তাদেরকে চাপ দেওয়া, যেটা গোড়া থেকে বলে আসছি। সিবিআইয়ের কাছে নিয়মিত আপডেট চাওয়া। ফাঁক-ফোকর আছে কিনা খতিয়ে দেখা। প্রশ্ন করা। এটা গোড়া থেকেই করে চলেছি। আরও করব। আপনারা এই কাজটায় যোগ দিলে, জোর বাড়ে। কিন্তু গুজব রটিয়ে গণ উন্মাদনা তৈরি করলে বিচারটাকেই গুবলেট করে দেওয়া হয়। কিছু লোক কিছু একটা সন্দেহ করছে বলেই তো কাউকে ধরে ফাঁসি দিয়ে দেওয়া যয়না। সেটা শুধু শিশুসুলভ না, কারণ, ওই পটাশপুরের গণপিটুনির মতোই ভয়াবহ। খালি একটু পালিশ আছে উপরে। এ অবশ্য আজকের ব্যাপার না। টিভি বলে একটা নতুন কল হয়েছে। সেখানে মুখ দেখানোর লোভ সামলানো কঠিন। সেই তরুণ তেজপাল, শিনা বোরা, সুশান্ত রাজপুত হয়ে, এই পর্যন্ত, মুখ দেখিয়ে খাপ বসানো, এবং বিচার শেষ করে ফেলাটা বিশিষ্টজনেরা অভ্যাস করে ফেলেছেন। নিজেদের নয়, মূলত কর্পোরেট অ্যাজেন্ডাই পূরণ করেন। এর একটাও গণপিটুনির চেয়ে কম ভয়াবহ না। কাজেই ওই রাস্তায় যাবেন না। তদন্ত এবং বিচারের জন্য একটা প্রক্রিয়া দরকার। দীর্ঘমেয়াদি। ইনস্ট্যান্ট নুডলসের মতো ইনস্ট্যান্ট জাস্টিস হয়না।

    এটুকুই না। আপনাদের দাবীতে আরও কিছু সমর্থনযোগ্য বস্তু আছে। যেমন রেফারাল সিস্টেম একটা। এর চেয়ে যৌক্তিক দাবী খুঁজে পাওয়া মুশকিল। দুর্নীতির বিরুদ্ধে লড়াই একটা। সেটা বেসরকারি দুর্নীতি অবধি টেনে নিয়ে গেলে, জেনেরিক ওষুধের পক্ষে দাঁড়ালে, একটা মডেল 'সকলের জন্য স্বাস্থ্য' ব্যবস্থার দাবী করলে, তার পক্ষে না দাঁড়ানোর কিছু নেই। দাঁড়াবও। কিন্তু এর জন্য তো অনশনের মতো চরম রাস্তা নেবার দরকার নেই।

    আপনাদের পরামর্শদাতা কারা জানিনা। আশা করি সুবর্ণ গোস্বামী, কুনাল সরকার বা নারায়ণ ব্যানার্জির মতো লোকজন নন। বা তথাকথিত বিপ্লবীরাও নন। হলে খুবই মুশকিল, কারণ, প্রত্যেকেরই নানা অ্যাজেন্ডা আছে। একটা খুব চালু পদ্ধতি তো চোখেই পড়ছে। যে কোনো মূল্যে রাষ্ট্রীয় আক্রমণকে ডেকে আনা। তাতে হইচই হয়। ওসবের ফাঁদে পড়বেন না। এদের বড় আন্দোলন কেন, একটা ঠেলাগাড়ি চালানোরও অভিজ্ঞতা নেই। অন্তর্দৃষ্টির কথা তো বাদই দিলাম। আপনাদের নিজেদের কোনো অ্যাজেন্ডা আছে কিনা জানিনা। থাকলেও অসুবিধে নেই। আমি পুরোনো ঘরনার লোক। অ্যাজেন্ডাকে সমর্থন বা বিরোধিতা করি, কে তাতে কিছু এসে যায়না। যে দাবীগুলো বললাম, সেগুলো নিয়ে লড়লে অবশ্যই সঙ্গে লোকজন পাবেন। কিন্তু গুজব ছড়িয়ে সস্তায় কিস্তিমাত করতে চাইলে সেটার বিরুদ্ধেও বলতে হবে। তিলোত্তমার সুবিচার তো কারো রাজনৈতিক অস্ত্র হতে পারেনা। হতে দেওয়া হবেনা। ফ্যাক্ট নিয়েই কথা বলতে হবে। তাতে ৫০০ টা ট্রোল বা ৩০০ টি গুলবাজ কী বলল কিছু এসে যায়না।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দীপ | 2402:3a80:4314:6d55:678:5634:1232:***:*** | ০৮ অক্টোবর ২০২৪ ০৭:৩২538311
  • আহা চটির কি মহিমা!
  • দীপ | 2402:3a80:4314:6d55:678:5634:1232:***:*** | ০৮ অক্টোবর ২০২৪ ০৭:৩৫538312
  • ভোর হোলো, দোর খোলো
    খোকন সোনা ওঠো রে,
    সামনে আছে হাওয়াই চটি
    ভালো করে চাটো রে।
  • দীপ | 2402:3a80:4314:6d55:678:5634:1232:***:*** | ০৮ অক্টোবর ২০২৪ ০৭:৩৬538313
  • ভারতে কোনোদিন কিছু হয়নি। শিখদাঙ্গা হয়নি, বোফর্স হয়নি, বাবরি হয়নি, গুজরাট দাঙ্গা হয়নি। পশ্চিমবঙ্গে মরিচঝাঁপি হয়নি, সিঙ্গুর-নন্দীগ্রাম হয়নি। অম্বিকেশ-শিলাদিত্য হয়নি, কামদুনি হয়নি!
     
    সব গুজব!
  • Sambuddha Bisi | ০৮ অক্টোবর ২০২৪ ০৮:২৪538317
  • জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলাকালীন তৈরি হওয়া কোনো পেজ থাকলে তার লিংক পেলে ভালো হয়। শুনানি বা চার্জশীট এইসব নিয়ে তাদের বক্তব্য সাধারণ লোক চাইলে এক জায়গায় পায়, বিভ্রান্তি কিছু কমে।
  • dc | 2402:e280:2141:1e8:7df1:da8d:5ba5:***:*** | ০৮ অক্টোবর ২০২৪ ০৮:৩২538318
  • সকাল সকাল বাছুরটা খড়ের সন্ধানে এসে লাফালাফি শুরু করে দিয়েছে laugh
  • হিজি-বিজ-বিজ  | 2603:8000:a403:4186:61e9:f2b9:b7ec:***:*** | ০৮ অক্টোবর ২০২৪ ০৯:২০538319
  • এসে একগাদা নেদে গেল।
  • সৃষ্টিছাড়া | 103.85.***.*** | ০৮ অক্টোবর ২০২৪ ১০:০৩538320
  • অপদার্থ 
    চটি চুইংগাম 
  • Guru | 2409:4060:2d94:7e53:166d:76fd:ce70:***:*** | ০৮ অক্টোবর ২০২৪ ১১:১১538322
  • আপনার বক্তব্যের সঙ্গে একমত সৈকতবাবু l পুজোর শুভেচ্ছা রইলো l
  • Ranjan Roy | ০৮ অক্টোবর ২০২৪ ১২:৩১538324
  • সৈকতের স্রোতের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসকে কুর্ণিশ।
     
    যাঁরা বক্তব্যকে কাউন্টার করার বদলে কেবল ব্যক্তি আক্রমণ করছেন বা গাল পাড়ছেন তাদের চিন্তার দৈন্য নিয়ে কিছু বলার নেই। 
  • Dr.Mihir Choudhury | ০৮ অক্টোবর ২০২৪ ১৭:১০538325
  • সৈকতবাবু তিলোত্তমার বিচার চেয়ে পথে নামা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পিছনে অ্যাজেন্ডা খুঁজেছেন। ঠিকই করেছেন। দশক্লাস পাস কুণাল ঘোষও আপনার মতই অ্যাজেন্ডা খুঁজেছেন।
     
    আশা করি সৈকতবাবুর চটিচাটা সার্থক হবে এবং কিছু না হোক বঙ্গশ্রী খেতাব মিলে যাবে পারিশ্রমিক হিসাবে।
  • kk | 172.58.***.*** | ০৮ অক্টোবর ২০২৪ ২০:০৪538326
  • কোনো লেখকের বক্তব্যের সাথে মতে না মিললেই কেবল ঐ একই "চটি চাটা" "চটি চাটা" বলে যাওয়া এবার সত্যি ক্লান্তিকর হয়ে গেছে। আপনার মত, দৃষ্টিভঙ্গী আলাদা হতেই পারে। সেটা স্পষ্ট করে লিখুন না। পড়তে আগ্রহী থাকবো। নেটে কারুর মুখোমুখি হতে হয়না বলে যতখুশি রুড হবার লাইসেন্সটা নাই নিলেন।
  • Ranjan Roy | ০৮ অক্টোবর ২০২৪ ২১:৪২538327
  • এজেন্ডা খুঁজছেন আবার কী? ডাক্তারদের তো স্পষ্ট এজেন্ডা রয়েছে -- বেশ কয়েক দফা।
    প্রশ্ন সব আন্দোলনের একটা অভিমুখ একটা গন্তব্য থাকে।
    তার সঙ্গে সময় এবং প্রেক্ষিতের সমন্বয় না হলে এজেন্ডা ক্রমশঃ তার যৌক্তিকতা হারায়।
    আপনি গালমন্দ নাকরে পয়েন্ট ধরে ধরে কাউন্টার করুন, আমরাও ঋদ্ধ হুই।
    আর দরকার স্বচ্ছতা।
    ১) পোস্ট মর্টেম কি জুনিয়র ডাক্তারদের দাবি মেনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয়েছিল?
    ২) তাতে কি পাঁচজন মহিলা ডাক্তার উপস্থিত ছিলেন?
    ৩) শেষে কি জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে পাঁচজন 'সন্তোষজনক' বলে সাইন করেছিলেন?
    ৪) অভয়ার বাবা-মা উপস্থিত ছিলেন?
    ৫) কাকা সম্পর্কীয় কেউ অনুমতিতে হস্তাক্ষর করেছিলেন?
    ৬) ওই কামরার সংগ্লগ্ন যেদেয়ালটি ভেঙে ফেলা হয়, সেটা কি ডাক্তারদের দাবি মেনে হয়েছিল?
    ৭) সিবি আই তদন্ত চাওয়া হয়েছিল, সেটা সম্পূর্ণ হয়েছে (অভয়ার খুন ও ধর্ষণের প্রশ্নে), চার্জশীট দেয়া হয়েছে।
    আপনারা সন্তুষ্ট?
    ৮) সিবিআই করাপশন নিয়ে তদন্ত করছে, কিছু গ্রেফতার হয়েছে। এই অবস্থায় কিসের ভিত্তিতে তদন্ত ঙ্করে হেলথ সেক্রেটারিকে সরানো যেতে পারে?
    এই পয়েন্টগুলো নিয়ে আপনি বলুন না ডাক্তারবাবু, আমরা শুনতে আগ্রহী।
  • কালনিমে | 103.244.***.*** | ০৮ অক্টোবর ২০২৪ ২২:০৪538328
  • দুর্ভাগ্যজনক যে ১৭ঃ১০ এর মতো অনেকেই চারপাশে তাদের দাবি না মিললেই আজকাল ট্রোল করতে শুরু করে দেন। 
    আমাদের আবাসনেও কিছু মানুষ কে দেখি যারা কি নেপোটিজম, কি স্বাস্থ্য ব্যবস্থায় লবির বিরুদ্ধে অনেক মহান বাণী দেন - কিছু প্রশ্ন করলে এসবই বলেন আবার, ব‍্যক্তিগত ভাবে নিজের স্বার্থ আর নিজেদের লবির জোর দেখানোর জন‍্য প্রাণপাত করেন। এবং তা নিয়ে ভাবিত হন না। এক আশ্চর্য মরাল কম্পাস এদের।
  • @All | 51.159.***.*** | ০৮ অক্টোবর ২০২৪ ২৩:৪৯538330
  • একটা কথা বলি? ডাক্তাররা সকলের সামনে রাস্তায় বসে আছেন। কলকাতাবাসী কারোরই সেখানে একদিন যেতে বা তাদের সঙ্গে কথা বলার অসুবিধা নেই। কেউ বাইরে থাকলেও হোয়াটস্যাপ কলের মাধ্যমে কথা বলতে পারেন কলকাতাবাসী কোনো বন্ধুর মাধ্যমে ফোন নং নিয়ে বা বন্ধুর ফোনের হোয়াটস্যাপের মাধ্যমেও তা পারেন। কোনো প্রশ্ন থাকলে, বক্তব্য থাকলে, ওদের বক্তব্য সত্যিই জানতে চাইলে, নিজের বক্তব্য সত্যিই তাদের জানাতে চাইলে, তা সরাসরিই করা যায়। কোনো বাধা তো নেই। একদিন গিয়ে দেখা করুন না ওদের সঙ্গে। এটা না করে নিজেদের মধ্যে মনগড়া ধ্যান ধারণার ভিত্তিতে তর্কাতর্কি করে কী লাভ? কোনো সিনেমা তো চলছে না যে কলাকুশলী, পরিচালক বা চরিত্রদের সঙ্গে ইন্টার‍্যাকশন করা যাবে না, যা টিভির পর্দায় দেখা যাচ্ছে সেটা দেখেই নিজের মতামত দিয়ে আলোচনা চালিয়ে যেতে হবে।

    একধরণের মিডিয়ার প্রচারের বিপরীতে অন্য কোনো মিডিয়ার তরফে প্রতিক্রিয়া ও অবস্থান নেওয়ার স্বাধীনতা থাকাই উচিত। সেটা এই সাইটের মালিক করেছেন, কিন্তু করেছেন একজন ব্যবহারকারী হিসেবেই নিজের ব্লগে, তাতে ব্যক্তিমানুষটির নিজের অবস্থান স্বচ্ছ হয়।

    কথাবার্তা শোনার-বলার বা জানার-জানানোর বাইরেও, এমনকি সেসবে আগ্রহ ছাড়াও, নিজের অবস্থান ঘোষণা করতে মানুষ সামাজিক মাধ্যমে পোস্ট করেন। এখানেও তেমন পোস্ট হয়েছে। সব অবস্থানের পক্ষে-বিপক্ষে আক্রমণ প্রতিবাদ বা সমর্থন থাকেই। সে হিসেবে বাকিদের প্রতিক্রিয়াও স্বাভাবিকই। প্রতিটি ব্যক্তিগত প্রতিক্রিয়াই রাজনৈতিক।
  • Chaitali Das | ০৯ অক্টোবর ২০২৪ ১১:১২538340
  • এই সমস্ত কথাই প্রথম দিন থেকে বলে আসছি। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আরো একজন যে আমার মত করে ভাবেন, সেটা জানার পর অতটা এক লাগছে না। 
  • Jayanta Chatterjee | 2405:201:8003:1877:3dae:5dbc:c7cf:***:*** | ০৯ অক্টোবর ২০২৪ ২২:৩০538364
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন