এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বাকিসব

  • ঘোরতিমিরঘন নিবিড় নিশীথে

    r2h
    বাকিসব | | ২২ জানুয়ারি ২০২৪ | ৩৩৫০ বার পঠিত | রেটিং ৪.৫ (২ জন)
  • ২২শে জানুয়ারি ২০২৪-উত্তর ভারত নিয়ে কী ভাবছেন সবাই?
    ৬ই ডিসেম্বর ১৯৯২ তে শুরু হওয়া একটি বৃত্ত সম্পূর্ন হবে ২২শে জানুয়ারী ২০২৪।
    তার মধ্যে গোধরা, গ্রাহাম স্টুয়ার্ট্স স্টেইন, বিলকিস বানো, গৌরী লঙ্কেশ, ম্যাঙ্গালোরের শ্রীরাম সেনে, হাথরাস, উন্নাও, বাবু বজরঙ্গী, দারা সিং, কুস্তি ফেডারেশন ৩৭৭, ন্যায় সংহিতা, আদানী, ইডি, এথিক্স কমিটি, আখলাক হত্যা... কত কী যে হয়ে গেল মনে রাখা মুশকিল। বড় বড় ঘটনা কিন্তু বৃহত্তর চিত্রে যেন কিছুই না।

    অনেক কিছু মনে হত এরকম আবার হয় নাকি, সেসবও আর তত আশ্চর্য মনে হয় না, আরও মনে হবে না। ন্যায় ব্যবস্থা একটি পবিত্র গাভী ছিল, বাবরি মসজিদ, বিলকিস বানোর কেস, বিচারপতিদের অবসরের পরের পার্কস দেখার পরেও যাঁদের সেই ব্যবস্থার প্রতি পূর্ণ ভরসা আছে তাঁদের আশাবাদ এবং প্রতিষ্ঠানের প্রতি আস্থা প্রশংসনীয়।
    কিন্তু ২২শে জানুয়ারির উত্তর ভারত - যেখানে একটি মন্দির উদ্বোধনের জন্য সারা দেশে ছুটিছাটা, রাষ্ট্রপতি বলছেন এ ভারতের চিরন্তন আত্মার বহিঃপ্রকাশ...

    এই ভারতের পথ কোন দিকে? কী ভাবছেন সবাই? 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arindam Basu | ২২ জানুয়ারি ২০২৪ ১০:০০741934
  • "কিন্তু ২২শে জানুয়ারির উত্তর ভারত - যেখানে একটি মন্দির উদ্বোধনের জন্য সারা দেশে ছুটিছাটা, রাষ্ট্রপতি বলছেন এ ভারতের চিরন্তন আত্মার বহিঃপ্রকাশ..."
     
    চিত্ত যেথা ভয়পূর্ণ লুচ্চা যেথা বীর,
    জ্ঞান যেথা শুষ্ক যেথা কারার প্রাচীর
    আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী
    পেয়াদারা ভাবিতেছে আজ কাকে ধরি
    যেথা কটুবাক্য নির্দয়ের উৎসমুখ হতে
    উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে
    গোটা দেশে দিকে দিকে গুণ্ডাগণ ধায়
    অজস্র সহস্রবিধ চাটুকারিতায়
    যেথা উচ্চবিত্তের ধনরাশি রাশি
    বিচারের পথটিকে পুরোটাই গ্রাসি,
    পৌরুষের সে কি স্পর্ধা, নিত্য যেথা
    উনিজিই সর্ব কর্ম চিন্তনের নেতা,
    নিজহস্তে নির্দয় আঘাত করি, বস
    ভারতেরে সেই নরকে কোর না কো টস
  • রমিত চট্টোপাধ্যায় | ২২ জানুয়ারি ২০২৪ ১০:০৮741935
  • অরিন বাবু একদম সঠিক লিখেছেন। এটাই হল ঘটনা। ভারতের একটা বিপজ্জনক পথে শুরু হয়েছিল অনেক দিন, আজ সেটাতে সিলমোহর পড়ে গেল। জল বিপদসীমার উপর দিয়ে বইছে। আজ যারা ভয় পাচ্ছেন না, তাঁদের সাহস দেখে আমি বিস্মিত।
  • dc | 2402:e280:2141:1e8:11eb:ca66:da4a:***:*** | ২২ জানুয়ারি ২০২৪ ১০:৩৩741936
  • এটা নিয়ে আমার একটু মিক্সড ফিলিং আছে। একদিকে মনে হয়, আগামী অন্তত পনেরো কুড়ি বছর ধরে ভারত আস্তে আস্তে একটা অটোক্রেটিক বা ফ্যাসিস্ট দেশে পরিণত হবে। মানে অলরেডি অনেকটা হয়েই গেছে, তবে সিএএ, ইউনিফর্ম সিভিল কোড আর ওয়ান নেশান ওয়ান পোল - এই তিনটে হয়ে গেলে প্রায় সম্পূর্ণ অটোক্রেসিতে পরিণত হবে। রাম মন্দির সেই লক্ষের দিকে একটা বড়ো স্টেপ বা হাতিয়ার। 
     
    অন্যদিকে, এও মনে হয় যে ইতিহাসে কোন আইডিওলজিই, সে ভালো হোক কি খারাপ, স্থায়ী হয় নি। থার্ড রাইখও পরাজিত হয়েছিল, সোভিয়ে ইউনিয়নও ভেঙে গেছিল, আবার বেশ কিছু দেশে ডেমোক্রেসি শুরু হয়েও পরে সেখানে রাইট উইং বা অটোক্রেটিক প্রবণতা দেখা গেছে। আমাদের দেশেও এক সময়ে কমিউনিজম, ট্রেড ইউনিয়নিজম ইত্যাদি অনেকটাই ছড়িয়ে পড়েছিল, কিন্তু আজ সেসব প্রায় উবে গেছে। সেরকমই, আগামী পনেরো কুড়ি বছর পর হয়তো হিন্দ্ত্ব আইডিওলজিও (হিন্দু রিলিজিয়ন না) ধরাশায়ী হয়ে পড়বে। দেখা যাক। 
     
    বিটিডাব্লু, এখন রাইট উইং আইডিওলজির উত্থান শুধু যে ভারতেই হচ্ছে তা নয়, আমেরিকাতেও হচ্ছে। ট্রাম্প মনে হয় আগামী ইলেকশানে জিততে চলেছে। হতে পারে যে পৃথিবীর বেশ কিছু বড়ো দেশে ফ্যাসিজম আসতে চলেছে, যেমন প্রথম আর দ্বিঈয় বিশ্বযুদ্ধের আগে হয়েছিল। হয়তো ওরকমই একটা পৃথিবীব্যাপি কনফ্লিক্ট আবার হবে, তারপর আবার যারা সারভাইভ করবেন তারা বলবেন, নেভার এগেইন। এটাই হয়তো সাইকেল। 
  • | ২২ জানুয়ারি ২০২৪ ১০:৩৩741937
  • অরিন, অসাধারণ । yes​এটা ফেসোবুকে আপনার নাম দিয়ে শেয়ার করতে পারি? 
     
     
  • Arindam Basu | ২২ জানুয়ারি ২০২৪ ১০:৩৯741938
  • :-), রমিত, দ, ধন্যবাদ। 
    দ, শেয়ার করুন, কোন অসুবিধে নেই। 
  • dc | 2402:e280:2141:1e8:11eb:ca66:da4a:***:*** | ২২ জানুয়ারি ২০২৪ ১০:৪৫741939
  • আর যাকে বলে, ঘোর অন্ধকার রাতেও দুয়েকটা আলোর স্ফুলিঙ্গ দেখা যায়। সেরকরমই একটা খবর, বিলকিশ বানু কেসের সব অভিযুক্তরাই গতকাল পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। 
  • dc | 2402:e280:2141:1e8:11eb:ca66:da4a:***:*** | ২২ জানুয়ারি ২০২৪ ১১:২৭741940
  • ওহ, আরেকটা খবর হলো, আদবানী বোধায় আসছে না, ঠান্ডা লেগেছে বলে। একদিন যে দাঙ্গারথ চালিয়ে হিন্দুত্বর উত্থান ঘটিয়েছিল, আজ তারই চ্যালা তাকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলে দিয়েছে। একদম সিথ লর্ডদের মতো ব্যপার। 
  • দীমু | 182.69.***.*** | ২২ জানুয়ারি ২০২৪ ২০:৩০741946
  • একটা অন্য পয়েন্ট আছে। এই যে বৃত্তটা সম্পূর্ণ হল , এরপর কি? মানে রামমন্দির করবে বলে বলেই তো বিজেপি ২টো আসন থেকে এতবড় হল। ২০২৪ র ম্যানিফেস্টোতে রাম মন্দিরের জায়গায় কি লিখবে? কাশী মথুরা? প্রতিশ্রুতি পূরণ করেছে বলে ২০২৪ এ হয়ত ভোটব্যাংক টিকিয়ে রাখবে। ২০২৯ এ কি বলে ভোট চাইবে? বিজেপির আস্তিনে রামমন্দিরের মত বড় তাস আর কিছু কিন্তু নেই , জন্মকাল থেকে ছিল না। তাড়াতাড়ি খেলে ফেলল কি?
  • | ২২ জানুয়ারি ২০২৪ ২০:৫৫741947
  • না না ৪৭ থেকে খেলছে।  ৪৭ এ কে সি পন্থের বদান্যতায় বাবরি মসজিদে রামলালার উদ্ভব। এরপরে আরো সব আছে তো।  এক দেশ এক ভোট।  এনয়ারসি ফুল ইমপ্লিমেন্টেশান। এছাড়া আরো সব মসজিদ গির্জা ইত্যাদি।
  • দীমু | 182.69.***.*** | ২২ জানুয়ারি ২০২৪ ২১:০৮741948
  • হ্যাঁ ৪৭। মানে দলের জন্মের অন্যতম কারণ অযোধ্যায় রাম মন্দির গড়া হবে। এক দেশ এক ভোট , এনআরসি এগুলোর জন্য দলটার জন্ম হয়নি। এবার রাম মন্দিরের বিকল্প উন্নততর রামমন্দির , এই স্লোগান দেওয়া হবে? কাশী মথুরা নিয়ে চিন্তা আছে অবশ্য। 
  • r2h | 208.127.***.*** | ২২ জানুয়ারি ২০২৪ ২১:০৯741949
  • সংবিধান বদল, সেকুলার শব্দ সরানো, কাশী মথুরা তো আছেই, বিফ লিঞ্চিং, আমিষ নিরামিষ - কত কী আছে।

    থার্ড রাইখ, ইমার্জেন্সি - এইসব আমারও মনে হয়। কিন্তু থার্ড রাইখের পতনের জন্য একটা বিশ্বযুদ্ধের দরকার হয়েছিল।
    ইমার্জেন্সি ছিল মূলত দমনমূলক, যদিও ইন্দিরা ইজ ইন্ডিয়া সেসব হয়েছে কিন্তু তাও মিডিয়া ও বুদ্ধিজীবিদের কিছু অংশের স্ট্রং বিরোধিতাও ছিল, আর ব্যাপারটার ডিভাইসিভ অবস্থানের স্কেল ও প্রকৃতি আলাদা ছিল।
    এখন এটা একেবারে রিলিজিয়াস মাইনরিটি মেজরিটির জায়গায়, আর কোনরকম রাজনৈতিক দলের এটাকে কাউন্টার বা প্রতিহত করার রাজনৈতিক ঐকমত্য নেই।

    অনেকে আবার মন্দির সম্পূর্ন হয়েছে কিনা, শংকরাচার্য গেলেন কিনা সেইসব নিয়ে তর্ক করছে।
    হিন্দু (আজকাল ওরা বলে সনাতন) ধর্ম ছাড়া বাকি সব বহিরাগত - এই তত্ত্ব প্রতিষ্ঠিত হয়ে গেল মোটামুটি, এবং এরপর মনুবাদী রাষ্ট্রধর্ম (অলিখিত হলেও) শুধু সময়ের অপেক্ষা।

    রাজনৈতিক দল আসে যায়। কিন্তু ভারতের বহুত্ববাদী আত্মাকে ধ্বংস করে বিদ্বেষের সংস্কৃতি রাজনৈতিক মতের থেকে অনেক গভীর বিষ।
  • r2h | 208.127.***.*** | ২২ জানুয়ারি ২০২৪ ২১:১২741950
    • দীমু | ২২ জানুয়ারি ২০২৪ ২১:০৮
    • ...দলের জন্মের অন্যতম কারণ অযোধ্যায় রাম মন্দির গড়া হবে। 
     
    রাম মন্দির তো একটা ধাপ মাত্র। লক্ষ্য তো এক দেশ এক ধর্ম, এক ভাষা, এক সংস্কৃতি।
    দীর্ঘ পথ, রাম মন্দিরের মত অসংখ্য ধাপ আছে। রাম মন্দিরের ধাপটা পেরুতে অনেক সময় লাগলো, একবার সমস্কৃতি সেট হয়ে গেলে বাকিগুলি হয়তো তত কঠিন হবে না।
  • r2h | 208.127.***.*** | ২২ জানুয়ারি ২০২৪ ২১:১৮741951
  • ওদিকে বলিউড।

    সৈকতদা অন্যত্র এই প্রসঙ্গে বলিউড বয়কটের কথা লিখেছে দেখলাম।
    ইন্টারেস্টিং এবং এক্সপেক্টেড, বলিউডের সবচে বড় তিন তারকা অনুষ্ঠানে নিমন্ত্রিত হননি।
  • সমরেশ মুখার্জী | ২২ জানুয়ারি ২০২৪ ২১:৩০741952
  • কী ভবিষ্যত দৃষ্টি!! অথবা সেই ট্র‍্যাডিশন চলিছে সমানে।


    গায়ে কাঁটা দেয়… 

    বৃত্ত সম্পূর্ণ 
     
  • r2h | 208.127.***.*** | ২২ জানুয়ারি ২০২৪ ২১:৩৫741953
  • এবার ভাষা বা সংস্কৃতিগত (মূলত রিগ্রেসিভ ও পশ্চাতপদ) আধিপত্য নির্মানে হিন্দি সিনেমার ভূমিকা নিয়ে আমার কোন দ্বিমত নেই।

    কিন্তু বলিউড দখলের খেলাটাও ইন্টারেস্টিং।

    সিনেমার বড় বড় তারকা আমন্ত্রিত, কিন্তু তিন খান বাদে, আবার কোন অন্য ধর্মের লোক নিমন্ত্রন পাননি, তাও না।
  • সমরেশ মুখার্জী | ২২ জানুয়ারি ২০২৪ ২১:৩৯741954
  • @ রমিত 
     
    #আজ যারা ভয় পাচ্ছেন না, তাঁদের সাহস দেখে আমি বিস্মিত।#
     
    ভয় পাচ্ছেন না মানেই সাহসী - তা নাও হতে পারে - অর্থাৎ উল্টো‌টাও হতে পারে - মানে - সাহস দেখা‌তে ভয় পাচ্ছেন।
  • সমরেশ মুখার্জী | ২২ জানুয়ারি ২০২৪ ২১:৫২741955
  • @ রমিত
    অবশ্যই আমি উনিজির প্রকল্পের সোচ্চার সমর্থক‌দের কথা বলছি না - তারা তো উচ্চকিত সাহসী‌ই - বলছি নীরব জনতার একাংশের কথা - যাদের নীরবতা থেকে এটা অনুমান করে নেওয়া হয়তো ভুল হবে যে তাদের এই এ্যাজেন্ডার প্রতি নীরব সমর্থন আছে। 
     
  • | ২২ জানুয়ারি ২০২৪ ২১:৫৩741956
  • গুড মুসলিম ব্যাদ মুসলিম @হুতো।
     
    দীমু, রামমন্দির একটা গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু  ধাপই। বা 'অখন্ড হিন্দুরাষ্ট্রের ভিত্তি' বলা যায়। 
  • dc | 2402:e280:2141:1e8:3063:317c:38d3:***:*** | ২২ জানুয়ারি ২০২৪ ২২:১৯741957
  • হ্যাঁ, রাম মন্দির, কাশী, মথুরা, বা তেজোমহল, এগুলো সবই একেকটা ধাপ, মিনস টু অ্যান এন্ড। আমি ইতিহাস খুবই কম জানি, তবে যদ্দুর জানি, আরেসেস বোধায় স্বাধীনতার সময় থেকেই বা তারও আগে থেকে হিন্দু রাষ্ট্র বানাতে চেয়েছে। কিন্তু স্বাধীনতার পরে জওহরলাল নেহরু ইত্যাদিদের পলিটিকাল ফিলোসফির কাছে আরেসেসের রিলিজিয়ন বেসড ফিলোসফি হেরে গেছিল, ফলে দীর্ঘদিন আরেসেস চুপচাপ গ্রাসরুটে কাজ করে গেছে, ন্যাশনাল স্টেজে সাফল্য পায় নি। এখন আরেসেস ভারতকে সেই হিন্দুরাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে রিলিজিয়নই হবে একমাত্র আইডেন্টিটি আর রাষ্ট্রের সুনজরে থাকার একমাত্র উপায়। হিন্দু হলে সে সবরকম সুবিধা পাবে, বাকিরা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকবে। অযোধ্যা, মথুরা ইত্যাদি সেই লক্ষপূরনের দিকে একেকটা ধাপ। সিএএ, ইউসিসি ইত্যাদি সেই লক্ষপূরন করতে সাহায্য করবে। 
  • r2h | 208.127.***.*** | ২২ জানুয়ারি ২০২৪ ২২:২০741958
  • হ্যাঁ... গুড মুসলিম ব্যাড মুসলিম। ভারতীয় বিনোদন শিল্প এখন পর্যন্ত বড় স্কেলে ধর্মীয় মেরুকরণের দখলে আসেনি - সেটা অনেকের বড় সমস্যা।

    আমার এক চাড্ডি সহকর্মী সেদিন বলছিল - এই যে শোলে - মুসলমান আবদুল চাচা ভালো, সবার ভালো করে, আর সনাতনী গব্বর ভিলেন - এরকম ভাবে বলিউড ন্যারেটিভ নির্মান করেছে - ইত্যাদি।
    তো, এরকম অনেকেই ভাবে, চাড্ডিরা।
    আমার কিছু পরিচিত চাড্ডি আছে যারা স্ট্রংলি শারুকখানকে বয়কট করে।

    এবং পুনরায় হ্যাঁ, রামমন্দির একটা ধাপ মাত্র। খুব সিগ্নিফিকেন্ট, কঠিন একটা ধাপ যা পেরিয়ে যাওয়া হলো।
  • dc | 2402:e280:2141:1e8:3063:317c:38d3:***:*** | ২২ জানুয়ারি ২০২৪ ২২:২১741959
  • "সিনেমার বড় বড় তারকা আমন্ত্রিত, কিন্তু তিন খান বাদে" - এ তো জানা কথাই। একইভাবে নাজিরা বহু বিখ্যাত জিউকেও ছাড়েনি। আর ক বছরের মধ্যে তিন খানকে বলিউড ছাড়তে হলে আমি অবাক হবো না।  
  • r2h | 208.127.***.*** | ২২ জানুয়ারি ২০২৪ ২২:২৮741960
  • এদিকে আজ চতুর্দিকে সবাই দীনদান শেয়ার করছেন। আজকের প্রেক্ষিতে সেটার সিগ্নিফিক্যান্সও আমি বুঝিনি।

    ভক্তির মধ্যে দীনতা, সমর্পন, বিনয় ইত্যাদি নিয়ে বলে দীনদান।
    বাবরি ধংস ও রাম মন্দির নির্মানের গল্পে সেসবের ব্যাপার নেই, আচে গন্ডাখানেক দাঙ্গা, রক্তপাত, বিদ্বেষ ইত্যাদি।
    ভক্তবৎসলের নির্বাসন হয়নি, নির্বাসন হয়েছে বহুত্ববাদের। দূরাগত সমন্তরাল হয়তো একটা টানা চলে, এই মাত্র।

    এমনকি এই মন্দির আস্ফালন ঠিক ভক্তির বার্তাও আদৌ না। ভক্তি কেমন হওয়া উচিত এসবের সঙ্গে তার সম্পর্ক কম।
    একবগ্গা সৎ ও কঠোর রাজনৈতিক অবস্থানই এর থেকে মুক্তির উপায় হতে পারে। সেসব কিছু দূর দূরান্তে চোখে পড়ছে না।
  • উনি বলেছেন - ধাপে ধাপে  | 165.225.***.*** | ২২ জানুয়ারি ২০২৪ ২২:৩১741961
  •  ‘‘মহর্ষি বাল্মীকি বলেছেন, রাম দশ হাজার বছরের জন্য প্রতিষ্ঠিত হয়েছেন। রামরাজ্য স্থাপিত হয়েছিল ত্রেতাযুগে। ত্রেতায় হাজার হাজার বছরের জন্য রামরাজ্য হয়েছিল।’’
     
     ‘‘মন্দির তো হল। এ বার কী? দৈবশক্তিকে এই ভাবে বিদায় জানাব?’’ এর পরে নিজেই তার উত্তর দিলেন, ‘‘কালচক্র বদলাচ্ছে। এটা সুখের যে, এই প্রজন্মকে ভগবান কালজয়ী সময়ের জন্য বেছে নিয়েছেন। এটাই সঠিক সময়। আগামী এক হাজার বছরের ভারতের সূচনা চাই। দেশবাসী এই মুহূর্ত থেকে দিব্যভারত নির্মাণের সূচনা করুন। রামের ভাবনা মানবের সঙ্গে জনমানসে হোক। এটাই রাষ্ট্রনির্মাণের পথ হোক। রাম থেকে রাষ্ট্র পর্যন্ত চেতনার বিস্তার চাই।’’

    ‘‘রাম ভারতের চেতনা, চিন্তন, ভাব, নীতি। রাম বিশ্ব, বিশ্বাত্মা।’’
     
    ‘‘বসে থাকলে হবে না যুবকদের। হাজার হাজার বছরের প্রেরণা রয়েছে। সেই কারণেই চাঁদে তেরঙা পৌঁছেছে, মিশন আদিত্য সাফল্য পেয়েছে। ভারতকে নতুন দিন লিখতে হবে। এই রামমন্দির ভারতের উৎকর্ষ, বিকশিত, নতুন ভারতের সাক্ষী হবে।’’
     
    ‘‘আসুন, রাষ্ট্রনির্মাণের জন্য জীবনের পল পল (প্রতি মুহূর্ত) নিয়োগ করি আমরা। রামের পূজা স্ব থেকে সমষ্টির জন্য নিয়ে যেতে হবে। বিকশিত ভারতের লক্ষ্যে সমর্পণের প্রসাদ চড়াতে হবে। রোজ রোজ রামের সেই পুজো করলেই ভারতকে আমরা পরাক্রমশালী, সমৃদ্ধশালী বানাতে পারব।’’
     
     
     
  • dc | 2402:e280:2141:1e8:3063:317c:38d3:***:*** | ২২ জানুয়ারি ২০২৪ ২২:৩১741962
  • দীনদান জানিনা, তবে আমি ইস্কন থেকে তিন চারটে এসেমেস পেয়েছি, তারা নাকি অন্নদান করছে।  
  • r2h | 208.127.***.*** | ২২ জানুয়ারি ২০২৪ ২২:৩৪741963
  • হ্যাঁ, ইস্কনের মেসেজ পেয়েছি আমিও।
    এই প্রসঙ্গে, কোন একটা রিল বা মিমে দেখলাম একজন একটা পদের নাম বলছে মাটন অঘোরলীলা। এরকম একটা পদ চালু হলে মন্দ হয় না!

    অন্যদিকে অনাবাসী গ্রুপগুলি খুব হইহই করে পালন করছে। টাইমস স্কোয়ার আর ডিসিতেও নাকি খুব উৎসব।
  • dc | 2402:e280:2141:1e8:3063:317c:38d3:***:*** | ২২ জানুয়ারি ২০২৪ ২২:৩৭741964
  • মটন অঘোরলীলা!! laugh
  • রমিত চট্টোপাধ্যায় | ২২ জানুয়ারি ২০২৪ ২৩:০৬741965
  • @ সমরেশ মুখার্জি 
     
    এটা কিছুটা ঠিক যে কেউ কেউ নীরব সমর্থন বা নীরব বিরোধিতা করছেন। সেটা নাৎসি জার্মানীতেও ছিল।
     
     
  • রমিত চট্টোপাধ্যায় | ২২ জানুয়ারি ২০২৪ ২৩:০৮741966
  • আজ সল্টলেকে প্রচুর বাড়িতে গেরুয়া পতাকা, বাড়ির সামনে প্রদীপ দিয়ে রাম লেখা, সারাদিন ব্যাপী রামনামের আসর ইত্যাদি হয়েছে দেখতে পেলাম। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২২ জানুয়ারি ২০২৪ ২৩:১৭741967
  • Dc ভাবছেন রাম মন্দির তাস বেরিয়ে গেল বলে ওরা দুশ্চিন্তায় আছে। আমার তো মনে হয় এই তাস দিয়ে খেলা শুরু হল বড়ো করে। এরপরের এজেন্ডা এক দেশ এক ভোট। তারপর নিরামিষ চাপাও, আমিষ ভাগাও, সি এ এ, এনারসি। আর 29 এর এজেন্ডা বোধহয় তেজো মহালয়।
     
    রাম মন্দির বিচ্ছিন্ন ঘটনা নয়, আনন্দবাজারে খবর বেরিয়েছিল, কিছুদিন আগে দ দি নিউজটা পোস্টও করেছিলেন ভাটে, আর এস এস নিয়মিত গ্রামের লোকের থেকে চাঁদা তুলে লোকদেবতার মন্দির বানিয়ে চলেছে। তাতে গ্রামের লোকও খুব খুশি, নিজেদের রিপ্রেজেন্টেশন পাচ্ছে। এছাড়াও মহাকাল মন্দিরের করিডর বানানো, এই মন্দিরের ফটক, ওই মন্দিরের রাস্তা এসব তো আছেই। ভোটারও খুশি, নেতাও খুশি, আর কি চাই।
  • dc | 2402:e280:2141:1e8:3063:317c:38d3:***:*** | ২২ জানুয়ারি ২০২৪ ২৩:৪৫741968
  • রমিতবাবু বোধায় কিছু ভুল করেছেন। আপনি যেগুলো বলেছেন আমিও ওগুলোই ভাবছি। 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন